Type Here to Get Search Results !

SSC Exams GK| General Knowledge Questions For SSC.

SSC Exams Gk| General Knowledge Questions For SSC.

SSC Exams Gk| General Knowledge Questions For SSC.

SSC Exams Gk| General Knowledge Questions For SSC. 60 important GK questions for you. All these GK questions are important for your comparative exam.

Dear student: Today GK-ALL Exams-Many thanks and congratulations to all of you on behalf of this. Today we bring you some special general knowledge that will play a very important role in all kinds of government and private competitive exams. SSC Exams Gk| General Knowledge Questions For SSC

প্রশ্নোত্তর সেশনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। 60 টি জিকে প্রশ্ন এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । এখানে আমরা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ SSC Exams Gk| General Knowledge Questions For SSC. প্রশ্ন ও উত্তর বা সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর বিভাগ নিয়ে এসেছি। আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে আপনার কাছে নিয়ে এসেছি সাধারণ জ্ঞান এবং MCQ প্রশ্ন ও উত্তর হাইলাইট করে যা সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Today Gk-All Exams-Here are for you. All these GK questions are important for your comparative exam. All these GK questions that can come up in the exam are very important for PSC, WBCS, Kolkata Police, WB Police, Navy, and Primary Tet Exam extra.SSC Exams Gk| General Knowledge Questions For SSC

SSC Exams Gk| General Knowledge Questions For SSC


1. National Mountain Climbing Day কবে পালন করা হয় ? 
Ans :  1st August.


2. ‘E-Naira’ নামে নিজস্ব ক্রিপ্টো কারেন্সি লঞ্চ করার ঘোষণা করলো কোন দেশ ?
Ans : নাইজেরিয়া।


3. বাইরের দেশে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করতে রাজস্থান রাজ্য সরকার কোন মিশন লঞ্চ করলাে? 
Ans : Niryatak Bano.


4. .কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপের ঘোষণা করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
Ans : কর্ণাটক।


5. ভারত বিল পেমেন্ট সিস্টেম কোন মহিলা কে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার ( CEO ) পদে নিযুক্ত করলাে ? 
Ans : নুপুর চতুর্বেদী।


6. .কোন দেশের হয়ে প্রথম অলিম্পিক মেডেল জিতলো মহিলা ভারোত্তোলক Polina Guryeva ?
Ans : তুর্কমেনিস্তান।


7. 36 তম কো – অর্ডিনেটেড প্যাট্রোল ‘ CORPAT ‘ ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে কোথায় সম্পন্ন হলাে ? 
Ans :  ভারত মহাসাগরে।


8.Natwest Group Earth Heroes Award’ জিতলো ভারতের কোন টাইগার রিজার্ভ?
Ans : সাতপুরা টাইগার রিজার্ভ।


9. 19 বছর বয়সে পাকিস্তানের কে শৃঙ্গে সফল ভাবে আরােহন করে বিশ্বের কনিষ্ঠতম পর্বতারােহী হলাে ? 
Ans : Shehroze Kashif K2 .


10. EOS-03’ নামে জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা ?
Ans : ISRO.


12. সম্পত্তি কনসালট্যান্ট সংস্থা Colliers ইন্ডিয়া কে চিফ এক্সিকিউটিভ অফিসার ( CEO ) পদে নিযুক্ত করলাে ?
Ans : রমেশ নায়ের।


13. All-India Quota Scheme-এর আওতায় মেডিকেল ও ডেন্টাল কোর্সে OBC ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য কত শতাংশ সিট সংরক্ষণ করলো কেন্দ্র ?
Ans : ২৭%


14. সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন বােলার কে প্রয়াত হলেন? 
Ans :  Mike Hendrick.


15.  COVIHOME’ নামে কোভিড-১৯ RNA টেস্টিং কিট তৈরি করলো কোন প্রতিষ্ঠান?
Ans : IIT Hyderabad.


16. United Nations General Assembly (UNGA)-এর ৭৬তম অধিবেশনে সভাপতি হিসাবে জয়ী হলেন কে?
Ans :  আবদুল্লা শাহিদ।


17. সম্প্রতি কোন গ্রাফিক শিল্পী will Eisner Comic Industry আওয়ার্ড জিতলেন? 
Ans :  আনন্দ রাধাকৃষ্ণান।


18.  National Women Online Chess title জিতলো কোন মহিলা দাবাড়ু ?
Ans : বন্তিকা আগার্বাল।


19.কোন মহিলা দাবাড়ু  National Womens online chess title জয়লাভ করলো? 
Ans :  ভান্তিকা আগারওয়াল।


20. মহিলাদের সুরক্ষার জন্য ‘Pink Protection’ প্রোজেক্ট লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?
Ans : কেরালা।


General Knowledge Questions For SSC| SSC Exams Gk.


1. Magma Fincorp-এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?

Ans : আদার পুনাবাল্লা।


2. Artillery এর ডিরেক্টর জেনারেল পদে লিউটেন্যান্ট কাকে নিযুক্ত করা হলাে ? 

Ans :  জেনারেল তরুণ কুমার চাওলা।


3.  তামিলনাড়ুতে অনুষ্ঠিত Bharat Kesari Wrestling Dangal 2021 জিতলো কোন রেসলার?

Ans : লভ্যাংশু শর্মা।


4. ভিডিও শপিং অ্যাপ Simsim-কে কিনতে চলেছে কোন কোম্পানী?

Ans : Youtube.


5. Serum ইনস্টিটিউট এর চেয়ারম্যান কাকে লােকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2021 সম্মানে সম্মানিত করা হবে ? 

Ans :  Dr. Cyrus Poonawalla.


