Type Here to Get Search Results !

ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী| Election Commission of India.

ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী| Election Commission of India

ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী| Election Commission of India.

ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী| Election Commission of India.সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী,গণতন্ত্রের প্রধান উদ্দেশ্য হল জনগণ যাতে স্বাধীন..

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী| Election Commission of India.

সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী, গণতন্ত্রের প্রধান উদ্দেশ্য হল জনগণ যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের প্রতিনিধি আইনসভায় পাঠাতে পারে তার ব্যবস্থা করা। এই নির্বাচন পরিচালনার দায়িত্ব একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার হাতে দেওয়া প্রয়ােজন। এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতে নির্বাচন কমিশন গঠিত করা হয়েছে।                                                                                                             

 নির্বাচন কমিশনের গঠন বা, নিয়ােগ : 

একজন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। রাষ্ট্রপতি এই সদস্যদের নির্বাচন করেন ওকমিশনের সদস্য সংখ্যা কত হবে তা রাষ্ট্রপতিই ঠিক করেন।

মুখ্য নির্বাচন কমিশনের পদচ্যুতি: 

মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে হলে ‘ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করতে হয়। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনা অভিযােগ যদি সত্য বলে প্রমাণিত হয় তবেই পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিত ও ভােট প্রদানকারী সদস্যের দুই-তৃতীয়াংশের সমর্থনে রাষ্ট্রপতি তাকে অপসারিত করতে পারেন। কমিশনের অন্যান্য সদস্যের ও আঞ্চলিক কমিশনের সদস্যদের মুখ্য নির্বাচন কমিশনের সুপারিশ ছাড়া পদচ্যুত করা যায় না।

রাজ্য নির্বাচন কমিশন (২৪৩ ধারা) : 

রাজ্যগুলিতে নির্বাচন পরিচালনার জন্য একজন মুখ্য নির্বাচন আধিকারিক থাকবেন তার অধীনে অন্য নির্বাচনী কর্মচারী থাকবেন। তিনি স্থায়ীভাবে ওই পদে নিযুক্ত হবেন বা কোনাে শাসন বিভাগীয় কর্মচারীর ওপর কাজের দায়িত্ব দিতে পারেন।

রাজ্য নির্বাচন কমিশনের  ক্ষমতা ও কার্যাবলী : 

ভারতের জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে। নির্বাচন কমিশনের কার্যাবলী হল নিম্নরূপ:

১।নির্বাচন কমিশন আইন অনুসারে ভােটার তালিকা তৈরি করে আবার প্রয়ােজন মতাে ভােটার তালিকার সংশােধনও করে।

২। ভােটার তালিকা প্রণয়ন ছাড়াও আইন অনুসারে ও সংবিধান অনুসারে দেশের বিভিন্ন নির্বাচন ইত্যাদি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।

৩। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ, সময়। ইত্যাদি প্রকাশ করে। এছাড়াও কমিশন নির্বাচনের জন্য মনােনয়ন পত্র পেশ করার তারিখ, মনােনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ইত্যাদি ঘােষণা করে থাকে।

৪। নির্বাচন সংক্রান্ত কোনাে বিষয় নিয়ে বিরােধ দেখা দিলে এই বিরােধের কারণ। অনুসন্ধান করার জন্য তদন্ত কমিশন গড়তে পারে।

৫। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক নির্বাচন কমিশনই দেয়।

৬। কেন্দ্রে পার্লামেন্ট ও রাজ্য আইনসভার সদস্যরা যদি অযােগ্য হন সেক্ষেত্রে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ও রাজ্যপালকে পরামর্শ দেন।রাষ্ট্রপতি ও রাজ্যপাল এ বিষয়ে বিচার বিশ্লেষণ করেন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

৭। নির্বাচন পরিচালনার কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্যে নির্বাচন প্রার্থী, সরকার, সরকারি কর্মচারি, রাজনৈতিক দল ও জনগণ অর্থাৎ ভােটদাতাদের জন্য আচরণবিধি কমিশন নির্ধারণ করতে পারে।

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.