Type Here to Get Search Results !

বেদ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Veda| About Vedas.

বেদ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Veda| About Vedas.

বেদ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Veda| About Vedas| Vedas India Mcq

বেদ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Veda| About Vedas| Vedas India Mcq.বেদ শব্দটির বুৎপত্তিগত কি?| সনাতন ধর্মের ভিত্তি কী?,বেদ কবে রচিত হয়...

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ।আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো "বেদ"কে নিয়ে ১২৬ Mcq । আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

বেদ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Veda| About Vedas| Vedas India Mcq

জ্ঞানার্থক বিদ ধাতু থেকে বেদ শব্দটির উৎপত্তি। বেদ শব্দের মুখ্য অর্থ হল জ্ঞান অর্থাৎ প্রত্যক্ষ ও অনুমান এর সাহায্যে যে জ্ঞান লাভ করা যায় না , সেই অতীন্দ্রিয় জ্ঞান, যার দ্বারা লাভ করা যায় তাকে বেদ বলা হয়৷ সুতরাং বেদ হল সেই শব্দরাশি যার মাধ্যমে পরমব্রহ্ম স্বরূপ উপলব্ধি করা যায়। বেদ চার প্রকার। যথা- ঋকবেদ, সামবেদ, যজুর্বেদ ,অৰ্থব বেদ


1) বেদ শব্দটির বুৎপত্তিগত কি? বা বেদ শব্দের উৎপত্তি লেখ।
Ans:- বিদ + ঘঞ্। ব্যুৎপত্তি বেদ শব্দটি সংস্কৃত: “বিদ্” ধাতু থেকে নিষ্পন্ন। “বিদ্” ধাতু দ্বারা “জ্ঞানার্থ”, “সত্যার্থ”, “লাভার্থ” ও “বিচারার্থ” এই চার প্রকার অর্থ নির্দেশ করে। “বিদ্” ধাতু করণ এবং অধিকরণ কারকে “ঘঞ্” প্রত্যয় যোগ করলে “বেদ” শব্দ সিদ্ধ হয়ে থাকে।

2) ভারতের প্রাচীনতম সাহিত্যের নাম কী?
Ans:- ঋগেদ

3) সনাতন ধর্মের ভিত্তি কী?
Ans:- বেদ।

4) বেদ কবে রচিত হয়? 
Ans:- আনুমানিক ১৫০০ - ১০০০ খ্রীট্পূর্ব |

5) বেদ কে রচনা করেন?
Ans:- বেদ কেউ রচনা করেন নি। বলা হয় যে ব্রহ্মার মুখনিঃসৃত বানী হল বেদ।

6) বেদ কাদের ধর্মগ্রন্থ?
Ans:- আর্যদের

7) বেদ অপর কি কি নামে পরিচিত? –
Ans:-বেদকে এয়ী, শ্রুতি, অপৌরষেয়, আগম, ছান্দস প্রভৃতি নামে অভিহিত করা হয়।

8) বেদের ওপর নাম অপৌরষেয় কেন?
Ans:- বেদ কোন মানুষের সৃষ্টি না। মানুষের বাক, বুদ্ধি, ইন্দ্রিয় প্রভৃতি দ্বারা রচিত নহে। মনে করা হয় যে বেদ হল ব্রহ্মার মুখনিঃসৃত বানী। তাই বেদকে অপৌরষেয় বলা হয়।

9) বেদের ওপর নাম শ্রুতি কেন?
Ans:- বেদের কোন লেখ্যরূপ ছিল না। শুনে শুনে বেদ মনে রাখতে হত৷ তাই বেদের ওপর নাম শ্রুতি।

10) বেদ শব্দের অর্থ কী?
Ans:- বেদ শব্দের অর্থ হল জ্ঞান

11) বেদ শব্দটি কোথা থেকে এসেছে?
Ans:- “বিদ নামক শব্দ থেকে বেদ কথাটি এসেছে। যার মূল অর্থ হল জ্ঞান।

12) কার মতানুসারে বেদ সংস্কৃত ছান্দস ভাষায় রচিত?
Ans:- সুকুমারী ভট্টাচার্য।

13) বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতা কে?
Ans:- পিঙ্গল।

14) বৈদিক ছন্দ কয়টি ও কি কি?
Ans:- সাতটি যথা – গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতী, পংক্তি, ত্রিষ্টুপ ও জগতী

