Type Here to Get Search Results !

GPS কি? What is the full form of GPS

GPS কি? What is the full form of GPS

GPS কি ? what is the full form of GPS| GPS এর আবিষ্কার| GPS এর ব্যবহার সম্পর্কে আলোচনা।

GPS কি? What is the full form of GPS?| GPS এর আবিষ্কার| GPS এর ব্যবহার সম্পর্কে আলোচনা। Full form of GPS| Global Positioning System (GPS).

Full form of GPS: Global Positioning System (GPS).

GPS কথাটির পুরো নাম 'গ্লোবাল পজিশনিং সিস্টেম'। এর ব্যবহার আমরা কয়েক বর্ষ আগেই স্মার্টফোন এর মাধ্যমে জানতে পেরেছি। চলুন জিপিএস এর ব্যাবহার সম্পর্কে আরও অনেক তথ্য আমরা জেনে নিই।

GPS কথাটি বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ, এর ব্যবহার আমরা কয়েক বর্ষ আগেই স্মার্টফোন এর মাধ্যমে জানতে পেরেছি। GPS কথাটির পুরো নাম 'গ্লোবাল পজিশনিং সিস্টেম' । আধুনিক প্রযুক্তির এই অবদান পৃথিবীতে এক নতুন বিষ্ময় সৃষ্টি করেছে। জিপিএস এর ফলে পৃথিবীর কোনো স্থান খুব সহজেই হাতের মুঠোয় চলে এসেছে। 

GPS এর আবিষ্কার| GPS এর ব্যবহার সম্পর্কে আলোচনা।

GPS প্রথম ব্যবহার করে আমেরিকা যুক্তরাষ্ট্র। 1970 সালে প্রতিরক্ষা বিভাগ কে শক্তিশালী করতে আমেরিকা এই জিপিএস এর ব্যবহার করে। আমেরিকার এই জিপিএস ব্যবস্থার নাম ছিলো নাভাস্টার জিপিএস। শুধু আমেরিকা নয় রাশিয়া, ও ইউরোপের নানান দেশ মহাকাশে উপগ্রহ পাঠিয়ে জিপিএস এর ব্যবহার শুরু করে। আমাদের ভারতবর্ষ কিন্তু পিছিয়ে নেই , ভারত নিজস্ব ভাবে উপগ্রহ স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস চালু করতে সক্ষম হয়েছে।ভারতের জিপিএস এর নাম IRNSS.

জিপিএস কি ? GPS এর ব্যবহার সম্পর্কে আলোচনা

এখন কথা হলো উপগ্রহ এর মাধ্যমে জিপিএস কিভাবে কাজ করে। মহাকাশে পাঠানো উপগ্রহ আমাদের কাছে সিগন্যাল পাঠিয়ে আমাদের সঠিক স্থান জানতে সাহায্য করে। প্রথমে আমাদের কাছে জিপিএস আছে এমন যন্ত্র থেকে সিগন্যাল যায় উপগ্রহের কাছে তারপর উপগ্রহ সেই সিগন্যাল কে বুঝে নির্দিষ্ট তথ্য আমাদের ডিভাইস এ পাঠায়।

GPS এর ব্যবহার: 

উপগ্রহের মাধ্যমে জিপিএস কাজ করে থাকে, আর এই উপগ্রহ থেকে তথ্যের জন্য আমরা জিপিএস কে নানান ব্যবহার করে থাকি। যেমন :

  • জিপিএস এর মাধ্যমে আমরা কোনো স্থানের অখাংশ, দ্রাঘিমা, উচ্চতা, সময় জানতে পারি।
  • বিভিন্ন প্রকার মানচিত্র তৈরী করেত জিপিএস কাজে লাগে।
  • পরিবহন ব্যাবস্থাকে উন্নততর করতে জিপিএস কে ব্যবহার করা হয়।
  • দ্রুত কোথাও পৌঁছাতে জিপিএস কাজে লাগে।
  • দেশের সীমা রেখা কে ভালোভাবে চিহ্নিত করতে কাজে লাগে জিপিএস।
  • বিভিন্ন দেশের পর্যটকদের সাহায্য করে জিপিএস।
  • সর্ব মোট 6 টি কক্ষপথে 24 টি উপগ্রহ মহাকাশে ঘুরছে, যারা সব সময় পৃথিবীকে জিপিএস এর মাধ্যমে তথ্য প্রদান করে

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  – Today Gk All Exams -এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.