Current Affairs in Bengali| 30th April 2021
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 30th April 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in Bengali : 30th April 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।
Current Affairs in Bengali| 30th April 2021
1. সাম্প্রতিক 'NCDEX' -এর নতুন MD এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে ?
উঃ- অরুন রস্তে।
2. সম্প্রতি VARUNA-2021 দ্বিপাক্ষিক মহড়া কোথায় সম্পন্ন হল?
উঃ- আরব সাগর।
3. 29 April-কোন দিবসটি পালিত হয়ে থাকে?
উঃ- International Dance Day.
4. 2020 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক খাতে বায়কারী দেশ কোনটি?
উঃ- ভারতবর্ষ।(ইন্ডিয়া)
5. সম্প্রতি প্রকাশিত বিখ্যাত উপন্যাস Whereabouts কে লিখেছেন?
উঃ- ঝুম্পা লাহিড়ী।
6. "ই-পঞ্চায়েত পুরস্কার 2021" জিতেছে কোন রাজ্য সরকার?
উঃ- উত্তর প্রদেশ।
7. কোন দেশ বিশ্বের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের পূর্বাভাসের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করতে চলেছে?
উঃ- United Kingdom.
8. Indo Pacific Ocean initiative এর জন্য ভারত কোন দেশের সাথে partnership-করল?
উঃ- Australia.
9. সম্প্রতি কবে "Workers' Memorial Day" পালিত হয়েছে?
উঃ- ২৮ এপ্রিল।
10. The Tale of the Horse: A History of India on Horseback বইটি লিখেছেন,?
উঃ- জোশস্বীনি চন্দ্র।
11. ছত্তিশগড় হাইকোর্টের বিচারক নিযুক্ত হলেন কে?
উঃ- বিচারপতি বিমলা সিং।
12. রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষো থেকে কোথায় 1000 বেড সম্পন্ন covid-19 care centre গড়ে তুলেছেন?
উঃ- জামনগর।
13. কোন দেশে ২০২১ সালে World Boxing Championship male অনুষ্ঠিত হবে?
উঃ- Serbia.
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....