Type Here to Get Search Results !

কলকাতা জেলা| Kolkata Gk question in Bengali

কলকাতা জেলা| Kolkata Gk question in Bengali

Kolkata Gk question in Bengali|Kolkata District GK.

Kolkata district Kolkata gk question in Bengali| Kolkata district Kolkata gk question in Bengali 2024| Like Railway, Group-D, UPSC, WBPSC, POLICE...

প্রিয় ছাত্র  এবং ছাত্রী: আজ আমরা আলোচনা করবো কলকাতা জেলা সম্পর্কে। কলকাতা হলো বাঙালির স্বপ্নের নগরী। কলকাতার উঁচু উঁচু বিল্ডিং, লম্বা লম্বা রাস্তা নিয়ে নয় আমরা আলোচনা করবো- কলকাতার আয়তন কত, কলকাতায় জনসংখ্যা কত, পুরুষ ও মহিলার পার্সেন্টেজ কত, সাক্ষরতা হার (শতাংশ), ব্যাঙ্কের সংখ্যা কত, হাসপাতালের সংখ্যা কত, সড়কপথ কত কিমি, পোষ্ট অফিসের সংখ্যা কত,টেলিগ্রাফ অফিসের সংখ্যা কত এছাড়া ও বিখ্যাত ব্যাক্তিত্ব, দর্শনীয় স্থান ও সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে। 

কোলকাতা জেলা| কলকাতা সম্পর্কে প্রশ্ন ও উত্তর| Kolkata district Kolkata gk question in Bengali pdf| Kolkata district Kolkata gk question in Bengali 2024|West Bengal gk question in Bengali| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services| west Bengal general knowledge| Kolkata district Kolkata gk question in the Bengali language| Kolkata district Kolkata gk question in Bengali 2024

Kolkata Gk Bengali| Previous Questions and Answers| Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services. Most of the students search on the internet for Bengali GK| Kolkata District| Kolkata Gk question in Bengali  | Gk in Bangali| Gk Questions. 

Kolkata District| Kolkata Gk question in Bengali  

☼ কলকাতার আয়তন : ১৮৫ (বর্গকিমি)।* জনসংখ্যা : ৪৫,৭২,৮৭৬। *পুরুষ : ২৫,০০,০৪০। *মহিলা : ২০, ৭২,৮৩৬। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমিতে) : ২৪,৭১৮। শহরবাসী (শতাংশ) : ১০০.০০। * সাক্ষরতা (শতাংশ) : ৮০.৮৬। *পুরুষ: ৮৩.৭৯। *মহিলা : ৭৭.৩০। ব্যাঙ্কের সংখ্যা : ১০৬৩।  *হাসপাতালের সংখ্যা : ৩৩৮। সড়কপথ (কিমি) : ২০। পোষ্ট অফিসের সংখ্যা : ২৬৩।টেলিগ্রাফ অফিসের সংখ্যা : ২০।

কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাপট গুলি|Kolkata Gk question]

নদীয়া জেলার কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর গ্রাম নিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা। পূর্ব পশ্চিমে এক মাইল এবং উত্তর দক্ষিণে তিন মাইল অঞ্চল জুড়ে ছিল গ্রাম তিনটি। চিৎপুর, শোভাবাজার হয়ে বাগবাজার খাল পর্যন্ত অঞ্চল ছিল সুতানুটি। ধর্মতলা, বউবাজার, মির্জাপুর, সিমলা, জানবাজার প্রভৃতি অঞ্চল নিয়ে ছিল কলকাতা এবং হেস্টিংস ময়দান ও ভবানীপুর অঞ্চল নিয়ে ছিল গোবিন্দপুর। ১৭৭২ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত কলকাতা ছিল বাংলা তথা ভারতের রাজধানী। ১৯১১ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

কলকাতার সীমানা: উত্তরে উত্তর চব্বিশ পরগণা, পূর্বে ও দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগণা ও পশ্চিমে হুগলী নদী।

কলকাতার দর্শনীয় স্থান: কোলকাতার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল:– ভিক্টোরিয়া মেমোরিয়্যাল, ইন্ডিয়ান মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন, কালিঘাট মন্দির, পরেশ নাথ জৈন মন্দির, মহাকরণ, রাজভবন, রবীন্দ্রসদন, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, বিড়লা তারামন্ডল, নেতাজী ইন্ডোর স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন, নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর।

কলকাতার নামকরন কিভাবে হয়?

১৭শ শতাব্দীর শেষভাগে সুতানুটি, ডিহি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে। এর মধ্যে ডিহি কলিকাতা নামটি থেকে কলকাতা নামটির উৎপত্তি।

  • "কলিকাতা" বা "কলকাতা" নামটির উৎপত্তি সম্পর্কে গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে:
  • একটি মতে, "কালীক্ষেত্র" (হিন্দু দেবী কালীর ক্ষেত্র) নামটি থেকে "কলিকাতা" বা "কলকাতা" নামটির উৎপত্তি।
  • মতান্তরে, বাংলা "কিলকিলা" (অর্থাৎ,"চ্যাপ্টা এলাকা") কথাটি থেকে "কলিকাতা" নামটির উৎপত্তি হয়।
  • অন্য এক মতে বাংলা খাল ও কাটা শব্দ দু’টির বিকৃতির ফলে কলকাতা নামটির উৎপত্তি ঘটে।

