Type Here to Get Search Results !

General Knowledge in Bengali | Competitive Exams

General Knowledge in Bengali | Competitive Exams

General Knowledge in Bengali | Competitive Exams.

Important General Knowledge in Bengali | Competitive Exams. Like Railways, Group-C, D, UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking...

Thank you so much for accessing today's GK-All Exams website. Today we will discuss some common sense or government job answers. Today’s GK questions are especially important because today we have come up with General Knowledge in Bengali | Competitive Exams 2022.

Best Websites for GK in India| Like Railways, General Knowledge, Group-C, D, Daily GK, and General Knowledge in Bengali | Competitive Exams 2022. and UPSC, WBPSC, POLICE, Primary Tet SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC, MPSC, MPPSC, and other state civil service / all government jobs in India recruitment test.

General Knowledge in Bengali | Competitive Exams.

1. চার বছরের বাচ্চা গড়ে দিনে কত প্রশ্ন জিজ্ঞেস করে? 

Ans: চারশ ।


2. একজন মানুষ ঘটায় গড়ে কতটি শব্দ বলে? 

Ans: ৪৮৫০টি।


3. একজন সুস্থ মানুষ দিনে গড়ে কতবার হাসেন 

Ans: পাঁচবার।


4. রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে সর্বপ্রথম কে সম্মানিত করেন? 

Ans: ব্রহ্মবান্ধব উপাধ্যায়।


5. ইংরাজিতে স্কুল কথাটি এসেছে কোথা থেকে? 

Ans:  গ্রীক শব্দ থেকে।


6. রবীন্দ্রনাথ কি কি ছদ্মনামে লিখতেন?

Ans: আন্নাকালী, পাকড়াশী, ভানুসিং প্রভৃতি নামে।


7. ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল? 

Ans: ২২২৭ জন।


8. কোন ভারতীয় ১৮ টি ভাষায় এম. এ. পাশ করেন ও ৩৪ টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? 

Ans:  হরিনাথ দে।


9.  রবীন্দ্রনাথকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন? 

Ans: মহাত্মা গান্ধী।


10. কম্পিউটার কে আবিষ্কার করেন? 

Ans:  চার্লস ব্যাবেজ।


11. রবীন্দ্রনাথের কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করা হয়? 

Ans: বিচারক।


12. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরােষে বাজেয়াপ্ত হয়েছিল? 

Ans: পথের দাবী।


13. রাজ্যসভা সদস্য হতে গেলে প্রার্থীর নুন্যতম বয়স কত হবে? 

Ans: ৩০ বছ।


14. ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায়? 

Ans: নাসিক-এ।


15. পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?

Ans: ১৫ই আগষ্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)।


16.  কতসালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়? 

Ans: ১৯৮৬ সালে ১লা মার্চ।


17. কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়? 

Ans: ২০০২ সালের ১লা জানুয়ারী।


18. কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়? 

Ans: ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল।


19. কোন জেলা থেকে হুগলী জেলার জন্ম হয়? 

Ans: বর্ধমান।


20. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? 

Ans: রাজা রামমােহন রায়।


21. একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 

Ans: ৭২ বার।


22. রক্তের গ্রুপ কে আবিস্কার করেন? 

Ans: স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।


23.  রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে? 

Ans: ১৮৯৭ খ্রিষ্টাব্দে।


24.  ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? 

Ans: ইন্দিরা গান্ধী।


25.  কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে? 

Ans: অ্যানাকোণ্ডা।


26. ভারতের প্রথম কোন দুটি স্থানে এস. টি. ডি. চালু হয়? 

Ans: কানপুর ও লক্ষৌর মধ্যে।


27.  কোন্ দেশে খুচরা পয়সা হিসাবে সূচ ব্যবহৃত হয়? 

Ans: নাইজিরিয়ায়


28. - বাসের কণ্ডাক্টার, সার্কাসের ক্লাউন, ঝাড়ুদার ঠিকাদার এই সব কাজ করেও বাংলাব বিখ্যাত লেখক হয়েছিলেন কে? 

Ans: সুবােধ ঘােষ।


29.  কোন্ কোন্ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত? 

Ans: টমেটো ও পটল।


30.  সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন?

Ans: লণ্ডনের গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন।


31.  রবিবার ছুটির দিন কার নির্দেশে ? 

Ans: রােম সম্রাট কনস্টানস্টাইন।


32. রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে? 

Ans: সিঙ্গাপুরে।


33.  জাপানের সংসদকে কী বলা হয়? 

Ans: ডায়েট।


34. গঙ্গানদীর দৈর্ঘ্য কত? 

Ans: ২৬৫৫ কিলােমিটার।


35. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী? 

Ans: বেঙ্গল গেজেট।


36. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে? 

Ans: দেহের ওজনের ৬৫%


37. রােধ থার্মোমিটারে কী ব্যবহৃত হয় ?

Ans: প্ল্যাটিনাম।


38. পজিট্রন আবিষ্কার কে করেন?

Ans: অ্যান্ডারসন।


39. আলােক তড়িৎ-কোশ কি?

Ans:  একপ্রকার বায়ুশূন্য কোশ।


40. চৌম্বক বলরেখার ধর্ম কে আরােপ করেন?

Ans: ফ্যারাডে।


41. ভারী ধাতুর পরমাণুর নিউক্লিয়াস বিভাজনকে কি বলে?

Ans: ফিসন বলে।


42. এক পশলা বৃষ্টির পরে রামধনু কোথায় দেখা যায় ?

Ans: সূর্যের বিপরীত দিকে।


43. রঙিন টেলিভিশন সেটে প্রকৃত রঙের ছবি দেখানাের জন্য কোন্ কোন্ বর্ণের অধ্যারােপ করা হয়?