15) বেদ ও সংহিতা কী একই জিনিস?
Ans:- হ্যাঁ বেদ ও সংহিতা একই জিনিস। বেদের একটি অংশ হল সংহিতা

16) বেদ পাঠের জন্য যে ছয়টি বিদ্যার প্রয়ােজন তাদের কী বলে?
Ans:- বেদাঙ্গ

17) বেদাঙ্গগুলি কী কী?
Ans:- শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প

18) ভারতের প্রাচীনতম লিখিত সাহিত্য কী?
Ans:- গীতা

19) বৈদিক সাহিত্য দুটি ভাগে বিভক্ত কী কী?
Ans:- বেদাঙ্গ ও বেদান্ত

20) কে বেদের বিভাজন করেন?
Ans:- মহর্ষি ব্যাসদেব বেদকে চারভাগে বিভক্ত করেন

21) বেদের ভাগ কয়টি ও কী কী?
Ans:- চারটি, (ঋকবেদ, সামবেদ, যজুবেদ, অথর্ববেদ)

22) বেদের যে চারটি ভাগ আছে সেই চারটি ভাগের প্রত্যেকটি আবার কয়টি ভাগে বিভক্ত?
Ans:- চারটি সংহিতা, ব্রাক্ষন, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত

23) বেদের সংহিতা ভাগে কী আছে?
Ans:- মন্ত্র

24) বেদের ব্রাহ্মন ভাগে কি আছে?
Ans:- ধর্মীয় আচর, ধর্মীয় ক্রিয়াকর্ম, যজ্ঞ নিয়ে টীকা

25) বেদের আরন্যক অংশে কী আছে?
Ans:- বানপ্রস্থ জীবনের কথা, যজ্ঞ

26) সবকটি বেদ মিলিয়ে মােট ব্রাহ্মনের সংখ্যা কতগুলি?
Ans:- ১৪ টি

27) ব্রাহ্মনের পরের অংশের নাম কী?
Ans:- আরন্যক

28) বেদের পরিশিষ্ট কি নামে পরিচিত?
Ans:- ব্রাহ্মন

29) ব্রাহ্মনের পরিশিষ্ট কী নামে পরিচিত?
Ans:– আরন্যক

30) আরণ্যকের পরিশিষ্ট কী নামে পরিচিত?
Ans:- উপনিষদ

31) উপনিষদকে বেদান্ত বলা হয় কেন?
Ans:- উপনিষদ বেদের অন্ত বা শেষ ভাগে অবস্থিত বলে উপনিষদকে বেদান্ত বলা হয়

32) উপনিষদ শব্দের অর্থ কী?
Ans:- ব্ৰহ্মবিদ্যা বা রহস্য জ্ঞান

33) বিভিন্ন বেদের পুরােহিতের নাম কর -
Ans:- i) ঋকবেদের পুরােহিতের নাম হােতা বা হােত্ৰী, ii) সামবেদের পুরােহিতের নাম উদ্গাতা,
iii) যজুরবেদের পুরােহিতের নাম অধয়ু, iv) অথর্ববেদের পুরােহিতের নাম ব্রহ্মা

34) কোন বেদের প্রকৃতি কেমন ছিল :- i) ঋকবেদ এর প্রকৃতি পাঠ্যধর্মী ii) সামবেদের প্রকৃতি গীত ধমী।  iii) যজুরবেদের প্রকৃতি অভিনয় ধর্মী iv) অথর্ব বেদের প্রকৃতি রসধমী (EMOTIONAL)

35) বেদের মন্ত্রসংখ্যা কতগুলি?
Ans:- মােট ২০৪৩৪ টি,i) ঋকবেদের মন্ত্রসংখ্যা - ১০৫৪৯ টি, ii)সামবেদের মন্ত্রসংখ্যা - ১৮৯৩ টি,
iii)যজুরবেদের মন্ত্রসংখ্যা - ১৯৭৫ টি, iv)অথর্ব বেদের মন্ত্রসংখ্যা - ৫৯৭৭ টি

