Type Here to Get Search Results !

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions

Table of Content(toc)

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions


Railway Group D Exams| RRB Group D| Mcq Questions| Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2022-23| RRB Important 80 Mcq Questions...

Today Gk website for GK, Railway Group D Exams| RRB Group D| Mcq Questions| Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2022-23| RRB Important Science Questions, questions paper, answer key, RRB Ntpc Gk, Mock test, etc. For competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions| Bengali Gk Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions.



1. Tokyo 2020 Paralympic Games-এর অফিসিয়াল পার্টনার হলো কোন কোম্পানী?
Ans :  Thumbs Up.


2.মোল্লা আব্দুল গনি বারাদার কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
Ans : ইসলামিক এমিরেটস অফ আফগানিস্থান।


3. সম্প্রতি কোন রাজ্যে ওনাম উৎসব অনুষ্ঠিত হলো?
Ans : কেরালা


4. উত্তরপ্রদেশের আলীগড়ের নাম পরিবর্তন করে কি নাম প্রস্তাব রাখা হয়েছে?
Ans : হরিগড়।


5. Yuktdhara’ নামে পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
Ans : গিরিরাজ সিং


6. আফগানিস্তানের নতুন নাম কি?
Ans : ইসলামিক এমিরেটস অফ আফগানিস্থান।


7.2022 সালে United Nations World Geospatial Information Congress (UNWGIC) হোস্ট করতে চলেছে কোন দেশ?
Ans : ভারত


8. কোন ব্যাংক নতুন cyber security multi-donor trust fund চালু করল?
Ans : World Bank.


9. 2021 Global Manufacturing Risk Index-এ ভারতের স্থান কত?
Ans : দ্বিতীয়


10. ভারতের প্রথম রাজ্য হিসাবে ৩টি শহরের জন্য "ওয়াটার প্লাস সার্টিফিকেট" পেল কোন রাজ্য?
Ans : অন্ধ্রপ্রদেশ


11. Broadcast audience research council (BARC) এর নতুন CEO হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : নকুল চোপড়া।


12. BRICS 2021 NSA Meeting-এ সভাপতিত্ব করলো?
Ans : অজিত দোভাল


13. Research centre of Imarat (RCI) এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : উম্মালেনেনি রাজা বাবু।


14. Battlefield’ শিরোনামে বই লিখলেন?
Ans : বিশ্রম বেদেকার


15. কোন দেশের রাজা ইসমাইল সাবরি ইয়াকুবকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন?
Ans : মালয়েশিয়া।



16. NeoBolt নামে ভারতের প্রথম মোটরচালিত হুইলচেয়ার তৈরি করলো কোন IIT?
Ans : IIT MADRAS.


17. ভারতের সিনিয়ার মহিলা ফুটবল টিমের হেড কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : থমাস ডেনেরবী।


18. World Water Week পালন করা হচ্ছে ?
Ans : ২৩শে আগস্ট-২৭শে আগস্ট


19. Advisory Board for Banking and Financial Frauds (ABBFF) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? 
Ans : TM Bhasin.



20. ভারতের সর্বোচ্চ উচ্চতায় কোথায় ভেষজ উদ্যানের (হারবাল পার্ক) উদ্বোধন করা হলো? 
Ans : উত্তরাখন্ড।

Railway Group D Exams| RRB Group D| Mcq Questions.


1. 5th BRICS industry minister মিটিংয়ে ভারতের হয়ে কে অংশগ্রহণ করলেন?
Ans: পীযুষ গোয়েল।


2. Global Crypto Adoption Index 2021’ -এ কোন দেশ শীর্ষে রয়েছে?
Ans: ভিয়েতনাম


3. কোন রাজ্য সরকার রাজীব গান্ধী গ্রামীন ভুমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা লঞ্চ করল?
Ans: ছত্রিশগড়।


4.2021 world athletic under 20 championship কোথায় শুরু হল?
Ans: নাইরোবি।


5. সভা ও সমিতি’ কোন যুগের সঙ্গে সম্পর্কিত?
Ans: বৈদিক



6. কোন ইন্সুরেন্স কোম্পানি e Shield Next নামে ইন্সুরেন্স লঞ্চ করল?
Ans: SBI Life insurance.


7. মহাবীরের ধর্মনীতিগুলি কি নামে পরিচিত ছিল?
Ans: আগম


8. ভারত ও কোন দেশের নৌসেনা বাহিনীর সাথে Exercise Konkan 2021 নামে নৌসেনা অনুশীলন শুরু করল?
Ans: ইংল্যান্ড।


9. ব্যাঙ্গালোর মেট্রো’ কোন সংস্থা সঙ্গে 500 মিলিয়ন ডলার -এর ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে ?
Ans: ADB


10.কোন রেলওয়ে স্টেশনে রেল কোচ ওয়াশিং প্লান্ট তৈরি হলো?
Ans: হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন।


11. সম্প্রতি, প্রকাশিত ‘The Staranger In The Mirror’ পুস্তকটি কে লিখেছেন?
Ans : রাকেশ ওমপ্রকাশ মেহেরা


12. Godrej industries limited এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : নাদির গদরেজ।


13. কোন পশুর সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল?
Ans : ঘোড়া


14. বেদকে কেন্দ্র করে যে ধর্মগ্রন্থগুলি রচিত তাকে হলে?
Ans : ধৰ্মসূত্র

RRB Group D| Railway Group D Exams| Mcq Questions



1. ভারতে Amazon Alexa-র জন্য কোন বলিউড অভিনেতার ভয়েস ব্যবহৃত হবে?
Ans : অমিতাভ বচ্চন


