Type Here to Get Search Results !

স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত তথ্য | Swasthya Sathi Card information.

স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত তথ্য |  Swasthya Sathi Card information.

Table of Content(toc)

স্বাস্থ্য সাথী কার্ডের সমস্ত তথ্য |  Swasthya Sathi Card information.

Swasthya Sathi Card-এর সমস্ত তথ্য| Swasthya Sathi Card information|স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডে কারা আবেদন করতে পারবেন।স্বাস্থ্য সাথীর কার্ডের সুবিধাগুলি।হাসপাতালের দায়িত্ব...Swasthya Sathi Card.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য   সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

আজকের আমরা তোমাদের স্বাস্থ্য সাথী কার্ড [Swasthya Sathi Card information] সম্পর্কে সমস্থ্য তথ্য জানবার চেষ্ঠা করবো এই কার্ড কি? এর থেকে কিকি সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের মানুষ। স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি কোথায় অভিযোগ করবেন। কিভাবে করবেন টানিয়ে আপনাদের সকল তথ্য আলোচনা করবো। Swasthya Sathi Card information.

অনেক মানুষ দুয়ারে সরকার ক্যাম্পেইন দ্বারা প্রভাবিত হযয়েছেন। আর এর পাশাপাশি পশ্চিমবঙ্গ  সরকার এই স্কিম চালু করেছে। যাতে পশ্চিমবঙ্গের এর অভাবী নাগরিকদের স্বাস্থ্য সুবিধা পাইয়েদেবার জন্য। ফলস্বরূপ: অনেকেই অনলাইনে ফ্রম ফিলাপ পদ্ধতি খুঁজছেন অনলাইন মাধ্যমে। কোন কোন  আবেদনকারীরা সহজেই স্কিমের অধীনে আবেদন করতে পারেন। এবং তারপর সহজেই সুবিধা পাবেন। তারজন্য আগে আপনাদের সোলের জেনে রাখা দরকার স্বাস্থ্য সাথী কার্ডের উদেশ্য, বৈশিষ্ট, দায়িত্ব ও কর্তব্য।  Swasthya Sathi Card information.

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড যােজনার উদ্দেশ্য| Swasthya Sathi Card.

যােজনার উদ্দেশ্য ঃ পশ্চিমবঙ্গ পরিবার কল্যাণ দপ্তরের অন্তর্গত সুনির্দিষ্টকৃত বিভাগের চুক্তিবদ্ধ ও ঠিকা / অস্থায়ী কর্মীবর্গ এবং তাদের পরিবারের সদস্যদের সম্পূর্ণ নগদ খরচ বিহীন উন্নতমানের ও দুরারােগ্য ব্যাধির চিকিৎসা প্রদান 

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডে কারা আবেদন করতে পারবেন।

১।সিভিক পুলিশভলেন্টিয়ার

২।গ্রীণ পুলিশ ভলেন্টিয়ার

৩।ভিলেজপুলিশ ভলেন্টিয়ার

৪।সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার

৫। ডিজাস্টার ম্যানেজমেন্টকর্মী

৬।এন, ভি এফ

৭। হােমগার্ড

৮।আই.সি.ডি. এসকর্মী

৯। আই.সি.ডি.এস হেক্সার

১০। এস. এইচ. জি, অন্তর্গত পি, এন্ডআর,ডি,

১১।অর্থদপ্তরের পি.আর.আই বডির অন্তর্গত চুক্তিবদ্ধ

১২। পৌরসভার অন্তর্গত এস, এইচ.জি কর্মী/ ঠিকা ও অস্থায়ী চুক্তিবদ্ধ কর্মী

১৩। এইচ. এইচ.ডব্রু / এ.এস.এইচ.

১৪। অর্থদপ্তরের ইউ, এল, বিকর্মী /ঠিকা ও অস্থায়ী চুক্তিবদ্ধ কর্মী

১৫| এ. এস. এইচ. একর্মী

১৬।অসংগঠিত শ্রমিক বিভাগ (যে বিভাগে সংযুক্ত হবে) এ.বডির অন্তর্গত চুক্তিবদ্ধ

১৭। অর্থদপ্তরের অন্তর্গত চুক্তিবদ্ধ/ ঠিকা ওঅস্থায়ীকর্মী

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের কিছু উল্লেখযােগ্য বৈশিষ্ট্য।Some notable features of the smart card.

