Type Here to Get Search Results !

উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022| WB HS Exams

HS Political Science Suggestion 2022|WB HS Exams| উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022

HS Political Science Suggestion 2022|WB HS Exams| উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022

HS Political Science Suggestion 2022|HS Political McQ, Short, Descriptive Type Question and Answer 2022| দ্বাদশ শ্রেণী|উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2022

Today GK All Exams- এ সকল ছাত্র-ছাত্রী কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন  আজ আজ আলোচনা করবো.অধ্যায় ভিত্তিক উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2022 নিয়ে. উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড. পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 - HS Political Science Suggestion 2022 নিচে দেওয়া হয়েছে.

HS Political Science Suggestion PDF. PDF ডাউনলোড করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশের নীল রংয়ের ঘণ্টা টি টার্চ করে SUBSCARIB করবেন আমাদের ওয়েবসাইটিকে।  


HS Political Science Suggestion 2022 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th Political Science Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS Political Science Suggestion 2022 WBCHSE - পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি আগামী HS Political Science 2022 - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2022 পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট. তোমরা যারা দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 - HS Political Science Suggestion 2022 খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো. উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (HS Political Science Suggestion 2022 - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022) গুলো আসার সম্ভাবনা খুব বেশি.


HS Political Science Suggestion 2022|WB HS Exams| উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022


*Part-A (Marks-40)*

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়)— 8x5 =40

i) ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখা করাে। 2+6

অথবা: জাতীয় স্বার্থের সংঙ্গা দাও। জাতীয় স্বার্থরক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করাে।

ii) বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলােচনা করাে। 
অথবা: উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখাে। 

iii) গান্ধিজির সত্যাগ্রহ ও অহিংসা সম্পর্কিত ধারণাটি আলােচনা করা।  
অথবা: অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করাে। 

iv) ভারতের কেননা একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলােচনা করা।
অথবা: ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি আলােচনা করা। 

(v) ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলি আলােচনা করাে।
 অথবা:  ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা কর। 

(vi) ভারতের বিচার ব্যবস্থায় বৈশিষ্ট্যসমূহ আলােচনা করাে। 
অথবা: ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলি ব্যাখ্যা কর। 

(vii) ক্রেতাসুরক্ষা আদালতের ওপর একটি
সংক্ষিপ্ত টীকা লেখাে।
অথবা: ভারতীয় সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলি ব্যাখ্যা কর।

HS Political Science Suggestion 2022|WB HS Exams| উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022



*Part-B (Marks-40)*

1) বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :- 1x24 =24

1) A study of War' বইটি লিখেছেন– (a) অ্যাঞ্জেল (b) হফম্যান (c) কুইনসি রাইট (d) পেন। 

2) একজন কাঠামােবাদী প্রবক্তা হলেন– (a) কিয়ােহেন (b) ইস্টন (C) ইমানুয়েল ওয়ালার স্টাইন (d) কেনেথ। 

3) মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদ যে দার্শনিক-এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন– (a) কান্ট (b) হেগেল (c) এঙ্গেলস (d) স্মিথ। 

4) Unto this Last বইটি লিখেছেন– (a) গান্ধিজি (b) জন রাক্সিন (c) জন স্টুয়ার্ট মিল (d) জন লক। 

5) Liberalism গ্রন্থটি লিখেছেন (a) গ্রিন (b) হবস হাউস (c) বৈন্থাম (d) ল্যাস্কি। 

6) দ্বিকক্ষবাদের সমর্থক হলেন– (a) জেএস মিল (b) হেগেল (c) বার্কার (d) ফাইনার। 

7) পার্লামেন্ট হল খেলার বিষয় কথাটি বলেছেন– (a) বেনিটো মুসােলিনি (b) হিটলার (C) রবীন্দ্রনাথ ঠাকুর (d) স্তালিন। 

8) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়- (a) কংগ্রেস (b) ডুমা (c) পার্লামেন্ট (d) শােরা। 

9) বহু পরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ- (a) সুইজারল্যাণ্ড (b) ফ্রান্স (C) গ্রেট ব্রিটেন (d) ভারত। 

10) আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে— (a) মার্কিন যুক্তরাষ্ট্রে (b) ব্রিটেন (c) ভারতে (d) ফ্রান্সে।

11) এককক্ষবাদের সমর্থক হলেন– (a) ল্যাস্কি (b) জেএসমিল। (C) লর্ড অ্যাক্টন (d) ব্রাইস। 

12) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন– (a) ডাঃ রাজেন্দ্র প্রসাদ (b) ডাঃ রাধাকৃষ্ণান (c) ডাঃ জাকির হােসেন (d) গান্ধিজি 

13) প্রকৃত শাসক হল– (a) ব্রিটেনের রাজা বা রানি (b) ভারতের রাষ্ট্রপতি (c) ভারতের প্রধানমন্ত্রী (d) কেউই না। 

14) রাজ্যপালকে সােনার খাঁচার বন্দি পাখি’ বলেছেন- (a) মমতা (b) নেহেরু (c) সরােজিনী নাইডু (d) পাইলি। 

15) অর্থবিল প্রথম উপস্থিত হয় (a) লােকসভায় (b) রাজ্যসভায় (c) বিধান পরিষদে (d) সুপ্রিমকোর্টে। 

16) পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মােট সদস্য সংখ্যা হল– (a) ২৯৪ (b) ১৮০ (c)
১৬০ (d) ২৯৫। 

