Railway Exams| Group D Exams| Mcq Questions

Railway Exams| Group D Exams| Mcq Questions

Railway Exams| Group D Exams| Mcq Questions 


Railway Exams| Group D Exams| Mcq Questions| GK Railway Exams| Gk For RRB| Group D Exams 2024-25| Most important General Knowledge| RRB Group D...

Railway Exams| Group D Exams| Mcq Questions| Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

Railway ExamsGroup D Exams| Mcq Questions| GK Railway Exams| Gk For RRB| Group D Exams 2024-25| Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important General Knowledge| RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Railway Exams| Group D Exams| Mcq Questions 


প্রঃ কোন্ কোন্ দেশের সঙ্গে ভারতীয় রেলওয়ে যুক্ত আছে?
উঃ পাকিস্তান, বাংলাদেশ।

প্রঃ পশ্চিমবঙ্গের টয়ট্রেনের অপর নাম কী?
উঃ হিমালয়ান লাইন।

প্রঃ ভারতে কোটি বৃহত্তম রেলস্টেশন?
উঃ খড়গপুর।

প্রঃ কোন্ দুটি প্রান্তরেলস্টেশনের মধ্যে অগাস্টক্রান্তি রাজধানী এক্সপ্রেস চলে?
উঃ নতুন দিল্লি থেকে মুম্বাই।

প্রঃ কেন ভারতীয় রেল পরিষেবা প্রধানত সমভূমিতে অবস্থিত?
উঃ ভূমিগঠনের সমতা এবং জনঘনত্বের জন্য।

প্রঃ কোন্ কোন্ অঞ্চলের মধ্যে পার্লসিটি এক্সপ্রেস চলে?
উঃ চেন্নাই এগমাের এবং তুতিকোরিন।

প্রঃ কোন্ কোন্ অঞ্চলের মধ্যে পরশুরাম এক্সপ্রেস চলে?
উঃ ত্রিবান্দ্রম থেকে ম্যাঙ্গালাের।

প্রঃ কোথায় প্রথম রেল কর্তৃপক্ষ কম্পিউটার পরিচালিত আসন সংরক্ষণ ব্যবস্থা চালু করে?
উঃ দিল্লি।

প্রঃ কোন্ অঞ্চলের মধ্য দিয়ে বম্বে-পুনা রেলপথ অতিক্রম করে?
উঃ ভােরঘাট।

প্রঃ কোথায় ভারতীয় রেলের গবেষণা ও উন্নয়ন শাখা অবস্থিত?
উঃ লক্ষে।

প্রঃ কোন্ রাজ্যে কোনাে রেলপথ নেই?
উঃ অরুণাচল প্রদেশ।

প্রঃ রেলওয়ের পরিভাষায় rolling stock মানে কী?
উঃ ইঞ্জিন, কোচ এবং ওয়াগন।

প্রঃ মােট রেলপথের শতকরা কত অংশ মিটার গেজ রেলের জন্য আছে?
উঃ ৪৫ শতাংশ।

প্রঃ  দিল্লির ভূগর্ভ রেলের দৈর্ঘ্য কত?
উঃ ৮.৩ কিমি।

প্রঃ দিল্লির ভূগর্ভ রেলের গড় গতিবেগ কত?
উঃ ৩০ কিমি প্রতি ঘণ্টা।

প্রঃ কত সময় অন্তর দিল্লির ভূগর্ভ ট্রেন চলাচল করে?
উঃ ৮ মিনিট অন্তর।

প্রঃ এ কোন্ পদাভিষিক্ত রেলজোনের প্রধান?
উঃ জেনারেল ম্যানেজার।

প্রঃ প্রতিটি জোনের জেনারেল ম্যানেজার কার নিকট দায়বদ্ধ ?
উঃ রেলওয়ে বাের্ড।

প্রঃ ভারতীয় রেলের কতগুলি ওয়াগন আছে?
উঃ ৩,১২,৪০৫টিরও বেশি।

প্রঃ ভারতে কোন সময় থেকে বাষ্পচালিত লোকোমােটিভের উৎপাদন বন্ধ হয়?
উঃ ১৯৭১ সালের ডিসেম্বর মাস থেকে।

প্রঃ সাহাজারা থেকে তিসহাজারি পর্যন্ত দিল্লি মেট্রোর পোঁছোতে কত সময় লাগে?
উঃ ১৩ মিনিট।

প্রঃ কত সালে চেন্নাই-এর সঙ্গে তামিলনাড়ুর সংযোগ স্থাপিত হয়েছে?
উঃ ১৮৫৬ সালে।

প্রঃ পশ্চিম-মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ জকালপুর।

প্রঃ বিলাসপুরে রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ বিলাসপুর।

প্রঃ ভারতের দীর্ঘতম প্যাসেঞ্জার রেলপথ কোনটি ?
উঃ কন্যাকুমারী থেকে জম্মুতাওয়াই।

প্রঃ বিশ্বে ভারতীয় রেলের অবস্থান কোথায়?
উঃ চতুর্থ বৃহত্তম।

প্রঃ কোন্ কোন অঞ্চলের মধ্যে শতাব্দী এক্সপ্রেস চলে?
উঃ নতুন দিল্লি থেকে ঝাসী।

প্রঃ কোন কোন স্টেশনের মধ্যে সমঝোতা এক্সপ্রেস চলে?
উঃ আটারি থেকে অমৃতসর।

প্রঃ কোন শহরে ভারতীয় রেলের দুটি পৃথক তেনি অবস্থিত?
উঃ কলকাতা।

প্রঃ কোন কোন অঞ্চলের মধ্যে তাজ এক্সপ্রেস চলে?
উঃ নতুন দিল্লি থেকে গােয়ালিয়র।

প্রঃ ১৯৮৪ সালে ভারতের কোথায় প্রথম ভূতল রেলপথের সূত্রপাত হয় ?
উঃ কলকাতায়।

প্রঃ কত সালে ভারতীয় রেলওয়ে যাত্রীদের বীমার প্রথা চালু করে?
উঃ ১৯৯৪ সালে।

প্রঃ গােমতী এক্সপ্রেস নিউদিল্লি এবং কোন স্টেশনের মধ্যে চলাচল করে ?
উঃ লগ্নেী।

প্রঃ নর্থ-ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের প্রধান কার্যালয় কোথায়?
উঃ মালিগাও (গৌহাটি)।

প্রঃ দক্ষিণ রেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ চেয়ই।

প্রঃ পশ্চিম রেলপথের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উঃ ঢাঞ্জ গেট (মুম্বাই)।

প্রঃ কোন ভারতে প্রথম রেল-পরিবহন ব্যবস্থা শুরু হয়?
উঃ ১৮৫৩ সালে।

প্রঃ ভারতীয় রেলের কতগুলি রেলস্টেশন আছে?
উঃ ৬,৮৬৭টি।

Railway Exams| Group D Exams| Mcq Questions 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.