১। কার্ডের মেয়াদ ১ বছর এবং প্রতি বছর পুনরায় নবীকরণের যােগ্য।

২। প্রতি বছর ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে, যার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার।

৩। হাসপাতালে থাকাকালীন রােগীর সকল প্রয়ােজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সমস্ত ঔষধ পথ্য বিনামূল্যে দেওয়া হবে।

৪। কিছু বিশেষ অসুখের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। যেমন : (১) ক্যানসার, (২) নিউরাে সার্জারি, (৩) হৃদরােগজনিত অস্ত্রপ্রচার, (৪) লিভার সংক্রান্ত অসুখ, (৫) রক্তজনিত সমস্যা ইত্যাদি। 

৫। হাসপাতাল থেকে ছুটির সময় রােগীর গাড়ি ভাড়া বাবদ ২০০ টাকা দেওয়া হবে। 

৬। এই পরিষেবা পাওয়া যাবে জেলার নথিভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে।

৭। হাসপাতালে চিকিৎসার খরচ সরাসরি হাসপাতালকে বীমা কোম্পানী দেবে পূর্ব নির্ধারিত ব্যয়ের হার অনুযায়ী।

৮। এই স্মার্ট কার্ডটি পাওয়া যাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত/ব্লক অফিস/ মিউনিসিপ্যালিটি অফিস থেকে।

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের উপভােক্তার দায়িত্ব ও কর্তব্য

  • চিকিৎসা পাওয়ার জন্য স্মার্ট কার্ডটি নিয়ে নথিভুক্ত হাসপাতালের হেল্প ডেস্কে যােগাযােগ করতে হবে।
  • হাসপাতালের তালিকা বই সযত্নে হাতের কাছে রাখুন।
  • কোন অবস্থাতেই স্মার্ট কার্ডটি পরিবারের নথিভুক্ত সদস্য ছাড়া অপর কোন ব্যক্তিকে হস্তান্তর করবেন না।
  • ভর্তি না থাকা অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মার্ট কার্ডটি দেবেন না।
  • হাসপাতালে ভর্তি হবার সময় আপনার মােবাইল নম্বর অবশ্যই নথিভুক্ত করুন।
  • ছুটির সময় যাতায়াত বাবদ ২০০ টাকা নগদ চেয়ে নিন, সংশ্লিষ্ট ভাউচার রেজিস্টার খাতায় সই করুন বা টিপ ছাপ দিন।
  • হাসপাতাল থেকে ছুটির সাথে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে ভুলবেন না। 
  • কার্ডের অবশিষ্ট টাকা চিকিৎসার প্যাকেজ রেটের চেয়ে কম থাকলে বাকি টাকা রােগীকে দিতে হবে।
  • চিকিৎসার জন্য কত টাকা কম্পিউটারে ব্লক হল (প্যাকেজ রেট) জেনে নিন এবং চিকিৎসার পর কার্ডের অবশিষ্ট টাকার পরিমাণ জেনে নিন, ডিসচার্জ স্লিপ চেয়ে নিন।

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের সম্পর্কে গুরুত্ব পূর্ণ তথ্য জেনে রাখুন।

  • স্মার্ট কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড পাওয়া যায়, তবে উপভােক্তাকে নতুন কার্ড তৈরির খরচ বহন করতে হবে (অর্থাৎ যে ব্যাক্তির কার্ড হারিয়ে গেছে সমস্ত খরচ তাকে বহন করতে হবে। এই সুবিধা পাওয়ার জন্য উপভােক্তাকে জেলা কার্যালয়ে যােগাযােগ করতে হবে।
  • আপদকালীন অবস্থায় স্মার্ট কার্ডটি আনতে ভুলে গেলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে কার্ড এনে জমা দিতে হবে।
  • হাসপাতালে ভর্তি না হলে স্বাস্থ্য সাথী প্রকল্পে ওষুধ পত্রাদি ও রােগ নির্ণয় বিনামূল্যে পাওয়া যাবে না।স্বাস্থ্য সাথী কার্ড না থাকেলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবেনা।
  • হাসপাতালে ভর্তি হবার সময় নিজের মােবাইল নম্বরটি নথিভুক্ত করাতে ভুলবেন না। 
  • হাসপাতালে ভর্তি হবার সময় আপনার নথিভুক্ত মােবাইল নম্বরে অভিযােগ জানানাের জন্য এস.এল.এস পাবেন।
  • স্মার্ট কার্ডে নাম না থাকলেও নবজাতক শিশু ১ বছর পর্যন্ত এই পরিষেবার অন্তর্ভূক্ত হবে।

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের সুবিধাগুলি। Advantages of smart card.

