Type Here to Get Search Results !

Political Science Gk questions| Political Science Questions.

Political Science Gk questions| Political Science Questions|Short Questions.

Political Science Gk questions| Political Science Questions. 

Political Science Questions| GK in Political Science|Short Questions. Political Science MCQ for UPSC, Gk For Wbcsc Preliminary Exam, RRB Important...

Today GK-All Exams- এ সকল ছাত্র-ছাত্রী কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।আজ আজ আমরা আলোচনা করবো। অধ্যায় ভিত্তিক উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর  নিয়ে। অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। 

Hs Political science short question। HS Political Science Suggestion.  Political Science। WB HS Exams। Short Questions| Political Science  Questions. Short Questions.


Political Science Gk questions| Political Science Questions|Short Questions.

Dear Student: GK in Political Science -তে আজ Most Important GK- Questions এই MCQ  Questions তালিকাটি জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরী করছেন।আমরা তোমাদের সুবিধার জন্য সবথেকে গুরুত্বপূর্ন ও বাছাই করা সমস্ত MCQ Questions-সম্পূর্ণ বিনামূল্যে পেরোন করে থাকি।

আর এই সমস্ত MCQ Questions-গুলি চাকরির পরীক্ষাতে আপনাদের খুবই সাহায্য করবে।22-23 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য  GK in Political Science -কার্য কর ভূমিকা পালন করে(যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। 

Today Gk website for GK, GK in Political Science। Political Science MCQ for UPSC, Gk For Wbcsc Preliminary Exam, RRB Important Political Science Questions। questions paper, Political Science answer key, Gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most Important GK in Political Science. (Like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.


Political Science Questions| GK in Political Science|Short Questions.

প্রশ্নঃ- সুয়েজ সংকট কবে দেখা দেয় ?

উঃ- ১৯৫৬ খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়।

প্রশ্নঃ- বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

উঃ- ১৯৬১ সালে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রশ্নঃ- বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করাে।

উঃ- বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলন মানবাধিকার রক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে।

প্রশ্নঃ- কিউবার সংকট কবে দেখা দেয় ?

উঃ- ১৯৫৯ খ্রিস্টাব্দে কিউবায় সংকট দেখা দেয়।

প্রশ্নঃ- চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন?

উঃ- চার্চিল ১৯৪৬ সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন।

প্রশ্নঃ- NAM-এর পুরাে কথাটি কী?

উঃ- NAM-এর পুরাে কথাটি হলাে ‘Non Aligned Movement।

প্রশ্নঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী ?

উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম হলাে NATO।

প্রশ্নঃ- আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করাে।

উঃ- আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হলাে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব অর্থাৎ ১৯৪৫ সালের পরবর্তী কাল।

প্রশ্নঃ- টুম্যান নীতি কবে ঘােষিত হয় ?

উঃ- ১৯৪৭ খ্রিস্টাব্দে টুম্যান নীতি ঘােষিত হয়।  

প্রশ্নঃ- বর্তমানে বিশ্ব-রাজনীতি কোন মেরুকরণের দিকে চলেছে?

উঃ- বর্তমানে বিশ্ব-রাজনীতি একমেরুকরণের দিকে চলেছে।

প্রশ্নঃ রাষ্ট্রপতি টুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন?

উঃ- জর্জ সি. মার্শাল ছিলেন টুম্যানের পররাষ্ট্র সচিব।

প্রশ্নঃ- কোন বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয় ?

উঃ- তৃতীয় বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়।

প্রশ্নঃ- জোটনিরপেক্ষতার মূল উৎস কী ?

১৯৫৫ খ্রিস্টাব্দের পঞশীল নীতি হলাে জোটনিরপেক্ষতার মূল উৎস।

প্রশ্নঃ- কবে সােভিয়েত ইউনিয়নের পতন ঘটে ?

উঃ- ১৯৯১ খ্রিস্টাব্দে সােভিয়েত ইউনিয়নের পতন ঘটে।

প্রশ্নঃ- কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল ?

উঃ- সােভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল।

প্রশ্নঃ- মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল ?

