Type Here to Get Search Results !

RRB Group D Exams| General Knowledge in Bengali

RRB Group D Exams| General Knowledge in Bengali

Table of Content(toc)

RRB Group D Exams| General Knowledge in Bengali

Most important General Knowledge in Bengali| RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, RRB gk, etc exam.

Railway group D exams: Today Gk website for GK, General Knowledge in Bengali | RRB Group D Exams. GK in Bengali, Gk For Wbcs Group D Exams 2024-25, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

General Knowledge in Bengali | RRB Group D Exams. Most of the students search on the General Knowledge in Bengali | Preliminary Exam. General Knowledge in Bengali | RRB Group D Exams.

Internet for Bengali RRB GK, MCQ Questions Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

General Knowledge in Bengali| RRB Group D Exams.


1. সম্প্রতি, 5 সেপ্টেম্বর 2021 -এ টোকিও প্যারা অলিম্পিক 2020 -এর সমাপ্তি অনুষ্ঠনে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন?

Ans : অবনী লেখারা


2. উত্তরাখণ্ডের রাজ্যপাল কে পদত্যাগ করেছেন?
Ans : বেবি রানী মৌর্য ।


3. কোন শহরে ভারতের সর্বোচ্চ “Air Purification Tower” -এর উদ্বোধন করা হয়েছে?
Ans : চন্ডীগড়


4. অন্ধ্রপ্রদেশ সরকার প্রাক্তন SBI চেয়ারপারসন কাকে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে?
Ans : রজনীশ কুমারকে।


5. সম্প্রতি, কবে ‘World Suicide Prevention Day’ পালিত হয়েছে?
Ans : 10 সেপ্টেম্বর


6. MSMEকে ক্রেডিট সাপোর্ট প্রদানের জন্য HDFC ব্যাঙ্ক কার সাথে পার্টনারশিপ করেছে?
Ans : NSIC.


7. LIC কোন ব্যাঙ্কের 3.9 শতাংশ শেয়ার ক্রয় করেছে?
Ans : Bank of India.


8.S&P গ্লোবাল রেটিং FY22 এর জন্য ভারতের জিডিপি কতো অনুমান করেছে?
Ans : 9.50%


9. সম্প্রতি, কোন মন্ত্রক ‘Bujurgon ki Baat-Desh Ke Saath’ কার্য্ক্রম শুরু করেছে?
Ans: Ministry of Culture.


10. কোন রাজ্য সরকার বতন প্রেম যোজনা চালু করেছে?
Ans : গুজরাট সরকার ।


11. সম্প্রতি, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ‘PRANA’ নামক একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর নাম?
Ans : ভূপেন্দ্র যাদব


12. ভারতের সবচেয়ে উঁচু বায়ু পরিশোধক টাওয়ার কোথায় স্থাপন করা হয়েছে?
Ans : চণ্ডীগড়ে।


13. সম্প্রতি কবে ‘Himalaya Day 2021’ পালিত হয়েছে?
Ans : 9 সেপ্টেম্বর


14. ভারত কত সালে G-20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে?
Ans : 2023 সালে।


15. TATA AIA Life Insurance’ কাকে ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করেছেন?
Ans : নীরজ চোপড়া


16. কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব কোন পোর্টাল চালু করলেন?
Ans : PRANA.


17. IDFC First Bank” -এর MD & CEO পদে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?
Ans : বি. বৈদ্যনাথন


18. সবচেয়ে বেশি গোল করার জন্য কাকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হল?
Ans : রোনাল্ডোকে।


19. কোন রাজ্যে ভারতের প্রথম ‘Emergency Landing Strip’ নির্মাণ করা হয়েছে?
Ans : রাজস্থান


20.World First Aid Day ‘ বা ‘ বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস ‘ কবে পালন করা হয়?
Ans : 11th September.