6. The Khan of Khel Khudaai" শিরোনামে উপন্যাস লিখলেন?

Ans :   হার্ষা ভাড়াতুলা।


7. ভারতীয় নৌবাহিনীর ভাইস – চিফ পদের দায়িত্ব নিতে চলেছেন কে ? 

Ans : ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও ঘােরমাদে। 


8. রেড লিস্টের অন্তর্ভুক্ত দেশ গুলিকে কত বছরের জন্য ট্রাভেল ব্যান করলো সৌদি আরব?

Ans : ৩ বছর।


9. ভারতীয় কোন সংস্থা ( ISRO ) এই বছর ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং স্যাটেলাইট ( EOS – 03 ) লঞ্চ করতে চলেছে ? 

Ans :  স্পেস রিসার্চ সংস্থা।


10. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে কত মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে?

Ans : ৫০০ মিলিয়ন টন।


11.  সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?

Ans :  Madgaum Co-Operative Bank.


12. ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি Axis ব্যাংকের উপর কত কোটি টাকার ফাইন চাপালাে ? 

Ans : 5 কোটি।


13.  ভারতের হয়ে দ্বিতীয় অলিম্পিক মেডেল জিতলো কে?

Ans :   পিভি সিন্ধু।


14. মনিপুর রাজ্যের মুখ্যমিন্ত্রী এন বীরেন সিং হেপাটাইটিস দিবসের দিনে কয়টি মডেল হেপাটাইটিস – বি ট্রিটমেন্ট সেন্টার লঞ্চ করলেন ?  

Ans :  দুটি।


15. লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয়?

Ans : সাইরাস পুনাবাল্লা।


16. CBSE স্টুডেন্টদের জন্য কে SAFAL অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক লঞ্চ করলেন ? 

Ans : প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী।


17. রিজিওনাল এয়ার কানেক্টিভিটি স্কিম ( UDAN ) এর অধীনে নতুন কয়টি এয়ার ট্রাফিক রুটের মান্যতা দিলাে কেন্দ্রীয় সরকার ? 

Ans : 780 টি।


18. সম্প্রতি সাতপুরা টাইগার রিজার্ভ কোন আওয়ার্ড জিতলাে ? 

Ans : NatWest Group Earth Heroes.


19. সম্প্রতি Global Education Summit অনুষ্ঠিত হলো কোথায়?

Ans :  লন্ডন।


20. রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সাহায্যার্থে কেরালা রাজ্য সরকার কত কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে ? 

Ans : 5650 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে।

SSC Exams Gk| General Knowledge Questions For SSC


1) কোন আইআইটি কোভিড -19 চিকিত্সার জন্য বিদ্যমান নাইট্রোজেন প্ল্যান্টকে (Existing Nitrogen Plant) অক্সিজেন জেনারেটরে রূপান্তর করল?

উঃ- JIT Bombay.

2) 2021 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন কোন দল জিতল?

উঃ- Dravida Munnetra Kazhagam.

3) থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন , ইনি কোন দেশের ক্রিকেট

খেলােয়াড়?

উঃ- শ্রীলঙ্কা।

4) ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে প্রথম সৌর শক্তি ব্যবহারের কেন্দ্রটি উদ্বোধন করলাে?

উঃ- সিকিম।

5) IOC's 'Believe in sport' psicoacoa ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কোন খেলােয়ার নিযুক্ত হলেন?

উঃ- পিভি সিন্ধু।

6) সম্প্রতি প্রয়াত আই এ এস অফিসার পারুল দেবী কোন রাজ্যের প্রথম মহিলা আইএএস

অফিসার ছিলেন?

উঃ- আসাম।

7) 2021 STIEG UNESCO World Press Freedom Prize কে পেলেন?

উঃ- Maria Ressa.

8) বিশ্ব সুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করলেন?

উঃ-Mark Selby.

9) 2021 সালের ASBC এশিয়ান এলিট পুরুষ এবং মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে ?

উঃ- দুবাই।

10) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোন ভ্যাকসিন জরুরী ব্যবহারের বৈধতা পেলাে?

উঃ- Moderna.

11) ভারতীয় স্টেট ব্যাংক কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কত পরিমাণ টাকা বরাদ্দ করেছে?

উঃ-71 কোটি টাকা

12) মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন?

উঃ- 8th.

13) কোন রাজ্য সরকার জল জীবন মিশন অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান 2021 দু'লক্ষ পরিবারকে জল কানেকশন দেওয়ার কথা ঘােষণা করল?

উঃ- হিমাচল প্রদেশ।

14) National human rights commission (NHRC) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?

উঃ- বিচারপতি প্রফুল্ল চন্দ্র পান্থ

15) Porsche Tennis Grand prix 2021-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা?

উঃ- Ashleigh Barty.

16) কোন বাহিনী operation samudra Setu লঞ্চ করল?

উঃ- Indian Navy.

17) Lag B'Omer নামে উৎসবটি কোথায় অনুষ্ঠিত হলাে?

উঃ- ইজরায়েল।

18) সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন ?

উঃ- সেতার বাদক।

19) সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন ?

উঃ- সেতার বাদক।

20) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?

উঃ- টি রবি শঙ্কর।

21) কে Oxygen on wheels প্রকল্প চালু করল?

উঃ- আনন্দ মাহিন্দ্রা।

22) 2 মে 2021 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হল?

উঃ- 100তম। 

23) Portuguese Grand prix কে জয়লাভ করলাে?

উঃ- Lewis Hamilton.

24) World press freedom day কবে পালিত হয়?

উঃ- 3 মে। 

25) ভারতের তৃতীয় বৃহত্তম IT services company কোনটি?

উঃ- Wipro.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk-All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.