Type Here to Get Search Results !

Current Affairs 2018| Previous Year Question

Current Affairs 2018| Previous Year Question

কারেন্ট অ্যাফেয়ার্স|Current Affairs 2018| Previous Year Question

Current Affairs 2018| Previous Year Question (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exams. Competitive exams Mcq.

Dear Students: আজ আমরা আলোচনা করবো 2018-এর কারেন্ট  অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট  অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার) আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধিকরার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Current Affairs in Bengali: 2018  Today GK is India's best website for GK, GK in Bengali, Gk For WBCS, Preliminary Exam, RRB Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams. Current Affairs in Bengali, Current Affairs, Current Affairs 2018| Multiple Choice Questions.  competitive exam questions and answers


Current Affairs 2018|MCQ Multiple Choice Questions. 


1. সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত শতাংশ রেপোরেট নির্ধারিত করলো?

(a) ৬ শতাংশ

(b) ৫,২৫ শতাংশ

(c) ৬.৫০ শতাংশ

(d) ৬,২৫ শতাংশ।

2. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন—

(a) মুকেশ কুমার জৈন

(b) ভি. কে. প্রসাদ

(d) টি. এল. নিশাদ।

(c) সুরেশ আম্বায়ালা

3. উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম ‘সোলার টয়লেট’ চালু হলো?

(a) সিকিম

(b) মণিপুর

(c) মেঘালয়

(d) অরুণাচল প্রদেশ।

4. হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন-

(a) রাজেন্দ্র সিং

(b) রাজেশ সিং

(c) রাকেশ সিং

(d) রমেশ সিং।

5. হকি ইন্ডিয়া ভারতের পুরুষ দলের ম্যুখ্যকোচ হিসাবে কাকে নিযুক্ত করেছে?

(a) নরেন্দ্র সিং

(b) হরেন্দ্র সিং

(c) মহেন্দ্র সিং

(d) গুরুজিৎ সিং।

6. এশিয়ান গেমসে শুটিং বিভাগে প্রথম মহিলা হিসাবে স্বর্ণপদক পান—

(a) রাণী স্বর্ণোবত

(b) অঞ্জলি ভাগবত

(c) হিনা সাধু

(d) অন্নুরাজ সিং

7. ১৫তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্ঠিত হল?

(a) বারাণসী 

(b) ভাদোদরা 

(c) ভোপাল 

(d) নাগপুর

8. সম্প্রতি সর্বাধিক সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে রেকর্ড গড়লেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

(a) শিবরাজ চৌহান (মধ্যপ্রদেশ)

(b) মমতা ব্যানার্জী (পশ্চিমবঙ্গ)

(c) পবনকুমার চামলিং (সিকিম)

(d) চন্দ্রবাবু নাইডু (অন্ধ্রপ্রদেশ)

9. ‘হামারো সিকিম পার্টি' নামে নতুন রাজনৈতিক দল গঠন করলো কে?

(a) তামাং সিং

(b) বাউচুং ভুটিয়া

(c) রোশনগিরি

(d) বিজয় তামাং।

10. সম্প্রতি ভারতে প্রথমবার ‘ইকোর্ট ফি পেমোট’ ব্যবস্থা চালু করল কোন হাইকোর্ট?

(a) মাদ্রাজ হাইকোর্ট

(b) কোলকাতা হাইকোর্ট

(c) এলাহাবাদ হাইকোর্ট

(d) চণ্ডীগড় হাইকোর্ট

11. ‘Insight' মিশন শুরু করল কোন দেশের মহাকাশ সংস্থা?

(a) ভারত IS

(b) মার্কিন যুক্তরাষ্ট্র NASARO

(c) চীন CNSA

(d) রাশিয়া RFSA.

12. ভারতের শ্রেষ্ঠ পঞ্চায়েত হিসাবে নাম ঘোষিত হল পশ্চিমবঙ্গের দিগম্বপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত। এটি কোন জেলায় অবস্থিত?