17) রাজ্যসভায় সভাপতিত্ব করেন– (a) রাষ্ট্রপতি (b) উপরাষ্ট্রপতি (C) স্পিকার (d) প্রধানমন্ত্রী। 

18) বিধানসভার সদস্য হতে গেলে নূন্যতম বয়স হতে হয়– (a) ১৮ (b) ২৫ (C) ৩০ (d) ৩৫ বছর। 

19) ক্রেতাসুরক্ষা আইন তৈরী হয় কত সালে– (a) 1985 (b) 1987 (C) 1986 (d)1988 

20) লােক আদালত প্রথম গঠিত হয়েছিল– (a) দিল্লিতে (b) জুনাগড়ে গুজরাটে (c) চেন্নাইতে (d) মুম্বাইতে। 

21) সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল- (a) 65 (b) 62 (c) 60 (d) 70 বছর।

22) পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত কতসালে প্রতিষ্ঠিত হয়? (a) 1966 (b) 1977 (c) 1995 (d) প্রতিষ্ঠিত হয়নি। 

23) পশ্চিমবঙ্গে প্রথম কতসালে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় ?– (a) 1975 (b) 1977 (c) 1978 (d) 1980 

24) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল– (a) 144 (b) 140 (c) 135 (d) 139।

25) পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন- (a) প্রধান (b) সভাপতি (C) সভাধিপতি (d) উপপ্রধান। 

26) গ্রাম পঞ্চায়েতের প্রথমসভা আহ্বান করেন- (a) পঞ্চায়েত সমিতি (b) বিডিও (c) সভাপতি (d) চেয়ারম্যান।

27) কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য (a) 5 (b) 6 (c) 7 (d) 10 

28) কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন- (a) মেয়র (b) কমিশনার (c) ডেপুটি মেয়র (d) কাউন্সিলার। 

29) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন– (a) BDO (b) SDO (C) DM (d) সভাধিপতি। 

30) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে?– (a) 1947 (b) 1973 (c) 1977 (d) 1982 

31) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার কোন স্তর? (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ। 

32) প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত ? (a) ৫-৩০ (b) ৫-১০ (c) ১০—৩০ (d) ১০—২০৷ 

33) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন– (a) BDO (b) SDO (c) DM (d) MLA 

34) কোলকাতা পৌরনিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়- (a) সদস্য (b) কমিশনার (c) মেয়র (d) কাউন্সিলার।

35) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল- (a) 530 (b) 250 (c) 130 (d) 552। 

36) লােকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল– (a) 530 (b) 545 (c) 550 (d) 552।

উত্তর:- (1) c (2) c (3) b (4) b (5) b (6) a (7) b (8) a (9) a (10) b (11)
a (12) a (13) c (14) c (15) a (16) a (17) b (18) b (19) c (20) b (21)
a (22) d (23) c (24) a (25) b (26) b (27) a (28) (29) d (30) b (31) b
(32) a (33) c (34) d (35) b (36) d

2) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1x16 =16


1) কাকে বলে লেখাে— জাতীয় ক্ষমতা বা স্বার্থ/ বিশ্বায়ন/ প্রকৃত শাসক/ নামসর্বস্ব শাসক/স্থায়ী প্রশাসক আমলা/ জিরাে আওয়ার / ছাঁটাই প্রস্তাব / অর্থবিল / জনস্বার্থমূলক মামলা/ খুদে জেলাশাসক / ওয়ার্ড কমিটি / বারাে কমিটি / ন্যায় পঞ্চায়েত।

2) পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস লেখাে। 

3) পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? 

4) জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখাে / সপার্ষদ মেয়রের মােট সদস্য সংখ্যা কত? 

5) ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোন চারটি লেখকের নাম লেখাে৷ 

6) বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বােঝায় ?/ 

*লােক আদালত প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 
উঃ গুজরাটের জুনাগড়ে। 

7) ‘পরমাদেশ’কথার অর্থ কী? 
উঃ—আমরা আদেশ দিচ্ছি।

8) রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী কে? 
উঃ মুখ্যমন্ত্রী

*রাজ্য আইনসভার নেতা কে?
উঃ মুখ্যমন্ত্রী। 

9) ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন?
উঃ-ইমপিচমেন্ট। 

*ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? 

10) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বােঝ? 

*ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? 
উঃ রাষ্ট্রপতি। 

11) ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়ােগ করেন? 
উঃ- রাজ্যপাল/ 

*রাজ্যপাল পদের একটিযােগ্যতা লেখাে। 
উঃ ন্যূনতম ৩৫ বছর বয়স হতে হবে।

12) কাকে ক্যাবিনেট তােরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? 
উঃ প্রধানমন্ত্রীকে। 

13) রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? 
উঃ উপরাষ্ট্রপতির নিকট 

*Spirit of Laws' গ্রন্থটি কার লেখা ? উঃ মন্তেষ্কর। 

14) ‘অর্পিত ক্ষমতা প্রসূত আইন’ বলতে কী বােঝ? | 
*উপযােগিতাবাদের প্রধান প্রবক্তা কে? 
উঃ– জেরেমি বেন্থাম।

HS Political Science Suggestion 2022 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th Political Science Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS Political Science Suggestion 2022 WBCHSE - পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর গুলি আগামী HS Political Science 2022 - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2022 পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট. তোমরা যারা দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 - HS Political Science Suggestion 2022 খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো. উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (HS Political Science Suggestion 2022 - উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022) গুলো আসার সম্ভাবনা খুব বেশি.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.