Type Here to Get Search Results !

General Knowledge in Bengali| 50 Gk Questions.

General Knowledge in Bengali| 50 Gk Questions.

General Knowledge in Bengali| 50 Gk Questions


50 টি জিকে প্রশ্ন এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 50 GK প্রশ্ন ও উত্তর ।for PSC, WBCS, Kolkata Police, WB Police, Navy

Dear student: Today GK-ALL Exams-Many thanks and congratulations to all of you on behalf of this. Today we bring you some special general knowledge that will play a very important role in all kinds of government and private competitive exams. 

Today Gk-All Exams-Here are 50 important GK questions for you. All these GK questions are important for your comparative exam. All these GK questions that can come up in the exam are very important for PSC, WBCS, Kolkata Police, WB Police, Navy, and Primary Tet Exam extra.


প্রশ্নোত্তর সেশনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ50 টি জিকে প্রশ্ন এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । এখানে আমরা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ GK প্রশ্ন ও উত্তর বা সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর বিভাগ নিয়ে এসেছি। আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনার কাছে নিয়ে এসেছি সাধারণ জ্ঞান এবং MCQ প্রশ্ন ও উত্তর হাইলাইট করে যা সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

General Knowledge in Bengali| 50 Gk Questions


1. ভারতের ভােটদানকারীর অন্তত
(A) ১৮ বছর বয়স হওয়া প্রয়ােজন
(B) ২০ বছর বয়স হওয়া প্রয়ােজন
(C) ২১ বছর বয়স হওয়া প্রয়ােজন

 Answer: (A) ১৮ বছর বয়স হওয়া প্রয়ােজন

2.  নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য এবং আঞ্চলিক নির্বাচন কমিশনারদের __________ সুপারিশে পদচ্যুত করা যায়।
(A) রাষ্ট্রপতির
(B) প্রধানমন্ত্রীর
(C) রাজ্যপালের
(D) মুখ্য নির্বাচন কমিশনের
Answer (D) মুখ্য নির্বাচন কমিশনের

3. ভারতবর্ষে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় __________ -এর তত্ত্বাবধানে।
(A) কেন্দ্রীয় সরকার
(B) রাজ্য সরকার
(C) সুপ্রিমকোর্ট
(D) নির্বাচন কমিশন
Answer: (D) নির্বাচন কমিশন

4. সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ফলে সাম্যনীতি প্রতিষ্ঠিত
(A) হয়
(B) হয় না
Answer (B) হয় না

5. ভারতে সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকার
(A) সম্পূর্ণ ব্যর্থ হয়েছে
(B) সম্পূর্ণ ব্যর্থ হয়নি
Answer (B) সম্পূর্ণ ব্যর্থ হয়নি

6. ভােটাধিকার মানুষের __________ অধিকার।
(A) জন্মগত
(B) অর্জিত
Answer(A) জন্মগত

7. গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের ভােটাধিকার
(A) স্বীকৃত
(B) স্বীকৃত নয়
Answer (A) স্বীকৃত

8. __________ সার্বিক ভােটাধিকারের বিরােধিতা করেন।
(A) মার্কস
(B) গান্ধীজি
(C) স্টুয়ার্ট মিল
Answer (C) স্টুয়ার্ট মিল

9. ভারতের নারীদের ভােটাধিকার
(A) আছে
(B) নেই
(C) তৃতীয়
Answer (A) আছে

10. ভারতীয় সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার
(A) স্বীকৃত
(B) স্বীকৃত নয়
Answer (A) স্বীকৃত

11. ভােটাধিকার হল
(A) গণতন্ত্রের প্রাণ
(B) গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক
Answer (A) গণতন্ত্রের প্রাণ

12. ভারতের সংবিধান অনুযায়ী দেউলিয়া ও বিকৃত মস্তিষ্কের ব্যক্তিদের ভােটদানের অধিকার
(A) আছে
(B) নেই
Answer (B) নেই

13. সর্বজনীন ভােটাধিকারের পূর্বে সর্বজনীন শিক্ষা প্রবর্তনের প্রয়ােজন—কথাটি বলেছেন
(A) ল্যাস্কি
(B) রুশাে
(C) মিল
Answer (C) মিল

14. ভারতে বিদেশিরা ভােটদানের
(A) অধিকারী
(B) অধিকারী নয়
Answer (B) অধিকারী নয়

15. সুইজারল্যান্ডে __________ খ্রিস্টাব্দে নারীদের ভােটাধিকার স্বীকৃতি লাভ করে।
(A) ১৯২৫
(B) ১৮৭৩
(C) ১৯৭১
Answer (C) ১৯৭১

16. ভােটাধিকারের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা
(A) শর্ত
(B) শর্ত নয়
Answer (B) শর্ত নয়

17. জাতিবর্ণ-ধর্ম নির্বিশেষে প্রত্যেকের ভােটাধিকার থাকা
(A) উচিত
(B) উচিত নয়
Answer (A) উচিত

18. __________ মন্তব্য করেছেন—নারী জাতি ভােটাধিকারের অপপ্রয়ােগ
ঘটায়।
(A) গেটেল
(B) প্লেটো
(C) জন স্টুয়ার্ট মিল
 Answer (C) জন স্টুয়ার্ট মিল

19.  গণতান্ত্রিক চেতনাসম্পন্ন নাগরিক ছাড়া সার্বিক ভােটাধিকার সফল
(A) হয়
(B) হয় না
Answer (B) হয় না

