Table of Content(toc)
Railway Group D Exams| Gk questions| Bengali
Railway Group D Exams| Gk questions| Bengali Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2022-23| Group-d general knowledge. 100 group-d...
Today Gk website for GK, Railway Group D Exams| Gk questions| Bengali Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2022-23| RRB Important Questions, questions paper, answer key, RRB Ntpc Gk, Mock test, etc. All competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.
Railway Group D Exams| Gk questions| Bengali Mcq Questions| Bengali Gk Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.
Railway Group D Exams| Gk questions| Bengali
1.‘How does the earth gets its beauty? শিরোনামে বই লিখলেন?
Ans: সুধা মূর্তি।
2. RBI ব্যাংক জালিয়াতিজনিত সচেতনতামূলক অভিযানের জন্য কাকে নিয়োগ করেছে?
Ans: নীরজ চোপড়াকে।
3. সম্প্রতি বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ কোনটি?
Ans: Tiktok.
4.ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে মনোনীত হয়েছেন?
Ans: মহম্মদ মোখবার।
5. ডিফেন্স আইটেম কেনার জন্য কোন দেশকে ১০০ মিলিয়ন ডলার লোন দিল ভারতের Exim Bank?
Ans: মরিশাস।
6. কোয়াড নৌবাহিনী এক্স–মালাবার 2021 সালের কবে পরিচালনা করতে চলেছে?
Ans: 21 August.
7. সম্প্রতি কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন বিনোদ কে. দশরী?
Ans: Royal Enfield.
8. ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরী টেকনোলজি ক্রুজ মিসাইল (ITCM) কে তৈরি করলো?
Ans: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)।
9. সম্প্রতি অবসর ঘোষণাকারী উন্মুক্ত চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত?
Ans: ক্রিকেট।
10. হেলথ কোয়েস্ট স্টাডি কে উদ্বোধন করলেন?
Ans: ইসরোর প্রধান ডঃ কে সিভান আনুষ্ঠানিকভাবে হেলথ কোয়েস্ট স্টাডির উদ্বোধন করলেন।
12. সিঙ্গাপুরে অনুষ্ঠিত Southeast Asia Cooperation and Training (SEACAT) মিলিটারি অনুশীলনে অংশ নিল কোন ভারতীয় সামরিক বাহিনী?
Ans: ইন্ডিয়ান নেভি
13. RBL ব্যাংক ক্লাউড প্রদানকারী হিসেবে কাকে নির্বাচন করেছে?
Ans: AWS (Amazon Web Services) কে।
14. ভারতের চতুর্থ আইটি ফার্ম হিসাবে ৩ ট্রিলিয়ন টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন স্পর্শ করলো কোন কোম্পানী?
Ans: HCL Technologies.
15. ভারতীয় বিমান বাহিনী বিশ্বের সর্বোচ্চ মোবাইল এটিসি টাওয়ার কোথায় তৈরি করেছে?
Ans: লাদাখ।
16. Ghaznavi নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ?
Ans: পাকিস্তান।
17. কোন কমিউনিটি ফরেস্ট রিসোর্স রাইটস স্বীকৃত ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে?
Ans: ছত্তিশগড়।
18. টোকিও প্যারাঅলিম্পিকে ভারত থেকে কতজন খেলোয়াড় অংশ নিচ্ছে?
Ans: ৫৪ জন।
19.ভারতে(2021) এবছর কততম স্বাধীনতা দিবস পালন করা হলো?
Ans: ৭৫ তম।
20. Bennington Battle Day ‘ বা ‘ বেনিংটন যুদ্ধ দিবস ‘ কবে পালন করা হয়?
Ans: 16th August.
Railway Group D Exams| RRB Gk questions| Bengali
1. আইসিসি অলিম্পিক গেমসের কোন সংস্করণে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য বিড করার পরিকল্পনা করছে?
Ans: 2028 লস এঞ্জেলেস অলিম্পিক।
2. লেটেস্ট World Athletics Rankings-এ নিরাজ চোপড়ার স্থান কত?
