Type Here to Get Search Results !

Current Affairs in Bengali | 29 April 2021

Current Affairs in Bengali,Daily Current Affairs in Bengali,-29 April 2021
Today Gk-All Exams

Current Affairs in Bengali| Daily Current Affairs in Bengali|29th April 2021

Current Affairs in Bengali,-29 April 2021.কারেন্ট অ্যাফেয়ার্স–পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর জন্য  খুবি গুরুত্বপূর্ণ...

Hello My Dear Student :- আজ আমরা আলোচনা করবো ২৯ এপ্রিল ২০২১ -এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।Current Affairs in Bengali : 29 April 2021

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 29 April 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in Bengali : 29 April 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল। 

Current Affairs in Bengali| Daily Current Affairs in Bengali|29 April 2021


1. World Wish Day -কবে পালিত হয় ?

Ans: 29 April.


2. Tesla India এর হিউমান রিসোর্স হেড হিসেবে কে নিযুক্ত হলেন?

Ans:  চিত্রা থমাস।


3. সম্প্রতি সৌদি আরব ভারতে কত মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করল?

Ans:  80 মেট্রিকটন।


4. সম্প্রতি কোন দেশ তিন মাসের জন্য State of Emergency ঘোষণা করল?

Ans:  জাপান।


5.  সম্প্রতি কোন রাজ্য সরকার “No Mask No Movement” অভিযান শুরু করল?

Ans:  রাজস্থান।


6. সম্প্রতি প্ৰয়াত কৃষ্ণমূর্তি সান্থানাম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?

Ans:  বিজ্ঞানী।


7. The Living Mountain শীর্ষক বইটির লেখক কে?

Ans:  অমিতাভ ঘোষ।


8. 93তম অস্কার 2021এ কোন ছবি শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেল?

Ans:  Nomadland.


9. Covid-19 এর জন্য Google ভারতকে  কত  টাকা দান করলেন ?

Ans:  ১৩৫ কোটি টাকা। 


10.  সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক শক্তি স্থানান্তর সূচক 2021 ভারতের rank কত?

Ans:  87তম।


11. বার্সালোনা ওপেন শিরোপা 2021 একক বিভাগে জয়ী হলেন কে?

Ans:  রাফায়েল নাদাল।


12. সম্প্রতি কে নেলসন ম্যান্ডেলা বিশ্ব মানবিক পুরস্কার 2021 পেয়েছেন?

Ans:  রুমানা সিনহা সেহগাল।


13. কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন?

Ans:  Rajesh Bindal.


14. নিম্নলিখিত কোন সংস্থা "Single Crystal Blade Technology" আবিষ্কার করেছে ?

Ans: D.R.D.O.


15. টেনিস টুর্নামেন্ট "Barcelona Open 2021" -এর খেতাব জিতেছে কে ?

Ans: রাফেল নাদাল। 


16. কোন  দেশ স্কুল পাঠক্রমে "রামাযান ও মহাভারত "-কে অন্তর্ভুক্ত করেছে ?

Ans: সৌদি আরব। 


17. সম্প্রতি কোন রাজ্য সরকার " Yoga Se  Nirog"প্রোগ্রাম লঞ্চ করলো?

Ans: মধ্যপ্রদেশ সরকার। 


18. সম্প্রতি কোন রাজ্য সরকার "Covid Emergency Loan Scheme" চালু করলো?

Ans: হরিয়ানা। 


19. আসামের রাজ্য সরকার ঔষধের হোম ডেলিভারি উপলব্ধি করার জন্ন্য কোন যোজনা চালু করেছেন?

Ans: ধন্বন্তরি যোজনা চালু করেছেন।


20. “জীবন রক্ষক” নামে প্লাজমা দাতা ডিজিটাল ডেটা ব্যাংক চালু করল কোন রাজ্য পুলিশ?

Ans:  দিল্লি।


 আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.