36) বৈদিক সাহিত্য দুটি ভাগে বিভক্ত কি কি?
Ans:- বেদাঙ্গ ও বেদান্ত।

37) উপবেদ কয়টি ও কী কী?
Ans:- চারটি: আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, ও অর্থশাস্ত্র

38) বেদাঙ্গ কয়টি ও কী কী ও তাদের লেখকের নাম কর?
Ans: - বেদাঙ্গ ছয়টি

ক) শিক্ষা - পানিনী,খ) কম্প - বিভিন্ন ঋষি সম্প্রদায়,গ) অষ্টাধ্যায়ী ব্যাকরন - পানিনী,ঘ) নিরুক্ত - যাস্ক,ঙ) ছন্দ – পিঙ্গলাচাৰ্য্য, চ) জ্যোতিষ - গর্ন,

39) ব্যাকরনের প্রথম পুস্তক কোনটি?
Ans:- পানিনীর লেখা অষ্টাধ্যয়ী ব্যাকরন

40) বেদের উপাঙ্গ কয়টি?
Ans:- চারটি যথা- পুরানু মিমাংসা, ন্যায় ও ধর্মশাস্ত্র

41) বেদের প্রধান দুটি ভাগ কি কি?
Ans:- মন্ত্র ও ব্রাহ্মন।

42) মন্ত্র শব্দের অপর নাম কী? এটি কোন ধাতু থেকে উৎপন্ন
Ans:- সংহিতা। মন ধাতু থেকে।

43) বেদ অমীল ধর্মমুলম- উক্তিটি কার?
Ans:- আচার্য মনু |

44)বেদের জ্ঞানকান্ড কয়টি ও কী কী?
Ans:- দুটি যথা – আরণ্যক ও উপনিষদ

45) আরন্যক কয়টি ভাগে বিভক্ত?
Ans:- চারটি যথা - ঐতেরেয়, কৌষীতকী, শতপথ ব্রক্ষন, ছান্দোগ্য

46) উপনিষদ কটি ভাগে বিভক্ত ও কি কি?
Ans:- ১২টি যথা - বৃহদারণ্যক মন্ত্র, ছান্দোগ মন্ত্র, তৈত্তিরীয় মন্ত্র, ঐতেরেয় মন্ত্র, ঈশােপনিষদ মন্ত্র, কেন উপনিষদ, কঠো উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডকোপনিষদ, মান্ডুক্যউপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, কৌষীতকী উপনিষদ

47) ষড়দর্শন কি কি ও তাদের লেখকের নাম লেখ –

ক) সংখ্যা দর্শন - মহর্ষি কপিল

খ) যােগ দর্শন – পতজ্ঞলি

গ) ন্যায় দর্শন – গৌতম

ঘ) বৈশেষিক দর্শন - কনাদ

48) ঋকবেদের গঠন উল্লেখ করাে।
Ans:-ঋকবেদে মন্ডল সংখ্যা ১০ টি,অনুবাক্য ৮৫ টি,সুক্ত ১০২৮ টি এবং ঋক বা মন্ত্র ১০৫৫২ টি

49) ঋকবেদের দ্বিতীয় থেকে সপ্তম মন্ডলকে কি বলা হয়?
Ans:- আর্যমন্ডল

50) ঋকবেদের অষ্টম মন্ডলকে কি বলা হয়?
Ans:- প্রগাথ মন্ডল

51) ঋকবেদের নবম মন্ডলের নাম কী?
Ans:- সমমন্ডল

52) ঋকবেদের কোন দুটি মন্ডল প্ৰক্ষিপ্ত বা পরবর্তীকালে সংযােজন বলে মনে করা হয়?
Ans:- প্রথম ও দশম মন্ডল

53) ঋকবেদের আরন্যক এর সংখ্যা কয়টি?
Ans:- দুটি। যথা -ঐতেরেয় ও সংখ্যায়ন

54) ঋকবেদের প্রধান দেবতা কজন?
Ans:- ঋকবেদের প্রধান দেবতা তিনজন।
ক) অগ্নি - পৃথিবীর স্থানগত দেবতা, খ) ইন্দ্র - অন্তরীক্ষ স্থানগত দেবতা, গ) সূর্য – স্বর্গ স্থানগত দেবতা