Ans: দ্বিতীয়।
3. কোন রাজ্য সরকার তথ্য ও প্রযুক্তি (আইটি) খাতে অসামান্য পারফরম্যান্সের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে একটি নতুন পুরস্কার ঘোষণা করেছে?
Ans: মহারাষ্ট্র।
4. 2028 Los Angeles Olympics-এ ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ ক্যাম্পেইন চালাবে কোন সংস্থা?
Ans: ICC.
5. নতুন বৈশ্বিক যুব উন্নয়ন সূচক ২০২০ -এ ভারতের স্থান কত?
Ans: 122.
6. কোন রাজ্য সরকার কাকোরি ষড়যন্ত্রের নাম পরিবর্তন করে কাকোরি ট্রেন অ্যাকশন করেছে?
Ans: উত্তর প্রদেশ।
7. কোন দেশের সাথে প্রথমবার Al-Mohed Al-Hindi 2021 নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করতে চলেছে ভারত?
Ans: সৌদি আরব।
8. নিচের কোনটি তিন-ডোজ COVID-19 টিকা?
Ans: ZyCoV-D.
9. National Pharmaceutical Pricing Authority (NPPA)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলে?
Ans: কমলেশ কুমার পান্ত।
10. দ্য আর্থস্পিনার নামে একটি বই লিখেছেন
Ans: অনুরাধা রায়।
11. ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘Digital Prayaas’ অ্যাপ লঞ্চ করলো কোন সংস্থা?
Ans: SIDBI.
12. ভারত তার সবচেয়ে উন্নত স্যাটেলাইট (GiSAT-1) উৎক্ষেপণ করবে। GiSAT-1 কোন ধরনের উপগ্রহ?
Ans : জিও-ইমেজিং স্যাটেলাইট।
13. প্রথম রাজ্য হিসাবে শহরাঞ্চলে Forest Resource Rights স্বীকৃতি দিতে চলেছে?
Ans: ছত্তিশগড়।
14. Kakori Train Conspiracy-এর নাম পরিবর্তন করে Kakori Train Action রাখলো কোন রাজ্য সরকার?
Ans: উত্তরপ্রদেশ
15. প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
Ans: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
16. JK Tyre & Industries Ltd-এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন রেসিং কার ড্রাইভার?
Ans: Narain Karthikeyan.
17. ইন্টারন্যাশনাল আর্মি গেমস ২০২১, বার্ষিক সামরিক যুদ্ধ গেমের 7th ম সংস্করণ, কোন দেশ দ্বারা আয়োজিত হয়?
Ans: রাশিয়া।
18. ভারতের প্রথম Water Plus City-এর তকমা পেলো কোন শহর?
Ans: ইন্দোর (মধ্যপ্রদেশ)
19. বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর কোন ফুটবল ক্লাবে যুক্ত হলেন লিওনেল মেসি?
Ans: Paris Saint-Germain.
20. Indian Independence Day ‘ বা ‘ ভারতের স্বাধীনতা দিবস ‘ কবে পালন করা হয়?
Ans: 15th August.
RRB Gk questions| Railway Group D Exams| Bengali
1. সম্প্রতি, 8 আগস্ট 2021 সালে কোন রাজ্য “Hareli Festival” উদযাপিত হয়েছে?
Ans: ছত্তিসগড়।
2. টোকিও অলিম্পিক ২০২০ -এ ভারতীয়দের স্থান কত?
Ana: 48 তম।
3. সম্প্রতি, কোন রাজ্য সরাকর “Out of Pocket Treatment Scheme” শুরু করেছে ?
Ans: মেঘালয়।
4. কোন বোলার 619 টেস্ট উইকেট নিয়ে অনিল কুম্বলেসকে টপকে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন?
Ana: জেমস অ্যান্ডারসন।
5. সম্প্রতি, কবে “International Youth Day 2021” পালিত হয়েছে?
