Type Here to Get Search Results !

General Knowledge for Kids| Science Mcq.

General Knowledge for Kids| Science Mcq.

General Knowledge For Kids| Science Mcq.

General Knowledge For Kids|Science Mcq|Science Gk|General Knowledge For Kids | Simple GK Questions & Answers| বাচ্চাদের জন্য সাধারণ  বিজ্ঞানের জ্ঞান | সহজ জিকে প্রশ্ন ও উত্তর।General Knowledge for Kids| Science Mcq.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

General Knowledge For KidsScience Mcq| Science GK| Children are curious about everything around them. So getting involved with common sense questions would be a great help for them. We've included some simple GK questions here to explore and expand children's general knowledge levels|Science GK| Science Mcq Gk for kids in Bengali.General Knowledge for Kids| Science Mcq.

General Knowledge For Kids|Science Mcq

বিজ্ঞানের নানা কথা


প্রঃ বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উঃ আয়নমণ্ডলে।

প্রঃ বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ থেকে ঝড়-বৃষ্টি হয়?
উঃ ক্ষুদ্রমণ্ডলে।

প্রঃ বায়ুমণ্ডলের কোন্ স্তরে এরােপ্লেন চলে ?
উঃ শান্তমণ্ডলে। কেননা এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই থাকে না।

প্রঃ সমুদ্রের জল লবণাক্ত কেন?
উঃ নানা দেশের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীর জলে নানা ধরনের লবণাক্ত পদার্থ মিশে যায়। নদী যখন সমুদ্রে এসে পড়ে তখন সেই লবণ সমুদ্রের জলেও মেশে। তাই সমুদ্রের জল লবণাক্ত।

প্রঃ গরমকালে মাটির কলশির জল ঠান্ডা থাকে কেন?
উঃ মাটির কলশির সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে অনবরত বাষ্পীভবন হয়। এই বাষ্পীভবনের সময় জল কলশি থেকে তাপ শােষণ করে নেয়। তাই গরমকালে মাটির কলশির জল ঠান্ডা হয়।

প্রঃ শীতকালে হাত-পা, ঠোট ফাটে কেন? 
উঃ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। ফলে বাতাস আমাদের শরীর থেকে জল শােষণ করে। তাই হাত-পা, ঠোট ফেটে যায়।

প্রঃ আমরা কোন গ্যাস শ্বাস হিসাবে গ্রহণ করি ?
উঃ অক্সিজেন।

প্রঃ আমরা কোন গ্যাস প্রশ্বাস হিসাবে ত্যাগ করি ?
উঃ কার্বন ডাইঅক্সাইড।

প্রঃ চুল পাকে কেন?
উঃ চুলের গােড়ায় এক ধরনের রঞ্জক পদার্থের অভাবে চুল পাকে।

প্রঃ বাতাস দেখতে পাই না কেন?
উঃ বাতাস অত্যন্ত স্বচ্ছ বলে।

প্রঃ স্পিরিট হাতে লাগলে ঠান্ডা বােধ হয় কেন?
উঃ স্পিরিট বাষ্পে পরিণত হবার সময় হাত থেকে তাপ গ্রহণ করে, তাই।

প্রঃ পৃথিবী গােলাকার কে প্রথম বলেন?
উঃ গ্রিক পণ্ডিত পিথাগােরাস।

প্রঃ কত ডিগ্রি উম্নতায় জল বরফ হয় ?
উঃ শূন্য (০) ডিগ্রি সেন্টিগ্রেডে।

প্রঃ কতটা উষ্ণতায় জল গরম হয় ?
উঃ ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে।

প্রঃ তরল ধাতু কোনটি ?
উঃ পারদ।

প্রঃ কোন্ ধাতু সবচেয়ে মূল্যবান?
উঃ প্ল্যাটিনাম।

প্রঃ গণিতের সংখ্যা কোন দেশে আবিষ্কৃত হয় ?
উঃ ভারতবর্ষে।

প্রঃ মানুষের বৈজ্ঞানিক নাম কী?
উঃ হােমাে স্যাপিয়েন্স।

প্রঃ কত বছর অন্তর লিপইয়ার হয়?
উঃ চার বছর তান্তর।

প্রঃ লিপইয়ার-এ কোন্ মাসের দিন পরিবর্তন হয়?
উঃ ফেব্রুয়ারি মাসের। একদিন বেড়ে ২৯ দিন হয়।

General Knowledge For Kids| Science GK| Science Mcq. Children are curious about everything around them. So getting involved with common sense questions would be a great help for them. We've included some simple GK questions here to explore and expand children's general knowledge levels|Science GK| Science Mcq Gk for kids in Bengali

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.