55) ঋকবেদে কোন দেবতার স্তুতি বেশি দেখা যায়?
Ans:- ইন্দ্র।

56) ঋকবেদে কোন দেবতার স্তুতি প্রথম করা হয়েছে?
Ans:- অগ্নিদেবতার

57) ঋকবেদ অনুসারে গােষ্ঠিপতি কে ছিলেন?
Ans:- রাজা

58) কয়েকটি দার্শনিক শক্তির নাম লেখ।
Ans:- পুরুষসুক্ত, হিরন্যগর্ভসুক্ত্য, বাক বা দেবীসুক্ত, নাসদীয় সুক্ত

59) দশরাজার যুদ্ধে যেসব আর্য গােষ্ঠীর অংশগ্রহন করেন তাদের মধ্যে কয়েকটি গােষ্ঠীর নাম করুন?
Ans:- অ্যালিনাস, ভরত, ভালানস, অনু, দুহুয়াস, ম্যাটাস প্রভৃতি।

60) দশরাজার যুদ্ধে কোন অনার্য গােষ্ঠি রাজা সুদাসের পক্ষে যােগদান করেছিল?
Ans:- ত্রিৎসু (উপজাতি)

61) কোন বৈদিক ঋষি রাজা সুদাসের পক্ষে ছিলেন?
Ans:- বশিষ্ঠ মুনি।

62) কোন বৈদিক ঋষি রাজা সুদাসের বিপক্ষে ছিলেন?
Ans:- মুনি বিশ্বামিত্র |

63) রাজা সুদাস কিভাবে যুদ্ধে জয়লাভ করেন?
Ans:- নদীর একটি বাঁধের ধৃংসসাধন করে।

64) দশরাজার যুদ্ধে কোন কোন রাজার সলিল সমাধি হয়?
Ans:- অনু ও দুহ্য

65) কয়েকটি সংবাদসুক্তের নাম করাে।
Ans:- যম-যমী সংবাদ, সরমা-পানি সংবাদ, পরূরবা-উর্বশী সংবাদ

66) ঋকবেদের অর্থ কী?
Ans:- শােভন বচন বা সুন্দর বাক্য

67) ঋকবেদের কয়টি শাখা ও কি কি?
Ans:- দুটি। যথা- সাকল ও বাস্কল

68) ঋকবেদে ‘ওম শব্দটি কতবার এসেছে?
Ans:- ১০২৮ বার

69) আয়ুরবেদ চিকিৎসা কোন বেদ থেকে পাওয়া যায়?
Ans:- ঋকবেদ

বেদ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর| Veda| About Vedas| Vedas India Mcq


70) ঋকবেদে ‘বলি শব্দটির অর্থ কি
Ans:- কর নেওয়া

71) ঋকবেদে কোন নদীকে পবিত্র নদী বলা হয়
Ans:– সরস্বতী

72) কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে।
Ans:- ঋকবেদের তৃতীয় মন্ডলে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে। গায়ত্রী মন্ত্র সূর্যদেবী এবং দেবী সাবিত্রীর উদ্দেশ্যে লেখা হয়েছে।

73) গায়ত্রী মন্ত্র কে লিখেছেন?
Ans:-মুনি বিশ্বামিত্র

74) দশরাজার যুদ্ধ কাহিনী কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে
Ans:- ঋকবেদের ৭ম মন্ডলে দশরাজার কাহিনী লিপিবদ্ধ আছে।

75) দশরাজার যুদ্ধ কোথায় হয়েছিল।
Ans:- রাভি নদীর তীরে। পূর্বে রাভী নদীর নাম ছিল পুরুষানী।

76) দশরাজার যুদ্ধে কে জয়ী হয়েছিল
Ans:- রাভী নদীর তীরে রাজা সুদাসের সাথে দশরাজার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে জয়লাভ করে রাজা সুদাস৷

