Type Here to Get Search Results !

Autumn related poems in Bengali| Rabindranath Tagore

Autumn related poems in Bengali| Rabindranath Tagore

Autumn-related poems in Bengali| Rabindranath Tagore.

Rabindranath Tagore Autumn related poems in Bengali|বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর- তাঁর লেখা কবিতা "এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে "শরৎ সম্পর্কে...

Dear student: আজ আমরা Autumn related poems -এর উপর  আজ আমাদের সম্পূর্ণ আর্টিকেল টি Autumn related poems নিয়ে। অর্থাৎ  শরৎ সম্পর্কিত কবিতা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের সকলের প্রিয় কবি/বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর- তাঁর লেখা কবিতা "এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে " এই কবিতা শরৎ সম্পর্কিত কবিতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 


Autumn-related poems in Bengali| Rabindranath Tagore.

Poem Name: Eseche Sharot Himer Porosh

Book Name: Sahaj Paath

Writer Name: Rabindranath Tagore


Eseche Sarat Himer Paras Poem Lyrics In Bengali :

এসেছে শরৎ, হিমের পরশ

লেগেছে হাওয়ার পরে,

সকাল বেলায় ঘাসের আগায়

শিশিরের রেখা ধরে।


আমলকী-বন কাঁপে যেন তার

বুক করে দুরু দুরু,

পেয়েছে খবর পাতা খসানোর

সময় হয়েছে শুরু।


শিউলির ডালে কুঁড়ি ভরে এল

টগর ফুটিল মেলা,

মালতীলতায় খোঁজ নিয়ে যায়

মৌমাছি দুই বেলা।


গগনে গগনে বরষন শেষে

মেঘেরা পেয়েছে ছাড়া,

বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে

নাই কোনো কাজে তাড়া।


দিঘি-ভরা জল করে ঢল্ ঢল্

নানা ফুল ধারে ধারে,

কচি ধানগাছে খেত ভরে আছে

হাওয়া দোলা দেয় তারে।


যে দিকে তাকাই সোনার আলোয়

দেখি যে ছুটির ছবি,

পূজার ফুলের বনে ওঠে ওই

পূজার দিনের রবি।

Eseche Sarat Himer Paras Poem Lyrics Translate- English:

Poem Name: Eseche Sharot Himer Porosh

Book Name: Sahaj Paath

Writer Name: Rabindranath Tagore

Eseche Sarat Himer Paras Poem Lyrics Translate- English:

Autumn has come, frost

Like after the wind,

In the morning on the grass

Along the dew line.


The mango forest trembles as if its

Booked by Duru Duru,

Got the news page drop

It's time to start.


The buds of the hyacinth branches were full

Tugger Futile Fair,

In search of maltilata

Bees twice a day.


At the end of the rain in the sky

Except for the clouds,

Floating back and forth in the air

There is no rush to work.


Fill the tank with water

Besides the various flowers,

The fields are full of young paddy

The wind sways the wire.


I look at that in the golden light

I see that holiday pictures,

That became the flower of worship

Sunday of the day of worship.


Short questions and answers:

1.

কখন ঘাসের আগায় শিশিরের রেখা ধরে?

উঃ

সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে।

2.

কিসের বুক দুরু দুরু করছে?

উঃ

আমলকী-বনের বুক দুরু দুরু করছে।

3.

কাদের পাতা-খসানোর সময় হয়েছে শুরু?

উঃ

আমলকী-বনের পাতা-খসানোর সময় হয়েছে শুরু।

4.

কোন গাছের ডালে কুঁড়ি ভরে এল?

উঃ

শিউলি গাছের ডালে কুঁড়ি ভরে এল।

5.

কে দুই বেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায়?

উঃ

মৌমাছি দুই বেলা মালতীলতায় খোঁজ নিয়ে যায়।

6.

কখন মেঘেরা পেয়েছে ছাড়া?

উঃ

বরষন-শেষে মেঘেরা পেয়েছে ছাড়া।

7.

কারা বাতাসে ভেসে ভেসে ফেরে?

উঃ

মেঘেরা বাতাসে ভেসে ভেসে ফেরে।

8.

কিসের জল ঢল ঢল করে?

উঃ

দিঘির জল ঢল ঢল করে।

9.

খেত ভরা কি আছে?

উঃ

খেত ভরা কচি ধান গাছ আছে।

10.

কিসের আলোয় ছুটির ছবি ফুটে ওঠে?

উঃ

রবির সোনার আলোয় ছুটির ছবি ফুটে ওঠে।

Dear students, thank you very much for reading this post to the end and I hope you all will benefit from this post. If you benefit, then follow our website And subscribe to our blog site by pressing the bluebell next to it. Many thanks to all of you for visiting our site and you will be happy to read. Good luck. Thank you.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.