(a) নদীয়া

(b) দক্ষিণ ২৪ পরগণা

(d) পূর্ব বর্ধমান।

(c) উত্তর ২৪ পরগণা

13. ভারতের কোন রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত হল উপকূল সুরক্ষা মহড়া-সাগর কবচ?

(a) তামিলনাড়ু 

(b) গোয়া

(c) কর্ণাটক 

(d) কেরল।

14. সম্প্রতি কোন রাজ্যসরকার বিনামূল্যে স্মার্ট ফোন বিতরণ করার জন্য সঞ্চার ক্রান্তি যোজনা’ চালু করে?

(a) বিহার

(b) ছত্তিশগড়।

(c) ঝাড়খণ্ড

(b) মধ্যপ্রদেশ

15. দাদাসাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ এর সেরা অভিনেতা হিসাবে পুরষ্কার পেলেন—

(a) শাহিদ কাপুর

(b) রণবীর সিং

(c) সঞ্জয় দত্ত

(d) সলমন খান।

16. টাটাসন্সের গ্লোবাল কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন—

(a) রতন টাটা

(b) সাইরাস মিস্ত্রি

(c) এস. জয়শঙ্কর

(d) অরুন্ধতী রায়

17. ফিকি FICCI এর সেক্রেটারী জেনারেল হলেন—

(a) সঞ্জয়বাবু

(b) দিলীপ চেনয়

(c) অনুপ শৰ্মা

(d) সঞ্জীব নেটিয়ালে

18. সম্প্রতি বাংলাদেশ প্রথম মহাকাশ উপগ্রহ পাঠাল তার নাম কী?

(a) বঙ্গদেশ – ১,

(b) বঙ্গবন্ধু – ১

(c) রূপসী বাংলা—১

(d) বেঙ্গলস্যার্ট—১।

19. 2018 সালে ফোর্বস পত্রিকায় বিচারে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যাক্তির মধ্যে প্রথম স্থানে আছে—

(a) ডোনাল্ড ট্রাম্প

(b) শি জিনপিং

(c) ভ্লাদিমির পুতিন

(d) অ্যাঞ্জালামার্কেল।


Current Affairs 2018| Previous Year Question


20. 2018 সালে ফোবর্সের বিশ্ব ক্ষমতাশালী ব্যাক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থান কত?

(a) তৃতীয়

(b) চতুর্থ

(c) ষষ্ঠ

(d) নবম

21. স্পেনের লালিগায় 2017-18 মরশুমে চ্যাম্পিয়ন হলো কোন দল?

(a) আতলেতিকা মাদ্রিদ 

(b) বার্সেলোশ

(c) রেয়াল মাদ্রিদ

(d) সোডিয়া।

22. বিশ্বের বৃহত্তম ‘খেলার পার্ক’ গড়ে উঠেছে ভারতের কোন রাজ্যে?

(a) উত্তর প্রদেশ

(b) গুজরাট

(c) মধ্যপ্রদেশ

(d) কর্ণাটক।

23. কোন ভারতীর খেলোয়াড় 2018 এশিয়া বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে?

(a) পঙ্কজ আদবানী

(b) সুভাষ আগরওয়াল

(c) মানাল চন্দ্র

(d) মুরলী বিজয়।

24. ভারতীয় সেনাবাহিনী 2018 সালে কে কোন্ বর্ষ হিসাবে পালন করেছে?

(a) Year of Defeated Soldiers

(b) Year of Great Soldiers

(c) Year of Sorrow of Dead soldiers

(d) Year of disabled dead Soldiers in the line of duty.

25. আদিত্যপুরী নিম্নলিখিত কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন?

(a) ICICI ব্যাঙ্ক

(b) বন্ধন ব্যাঙ্ক

(c) HDFC ব্যাঙ্ক

(d) ইয়েস ব্যাঙ্ক

26. কোন ব্যাক্তিত্বের জন্মবার্ষিকীর স্মরণে 15 সেপ্টেম্বর দেশব্যপী 'ইঞ্জিনিয়ার্স ডে, পালন করা হয়?

(a) জে. আর. ডি. টাটা

(b) স্যার সি. ভি রমন

(c) স্যার এম বিশ্বেশ্বরায়া

(d) হোমি জাহাসীব ভাবা।

27. প্রধানমন্ত্রী জীবন যোজনাতে (PMIDY) ২৪ শে আগষ্ট, 2018 থেকে উপভোক্তাদের কত টাকার প্রিমিয়ামহীন দুর্ঘটনা বিমা প্রদানের সুবিধা দেওয়া হয়েছে?

(a) ১ লক্ষ টাকা

(b) ২ লক্ষ টাকা

(c) ৩ লক্ষ টাকা

(d) ৪ লক্ষ টাকা

28. 2018 সালের গোল্ডনোস্ট কমন ওয়েলথ গেমসের সমাপ্তি দিনে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন-

(a) পি. ভি. সিন্ধু

(b) মেরি কম্

(d) হিনা সিন্ধু

(c) শুনম যাদব

29. 2018 সালের 24 শে সেপ্টেম্বর প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যের সর্বপ্রথম বিমানবন্দর উদ্বোধন করেছেন?

(a) মিজোরাম 

(b) ত্রিপুরা

(c) নাগাল্যান্ড 

(d) সিকিম

30. Press Council India (P.C.I) এর নতুন সেক্রেটারী দায়িত্ব নিলেন।

(a) জগদীশ মুখী

(b) বিভা ভার্গব

(c) কে. এস. সরোজ্বতি

(d) অনুপমা ভাটনাগর।

31. কমানওয়েলাথ গেমস ভারতের সর্বকনিষ্ঠ স্বর্ণপদক প্রাপকের নাম হলো-

(a) নিরজ কুমার

(b) দিব্য কাকরান

(c) অনিশ বসওয়াল

(d) অঞ্জুম মুদগিল

32. কোন ভারতীয় মহিলা বকসার প্রথম কমনাওয়েলথ হোমস্ এ সোনা জিতলো?

(a) মেরী কম

(c) সরিতাদেবী

(b) পিঙ্কী বাঙড়া

(d) সুরজবালা দেবী

33. ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম হলো-

(b) পিঙ্কী বাঙড়া

(a) অবণী চত্যুর্বেদী

(c) সরিতাদেবী

(d) সুরজবালা দেবী।

34. মানবপাচার বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ করতে স্বয়ং সিদ্ধা প্রকল্পচালু করল-

(a) কেন্দ্রীয় নারী ও কল্যাণ মন্ত্রক

(b) অসম সরকার

(c) বিহার সরকার

(d) পশ্চিমবঙ্গ সরকার

35. সম্প্রতি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল DRDO তার নাম কী?

(a) সবল

(b) প্রহর

(c) শক্তি

(d) নির্ভুল।

36. 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন—

(a) রোহিত শর্মা

(b) বিরাট কোহলি

(c) মহেন্দ্র সিং ধোনী

(d) হিমা দাস

37. T-20 ‘মুম্বাই’ লীগ এর ব্র্যাণ্ড অ্যাম্বাসাডর হিসাবে নিযুক্ত হলেন—

(a) রাহুল দ্রাবিড়

(b) রণবীর কাপুর

(c) আমির খান

(d) শচীন তেন্ডুলকর

38. ১০০ দিনের কাজে দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করল কোন রাজ্য?

(a) তামিলনাড়ু 

(b) বিহার 

(c) পশ্চিমবঙ্গ 

(d) ত্রিপুরা

39. 2018 সালের প্রথমবার ‘রাজকাপুর’ ফর এক্সিলেন্স ইন সিনেমা' পুরস্কারে ভূষিত হলেন-

(a) রমেশ সিপ্পি, 

(b) করণজোহুর,

(d) লীলা বনশালী

(c) জাভেদ আখতার

40. দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত মেট্রোষ্টেশন হলো-

(a) নেতাজী ভবন কলকাতা

(b) দিল্লী

(c) গান্ধীনগর (গুজরাট)

(d) থিরামপুরা (কেরল)


Current Affairs 2018| Previous Year Questions  and answers

Current Affairs 2018| Previous Year Question (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exams. Competitive exams Mcq.

Current Affairs in Bengali 2018 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.