  • বছরে ১,৫০,০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা পাওয়া যাবে কার্ডের মাধ্যমে।
  • স্বাস্থ্য সাথীর কার্ড থাকলে জেলা, রাজ্য, এমনকি দেশের বিভিন্ন নথিভুক্ত হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।
  • ১৯০০ বেশি ধরনের প্যাকেজভুক্ত রােগের চিকিৎসা।উনিসাজারের ও বেশিরোগের চিকিৎসা করা হয় এই কার্ডের মাধ্যমে। 
  • হাসপাতালে ভর্তির পূর্ববর্তী ১দিন আর ছাড়া পাওয়ার ৫দিন পর্যন্ত সমস্ত ওষুধ প্যাকেজ অন্তর্ভুক্ত।
  • পূর্ববর্তী থাকা রােগ, এই স্বাস্থ্য বীমার অন্তর্ভূক্ত। (শর্তাধীন)
  • যাতায়াত বাবদ ২০০টাকা নগদ সরকারি হাসপাতালের এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে পাওয়া যাবে।
  • পরিবার সমস্ত সদস্য এই বীমার সুবিধা পাবেন।

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডে হাসপাতালের দায়িত্ব ও কর্তব্য।  The hospital Duties and responsibilities.

  • কার্ড হােল্ডারদের যথাযথ সম্মান দিন। রােগীর পরিচিতি যাচাই করুন। কম্পিউটার যন্ত্রে রােগীর ছবি, মােবাইল নম্বর ও আঙুলের ছাপ দিন।
  • কোন পরিবার স্বাস্থ্য সাথীর অন্তর্ভুক্ত না থাকালে রােগীকে বা রােগীর পরিবারের সদস্যকে বুঝিয়ে বলুন, প্রয়ােজনে ডিস্ট্রিক কিয়স্ক বা টোল ফ্রি নম্বরের সাথে যােগাযােগ করতে বলুন।
  • রােগীকে স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের মাধ্যমে ভর্তির সময় নির্দিষ্ট রােগের প্যাকেজের টাকা ব্লক করুন এবং ...... online Preauthorization-এর জন্য আবেদন করুন।
  • ছুটির সময় স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের মাধ্যমে ... সম্পূর্ণ করুন, ডিসচার্জ স্লিপ, রােগী বা রােগীর পরিবারের সদস্যকে দিন এবং আপনার কাছে রাখা ডিসচার্জ স্লিপে রােগী এবং রােগীর পরিবারের সদস্যের স্বাক্ষর গ্রহণ করুন।
  • রােগীকে বিনামূল্যে খাবার দিন।
  • ছুটির সময় রােগীকে যাতায়াত খরচা বাবদ ২০০ টাকা দিন।
  • রােগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরের ৫ দিনের ঔষধ পত্রাদি দিয়ে বুঝিয়ে দিন।
  • ছুটির সাথে সাথে রােগীকে বা রােগীর পরিবারের সদস্যকে স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড দিয়ে দিন।
  • রােগী বা পরিবারের সদস্যকে স্মার্ট কার্ড থেকে কেটে নেওয়া টাকার পরিমাণ আর অবশিষ্ট টাকার পরিমাণ এর কথা জানান।
  • কোন কারণে যান্ত্রিক গােলযােগ হলে রােগীর চিকিৎসার সুবিধার্থে TPA -র সাথে কথা বলুন বা জেলা অথবা SNA -র সাথে যােগাযােগ করুন।
  • প্রতিদিনকার চিকিৎসা সংক্রান্ত নথি নির্দিষ্ট Server -এ Uplpad করুন।

স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের অভিযােগ নথিভুক্তকরণ পদ্ধতি।Smart Card Complaint Registration Procedure.

উপভােক্তার কোনরকম অভিযােগ থাকলে -

১। জেলা সদর দপ্তরে যােগাযােগ করুন অথবা

২। Website http://swasthyasathi.gov.in -এ গিয়ে আপনার অভিযােগ নথিভুক্ত করুন অথবা

৩। TOLL FREE কল সেন্টারে নথিভুক্ত করুন আপনার অভিযােগ এই নং ১৮০০-৩৪৫-৫৩৪৮-এ।Help Line No: 18003455384 (Toll Free)

৪। আরাে জানতে হলে যােগাযােগ করুন জেলা নােডাল অফিসার (DNO) ব্লক উন্নয়ন আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতে।

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে   অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য    সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.