RRB Group D Exams| General Knowledge in Bengali


1. 2021-এর সামগ্রিক বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছে কে?
Ans : IIT মাদ্রাজ NIRF ইন্ডিয়া র‍্যাঙ্কিং।


2. ADB (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) ঝাড়খণ্ডে জলের সরবরাহ বৃদ্ধি করতে কত মিলিয়ন ডলারের লোণ অনুমোদন করেছে?
Ans : 112 মিলিয়ন ডলার।


3. বিশ্বের প্রথম কোন দেশ যেখানে বাচ্চাদের টিকা দেওয়া শুরু হয়েছে?
Ans : কিউবা।


4. কর্ণাটক ব্যাঙ্ক POS (পয়েন্ট অফ সেলস) ডিভাইস কি চালু করেছে?
Ans : WisePOSGo.


5. টাটা AIA লাইফ কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
Ans : নীরজ চোপড়াকে।


6. IDFC ফার্স্ট ব্যাংকের MD ও CEO হিসেবে কাকে পুনঃ–নিয়োগের অনুমোদন দিয়েছে RBI?
Ans : ভি বৈদ্যনাথনকে।


7. RBI কোন ব্যাংকের ঋণ প্রদানের সীমাবদ্ধতা সরিয়ে দিয়েছে?
Ans : UCO ব্যাংককে।


8. ভারতের প্রথম কোথায় দেশীয়ভাবে ডিজাইন করা হাই অ্যাশ কয়লা গ্যাসিফিকেশন ভিত্তিক মিথানল উৎপাদন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে?
Ans : হায়দ্রাবাদে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে।


9.মহারাষ্ট্রের গ্রামীণ যোগাযোগ সম্প্রসারণের জন্য কে 300 মিলিয়ন ডলার লোণের অনুমোদন করেছে?
Ans : ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)


10. কোথায় জাতীয় মহাসড়কে ভারতের প্রথম জরুরি অবতরণ সুবিধা প্রদান করা হয়েছে?
Ans : রাজস্থানের ।


11. কোন দেশ ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়াতে চায় ?
Ans : শ্রীলঙ্কা।


12. সম্প্রতি কোন দেশে বিশ্বের বৃহত্তম কার্বন ক্যাপচার ও সিকোয়েস্ট্রেশন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে ?
Ans : আইসল্যান্ড।


13. সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে প্রথম 2+2 মন্ত্রিসভা বৈঠক করেছে ?
Ans : অস্ট্রেলিয়া।


14. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন?
Ans : গুজরাট।


15. সারা বিশ্বে কোন দিনে প্রোগ্রামার দিবস পালন করা হয়?
Ans : 12 সেপ্টেম্বর।


16. সম্প্রতি তামিলনাড়ু সরকার 10 বিলিয়ন ডলার শক্তি দ্বীপ নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে?
Ans : ডেনমার্ক।


17. ভারত 2021 সালে কত পার্সেন্ট GW সৌর ক্ষমতা যোগ করেছে?
Ans : 4.5 GW.

General Knowledge in Bengali| RRB Group D Exams.


1. ব্যাক টু দ্য রুটস’ বইটির লেখক কে?
Ans : তামান্না ভাটিয়া


2. দিল্লী হিন্দি অ্যাকাডেমির উপরাষ্ট্রপতি হলেন কে?
Ans : স্বানন্দ কিরকিরে।


3. 13 তম ব্রিকস শীর্ষ সম্মেলনের কে সভাপতিত্ব করলেন?
Ans : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


4. মেঘালয় রাজ্যের ১২তম জেলার নাম কি? '
Ans : মেরং (Marang)


5. চীন সফলভাবে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট কি লঞ্চ করেছে?
Ans : Gaofen-5 02.


6. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর ৫ লক্ষ টাকার জরিমানা করলেন কোন আদালত?
Ans : উচ্চ আদালত।


7. ASOSAI এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
Ans : CAG জিসি মুর্মু ।


8. The news on-air video live streaming Global ranking – 2021 ” এর রাঙ্কিং এর শীর্ষ স্থানে আছে কোন দেশ?
Ans : আমেরিকা।


9. বাতাস থেকে কার্বন ধারণকারী বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট কোথায় তৈরী হয়েছে?
Ans : আইসল্যান্ডে।


10. ” Women’s Speed Chess Championship – 2021” এর শিরোনাম জিতলেন কে?
Ans : Hou Yifan.