20. ভােটার তালিকায় নাম সংযােজনের জন্য __________ বছর বয়স থাকা প্রয়ােজন।
(A) ১৬
(B) ১৮
(C) ২১
Answer (B) ১৮

21. মুখ্য নির্বাচন কমিশনার __________ বছরের জন্য নিযুক্ত হন।
(A) ২
(B) ৫
(C) ৩
(D) ৬
Answer (D) ৬

22. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্যের জন্য সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার
(A) অপ্রয়ােজনীয়
(B) একান্তভাবেই প্রয়ােজনীয়
Answer: (B) একান্তভাবেই প্রয়ােজনীয়

23. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে __________ পদচ্যুত করতে পারেন।
(A) রাষ্ট্রপতি
(B) লােকসভার স্পিকার
(C) প্রধানমন্ত্রী
(D) সুপ্রিমকোর্ট
Answer (A) রাষ্ট্রপতি

24. ভারতের নির্বাচন কমিশনের কমিশনারদের সংখ্যা __________ জন।
(A) ৩
(B) ৭
(C) ১১
(D) ১৫
Answer (A) ৩

25. আঞ্চলিক নির্বাচন কমিশনারদের __________ নিয়ােগ করতে পারেন।
(A) রাজ্যপাল
(B) হাইকোর্ট
(C) রাষ্ট্রপতি
(D) লােকসভার স্পিকার
Answer (C) রাষ্ট্রপতি

26. ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব __________ ওপর ন্যস্ত।
(A) রাষ্ট্রপতির
(B) লােকসভার স্পিকারের
(C) প্রধানমন্ত্রীর
(D) নির্বাচন কমিশনের
Answer (D) নির্বাচন কমিশনের

27. ভারতীয় শাসনতন্ত্রের __________ ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
(A) ৭০
(B) ৩২৪
(C) ৩৫২
(D) ৩৫৬
 Answer (B) ৩২৪

28. মুখ্য নির্বাচন কমিশনার __________ দ্বারা নিযুক্ত হন।
(A) সুপ্রিমকোর্ট
(B) লােকসভার স্পিকার
(C) রাষ্ট্রপতি
(D) উপরাষ্ট্রপতি
Answer (C) রাষ্ট্রপতি

General Knowledge in Bengali| 50 Gk Questions


1. ক্যাপ্টেন রমেশ বাবু নতুন একটি বই লিখলেন যার শিরােনাম –  

Ans: My Own Mazagon: The History of a Little Island in the Bombay Archipelago.


2. সম্প্রতি, কে “Hungarian Grand Prix 2021” খেতাব জিতেছে?

Ans: Esteban Ocon.


3.পেরুর নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন? 

Ans:  Guido Bellido.


4.  ভারতের নতুন Controller General of Accounts (CGA) -এর মহানির্দেশক পদে কে নিযুক্ত হয়েছেন?

Ans:  দীপক দাস। 


5. জয়েন্ট সেক্রেটারি অফ কাউন্টার টেরােরিজম কে ষষ্ঠ BRICS কাউন্টার – টেরােরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং এর সভাপতিত্ব করলেন ? 

Ans: Mahaveer Singhvi.


6. ভারত জুড়ে নিম্নলিখিত কোন দিবসটি 1লা আগস্ট তারিখে পালিত হয়?

Ans:  Muslim Women’s Rights Day.


7. শ্রীলঙ্কার বােলিং অল – রাউন্ডার কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলাে ? 

Ans. Isuru Udana.


8. সম্প্রতি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে?

Ans:  মহারাষ্ট্রের ইন্ডিপেনডেন্স কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।


9. প্রতিবছর ‘ World Breastfeeding Week ‘ পালন করা হয় কবে, এ বছরের থিম – Protect Breastfeeding : A shared Responsibility ? 

Ans:  1 – 7 ই আগস্ট।


10. ভারত সরকার প্রাক-স্কুল শিশুদের জন্য কোন উদ্যোগ শুরু করেছে?

Ans:  Vidya Pravesh.


11. ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল আগস্ট , 2021 এর সভাপতিত্বের দায়িত্ব নিলাে কোন দেশ? 

Ans. ভারত।


12. ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল -এর আগে দায়িত্বে ছিল কোন দেশ? 

Ans:  ফ্রান্স।


13. “UDAN” যোজনার অধীনে ভারত সরকার কয়টি বিমান যাত্রাপথের মঞ্জুরি দিয়েছে?

Ans:  780টি বিমান যাত্রাপথের মঞ্জুরি দিয়েছে।


14. ভারতীয় মহিলা টেনিস কোন  তারকা টোকিও অলিম্পিকে দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতলেন ? 

Ans: পি ভি সিন্ধু।


15.“National Lokmanya Tilak Award 2021” দিয়ে কাকে সম্মানিত করা হবে ?

Ans: সাইরাস পুনাওয়ালা।


16. কোন রাজ্য সরকার “Krishikarna Project” শুরু করেছে?

Ans:  কেরালা।


17. Coast Guard Day ‘ কবে পালন করা হয়? 

Ans:  4th August.


18. সম্প্রতি, প্রকাশিত “In An Ideal World” পুস্তকটি কে লিখেছেন?

Ans:   কুনাল বসু। 


19. ভারতীয় নৌ-সেনার নতুন “Vice Chief” পদে কে নিযুক্ত হয়েছেন?

Ans: এস. এন ঘোরমডে (SN Ghormade).


2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk-All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.