2. কেনিয়ার নায়রবি তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এথলেটিক্স U20 চ্যাম্পিয়নশিপের 4×400 মিটার মিক্সড রিলেতে ভারতীয় দল কোন পদক জিতলাে?
Ans : ব্রোঞ্জ পদক।


3.পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?
Ans : আইপিএস বীরেন্দ্র কুমার সিং


4. মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পদের কে দায়িত্ব নিতে চলেছেন?
Ans : ইসমাইল সাবরী ইয়াকুব।


5. সম্প্রতি, প্রকাশিত “The House That Zee Built” পুস্তকটি কে লিখেছেন?
Ans : সুরভী দহিয়া


6. তম সাংহাই কো – অপারেশন অর্গানাইজেশন কালচার মিনিস্টার্স মিটিং এ কে অংশগ্রহণ করলেন?
Ans : সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘয়াল।


7. ভারত এবং কোন দেশের নৌসেনার মধ্যে ‘Konkan Exercise 2021″  শুরু হয়েছে?
Ans :  ব্রিটেন


8. ইনফরমেশন & ব্রডকাস্টিং মন্ত্রকের সেক্রেটারি পদে আইএএস অফিসার কাকে নিযুক্ত করা হলাে?
Ans : অপূর্ব চন্দ্র।


9. কোন পূর্ব প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 20 আগস্ট-এ  ‘জাতীয় সদভাবনা দিবস’ পালিত হয়?
Ans :  রাজীব গান্ধী


10. ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের ( BARC ) চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে নিযুক্ত করা হলাে? 
Ans : নকুল চোপড়া।


11. ‘World Mosquito Day 2021″ কবে পালিত হয়েছে?
Ans :  20 আগস্ট


12. ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ ( IEG ) এর প্রেসিডেন্ট পদে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কাকে নির্বাচিত করা হলাে? 
Ans : N K Singh.


13.  Institute of Economic Growth (IEG) -এর নতুন অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন?
Ans : নন্দ কিশোর সিং


14. হাইড্রোকার্বন প্রজেক্টের উপর চর্চার জন্য কোন রাজ্য সরকার সাত জন সদস্যের একটি প্যানেল গড়ে তুললাে ? 
Ans : তামিলনাড়ু রাজ্য।



15. সম্প্রতি, কবে “World Senior Citizen Day” পালিত হয়েছে?
Ans : 21 আগস্ট


16. কোথায় একটি আলাদা সিভিল সার্ভিস পরীক্ষা কেন্দ্র গড়ে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার? 
Ans : লাদাখের লে তে।


17. Indian Bank -এর নতুন MD এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
Ans :  শান্তি লাল জৈন


18. ‘Black Ribbon Day ‘ কবে পালন করা হয়? 
Ans : 23th August.


19. ইসমাইল সাবরি ইয়াকুব (Ismail Sabri Yaakob) কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন?
Ans : মালেশিয়া

 Railway Group D Exams| RRB Group D| Mcq Questions  

1. কোমলিকা বারী কোন খেলায় যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব -21 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন?
Ans : তীরন্দাজি।


2. টোকিও প্যারালিম্পিক কবে থেকে শুরু হচ্ছে?
Ans : ২৪শে আগস্ট



3. হর্ষিত রাজা ভারতের জন্য দাবায় 69 তম এবং নতুন গ্র্যান্ডমাস্টার। তিনি কোন শহরের অধিবাসী?
Ans : রাখুন



4. Broadcast Audience Research Council India (BARC)-এর CEO হিসাবে নিযুক্ত হলেন?
Ans : নকুল চোপড়া


5. কোন ভারতীয় হাসপাতালটি ভারতের প্রথম হাসপাতাল হয়ে উঠেছে যা হাসপাতাল চত্বরে একটি ফায়ার স্টেশন স্থাপন করে?
Ans : এইমস, নয়াদিল্লি।



6. সম্প্রতি কোন দেশের প্রতি সমস্ত সহযোগিতা বাতিল করলো NATO?
Ans : আফগানিস্তান


7. কে 2021 সালে বীরত্ব পুরস্কারে অশোক চক্র প্রদান করেছেন?
Ans :বাবু রাম।


8.সম্প্রতি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন নীতিন চাঘ ?
Ans : Ujjivan Small Finance Bank.



9. আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের সময় ভারতে কয়টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে?
Ans : 75টি



10. AK-103 রাইফেল কেনার জন্য কোন দেশের সাথে চুক্তি করলো ভারত?
Ans: রাশিয়া


11. প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন ফুটবল বিশ্বকাপে তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন?
Ans:পশ্চিম জার্মানি।



12. কোন কোম্পানি 2021 -এর “Hurun Global 500” -এর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে?
Ans: Apple.



13. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল তার স্বাস্থ্য কল্যাণ যোজনার অধীনে স্মার্ট স্বাস্থ্য কার্ড ঘোষণা করেছে?
Ans: ওড়িশা।



14. কে মনিপুরী নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন?
Ans: লা গনেশান



15. কোন রাজ্যে ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে?
Ans: কেরালা।



16. সম্প্রতি পুনে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?
Ans: নিরাজ চোপড়া


17. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2021 সালে কতগুলো বীরত্ব পুরস্কার(Gallantry awards) প্রদান করলেন ?
Ans: 144টি


18. ব্যাঙ্গালোর মেট্রো’ কোন সংস্থা সঙ্গে 500 মিলিয়ন ডলার -এর ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে ?
Ans: Asian Development Bank (ADB).



19. আশরাফ গনি কোন দেশের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন?
Ans: আফগানিস্তান।


20. মহিলাদের জন্য মিশন শক্তির তৃতীয় দফা লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
Ans: উত্তর প্রদেশ


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad