Type Here to Get Search Results !

ব্যর্থতা কাটিয়ে: জীবনে সফল হওয়ার কিছু উপায়।

ব্যর্থতা কাটিয়ে: জীবনে সফল হওয়ার কিছু উপায়। ছাত্র জীবনে সফল হওয়ার উপায়| আমি সফল হতে চাই|

ব্যর্থতা কাটিয়ে: জীবনে সফল হওয়ার কিছু উপায়।

ব্যর্থতা কাটিয়ে: জীবনে সফল হওয়ার কিছু উপায়। ছাত্র জীবনে সফল হওয়ার উপায়| আমি সফল হতে চাই| জীবনে সফল হওয়ার উপায় উক্তি| ভবিষ্যতে সফল হতে হলে...

Today GK All Exams: আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো জীবনে ব্যর্থতা কাটিয়ে কি করে সফলতা অর্জন করবেন এবং কিভাবে নিজেকে সফল ব্যক্তি তে পরিণত করবেন তার বিশেষ কিছু উপায় ও নির্দেশমূলক উক্তি ও উপদেশ বলতে পারেন যা বিভিন্ন জ্ঞানী ব্যক্তি এবং সফল ব্যক্তিদের থেকে নেওয়া তাদের মূল্যবান বক্তব্যগুলি আমরা একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরেছি।

বন্ধুরা যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটিকে বুক মার্ক করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং আরো যদি কিছু তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাদের জন্য তা নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ।

ব্যর্থতা কাটিয়ে: জীবনে সফল হওয়ার কিছু উপায়। ছাত্র জীবনে সফল হওয়ার উপায়| আমি সফল হতে চাই| জীবনে সফল হওয়ার উপায় উক্তি| ভবিষ্যতে সফল হতে হলে কি কি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে?| সফলতা কিভাবে আসে| পরিশ্রমী হওয়ার উপায়| সফল মানুষ| জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্প| জীবনে সফল হওয়ার মূলমন্ত্র| জীবনে সফল হওয়ার কিছু কৌশল| আপনি যদি সফল হতে চান| জীবনে সফল হতে হলে কী করা উচিত?|জীবনে সফল হবার জন্য কী কী উপদেশ মেনে চলা উচিত?| জীবনে সফল হওয়ার উপায়। জীবনে সফল হওয়ার জন্য কি করা উচিত?

জীবনে সফল হওয়ার কিছু উপায়। সফল হওয়ার 61 উপদেশ|

1. কাজ করুন ধীরে ধীরে, তাড়াহুড়াে নয়।

2. কেউ বাজে বকলে এড়িয়ে চলুন।

3. আপনি সন্তানদের উপর বিশ্বাস করুন। 

4. দুঃখ পেলে ‘প্রেম’ করুন।

5. জীবনে সভাবে চলতে থাকুন।

6. নেতা গিরি’ করবেন না, বন্ধুত্ব-এর মর্যাদা দিন বন্ধুকে।

7. সুঅতীত ভুলে যান, বর্তমান ও ভবিষ্যত ভাবুন।

8. সমাজ সেবা করুন।

9. যার কাছে আপনি ঋণী, তার কথা ভাবুন।

10. আয় করুন। নতুবা আমাদের দাম নেই।

11. আপনি নিজে সময় করে বন্ধুদের বাড়ী যান।

12. যে কোন একটি সংগঠন করুন (ক্লাব/ রাজনীতি।

13. অকাজে সময় নষ্ট করবেন না।

14. যে কোন কাজ কঠিন হলে তাকে স্বাগত জানান।

15. না ভেবে কোন হুটহাট সিদ্ধান্ত নেবেন না। 

16. দারিদ্রতা অভিশাপ নয়, অভিশাপ অলস থাকা।

17. 5 টাকা ঋণ নিলে শােধ করুন।

18. ভাল ‘গান শুনুন।

19. পরিবারকে সময় দিন, তাদের কথা চিন্তা

20. সপ্তাহে একদিন চুটিয়ে আড্ডা মারুন।

21. কোন কাজ করলে তার শেষ দেখে ছাড়বেন।

22. মনে মনে একজনকে আদর্শ করুন।

23. পড়াশুনা’ কে ‘ প্রিয় বন্ধু করুন৷

24. সপ্রেমে ব্যর্থ হলে আবার প্রেম করুন।

25. অহংকারীদের এড়িয়ে চলুতে শিখুন।

26. শিক্ষিত মানুষজনদের সঙ্গে আড্ডা মারুন।

27. জীবনে বিশ্বাস করুন, তাহলে আপনিও বিশ্বাসী হবেন।

28. কাউকে কোন কাজ করে উপকার করলে সে জীবনে সুযােগ পেলে আপনার ঋণ ফিরিয়ে দেবেন।

29. আপনি উপকার করে সুনাম না পেলেও উপকার করে যান।

30. জীবনে যে কোন কাজ শিখলে, জীবনে তা কাজে লাগবেই।

31. সবসময় চেষ্টা করবেন পরিষ্কার কাপড় পড়তে।

32. গরীব মানুষদের সপ্তাহে একদিন সাহায্য

33. মহিলাদের সঙ্গে ভদ্রতা দেখান।

34. নিজেকে পণ্ডিত মনে করবেন না।

35. বর্ষা’ ও ‘শীত’ কে ভয় পাবেন না।

36. চুপ থাকুন। 

37. সমালােচনাকে মাঝে মাঝে গ্রহণ করবেন।

38. পরিবারে অশান্তি আসবেই, তাই তা দমন করুন।

39. রাগকে দীর্ঘতর করবেন না।

40. মানুষ হােক সে গরীব ও ধনী, উভয়েইসমান। 

41. তাই কাউকে ছােট ভাববেন না।

42. শিশুদের স্নেহ ও ভালবাসা দিন।

43. ঝগড়া করলে আস্তে আস্তে করবেন, চেঁচিয়ে লাভ নেই।

44. সভাবে চলুন ন্যায় ভাবে বাঁচুন।

45. যারা বড়-ভাব দেখান, তাদের সংস্রব ত্যাগ করুন।

46. মনকে রাখুন তাজা ও হাসি-খুশি।

47. ব্যর্থ হলে ঘাবড়াবেন না।

48. সফলতা পেলে মাথা ঠিক রাখুন।

49. মা-বাবাকে শ্রদ্ধা করুন। তাহলে আপনিও

50. পুত্রদের কাছ থেকে শ্রদ্ধা পাবেন।

51. ভালবাসা দিলে, ভালবাসা পাবেন।

52. জীবনে সব অবস্থায় খুশী, হােন।

53. যা হচ্ছে তা মেনে নিন, তাহলে জীবনে প্রতিষ্ঠা পাবেন।

54. মানুষকে সৎ পরামর্শ দিয়ে উৎসাহিত করুন।

55. নিজের ভাল দিনে অন্যকে পাশে রাখুন। তাহলেই আপনার খারাপ দিনে ওরা আপনাকে সাহায্য করবে।

56. নিজ আস্থার উপর বিশ্বাস রাখুন।

57. সময় হলে জীবনে অন্তত একটি ধর্মীয় বই পড়ুন।

58. অজুহাত না দেখানো সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে। 

59. প্রত্যেকটা দিন নতুন দিন প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয়। 

60. ইতিবাচক চিন্তাভাবনা নিজেকে সবসময় ইতিবাচক চিন্তাভাবনায় রাখতে হবে। 

61. আত্মবিশ্বাস সাফল্য পেতে চাইলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে। ...

62. ঝুঁকি নেওয়া 

63. ভুল সংশোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.