Ans: 12 আগস্ট।
6.কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার সম্প্রতি দক্ষতা উন্নয়নে কোন পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করেছেন?
Ana: PM-Daksh
7. AFI অলিম্পিকে স্বর্ণপদক বিজেতা নীরজ চোপড়া কে সম্মান জানাতে কবে “Javelin Throw Day” পালন করবে?
Ans: 7 আগস্ট।
8. কোন দেশে 7তম “International Army Games” অনুষ্ঠিত হবে?
Ans: রাশিয়া।
9. কোন সংস্থা ভারতীয় শুল্ক সম্মতি তথ্য পোর্টাল (সিআইপি) চালু করেছে?
Ana: সেন্ট্রাল বোর্ড ফর ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস।
10.সম্প্রতি, প্রকাশিত “The Earthspinner” পুস্তকটি কে লিখেছেন?
Ans: অনুরাধা রায়।
11. টোকিও অলিম্পিক ২০২০ তে মোট অংশগ্রহণকারী দেশের সংখ্যা?
Ana: 206টি।
12. কোন বিমানবন্দর বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমানবন্দর খেতাব “Skytrax World Airport Awards 2021” পেয়েছে?
Ans: Hamad International Airport.
13. কোন সংস্থা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মূল প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে?
Ana: জাতিসংঘ।
14. কে “FIDE World Cup 2021” জিতেছে?
Ans: Jan-Krzysztof Duda.
15. টোকিও অলিম্পিকে ভারত থেকে দুজন রৌপ্য পদক বিজয়ী কে কে?
Ana: মীরাবাই চানু এবং রবি কুমার দহিয়া।
16. ভারতীয় বায়ুসেনা কোথায় বিশ্বের সর্বোচ্চ ‘Air Traffic Controller (ATC)’ নির্মাণ করেছে?
Ans: লাদাখ।
17. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষাগত ক্ষমতায়ন তহবিল ঘোষণা করেছেন?
Ans: কেরালা।
18. Pakistan Independence Day ‘ বা ‘ পাকিস্তানের স্বাধীনতা দিবস ‘ কবে পালন করা হয়?
Ana: 14th August.
RRB Gk questions| RRB MCQ
1. কোন রাজ্য সরকার doorstep healthcare scheme চালু করলেন?
Ans: তামিলনাড়ু।
2. সম্প্রতি মারবার্গ রোগের প্রথম কেস কোথায় নিশ্চিত হয়েছে?
Ans: গিনি।
3. তথ্য ও প্রযুক্তি খাতে অসাধারণ পারফরমেন্স এর জন্য কোন রাজ্য সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে একটি নতুন পুরস্কার ঘোষণা করল?
Ans: মহারাষ্ট্র।
4. সম্প্রতি মারা গেছেন শরণ্য সসি (Saranya Sasi) তিনি একজন বিখ্যাত কি ছিলেন?
Ans: অভিনেত্রী।
5. Mohammad Mokhber কোন দেশের প্রথম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
Ans: ইরান।
6. সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক যুব উন্নয়ন সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে?
Ans: সিঙ্গাপুর।
7. কোন রাজ্যের enagar mobile applications and portals লঞ্চ করল?
Ans: গুজরাট।
8. সম্প্রতি বি নাগভূষণ রেড্ডি কোন দেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন?
Ans: মালয়েশিয়া।
9. কোন রাজ্য সরকার COVID-19 death information portal চালু করলেন?
Ans: কেরালা।
10. কোন রাজ্য ভান ধন যোজনার (Van Dhan Yojana) অধীনে সাতটি জাতীয় পুরস্কার জিতেছে?
Ans: নাগাল্যান্ড।
11. দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদল করে কি রাখা হল?
Ans: মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।
12. NASSCOM আয়োজিত Xperience-AI শীর্ষ সম্মেলনে কোন রাজ্য AI গেম চেঞ্জার পুরস্কার জিতেছে?
Ans: তেলেঙ্গানা।
13. দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদল করে কি রাখা হল?
