Type Here to Get Search Results !

WB Police Exams Suggestions| WB পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

WB Police Exams Suggestions| Police Exams MCQ Questions

WB Police Exams Suggestions| Police Exams MCQ Questions.

70 important questions and answers for WB Police Exams| WB Police Exams Suggestions| Police Exams MCQ Questions| All these questions and answers...

70 important questions and answers for WB Police Exams| WB Police Exams Suggestions| Police Exams MCQ Questions| All these questions and answers will help all the examinees to bring success to the examinee. WB Police exam suggestions| West Bengal police exams MCQ question and answer| WB police exams MCQ questions|police exams MCQ questions and answer| police exams GK questions.


Today GK All Exams- সকল ভিজিটর দেরকে অসংখ ধন্যবাদ  আমাদের এই Today GK All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আজ আমরা আলোচনা করবো সরকারি চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। West Bengal government একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police exams - অর্থাৎ WB Police-এর জন্য পরীক্ষা নেওয়া হবে।আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা 70 গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সকল পরীক্ষার্তীদের পরীক্ষার্থীর সাফল্য এনেদিতে সাহায্য করবে।

Today GK All Exams have come up with answers to all the important questions from different subjects. Today through this post we have come up with 50 important questions and answers. All these questions and answers will help all the examinees bring success to the examinee

WB Police Exams Suggestions| Police Exams MCQ Questions.


1. ইংল্যান্ডে ‘Sugar act' কে প্রবর্তন করেছিলেন?
Ans: গ্রেনভিল।

2. বোস্টন টি পার্টি ঘটনার পর ব্রিটিশ সরকার কোন আইন পাস করেছিল? 
Ans: কুইবেক আইন।

3. এসাইনেট কি?
Ans: একপ্রকার কাগজের মুদ্রা।

4.‘এমিগ্রি’ কারা ছিল? 
Ans: ফ্রান্সের দেশ ত্যাগীদের বলা হত।

5. পবিত্র চুক্তির ব্যর্থতার পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
Ans: চতুঃশক্তি চুক্তি।

6. খালিমপুর লিপি কার সময়ে প্রচলিত ছিল? 
Ans: দেবপাল।

7. তারিখ-ই-আলাই -এর রচয়িতা কে?  
Ans: আমীর খসরু।

8. ‘বিলগ্রামের যুদ্ধ’ কত সালে হয়েছিল? 
Ans: ১৫৪০ সালে।

9. হাজরার রামমন্দির কে নির্মাণ করেছিলেন? 
Ans: দ্বিতীয় দেবরায়।

10. ‘সগৌলির সন্ধি' কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 
Ans: ইংরেজ কোম্পানি ও নেপালের মধ্যে।

11. শের শাহের পিতার নাম কি? 
Ans: হাসান খান।

12. বৈদিক সাহিত্যে ইন্দ্রের অপর নাম কি? 
Ans: পুরন্দর।

13. শেষ শক্তিশালী কুষাণ রাজা কে? 
Ans: বাসুদেব।

14. আরবি মসজিদ কোথায় অবস্থিত? 
Ans: জৌনপুরে।

15. হিরাকষের সংকেত কি? 
Ans: FeSO4.

16. KHCO3 কোন ধরণের লবণ? 
Ans: অ্যাসিড লবণ।

17. ক্ষারীয় দ্রবণের PH কত? 
Ans: 7 এর বেশি।

18. চিলি সল্ট পিটারের সংকেত কি? 
Ans:  NaNO3.

19. জারক পদার্থ নিজে কি হয়? -
Ans: বিজারিত হয়।

20. জলে অতিবেগুনী রশ্মি চালনা করলে কি হবে? 
Ans:  জীবাণুমুক্ত হবে।

21. ফসফিনের গন্ধ কেমন? 
Ans: পচা মাছের মতো।

22. ফসফরাস কে আবিষ্কার করেন? 
Ans: বিজ্ঞানী ব্রান্ড।

23. সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? 
Ans: PH

24. ন্যাপথলিনের সংকেত কি? 
Ans:  C10Hg.

25. ডিনেচার্ড স্পিরিট নামে কোনটি পরিচিত ? 
Ans: মেথিলেটেড স্পিরিট।

26. কোন পদ্ধতি দ্বারা CU নিষ্কাশন করা হয়? 
Ans:  স্বতঃবিজারণ পদ্ধতি।

27. পিচব্লেন্ড কোন ধাতুর আকরিক? 
Ans: ইউরেনিয়াম।

28. ক্রাইওলাইট কোন ধাতুর আকরিক? 
Ans:  অ্যালুমিনিয়াম (AI)।

29. মরিচার রঙ কেমন? 
Ans: লালচে বাদামী।

30. অ্যালকিল নাইট্রাইল শ্রেণির যৌগের কার্যকরী মূলকের নাম কি? 
Ans: সায়ানো।

WB Police Exams 

WB Police Exams Suggestions| Police Exams MCQ Questions


31. অ্যারোমা শব্দের অর্থ কি? 
Ans: গন্ধ।

32. অ্যাসিটিলিনে কোন ধরণের হাইব্রিডাইজেশন দেখা যায় ? 
Ans: SP.

