Type Here to Get Search Results !

Current Gk Questions with Answers in Bengali

Current Gk Questions with Answers in Bengali

Current Gk Questions with Answers in Bengali.

Most of the students search on the internet for Bengali current affairs Preliminary Exams, Most important Gk like Wbcs, Wbpsc, psc, SSC, RRB NTPC, UPSC...

Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, Wbpsc, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams.


Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in BengaliCurrent Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

Current Gk Questions with answers in Bengali

CURRENT AFFAIRS

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে   অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য   সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

Current affairs question answer in Bengali


1. বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কোন দিন?
Ans:- 4 ফেব্রুয়ারি। এবছরের থিম ছিল Closing the care gap.

2. বাটা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন?
Ans:- দিশা পাটানি।

3. NCERT ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
Ans:- দিনেশ প্রসাদ সক্লানি।

4. ইন্ডিগো কোম্পানি কাকে ক-ফাউন্ডার হিসাবে ঘোষণা করল ?
Ans: রাহুল ভাটিয়া কে.

5. ভারতীয় কন্ট্রোলার জেনারেল একাউন্ট বিভাগে কাকে অ্যাডিশনাল চার্জ হিসেবে নিযুক্ত করল ?
Ans:- সোনালী সিং কে।

6. ইউজিসি চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করল?
Ans:- এম জগদিশ কুমার কে।

7.  নাসার চন্দ্র মিশন ২০২৪ এর জন্য  কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীকে চয়ন করা হয়েছে ?
Ans:-  RJV chari  রাজা জন পুড়পুটুর চারি  কে চয়ন করা হয়েছে। 

8. কামালাদেবী চট্টপাধ্যায় বই পুরুস্কার ২০২০ (kamaladevi chattopadhyay book prize 2020) বিজেতা হিসাবে কার নাম ঘোষণা কর হয়েছে ?
Ans:-  অমিত আহুজা এবং জয়রাম রমেশ এর  নাম ঘোষণা করা হয়েছে।
 
9. কোন ইউনিয়ন মন্ত্রী প্রতিষ্ঠা করেছে ভারত মোবাইল কংগ্রেস ?
Ans:-  টেলিযোগাযোগ মন্ত্রী।

10. ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আন্তর্জাতিক নাগরিক বিমান দিবস এর থিম কী ?
Ans:-  (AIGAD) Advancing Innovation For Global Aviation Development.  বিশ্ব বিমান যোগাযোগের উন্নতির জন্য নতুনত্বের অগ্রযাত্রা। 

11. মিশন ২০৩৫ প্রকাশিত করলো ভারতের কোন বিভাগ ?
Ans:- নীতি আয়োগ। জনস্বাস্থ্যের উপরে নজরদারি চালানোর জন্য এটি প্রকাশ করা হলো। 

12. সম্প্রতি ওলা ক্যাব ভারতের কোন রাজ্যে বিশ্বেরও বৃহত্তম মোটর সাইকেল ফ্যাক্টরি তৈরি করতে চলছে? 
Ans:- তামিলনাড়ু

13. কোন রাজ্যের মুখ্যমন্ত্রি “ঘর ঘর রেশান যোজনা” চালু করেছেন?  
Ans:-  দিল্লী

14. আই সি সি টেস্ট র‍্যাংকিং এ কোন দল শীর্ষে রয়েছে? 
Ans:- নিউ-জিল্যান্ড

15. সম্প্রতি কোন কেন্দ্রশাষিত অঞ্চলে রাষ্ট্রপতি শাষন জারি করা হল? 
Ans:- পণ্ডিচেরি

16.  কোন রাজ্য সরকার “ই-ট্রান্সপোর্ট” ব্যবস্থা চালু করেছে? 
Ans:-  হিমাচল প্রদেশ

17. গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স এ কোন দেশ শীর্ষে আছে?  
Ans:-  জার্মানি

18. কোন পেমেন্টস ব্যাংককে সম্প্রতি আরবিআই কর্তৃক তফসিলযুক্ত বাণিজ্যিক ব্যাংক হিসাবে মনোনীত করা হয়েছে?
Ans:-  ফিনো পেমেন্টস ব্যাংক

19. কোন দেশ ভারতের পি এস এল ভি – সি ৫১  রপকেট ব্যবহার করে অ্যামাজন জঙ্গল এর রক্ষার জন্য অ্যামাজনিয়া-১ নামক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে?
Ans:-  ব্রাজিল

20. ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের নতুন নিয়োগপ্রাপ্ত ভাইস চিফের নাম কি?  
Ans:- অতুল কুমার জৈন

21. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত টাকা ঘোষণা করলো APVAX  হিসেবে ? 
Ans:-  ৯ বিলিয়ন ডলার। 

22. মালদ্বীপ কে কোন দেশ “ভারত মহাসাগর দ্বীপ  গেম ২০২৩ (Indian ocean Island Game 2023) ” এর নিয়ন্ত্রক হিসাবে বদল করছে ?
Ans:-  মাদাগাস্কার। 

23. ভারতের কোন রাজ্যে SAMSUNG কোম্পানি ৪৮২৫ কোটি টাকা ইনভেস্ট করলো ? 
Ans:-  উত্তরপ্রদেশ রাজ্যে। 

24.  কোন যুব গণিতবিদ প্রথম অভারতীয় হিসাবে রামানুজন পুরুস্কার জিতলো ?
Ans:-  ক্যারোলিনা এরাউজ (Carolina Araujo) .

25. কোন রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছে ?
Ans:-  পশ্চিমবঙ্গ। 

26. লিব্রা ক্রিপ্টোকারেরেন্সি এর নতুন নাম কি রাখা হয়েছে ?
Ans:-  ডেইম (Deim).

27. সাম্প্রতিক ভারত – সুরিনাম যৌথ কমিশন মিটিং হয়েছে,এই সুরিনাম টি কোন দেশে অবস্থিত?
Ans:-  দক্ষিণ আমেরিকা। 

28. ভারতের প্রথম নিয়ন্ত্রিত গ্যাস এক্সচেঞ্জ সংস্থা হিসাবে আত্মপ্রকাশ করলো কোন সংস্থা ? 
Ans:-  Indian Gas Exchange (IGX) ভারত গ্যাস এক্সচেঞ্জ।
 

Current Gk Questions with answers in Bengali


GENERAL KNOWLEDGE

Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, Wbpsc, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

GENERAL KNOWLEDGE Questions with Answers


1. ম্যাপল বৃক্ষের দেশ কোনটি ?
Ans:(A) সুইজারল্যান্ড (B) নরওয়ে (c) কানাডা (D) নিউজিল্যান্ড

2. লােকসভার অধ্যক্ষকে কে অপসারণ করতে। পারেন?
Ans: (A) লােকসভার সদস্যরা (B) রাষ্ট্রপতি (C) প্রধানমন্ত্রী (D) সংসদের উভয়কক্ষের সদস্যরা

3. ‘দ্য লাস্ট সাপার’ চিত্রটির সৃষ্টিকর্তা কে?
Ans: (A) ভ্যান গঘ (B) লিওনার্দো দ্য ভিঞ্চি (C) র্যাফায়েল (D) মকবুল ফিদা হুসেন

4. সত্যজিৎ রায় পরিচালিত শেষ চলচ্চিত্র কোনটি ?
Ans: (A) শাখা প্রশাখা (B) গুপি বাঘা ফিরে এল (C) গণশত্রু (D) আগন্তুক

5.সাঁওতালডিহিতাপবিদ্যুৎকেন্দ্রটি কোন রাজ্যে আছে?
Ans: (A) পশ্চিমবঙ্গ (B) বিহার (C) ওড়িশা (D) ঝাড়খন্ড

6. অ্যালুমিনিয়ামের সর্বপ্রধান আকরিক কোনটি? 
Ans: (A) ক্রায়ােলাইট (B) ফেলষ্পর (C) বক্সাইট (D) অ্যালুনাইট

7. আবিষ্ট তড়িচ্চালক বল কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
Ans: (A) ওহমের সূত্র (B) ফ্যারাডের সূত্র (C) কুলম্বের সূত্র (D) অ্যাম্পিয়ারের সূত্র

8. বৈপরীত্য উত্তাপ কোন অঞ্চলে দেখা যায় ?
Ans: (A) সমভূমি (B) পার্বত্য অঞ্চল (C) ভূগর্ভ (D) মহাকাশে

9. ফল পাকাতে কোন হরমােন ব্যবহৃত হয় ?
Ans: (A) ইথিলিন (B) ফ্লোরিজেন (C) অক্সিন (D) সাইটোকাইনিন

10. ঘানার রাজধানী কোনটি?
Ans: (A) নাইরােবি (B) ট্রিপােলি (C) আক্রা (D) নিয়ামি

11. 'The Merchant of Venice' বইটির লেখক কে?
Ans: (A) জেমস জয়েস (B) শেক্সপীয়ার (C) সল বেলাে (D) বার্ণাড়শ