Ans : মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার।
14. সম্প্রতি ব্যাংকিং জালিয়াতি সচেতনতা অভিযানের জন্য আর বি আই কাকে নিযুক্ত করেছে?
Ans: নীরজ চোপড়া।
15. Geological Survey of India এর প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans: ড: ধুতি বন্দ্যোপাধ্যায়।
16. সম্প্রতি, কখন থেকে আরবিআই এটিএম -এ নগদ ফুরিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্কগুলিতে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে?
Ans: 01 অক্টোবর 2021
17. Global youth development Index 2020 তে ভারতের স্থান কত?
Ans: 122.
18. ভারতে পাবলিক সেক্টর ব্যাংকের কত শতাংশ লেনদেন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে করা হয় ?
Ans: ৭২ শতাংশ।
RRB Group D Exams| Gk questions| Bengali
1. সম্প্রতি BCCI অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ীদের কত লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে ?
Ans: ২৫ লক্ষ।
2.টোকিও অলিম্পিক 2020 স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াকে সম্মান জানাতে কোন দিনটিকে “জাভেলিন থ্রো ডে” হিসেবে পালন কথার কথা ঘোষণা করা হল?
Ans: 7 august.
3. ভারত ছাড়ো আন্দোলন দিবস কবে পালিত হয়?
Ans: ৮ ই আগস্ট।
4. 8 August 2021 সালে ভারত ছাড়ো আন্দোলনের কত তম বার্ষিকী পালিত হল?
Ans: 79 তম।
5. সম্প্রতি, কবে “World Lion Day” পালিত হয়েছে?
Ans: 10 আগস্ট।
6. টোকিও অলিম্পিক 2020 কোন দেশ সবচেয়ে বেশি সোনার পদক পেল?
Ans: আমেরিকা।
7. কোন রাজ্য সরকার বিনামূল্যে Covid-19 রোগীদের চিকৎিসা প্রদানের জন্য “Out of Pocket Treatment” যোজনা শুরু করেছে?
Ans: মেঘালয়।
8.কোন সংস্থা Rotavac 5D নামে রোটাভাইরাস ওষুধ তৈরি করল?
Ans: ভারত বায়োটেক।
9. সম্প্রতি, প্রকাশিত “‘The Year That Wasn’t – The Diary of a 14-Year-Old’” পুস্তকটি কে লিখেছেন?
Ans: ব্রিশা জৈন।
10. কোন কেন্দ্রীয় মন্ত্রক PM DAKSH পোর্টাল ও মোবাইল app লঞ্চ করল?
Ans: Union Ministry of Social Justice.
11. সম্প্রতি, কবে “International Day of World’s indigenous people” পালিত হয়েছে?
Ans:9 আগস্ট।
12. কোন ব্যাংক health and wellness নামে সেভিংস আকাউন্ট চালু করল?
Ans: Suryoday Small Finance Bank.
13. ভারতীয় নৌসেনা কোন দেশের নৌসেনার সঙ্গে দ্বিপক্ষীয় অনুশীলন “Zayed Talwal 2021” আয়োজন করেছে?
Ans: সংযুক্ত আরব আমিরাত।
14. 2021 সালের 15 august স্বাধীনতা দিবসের দিন স্পেশাল গেস্ট হবেন কে?
Ans: ভারতের অলিম্পিক দল।
15. World Elephant Day কবে পালিত হয়?
Ans: 12 August.
16. International Youth Day’ কবে পালিত হয়?
Ans: 12 August.
17. কোন রাজ্য সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য Walmart Vriddhi এবং Haqdarshak এর সঙ্গে Mou সাক্ষর করল?
Ans: হরিয়ানা।
18. সম্প্রতি, কে নেপালের নতুন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছে?
Ans: কে. পি শর্মা ওলি।
Railway Group D Exams| Gk questions| Bengali Mcq Questions| Bengali Gk Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....