অপর মতে, এই অঞ্চলটি কলিচুন ও কাতা (নারকেল ছোবড়ার আঁশ) উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। সেই থেকেই কলিকাতা নামটির উৎপত্তি ঘটে।

বাংলায় কলিকাতা বা কলকাতা নামটি প্রচলিত হলেও ইংরেজি ভাষায় এই শহর আগে ক্যালকাটা (ইংরেজি: Calcutta) নামে পরিচিত ছিল। ২০০১ সালে নামের বাংলা উচ্চারণের সঙ্গে সমতা রেখে ইংরেজিতেও শহরের নাম কলকাতা (ইংরেজি: Kolkata) রাখা হয়। 

তথ্যসূত্র: https://bn.wikipedia.org/wiki/কলকাতা#নাম-ব্যুৎপত্তি

কলকাতার বিখ্যাত ব্যক্তিত্ব|Famous personalities of Kolkata:

১। অরবিন্দ ঘোষ (১৫-০৮-১৮৭২–০৫-১২-১৯৫০) : দার্শনিক, সন্ন্যাসী ও রাজনৈতিক নেতা ছিলেন। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে কারাবরণ করেন। পণ্ডিচেরীতে তাঁর একটি আশ্রম আছে।

২। আশুতোষ মুখোপাধ্যায় (২৯-০৬-১৮৮৪–২৫-০৫-১৯২৪) : শিক্ষাবিদ ছিলেন। তিনি স্যার ও বাংলার বাঘ আখ্যায় ভূষিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে এবং বিভিন্ন উন্নতিকল্পে তাঁর অবদান অনস্বীকার্য।

৩। অক্ষয় কুমার বড়াল (১৮৬০–১৯১৯) : বিখ্যাত কবি ছিলেন। কাব্যগ্রন্থগুলি হল—প্রদীপ, কণকাঞ্জলী, শঙ্খ, এষা, ভুল ইত্যাদি।

Kolkata district Kolkata gk question in Bengali 2024

পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর| কোলকাতা জেলা| কলকাতা সম্পর্কে প্রশ্ন ও উত্তর:

১।কোলকাতা জেলার আয়তন কত বর্গ কিমি? 

Ans:  ১৮৫ বর্গ কিমি.।

২।কোলকাতা জেলার মোট জনসংখ্যা কত?

Ans:  ৪৫, ৭২,৮৭৬ জন।

৩। কোলকাতা জেলার সীমানা উল্লেখ কর। 

Ans: উত্তরে উত্তর চব্বিশ পরগণা, পূর্বে ও দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগণা ও পশ্চিমে হুগলি নদী।

৪। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? 

Ans: ১৮০০ খ্রিস্টাব্দে।

৫। কোলকাতায় ক'টি মহকুমা আছে? 

Ans: কোলকাতায় কোন মহকুমা নেই।

৬। কোলকাতার উপর দিয়ে প্রবাহিত নদীটির নাম কী?

Ans:  হুগলি নদী।

৭। কোলকাতা জেলার সাক্ষর জনগণের সংখ্যা কত?

Ans:  ৩৪২৮৩০৯ জন। 

৮।কোলকাতার যাবতীয় কাজ কিভাবে পরিচালিত হয়? 

Ans: ১৪১টি ওয়ার্ডভুক্ত কোলকাতা পুর নিগমের মাধ্যমে।

৯। কোলকাতা জেলায় সাক্ষরতার হার কত শতাংশ? –

Ans: ৮০.৮৬ শতাংশ।

১০। কোলকাতায় মোট ক'টি বিশ্ববিদ্যালয় আছে? 

Ans: ৭টি।

১১। সাক্ষরতায় পশ্চিমবঙ্গের মধ্যে কোলকাতার স্থান কত? 

Ans: ১ম স্থান।

১২। কোলকাতার কয়েকটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখ। 

Ans: ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইণ্ডিয়ান মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন, কালীঘাট মন্দির, পরেশনাথ জৈন মন্দির, মহাকরণ, রাজভবন, রবীন্দ্রসদন, নন্দন, রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, জাতীয় গ্রন্থাগার, বিড়লা তারামণ্ডল, টাকশাল, নেতাজী ইণ্ডোর স্টেডিয়াম, যুবভারতী ক্রীড়াঙ্গন, নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর।

১৩।কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপচার্য কে? 

Ans: সুরঞ্জন দাস।

১৪। কোলকাতা জেলায় প্রতি বর্গ কিমিতে কতজন লোক বাস করে?

Ans: ২৪,৭১৮ জন।

১৫। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে?

Ans: করুণাসিন্ধু দাস।

১৬। কোলকাতা পুরনিগম কে, কত সালে প্রতিষ্ঠা করেন? 

Ans: স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৯১৪ সালে প্রতিষ্ঠা করেন। 

কলকাতা জেলা| Kolkata Gk question in Bengali  

Kolkata district Kolkata gk question in Bengali| Kolkata district Kolkata gk question in Bengali 2024| Like Railway, Group-D, UPSC, WBPSC, POLICE...

প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like RailwaySSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

কোলকাতা জেলা| কলকাতা সম্পর্কে প্রশ্ন ও উত্তর| Kolkata district Kolkata gk question in Bengali pdf| Kolkata district Kolkata gk question in Bengali 2024|West Bengal gk question in Bengali|Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services| west Bengal general knowledge| Kolkata district Kolkata gk question in the Bengali language| Kolkata district Kolkata gk question in Bengali 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.