77) দশরাজার যুদ্ধে ভরত গােষ্ঠীর থেকে কে অংশগ্রহন করেন? |
Ans:- রাজা সুদাস

78) রাজা সুদাসের পিতার নাম কী?
Ans:- পিজবন বা পৈজবন(এই প্রশ্নটি বিতর্কিত। বেশীরভাগ সাের্স সুদাসের পিতা হিসাবে দিবােদাসকে নির্দেশ করে এবং দিবােদাসের ওপর নাম হিসাবে পৈজবন বা পিজাবনকে চিহ্নিত করে। তবে কয়েকটি বিশেষ সাের্স সুদাসের পিতা হিসাবে পৈজবনকে এবং পিতামহ হিসাবে দিবােদাসকে চিহ্নিত করেন। সেক্ষত্রে প্রশ্ন যদি পৈজবন এবং দিবােদাস দুটি ওপশানই থাকে তবে পৈজবন বা পিজাবন হবে সঠিক উত্তর অন্যথায় দিবােদাস হবে সঠিক উত্তর)

79) দশরাজার যুদ্ধে যেসব আর্য গােষ্ঠীর অংশগ্রহন করেন তাদের মধ্যে কয়েকটি গােষ্ঠীর নাম করুন?
Ans:- অ্যালিনাস, ভরত, ভালানস, অনু, দুহুয়াস, ম্যাটাস প্রভৃতি।

80) দশরাজার যুদ্ধে কোন অনার্য গােষ্ঠি রাজা সুদাসের পক্ষে যােগদান করেছিল?
Ans:- ত্রিৎসু (উপজাতি)

81) কোন বেদের আরন্যক পাওয়া যায় নি?
Ans:- অৰ্থব বেদ

82) মান্ডুক্য উপনিষদ কোন বেদের সাথে যুক্ত?
Ans:- অর্থববেদ

83) শাহজাহানের কোন পুত্র অথর্ববেদ পাঠ করেছিলেন
Ans:- দারা।

84) পুরান কটি
Ans:- ১৮ টি।

85) কোন গ্রন্থে সালফারকে জলন্ত পাথর হিসাবে বলা হয়েছে।
Ans:- বাইবেল। বাইবেলে সালফারকে বিমস্টোন বলে উল্লেখ করা হয়েছে।

86) সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে।
Ans:- মুন্ডক উপনিষদ

87) বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়
Ans:- উপনিষদ

88) কোন বৈদিক সাহিত্যে উপনয়ন (পৈত) সংস্কারের বিস্তারিত বিবরন পাওয়া যায়
Ans:- শতপথ ব্রাম্ভন

89) মৃত্যু বিষয়ের প্রথম সার্বিক উপস্থাপনা দেখা যায় কোন বৈদিক সাহিত্যে।
Ans:- শতপথ ব্রাম্ভন

90) বৈদিক সাহিত্যের কোন অংশে নারীকে সকল দুঃখের কারন বলা হত?
Ans:- তৈত্তিরীয় ব্রাম্ভন

91) চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম কী
Ans:- বেদাঙ্গ

92) বেদভাষ্য কে রচনা করেন।
Ans:- দয়ানন্দ সরস্বতী

93) পঞ্চম বেদ কাকে বলে
Ans:- মহাভারত/পুরান/তিকুরুল

94) মহাভারতের পুরানাে নাম কী
Ans:- জয়সংহিতা

95) উপনিষদের সংখ্যা কতগুলি?
Ans:- ১০৮ টি

96) দক্ষিন ভারতের কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়?
Ans:- অমুক্তমাল্যদা

97) বৈদিক ছন্দ কয়টি?
Ans:- সাতটি

98) দুটি বৈদিক ছন্দের নাম করুন?
Ans:- গায়ত্রি ও জগতি

99) বৈদিক ছন্দ শাস্ত্রের রচয়িতা কে?
Ans:- মহামুনি পিঙ্গল 

100) নিরুক্তকার কে?
Ans:- যাস্কাচার্য।

101) বৈদিক স্বর কয়টি ও কি কি?
Ans:- বৈদিক স্বর তিনটি। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত

102) নারাশংসী বলতে কী বােঝ?
Ans:- রাজস্তুতিমূলক মন্ত্রগুলিকে নারাংশী বলা হয়।

103) বিনিয়গ কাকে বলা হয়?
Ans:- কর্মের সঙ্গে মন্ত্রের যে যােগ তাকে বিনিয়ােগ বলে। বিনিয়ােগ দুই প্রকার। যথা- সামান্য বিনিয়ােগ, বিশেষ বিনিয়ােগ