33. অবিট্যালের হাইব্রিডাইজেশন তত্ত্বের প্রবক্তা কে? 
Ans: পাউলিং ও স্লেটার।

34. 'Monopolies Enquiry Commission' ১৯৬৪ সালে কার নেতৃত্বে গঠিত হয় ? 
Ans:  কে. সি. দাশগুপ্ত।

35. ১৯৬৭ সালে Industrial licensing Policy committee
কার নেতৃত্বে গঠিত হয়? 
Ans: এম. এস. থ্যাকারে।

36. রেমি কমিটি কোন বিষয়ের সাথে যুক্ত? 
Ans:  পরোক্ষ কর।

37. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর প্রথম ভারতীয় চেয়ারম্যান কে? 
Ans: রাহুল বাজাজ।

38. ডাঙ্কেল প্রোপোজালস কোনটির সাথে যুক্ত? 
Ans: ভারতের জাতীয় আয় ।

39. ইম্পিরিয়াল ব্যাঙ্ক ভারতে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 
Ans:  ১৯২১।

40. কোন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অ্যাপেক গঠিত হয় ?
Ans:  বব হক।

41. MFN— এর পুরো কথাটি কি? 
Ans: Most Favoured Nations.

42. সুলতান মামুদের পিতার নাম কি? 
Ans:  সবুক্তিগীন।

43. সংখ্যাকারিকা কার রচনা? 
Ans:  ঈশ্বর কৃষ্ণ।

44. শৈলেন্দ্র রাজবংশের কুলগুরু কে ছিলেন? 
Ans:  কুমার ঘোষ।

45. 'সবে মুনিষে পুজা মম’-উক্তিটি কার? 
Ans:  অশোক।

46. শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেন? 
Ans: ৪৭টি।
 
47. বিক্রমজিৎ উপাধি কে ধারণ করেন? 
Ans:  হিমু।

48. কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? 
Ans:  দয়া নদীর তীরে।

49. ‘দাম বোধ’ গ্রন্থের রচয়িতা কে? 
Ans:  রামদাস।

50. কত সালে ‘মানসাবদারী প্রথা’ চালু হয়? 
Ans: ১৫৭৭ সালে।

51. উদয়নালার যুদ্ধ কত সালে হয়েছিল? 
Ans: ১৭৬৩ সালে।

52. কে বোধন আন্দোলন শুরু করেন? 
Ans:  বীরেন্দ্র ভাবে।

53. বারাসাত বিদ্রোহ কত সালে হয়? 
Ans:  ১৮৩১ সালে।

54.  ‘হিন্দু ওয়ে অফ লাইফ’ কে রচনা করেন? 
Ans:  ড: এস রাধাকৃষ্ণণ।

55. কত সালে ‘অল ইন্ডিয়া স্টেট পিউপিলস কনফারেন্স’ গঠন হয়? 
Ans:  ১৯২৭ সালে।

56. ঈশ্বরের রাজ্য’ কার লেখা ? 
Ans:  লিও টলস্টয়।

57. দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? 
Ans:  শিবনারায়ণ অগ্নিহোত্রী।

58. ‘ক্ষুদ্রই সুন্দর’ উক্তিটি কার?
Ans: আর্নেস্ট সুমাখার ব্রিটিশ অর্থনীতিবিদ।

59. আঞ্জুমান সভা কোথায় স্থাপিত হয়? 
Ans:  লাহোরে।

60. প্রাচ্যের র‍্যাফেল কাকে বলা হয়? 
Ans: স্যার সৈয়দ আলি।

61. আকবরের সভায় শ্রেষ্ঠ কবি কে? 
Ans:  খিলজী।

62. মুঘল ও পারস্যদের মধ্যে কোন অঞ্চল দখল নিয়ে কলহ বাঁধে? 
Ans:  কান্দাহার।

63. কে হান্টার কমিশন গঠন করেন? 
Ans:  লর্ড রিপন।

64. কুপল্যান্ড কে ছিলেন? 
Ans:  প্রখ্যাত সাংবিধানিক ভাষ্যকার।

65. বিশ্বকোষের প্রণেতা কে ছিলেন? 
Ans: ডেনিস ডিডেরো।

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।        

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  – Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.