Ans: লাল, সবুজ, নীল,


44. DNS-কথাটির সম্পূর্ণ অর্থ কী?

Ans: Domain Name System.


45. পৃথিবীর বয়স কিসের দ্বারা নির্ধারিত হয় ?

Ans: ইউরেনিয়াম ডেটিং দ্বারা।


46. জলের স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে?

Ans: বায়ুমণ্ডলীয় চাপের ওপর নির্ভরশীল।


47. বোস্টন টি পার্টি ঘটনার পর ব্রিটিশ সরকার কোন আইন পাস করেছিল? 

Ans: কুইবেক আইন।


48. এসাইনেট কি?

Ans: একপ্রকার কাগজের মুদ্রা।


49.‘এমিগ্রি’ কারা ছিল? 

Ans: ফ্রান্সের দেশ ত্যাগীদের বলা হত।


50. পবিত্র চুক্তির ব্যর্থতার পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

Ans: চতুঃশক্তি চুক্তি।


51. খালিমপুর লিপি কার সময়ে প্রচলিত ছিল? 

Ans: দেবপাল।


52. তারিখ-ই-আলাই -এর রচয়িতা কে?  

Ans: আমীর খসরু।


53. ‘বিলগ্রামের যুদ্ধ’ কত সালে হয়েছিল? 

Ans: ১৫৪০ সালে।


54. হাজরার রামমন্দির কে নির্মাণ করেছিলেন? 

Ans: দ্বিতীয় দেবরায়।


55. ‘সগৌলির সন্ধি' কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 

Ans: ইংরেজ কোম্পানি ও নেপালের মধ্যে।


56. শের শাহের পিতার নাম কি? 

Ans: হাসান খান।


57. বৈদিক সাহিত্যে ইন্দ্রের অপর নাম কি? 

Ans: পুরন্দর।


58. শেষ শক্তিশালী কুষাণ রাজা কে? 

Ans: বাসুদেব।


59. আরবি মসজিদ কোথায় অবস্থিত? 

Ans: জৌনপুরে।


60. হিরাকষের সংকেত কি? 

 Ans: FeSO4.


61. KHCO3 কোন ধরণের লবণ? 

Ans: অ্যাসিড লবণ।


62. ক্ষারীয় দ্রবণের PH কত? 

Ans: 7 এর বেশি।


63.  চিলি সল্ট পিটারের সংকেত কি? 

Ans: NaNO3.


64.  জারক পদার্থ নিজে কি হয়? 

Ans: বিজারিত হয়।


65.  জলে অতিবেগুনী রশ্মি চালনা করলে কি হবে? 

Ans: জীবাণুমুক্ত হবে।


66.  ফসফিনের গন্ধ কেমন? 

Ans: পচা মাছের মতো।


67. ফসফরাস কে আবিষ্কার করেন? 

Ans: বিজ্ঞানী ব্রান্ড।


68.  সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? 

Ans: PH


69. ন্যাপথলিনের সংকেত কি? 

Ans: C10Hg.


70.  ডিনেচার্ড স্পিরিট নামে কোনটি পরিচিত ? 

Ans: মেথিলেটেড স্পিরিট।


71.  কোন পদ্ধতি দ্বারা CU নিষ্কাশন করা হয়? 

Ans: স্বতঃবিজারণ পদ্ধতি।


72. পিচব্লেন্ড কোন ধাতুর আকরিক? 

Ans: ইউরেনিয়াম।


73. ক্রাইওলাইট কোন ধাতুর আকরিক? 

Ans: অ্যালুমিনিয়াম (AI)।


74. মরিচার রঙ কেমন? 

Ans: লালচে বাদামী।


75. অ্যালকিল নাইট্রাইল শ্রেণির যৌগের কার্যকরী মূলকের নাম কি? 

Ans: সায়ানো।


76. অ্যারোমা শব্দের অর্থ কি? 

Ans: গন্ধ।


77. অ্যাসিটিলিনে কোন ধরণের হাইব্রিডাইজেশন দেখা যায় ? 

Ans: SP.


78. অবিট্যালের হাইব্রিডাইজেশন তত্ত্বের প্রবক্তা কে? 

Ans: পাউলিং-ও স্লেটার।


79. MFN— এর পুরো কথাটি কি? 

Ans: Most Favoured Nations.


80.  সুলতান মামুদের পিতার নাম কি? 

Ans: সবুক্তিগীন।


81. সংখ্যাকারিকা কার রচনা?

Ans: ঈশ্বর কৃষ্ণ।

82. শৈলেন্দ্র রাজবংশের কুলগুরু কে ছিলেন? 

Ans: কুমার ঘোষ।

83. 'সবে মুনিষে পুজা মম’-উক্তিটি কার? 

Ans: অশোক।

84. শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেন? 

Ans: ৪৭টি।

85. বিক্রমজিৎ উপাধি কে ধারণ করেন? 

Ans: হিমু।


86. কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? 

Ans: দয়া নদীর তীরে।


87. ‘দাম বোধ’ গ্রন্থের রচয়িতা কে? 

Ans: রামদাস।


88. কে বোধন আন্দোলন শুরু করেন? 

Ans: বীরেন্দ্র ভাবে।


89. বারাসাত বিদ্রোহ কত সালে হয়? 

Ans:  ১৮৩১ সালে।


90. কত সালে ‘অল ইন্ডিয়া স্টেট পিউপিলস কনফারেন্স’ গঠন হয়? 

Ans: ১৯২৭ সালে।


90. ‘হিন্দু ওয়ে অফ লাইফ’ কে রচনা করেন? 

Ans:  ড: এস রাধাকৃষ্ণণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.