104) বেদমন্ত্র দৃষ্ট ঋষিদের কি বলা হয়?
Ans:- সাক্ষাৎ কৃত ধর্মা ঋষি

105) ভারতীয় জ্যামিতি বিষয়ক প্রাচীনতম গ্রন্থের নাম কি?
Ans:- শুশ সূত্র

106) শৌতসূত্রের আলােচ্য বিষয় কী?
Ans:- বৈদিক যজ্ঞ

107) গৃহ্য সুত্রের বিষয় কী?
Ans:- নিত্যকর্মা, গৃহনির্মান, কৃষিকর্ম ইত্যাদি

108) বেদের প্রধান ভাষ্যকার কে?
Ans:- সায়নাচার্য

109) এয়ী বলতে কী বােঝ?
Ans:- ঋক, সাম, যন্ত্বঃ- এই তিনটি বেদের মন্ত্রগুলি স্বতন্ত্রভাবে গৃহীত হয়। তাই তিনটি বেদকে এয়ী বলা হয়। ঋকবেদ - পদ্যে রচিত। সামবেদ - গানে রচিত যজুর্বেদ - গদ্যে রচিত

110) বেদে উল্লেখিত নদীর সংখ্যা কতগুলি?
Ans:- ঋকবেদে ২৫ টি এবং সমগ্র বেদে ৩৯ টি।

111) বাক কে ছিলেন?
Ans:- ঋকবৈদিক সভ্যতার এক বিদুষী নারী এবং ঋকবেদের বিখ্যাত দেবীসুক্তার স্রষ্টা

112) ভগীনি কে ছিলেন?
Ans:- মহর্ষি অম্বনের কন্যা এবং ঋকবেদের অষ্টম মন্ডলের ১২৫ নং সুক্তের স্রষ্টা

113) রাত্রি কে ছিলেন?
Ans:- মহর্ষি ভরদ্বাজের কন্যা।

114) বৈদিক স্তোত্রের রচনাকারীরা ভারতীয় প্রাচীন অধিবাসীদের কী নামে আখ্যায়িত করেন?
Ans:- দস্যু বা দাস

115) ঋকবেদে হিমালয়ের শৃঙ্ঘ হিসাবে মুজাবত বা মনুজভেন্টের উল্লেখ  আছে৷ এই মনুজভেন্টকে কীসের উৎস হিসাবে ধরা হয়?
Ans:- সসাম (পানীয়)

116) ঋকবেদ কার ‘জন শব্দটি ব্যবহার করা হয়েছে?
Ans:- ২৭৫ বার

117) মৃত্যু বিষয়টি প্রথম কোথায় পাওয়া যায়?
Ans:- শতপথ ব্রহ্মনে

118) শত দাঁড় বিশিষ্ট নৌকার উল্লেখ কোন বেদে পাওয়া যায়?
Ans:- ঋকবেদে

119) ঋকবেদে কোন দেবতার স্তুতি সর্বাপেক্ষা কম দেখা যায়?
Ans:– বিষ্ণু

120) ঋকবেদে কোন দুজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়?
Ans:- ঋষভদেব ও অ্যারিস্টানেমী

121) বিবাহের সময় সম্প্রদানের উল্লেখ পাওয়া যায় কোন বেদে?
Ans:- ঋকবেদ

122) ঋকবেদে অতিথিরূপে কোন দেবকে বর্ননা করা হয়েছে?
Ans:- অগ্নিদেবকে।

123) ঋকবেদে কোন নদীর নাম ও পর্বতের নাম উল্লেখ আছে?
Ans:- নর্মদা নদী ও বিন্ধ্য পর্বতের নাম।

124) ঋকবেদে বর্নিত সবচেয়ে বিখ্যাত নদী কোনটি?
Ans:- সরস্বতী

125) ঋগবেদে কোন নদীকে নদীতমা আখ্যা দেওয়া হয়েছে?
Ans:- সরস্বতী

126) সভা- এর উল্লেখ কোথায় পাওয়া যায়?
Ans:- ঋকবেদের ষষ্ঠ ও অষ্টম মন্ডলে

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ।আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো "বেদ"কে নিয়ে ১২৬ Mcq । আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.