Type Here to Get Search Results !

[FINAL] HS History Suggestion 2022| WB HS Exams.

HS History Suggestion 2022| WB HS Exams| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022

HS History Suggestion 2022|WB HS Exams| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022

HS History Suggestion 2022 / HS History McQ, Short, Descriptive Type Question and Answer 2022| দ্বাদশ শ্রেণী| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান 2022

Today GK-All Exams- এ সকল ছাত্র-ছাত্রী কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন আমরা আলোচনা করবো.অধ্যায় ভিত্তিক উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান 2022 নিয়ে. উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড. পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 - HS History Suggestion 2022 নিচে দেওয়া হয়েছে.

HS History Suggestion PDF. PDF ডাউনলোড করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশের নীল রংয়ের ঘণ্টা টি টার্চ করে SUBSCARIB করবেন আমাদের ওয়েবসাইটিকে।  


HS History Suggestion 2022 উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th History Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS History Suggestion 2022 WBCHSE - পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি আগামী HS History 2022 - উচ্চ মাধ্যমিক ইতিহাস 2022 পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট. তোমরা যারা দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 - HS History  Suggestion 2022 খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো. উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (HS History Suggestion 2022 - উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022) গুলো আসার সম্ভাবনা খুব বেশি.

HS Bengali Suggestion 2022|WB HS Exams| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022


*Part-A (Marks- 40)*

1) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও। (প্রতিটি বিভাগ থেকে নূন্যতম দুটি  প্রশ্নের উত্তর আবশ্যক :8x5 = 40

*বিভাগ-ক*

(i) জাদুঘর কাকে বলে ? অতীত পুনঃনির্মাণে জাদুঘরের পরিচয় দাও। 

অথবা: পেশাদারি ইতিহাস বলতে কী বােঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখাে। 3+5

(ii) ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই রাণিজ্যের অবসানের কারণ কী ছিল ? 4+4 

অথবা: ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল? এর ফল কী হয়েছিল? 3+5 

(iii) সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমােহন রায়ের ভূমিকা লেখাে। 

অথবা: ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।

(iv) বাংলায় পৃঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলােচনা কর। 

অথবা: ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলােচনা কর।

*বিভাগ-খ*

(i) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব লেখাে। 4+4 

অথবা: ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলােচনা কর।

(ii) লখনউ চুক্তির শর্তাবলি ব্যাখ্যা কর। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর 4+4 

অথবা: ১৯৪২ খ্রিষ্টাব্দের ভারত ছাড়াে আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা করাে। এই আন্দোলনে মহিলাদের অবদান লেখাে। 5+3 

(iii) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে INA/ নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান লেখাে । 

অথবা: আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। নানকিং সন্ধির (১৮৪২) শর্তগুলি আলােচনা কর।


*Part-B (Marks- 40)*

বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে। 1x24 = 24


1) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়- (a) থুকিডিডিসকে (b) হেরােডােটাসকে (C) সু-মা-কিয়েনকে (d) ইবন খালদুনকে।

2) ল্যুভর মিউজিয়াম অবস্থিত a) ফ্রান্সে (b) জার্মানিতে (c) ইংল্যাণ্ডে (d) হল্যাণ্ডে।

3) রাজতরঙ্গিনী রচনা করেন a) কৌটিল্য (b) কলহন (c) বিলহন (d) মমতা।

4) ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয়, কমও নয়।” উক্তিটি কার? (a) র্যাংকে (b) ই-এইচ কার (c) জেমস মিল (d) বিউরি । 

5) রেগুলেটিং আইন পাশ হয়েছিল কতসালে ? (a) ১৭৭০ (b) ১৭৭১ (c) ১৭৭৩ (d) ১৭৭৪ সালে।

 

6) স্তম্ভ ক-এর সঙ্গে স্তম্ভ খ মেলাও ঃ-

স্তম্ভ-ক স্তম্ভ-খ
i) ফারুকশিয়ারের ফরমান  (a) ১৭৭৩।
ii) পিটের ভারত শাসন আইন  (b) ১৭৭১
iii) রেগুলেটিং আইন। (c) ১৭৬৫
iv) কোম্পানির দেওয়ানি লাভ  (d) ১৭৮৪ 

বিকল্পসমূহ ঃ-

(a) (i) B (ii) D (ii) A (iv) C

(b) (i) C (ii) B (iii) D (iv) A,

(C) (i) D (ii) C (iii) A (iv) B

(d) (i) A (i) B (iii) C (iv) D


7) পিটের ভারত শাসন আইন কতসালে পাশ হয়েছিল? a) ১৭৭৩ (b) ১৭৭৪ (C) ১৭৮৩ (d) ১৭৮৪।

8) টিয়েনসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? (a) ১৮৫৭ (b) ১৮৫৮ (c) ১৮৫৯ (d) ১৮৬০। 

9) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল– a) পাঞ্জাবে (b) দঃ ভারতে (C) বিহারে (d) বাংলায়।

10) বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন- a) মুর্শিদকুলি (b) আলিবর্দি খাঁ (c) সুজাউদ্দিন (d) সিরজা-উদদৌলা। 

11) বন্দিবাসের যুদ্ধ হয় কত সালে?– a) ১৭৬০ (b) ১৭৬৫(c) ১৭৭০ (d) ১৭৭২।

12) ভারতে রেলবাের্ড কতসালে গঠিত হয়?—a) ১৮০৫ (b) ১৯০৭ (c) ১৯০৫ (d) ১৮০৭। 

13) এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? a) ভারত (b) চিন (c) ইন্দোনেশিয়া (d) শ্রীলঙ্কা। 

14) চিনে ৪ মে আন্দোলনের নিরিখে ‘জিউগুয়াে’ স্লোগানের অর্থ ছিল— a) বিদেশিরা দূর হটো (b) দেশকে রক্ষা করাে (C) আমরা বৌদ্ধিক সংস্কার চাই (d) চিন কেবল চিনাদের জন্য। 

15) কতসালে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয়েছিল? a) ১৮১৫ (b) ১৮১৬ (c) ১৮১৭ (d) ১৮১৮।

16) তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক ছিলেন– a) রামমােহন রায় (b) বিদ্যাসাগর (c) অক্ষয়কুমার

দত্ত (d) ভূদেব মুখােপাধ্যায়। 

17) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা কতসালে হয় ?– a) ১৯৪০ (b) ১৯৪২ (c) ১৯৪৩ (d) ১৯৪৪।

18) কতসালে পুণাচুক্তি স্বাক্ষরতি হয়েছিল?– a) ১৯৩০ (b) ১৯৩১ (c) ১৯৩২ (d) ১৯৩৩ 

19) মলে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে?– a) ১৯০৬ (b) ১৯০৯ (c) ১৯১৫ (d) ১৯১৯। 

20 ) মুসলিম লিগের যে অধিবেশনে পৃথক পাকিস্থানের দাবি তােলা হয় সেটি হল— a) ঢাকা (b) করাচি (c) লাহাের (d) লখনউ। 

21) লখনউ চুক্তি কবে সম্পাদিত হয়? a) ১৯১৬ (b) ১৯১৯ (c) ১৯০৬ (d) ১৯০৯। 

22) Now or Never' বইটির লেখক– a) গান্ধিজি (b) নেতাজী (c) জিন্নাহ (d) চৌধুরি রহমত আলি।

23) স্তম্ভ ক-এর সঙ্গে স্তম্ভ খ মেলাও ঃ-

স্তম্ভ-ক স্তম্ভ-খ
i) হিরোসিমা a) জাপান।
ii) থািকিন নু।  b) কুয়ােমিং- টাং
iii) পার্ল হারবার  c) দোবাম অ্যাসােসিয়েশন
iv) চিয়াং কাইশেখ  d) মার্কিন যুক্তরাষ্ট্র

বিকল্পসমূহ ঃ--

(a) (i) A (ii) C (iii) D (iv) B,

(b) (i) A (ii) B (ii) C (iv) D,

(C) (i) B (ii) A (iii) D (iv) C,

(d) (i) C (ii) B (i) D (iv) A,


24) কত সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে? a) ১৯৪১ (b) ১৯৪২ (c) ১৯৪৩ (d) ১৯৪৪।

25) দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল ?– a) ভিয়েতনাম (b) ফ্রান্স (c) মার্কিন যুক্তরাষ্ট (d) কম্বােডিয়া। 

26) ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন– a) জহরলাল নেহরু (b) ডঃ সীতারামাইয়া (c) সুভাষচন্দ্র বসু (d) বল্লভ ভাই প্যাটেল। 

27) ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা ? a) ইংরেজ (b) ওলন্দাজ (C) ফরাসি (d) পাের্তুগিজ। 

28) ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় ?– a) টোকিয়ােতে (b) ব্যাংককে (c) রেঙ্গুনে (d) সিঙ্গাপুরে। 

29) ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন- a) ক্যানিং (b) হেস্টিংস (C) চার্চিল (d) মাউন্টব্যাটেন। 

30) কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে ? a) ১৭৯০ (b) ১৮০০ (c) ১৮১০ (d) ১৮১৭। 

31) গণ পরিষদের প্রথম অধিবেশন বসে কোথায় ? a) কলকাতায় (b) দিল্লিতে (C) বােম্বাইয়ে (d) মাদ্রাজে। 

32) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন– a) ম্যান্ডেলা (b) সুহাতো (c) নেতাজী (d) ডঃ সুকর্ণ ।

33) নবান্ন নাটকের রচয়িতা হলেন- a) বঙ্কিমচন্দ্র (b) রবীন্দ্রনাথ (c) বিভূতিভূষণ (d) বিজন ভট্টাচার্য। 

34) মুসলিম লিগ গঠিত হয়— a) ১৯০৬ (b) ১৯০৭ (c) ১৯০৮ (d) ১৯০১। 

35) হিন্দুকলেজ প্রতিষ্ঠিত হয় কতসালে?– a) ১৭৮৪ (b) ১৮০২ (c) ১৮১৭ (d) ১৮৫৭। 

36) কাকে ‘বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় ?– (a) বিদ্যাসাগরকে (b) বঙ্কিমচন্দ্রকে (C) শরৎচন্দ্রকে। (d) রামমােহন রায় কে।

উত্তর (1) a (2) a (3) b (4) d (5) c (6) a (7) d (৪) b (9) b (10) a (11) a (12) c (13) b (14) b (15) a (16) C (17) c (18) c (19) b (20) c (21) a (22) d (23) a (24) a (25) a (26) c(27) b (28) d (29) d (30) b (31) b (32) d (33) d (34)a (35) c (36) a


2) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) 1x16=16


1) পলাশির লুণ্ঠন কাকে বলে? 

*সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উঃ- স্যার এলিজা ইম্পে। 


2) সর্বশেষ চার্টার আইন বা সনদ আইন কবে প্রবর্তিত হয়?

উঃ ১৮৫৩

*কর্ণওয়ালিশ কোড কী?


3) সূর্যাস্ত আইন কী?  

*ভারতে রেলপথের সূচনা হয় কবে? 

উঃ ১৮৫৩।


4) কাকে বলে লেখ?–ক্যান্টন বাণিজ্য/দস্তক/ কাত্ততাও এইপ্রথা /হিতবাদের মূলকথা/অন্ধকূপ হত্যা/ফারুক শিয়ারের ফরমান। 


5) চিনে কোন্ বছর আফিং আমদানি বন্ধ হয়? 

উঃ ১৮৩৯/

*বক্সার প্রােটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় ? 

উঃ চিনের সঙ্গে ১১টি বিদেশি শক্তির। 


6) পাশ্চাত্য শিক্ষার চুইয়ে পড়া নীতি কী? 

*একশাে দিনের সংস্কারকী? সাউকার কাদের বলা হয়?

উঃ দাক্ষিণাত্যের সুদখাের। মহাজনশ্রেণিকে। 


7) চিনে কোন বছরমে ফোর্থন্দোলন শুরু হয়েছিল?

উঃ ১৯১৯।

*একশাে দিনের সংস্কার কী? 


8) “আর্য-সমাজ’এর প্রতিষ্ঠাতা কে? 

উঃ দয়ানন্দ সরস্বতী। 

*চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? 


9) বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? 

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। | 

*উডের ডেসপ্যাচ কী? 


10) সত্যশােধক সভা’র প্রতিষ্ঠাতা কে?

উঃ- জ্যোতিবা ফুলে| 

*প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ ডাঃ আত্মারাম পারঙ্গ। 


11) আর্য সমাজকবে, প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৮৭৫ 

*কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? 

উঃ স্যার জেমস্ ইউলিয়াম কোলভিল। 


12) কবে, কোথায়, কার নেতৃত্বে তাই পিং বিদ্রোহ হয়? 

উঃ ১৮৫০, চিনে, হং-জিকুয়ান। 


13) কে, কবে সাম্প্রদায়িক বাটোয়ারানীতি ঘােষণা করেন?

উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডােনাল্ড ১৯৩২ খ্রিঃ। 

মিরাট ষড়যন্ত্র মামলী কী? 


14) কে,কবে রাওলাট সত্যাগ্রহ সূচনা করেন?

উঃ মহাত্মাগান্ধি, ১৯১৯ খ্রিঃ।

*ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? 


15) কবে, কাদের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়? 

উঃ ১৯১৬ সালে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লিগের মধ্যে।   


16) কে, কবে ‘মাহাদ মার্চ’ করেন? 

উঃ ভীমরাও আম্বেদকর ১৯২৭ খ্রিঃ ২০ই মার্চ।


17) স্বত্ববিলােপনীতি কে প্রবর্তন করেন?

উঃ লর্ড ডালহৌসি। 

*এশিয়াবাসীদের জন্য এশিয়া” এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল?


18) কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়?

উঃ তলােয়ার।

*আগষ্ট প্রস্তাব কবে ঘােষিত হয়? 

উঃ ১৯৪০ |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.