11. LIC-র IPO পরিচালনার জন্য সরকার কোন 10 টি মার্চেন্ট ব্যাংকার নিয়োগ করেছে?
Ans : গোল্ডম্যান স্যাচ (ইন্ডিয়া ) সিকিউরিটিজ, সিটিগ্রুপ, গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া, নোমুরা ফিনান্সিয়াল, অ্যাডভাইসারি এবং সিকিউরিটিজ ইন্ডিয়া, SBI, ক্যাপিটাল মার্কেট, JM ফিনান্সিয়াল, Axis ক্যাপিটাল, BofA সিকিউরিটিজ, জেপি মরগান ইন্ডিয়া, ICICI সিকিউরিটিজ, কোটক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি লিমিটেড ।


12. “ হেনরি পাসপোর্ট ইনডেক্স – ২০২১ ” এর তালিকায় শীর্ষ স্থান পেল কোন দেশ ?
Ans : জাপান


13. ব্যাংক অব বরোদা কি নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে?
Ans : Bob World.


14. ভারতের সুরাটে ডিজিট্যাল কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করলেন কে?
Ans : Amazon India.


15. বিটকয়েনকে জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণকারী প্রথম দেশের নাম কি?
Ans : এল সালভাডোর।


16. সম্প্রতি প্রকাশিত হওয়া ” The Light of Asia ” বইটির লেখক কে?
Ans : জয়রাম রমেশ।


17. ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডের নতুন CMD কে নিযুক্ত হলেন?
Ans : নিরলেপ সিং রাই।


18. সম্প্রতি প্রকাশিত হওয়া “ Operation Khukri: the untold story of Indian Army’s peacekeeping mission ” বইয়ের লেখক কে?
Ans : রাজপাল পুনিয়া।


19. রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ উত্তরাখণ্ড, পাঞ্জাব, তামিলনাড়ুতে নতুন গভর্নর কাকে নিযুক্ত হলেন?
Ans : লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিংকে ।


20. “এশিয়ান ফুটবল মৈত্রী এশিয়া মহিলা কাপ – ২০২২” হোস্ট করবে ভারতের কোন রাজ্য?
Ans: মুম্বাই।

RRB Group D Exams| General Knowledge in Bengali


1. গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে মনোনীত হলেন?
Ans : বিজেপির ভূপেন্দ্র প্যাটেল।


2. US Open 2021 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন?
Ans: Daniil Medvedev.


3. Yahoo কোম্পানির নতুন CEO হিসেবে কাকে নিয়োগ করেছে?
Ans: জিম ল্যানজোনকে।


4. ডেনমার্কের সহায়তায় মান্নার উপসাগরে এনার্জি আইল্যান্ড তৈরি করতে চলেছে কোন রাজ্য ?
Ans : তামিলনাড়ু


5. গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত হলেন?
Ans : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলকে।


6. কোথায় অনুষ্ঠিত 20th Imagine India Film Festival-এ বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড জিতলেন দেবজ্যোতি মিশ্র?
Ans : স্পেন


7. কে In-SPACe এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?
Ans : পবন গোয়েঙ্কা।


8. সম্প্রতি ড. সমীর শর্মা কোন রাজ্যের চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন?
Ans : অন্ধ্রপ্রদেশ


9.Adobe ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
Ans : প্রতিভা মহাপাত্রকে ।


10. 13th BRICS conference-এ সভাপতিত্ব করলেন?
Ans : নরেন্দ্র মোদী


11. সুসানা ক্লার্ক ফিকশন কেন 2021 এর জন্য পুরস্কার জিতেছেন?
Ans : লেখক সুসানা ক্লার্ক তার উপন্যাস ‘Piranesi’ এর জন্য ফিকশন 2021 এর নারী পুরস্কার জিতেছেন।


12. প্রথমবার কোন দেশের সাথে ‘2+2 Ministerial Dialogue’ অনুষ্ঠিত করলো ভারত ?
Ans : অস্ট্রেলিয়া



13. কে বিশ্বের প্রথম গলফার যিনি দুবাই গোল্ডেন ভিসা পেয়েছেন?
Ans : জীব মিলখা সিং।


14. ১৩২টি শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে "প্রাণ" নামে পোর্টাল লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী?
Ans : ভূপেন্দর যাদব


15. ভারতের প্রথম দূরপাল্লার পারমাণবিক মিসাইল ট্র্যাকিং কোন জাহাজ চালু হয়েছে?
Ans : INS Dhruv.