12. লিনারেস ওপেন’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: (A) টেনিস (B) ব্যাডমিন্টন (C) দাবা (D) গলফ

13. রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয় ?
Ans: (A) 1861 (B}1773 (C) 1784 (D) 1793

14. ভারতের একমাত্র কোন রাজ্যে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখি পাওয়া যায় ?
Ans: (A) গুজরাত (B) হিমাচল প্রদেশ (c) রাজস্থান (D) উত্তরাখণ্ড

16. কোন দেশে মহারাজা রনজিৎ সিং-এর মূর্তি উন্মােচন হতে চলেছে?
Ans: (A) ইতালি (B) ফ্রান্স (c) ইংল্যান্ড (D) স্কটল্যান্ড

17. এনগুয়েন জুয়ান ফুক কোন দেশের প্রধানমন্ত্রী?
Ans: (A) থাইল্যান্ড (B) ভিয়েতনাম (C) জাপান (D) উত্তর কোরিয়া

18. হাসিম থাসি কোন দেশের রাষ্ট্রপতি ?
Ans: (A) কসােভাে (B) কেনিয়া (C) সুদান (D) দক্ষিণ কোরিয়া

19. কেষ্টো মােমােতা কোন দেশের ব্যাডমিন্টন খেলােয়াড়?
Ans: (A) চিন (B) জাপান (C) মালেশিয়া (D) ইন্দোনেশিয়া

20. জাতীয় হাইড্রোলােজি প্রকল্প নিচের কোন ক্ষেত্রে চালু হল ?
Ans: (A) খরা নিয়ন্ত্রণ (B) বন্যা নিয়ন্ত্রণ (C) ভূমিকম্প নিয়ন্ত্রণ (D) ধ্বস নিয়ন্ত্রণ

21. জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলন 2016 কোথায় অনুষ্ঠিত হল ?
Ans: (A) চেন্নাই (B) কলকাতা (C) পুনে (D) দিল্লি

22. ‘আদর্শ বিদ্যালয় কোন রাজ্য সরকারের প্রকল্প ?
Ans: (A)ওডিশা (B) ঝাড়খন্ড (C) বিহার (D) পশ্চিমবঙ্গ

23. ‘সূর্য জ্যোতি’ প্রকল্পটি নিচের কোনটির সঙ্গে সংযুক্ত ?
Ans: (A) সৌরশক্তির সাহায্যে রান্না (B) গ্রাম ও শহরে সৌরবিদ্যুৎ সরবরাহ (C) প্রতি রাজ্যের সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প (D) সৌরশক্তির সাহায্যে সরকারি দপ্তর পরিচালনা

24. ALE ও TVET . কে এই দুটি শিক্ষা প্রকল্প সূচনা করল কোন সংস্থা?
Ans: (A) UNICEF B) UNESCO (C) ULO (D) NCERT

25. কোন শহরে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ জিরাে অনুষ্ঠিত হল ?
Ans: (A) দিল্লি (B) লাহাের (C) প্যারিস (D) লন্ডন

26. Stand Up India প্রকল্পটি কাদের জন্য?
Ans: (A) তপশিলী জাতি (B) তপশিলী উপজাতি (C) মহিলা D) এদের সবার জন্য

27. ‘গতিমান’ শব্দটি নিচের কোনটির সঙ্গে সংযুক্ত ?
Ans: (A) এরােপ্লেন (B) হেলিকপ্টার (C) ট্রেন (D) মালবাহী জাহাজ

28. কোন শহরে 2016 সালের উত্তর-পূর্ব ASEAN সামিট অনুষ্ঠিত হল ?
Ans: (A) আগরতলা (B) ইম্ফল (C) ইটানগর (D) কোহিমা

29. কোন সাগরের ওপর দিয়ে বিশ্বের প্রথম সেতু তৈরি হতে চলেছে, যা দু’টি মহাদেশকে সংযুক্ত করবে?
Ans: (A)লােহিত সাগর (B) ভূমধ্যসাগর (C) বঙ্গোপসাগর (D) আরব সাগর

30. ‘এনিথিং বাট খামােশ’ - এটি কার জীবনী গ্রন্থ?
Ans: (A) অমিতাভ বচ্চন (B) রাজকুমার (C) বিনােদ খান্না (D) শত্রুঘ্ন সিনহা।


Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে   অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য   সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ। 

Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, Wbpsc, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exam.


Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in BengaliCurrent Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.