উঃ- ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সােভিয়েত ইউনিয়ন। )

প্রশ্নঃ- ‘অক্ষশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল।

উঃ- জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।

 GK in Political Science| Political Science Questions| Short Questions


প্রশ্নঃ- ‘মিত্রশক্তি’-র মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল ?

উঃ- সােভিয়েত ইউনিয়ন।

প্রশ্নঃ- ফ্রিডম্যান-এর মতে ঠান্ডা লড়াই বলতে কী বােঝায়?

উঃ- ঠান্ডা লড়াই হলাে ‘গরম শান্তি।

প্রশ্নঃ- মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল ?

উঃ- যুদ্ধবিধ্বস্ত ইউরােপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তােলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য।

প্রশ্নঃ- কমিনফর্ম’ গঠনের উদ্দেশ্য কী ছিল ?

উঃ- বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা।

প্রশ্নঃ- কোমেকন’ কী জন্য গড়ে উঠেছিল?

উঃ- সােভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরােপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে ‘কোমেকন গঠিত হয়।

প্রশ্নঃ- ওয়ারশ জোটের সচিবালয় কোথায় ছিল?

উঃ- মস্কোতে।

প্রশ্নঃ- ভারত ও চিনের মধ্যে পড়শীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়?

উঃ- ১৯৫৪ সাল। 

প্রশ্নঃ- জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? 

উঃ- কায়রাে।

প্রশ্নঃ- জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়?

উঃ- ১৯৫৯ সাল।

প্রশ্নঃ- কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াই-এর অবসানের কথা ঘােষিত হয়?

উঃ- ১৯৯০ সালের ২ জুন।

প্রশ্নঃ- জর্জ মার্শাল কে ছিলেন?

উঃ- মার্কিন পররাষ্ট্র সচিব।

প্রশ্নঃ- কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ- ফিদেল কাস্ত্রো।

প্রশ্নঃ- তােত কী ?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযােগিতার বাতাবরণ সৃষ্টিকে পেঁতাত বলে।

প্রশ্নঃ- পেঁতাত কথার অর্থ কী?

উঃ- ‘তােত’কথার অর্থ ‘পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তােলা।

প্রশ্নঃ- চিন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করে?

উঃ- ১৯৭১ সালে।

প্রশ্নঃ- ‘পেরেস্রোইকা’ ও ‘গ্লাসনােস্ত’ নীতি দু'টির উদগাতা কে ছিলেন?

উঃ- প্রাক্তন সােভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গাের্বাচেভ। #

প্রশ্নঃ- দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি’ বলতে কী বােঝায়?

উঃ- বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত যে সংগ্রাম শুরু হয়, আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা তাকে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি’ বলে চিহ্নিত করেন।

প্রশ্নঃ- পেরেস্রোইকা বলতে কী বােঝায়?

উঃ- পেরেস্রোইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কারসাধনকে বােঝায়।

প্রশ্নঃ- গ্লাসনস্ত বলতে কী বোেঝ?

উঃ- গ্লাসনস্ত বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা’-কে বােঝায়।

প্রশ্নঃ- বান্দুং সম্মেলনে ক'টি দেশ যােগদান করেছিল?

উঃ- ২৯টি দেশ।

প্রশ্ন বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?

উঃ- বান্দুং’-এর দশটি নীতি।

প্রশ্নঃ- বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্য কত?

উঃ- ১২০টি দেশ।

প্রশ্নঃ- প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?

উঃ- ১৯১৪ সালের ২৮ জুলাই।

প্রশ্নঃ- প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয় ?

উঃ- ১৯১৯ সালের ২৮ জুন।

প্রশ্নঃ- ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯৪৯ সালের ৪ এপ্রিল।

প্রশ্নঃ- ওয়ারশ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯৫৫ সালের ১৪ মে।

Today Gk website for GK, GK in Political Science। Political Science MCQ for UPSC, Gk For Wbcsc Preliminary Exam, RRB Important Political Science Questions। questions paper, Political Science answer key, Gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most Important GK in Political Science. (Like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. Hs Political science short question। HS Political Science Suggestion.  Political Science। WB HS Exams। Short Questions| Political Science  Questions.   


Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.