16. bob World’ নামে ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
Ans : Bank of Baroda.


17. সর্দারধাম ভবনের কে উদ্বোধন করলেন?
Ans : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


18. সমস্ত বিদ্যালয়ে ‘Business Blasters’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার?
Ans : দিল্লি


19.‘ Hindi Day ‘ কবে পালন করা হয়?
Ans: 14th September.


20. সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট গর্ভপাতকে অবৈধ বলে ঘোষণা করলো?
Ans : মেক্সিকো

RRB Group D Exams| General Knowledge in Bengali    


1. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যের জলের সরবরাহ উন্নত করতে 112 মিলিয়ন মার্কিন ডলার লোন অনুমোদন করল?
Ans: ঝাড়খন্ড।


2. সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় রক্ত পরীক্ষা কোথায় শুরু হয়েছে?
Ans : ব্রিটেন


3. Haryana Environment and Pollution Code’ এই বইটির লেখক কে?
Ans: smt Dheera Khandelwal.


4. সম্প্রতি ‘নাজিব মিকাতি’ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন?
Ans : লেবানন


5. বিজয় রূপানি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?
Ans: গুজরাট।


6. সম্প্রতি মারা গেছেন আজিজ হাজিনী একজন বিখ্যাত?
Ans: লেখক


7. কোন হকি খেলোয়াড় ওড়িশা সরকারের দ্বারা Biju Patnaik Sports award এ সম্মানিত হলেন?
Ans: অমিত রহিদাস।


8. কে মধ্যপ্রদেশে একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট উদ্বোধন করেছে?
Ans: প্রহ্লাদ সিং প্যাটেল


9. কোন রাজ্যের রাজ্যপাল নাগাল্যান্ডের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন?
Ans: আসাম।


10. আমেরিকান ওয়াচ কোম্পানি ফসিল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছে?
Ans: কৃতি স্যানন


11. বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস কবে পালিত হয়?
Ans: 10 সেপ্টেম্বর।


12.আগস্ট মাসের জন্য কে ICC প্লেয়ার অফ দ্য মাসের মনোনীত হয়েছেন ?
Ans: জো রুট


13. কোচিংয়ে শ্রেষ্ঠত্বের জন্য বিজু পট্টনায়েক স্পোর্টস আওয়ার্ড কে পেলেন?
Ans: শিবা প্রসাদ দাস।


14. সম্প্রতি জিম ল্যানজোন কোন কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন?
Ans: Yahoo.


15. জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
Ans: ইকবাল সিং লালপুরা।


16. সম্প্রতি ভারতের সর্ববৃহৎ উন্মুক্ত বাতাসের চুল্লি কোথায় খোলা হয়েছে?
Ans: উত্তরাখণ্ড


17. কোন রাজ্যের সরকার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে OBC সম্প্রদায়ের জন্য 27 শতাংশ পদ সংরক্ষণের ঘোষণা করল?
Ans: মধ্যপ্রদেশ।


18. সম্প্রতি বিশ্ব ভ্রাতৃত্ব ও ক্ষমা দিবস কবে পালিত হয়েছে?
Ans: 13 সেপ্টেম্বর


19. বিশ্বের প্রথম কোন দেশ দু বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করেছে?
Ans: কিউবা।


20. কোন দেশের সাবেক প্রেসিডেন্ট “Jorge Sampaio” সম্প্রতি মারা গেছেন?
Ans: স্পেন

RRB Group D Exams| General Knowledge in Bengali 


পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে General Knowledge খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে General Knowledge. বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতা- মূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.