Type Here to Get Search Results !

Railway Group-D Exams Suggestions 2024

Railway Group-D Exams Suggestions 2022| Group-D Mcq  Questions 2022.

Railway Group-D Exams Suggestions 2024| Group-D Mcq  Questions 2024.

Railway Group-D Exams Suggestions | Group-D Mcq questions 2024| Group-D Mcq questions 2024| Railway Group-D। ভারতীয় রেল সংক্রান্ত প্রশ্নাবলি|  Today Railway Group-D Exams GK...

Today GK All Exams-এর পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি -তে ভিজিট করার জন্য। আমরা আমাদের এই blog-এর মাধ্যমে সমস্থ্য সরকারি ও  বেসরকারি পরীক্ষার [Like Railway, SSC,  Primary Tet, UPSC, WBPSC, POLICE, IBPS, IAS, RRB, Group-D... MCQ, Short Qusetion দিয়ে থাকি। এবং এটি একদম বিনামূল্যে। Today Railway Group-D Exams GK.20 Mcq Qusetions 100% মূল্য দায়ক। 

[Railway Group-D] আজ আমাদের মূলত যে বিষয়টির উপর ভিত্তি করে MCQ, নিয়ে এসেছি তা হলো Railway Group-D। Railway Group-D Exams 2024| RRB Mcq। Group-D Mcq questions 2024। আর কিছু দিনের মধ্যে Group-D-র পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমরা পরীক্ষর্তির সুবিধার জন্য আজ আমাদের এই পোস্ট। Today GK All Exams  -এর পক্ষ থেকে এক গুচ্ছ বাছাই করা প্রশ্নও উত্তর দেওয়া হলো।

Railway Group-D Exams Suggestions 2024| Group-D Mcq  Questions 2024


ভারতীয় রেল সম্পর্কে জ্ঞাতব্য বিষয়।

1. কোন্ জায়গায় প্রথম ইলেকট্রিক রেলরুট চালু হয়েছিল ?

উঃ মুম্বাই থেকে কুরলা।


2. মিটার গেজের প্রথম দ্রুততম গাড়ি কোনটি?

উঃ পিঙ্কসিটি এক্সপ্রেস।


3. ভারতের কোন্ নদীর উপর বিশ্বের বৃহত্তম রেলসেতু নির্মাণের পরিকল্পনা হয়েছে?

উঃ চেনাব।


4.কোন্ দুটি স্টেশনের মধ্যে হিমসাগর এক্সপ্রেস চলে?

উঃ জম্মু থেকে কন্যাকুমারী।


5. কোন্ দুটি স্টেশনের মধ্যে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন চলে?

উঃ কল্যাণ থেকে পুনে।


6. ভারতের প্রথম বিদ্যুৎচালিত ট্রেনের নাম কী?

উঃ ডেকান কুইন।


7. কোন্ দুটি স্টেশনের মধ্যে চেন্নাই এক্সপ্রেস চলে?

উঃ চেন্নাই থেকে দাদার।


8. কেরালার রেলপথ কত দীর্ঘ ?

উঃ ১০০০ কিমি।


9. ভারতীয় রেলে পরিবাহিত অন্যতম ভারী পণ্য কী?

উঃ কয়লা।


10. কত সালে দমদম থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চক্ররেল চালু হয়েছিল?

উঃ ১৯৯০ সালে।


11. ভারতীয় রেলের কোন ডিভিশন সর্বাধিক যাত্রী পরিবহন করে?

উঃ পূর্ব রেল।


12. ভারতীয় রেলের কোন্ ডিভিসান সর্বাধিক পণ্য পরিবহন করে?

উঃ দক্ষিণ-পূর্ব রেল।


13. পৃথিবীতে সর্বাধিক উচ্চ রেলস্টেশন কোনটি?

উঃ ঘুম (৭,৪০০ ফুট)।


14. কোন্ বত্সর প্রথম দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস প্রথম চালু হয়?

উঃ ১৯৬৯ সালে।


15. রাজধানী এক্সপ্রেসের গতবেগ কত?

উঃ ১৩০ কিমি প্রতি ঘণ্টায়।


16. কোন্ বৎসর প্রথম দিল্লি-মুম্বাই এক্সপ্রেস চালু হয়?

উঃ ১৯৭২ সালে।


17. কোন্ বৎসর প্রথম পিঙ্কসিটি এক্সপ্রেস চালু হয়?

উঃ ১৯৭৭ সালে।


18. পিঙ্কসিটি এক্সপ্রেস-এর গতিবেগ কত?

উঃ ১০০ কিমি প্রতি ঘণ্টা।


19. কোন্ দিন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও ভারতীয় রেলের ইউনিগেজ প্রজেক্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন?

উঃ ৩ জুলাই, ১৯৯২ সালে।


20. কোন্ দিন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও ভারতীয় রেলের ইউনিগেজ প্রজেক্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন?

উঃ ৩ জুলাই, ১৯৯২ সালে।


21. বর্তমানে মেট্রো স্টেশনের সংখ্যা কত?

উঃ সতেরাে।


22. কোঙ্কন রেলের দৈর্ঘ্য কত?

উঃ ৭৬০ কিমি।


23. কোথায় ভারতীয় বৈদ্যুতিক লােকোমােটিভ উৎপাদিত হয়?

উঃ ভূপাল।


24. রেলওয়ে রােলিং স্টক কোথায় উৎপাদিত হয় ?

উঃ আমেদাবাদ।


25. কোথায় নূতন রেলের কোচ নির্মাণ-কারখানা স্থাপিত হয়?

উঃ কাপুরথালা।


26. ভারতের কোনটি দীর্ঘতম রেলস্টেশন?

উঃ খড়গপুর।


27. দক্ষিণ-পূর্ব রেলপথ কোন বছর গঠিত হয়?

উঃ ১৯৫৫ সালে।


28. দক্ষিণ-পূর্ব রেলপথের দৈর্ঘ্য কত?

উঃ ৭,১১৬ কিমি।


29. দমদম থেকে টালিগঞ্জের ভূগর্ভ রেলের দৈর্ঘ্য কত?

উঃ ১৬.৪৩ কিমি।


30. টালিগঞ্জ থেকে দমদম ভূগর্ভ রেল কবে চালু হয়?

উঃ ১৯৯৬ সালে।



Today GK All Exams-এর পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি -তে ভিজিট করার জন্য। আমরা আমাদের এই blog-এর মাধ্যমে সমস্থ্য সরকারি ও  বেসরকারি পরীক্ষার [Like Railway, SSC,  Primary Tet, UPSC, WBPSC, POLICE, IBPS, IAS, RRB, Group-D... MCQ, Short Qusetion দিয়ে থাকি। এবং এটি একদম বিনামূল্যে। Today Railway Group-D Exams GK.20 Mcq Qusetions 100% মূল্য দায়ক। 

[Railway Group-D] আজ আমাদের মূলত যে বিষয়টির উপর ভিত্তি করে MCQ, নিয়ে এসেছি তা হলো Railway Group-D। Railway Group-D Exams 2024| RRB Mcq। Group-D Mcq questions 2024। আর কিছু দিনের মধ্যে Group-D-র পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমরা পরীক্ষর্তির সুবিধার জন্য আজ আমাদের এই পোস্ট। Today GK All Exams  -এর পক্ষ থেকে এক গুচ্ছ বাছাই করা প্রশ্নও উত্তর দেওয়া হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.