Type Here to Get Search Results !

Railway Group D Exams| Gk questions| Bengali

Railway Group D Exams| Bengali| Gk questions.

Table of Content(toc)

Railway Group D Exams| Gk questions|Bengali

Railway Group D Exams|Bengali| Gk questions and Answer is very important for the group-d exams. Group-d general knowledge. 100 group-d Mcq questions...

Today Gk website for GK, Railway Group D Exams| Group D Exams| Mcq QuestionsGK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2022-23| RRB Important Questions, questions paper, answer key, RRB Ntpc Gk, Mock test, etc. All competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Railway Group D Exams| Mcq Questions| Bengali Gk Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

Railway Group D Exams| Bengali| Gk questions.


1. কোথায় আয়োজিত বহুদেশীয় SEACAT Exercises ভারতীয় নৌ সেনা অংশগ্রহণ করল?
Ans: সিঙ্গাপুর।


2. Godrej Industries-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?
Ans: নাদির গোদরেজ


3. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল app লঞ্চ করল?
Ans: জম্মু-কাশ্মীর।


4. তালিবান এবং তালিবানদেরকে সাপোর্ট করা পোষ্ট ব্যান করলো কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম?
Ans: ফেসবুক


5.কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতি জেলার সদর দপ্তর এবং রাজ্যের পৌরসভার কর্পোরেশনে মহিলাদের জন্য Minimata Udyan নামে উদ্যান তৈরি করার কথা ঘোষণা করলেন? 
Ans: ছত্রিশগড়। 


6. কোন দেশের সাথে দক্ষিণ চীন সাগরে দ্বিপাক্ষিক নৌসেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারতীয় নেভি?
Ans: ভিয়েতনাম


7. কেরালার আডভেঞ্চার ট্যুরিজম এর ব্র্যান্ড আম্বাসেডোর হিসেবে কে নিযুক্ত হলেন? 
Ans: পারাত্ত রবীন্দ্রণ সৃজেশ।


8.  কোথায় জাজবা-ই-তিরঙ্গা নামে ৪০০ কিমি ম্যারাথনের আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি?
Ans: জম্মু-কাশ্মীর


9. ndos Training Center স্থাপন করতে চলেছে কোন রাজ্য সরকার?
Ans: উত্তরপ্রদেশ


10. মরণোত্তর কীর্তি চক্র পুরস্কার কে পেলেন? 
Ans: আলতাফ হুসেন ভাট।


11.  Lahore: Book 1 of the Partition Trilogy’ শিরোনামে বই লিখলেন?
Ans: মানরিত সোধি সোমেশ্বর


12. সম্প্রতি প্রয়াত চিন্ময় চট্টোপাধ্যায় কোন খেলার সাথে যুক্ত ছিলেন? 
Ans: ফুটবল।


13. ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য সরকার জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করল? 
Ans: ওড়িশা।


14. রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন মজদুর ন্যায় যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
Ans: ছত্তিশগড়


15. ভারতের প্রথম কোন হাসপাতাল চত্বরে জরুরি অবস্থা মোকাবিলার জন্য অগ্নিনির্বাপক স্টেশন স্থাপন করা হল? 
Ans : AIIMS Delhi.


16. বিশ্বে সবথেকে দূষিত শহরের তালিকার দ্বিতীয়স্থানে আছে ভারতের কোন শহর?
Ans:  গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ)


17. ‘International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism’ (আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি দিবস) কবে পালিত হয়? 
Ans: ২১ ই অগাস্ট।


18. 2021 World Athletics U20 Championships শুরু হলো কোথায়?
Ans:  নাইরোবি (কেনিয়া)


19. প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে সদ্ভাবনা দিবস পালন করা হয়?
Ans:  ২০শে আগস্ট


20. ‘World Senior Citizen Day’ (বিশ্ব প্রবীণ নাগরিক দিবস) কবে পালন করা হয়? 

Ans: 21st august.




Railway Group D Exams| General Knowledge in Bengali

1. কেরালার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন খেলোয়াড়?
Ans: পারাত্তু রবীন্দ্রন সৃজেশ


2. গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans: Nadir Godrej.

3.সম্প্রতি কোন রাজ্য সরকার জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড লঞ্চ করলো?
Ans: উড়িষ্যা


4. স্বনির্ভর গোষ্ঠী উৎপাদিত পণ্যের বিপণনের জন্য ‘SonChiraiya’ ব্র্যান্ড চালু করল কোনটি?
Ans: Ministry of Housing and Urban Affairs.



5. সম্প্রতি প্রয়াত Maki Kaji, কোন পাজল গেমের স্রষ্টা ছিলেন?
Ans: সুডোকু


6. আরও কত বছরের জন্য ভারতের জাতীয় হকি টিমের স্পনসর হবে উড়িষ্যা সরকার?
Ans: ১০ বছর


7. হর্ষিত রাজা ভারতের কততম দাবার গ্র্যান্ডমাস্টার হলেন?
Ans: 69th.


8. কোন দেশের সাথে ‘Exercise Konkan 2021’ নামে যৌথ নৌসেনা অনুশীলন শুরু করলো ভারত?
Ans: ইংল্যান্ড


9. কে মরণোত্তর অশোক চক্র পুরস্কার পেলেন?
Ans: বাবুরাম।


10. সরকারি সিস্টেমের স্বচ্ছতা আনতে PROOF নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর?
Ans: জম্মু-কাশ্মীর


11. ভারতের কোথায় প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং রিসার্চ সেন্টার চালু হয়েছে?
Ans: কেরালা।


12. Amway India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অলিম্পিক জয়ী?
Ans: মীরাবাই চানু


13. সম্প্রতি ‘My e-Haat’ নামক অনলাইন পোর্টাল কে লঞ্চ করল?
Ans: HCL Foundation.


14.Jio MAMI Film Festival-এর চেয়ার পারসন হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
Ans: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস


15. Operation Blue Freedom কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করল?
Ans: ড: বীরেন্দ্র কুমার।


16. World Photography Day পালন করা হয়?
Ans: 19 শে আগস্ট


17. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2021 সালে কতগুলি বীরত্ব পুরস্কার (Gallantry awards) প্রদান করলেন?
Ans: 144 টি।


18. উত্তরাখণ্ড রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ?
Ans: বন্দনা কাটারিয়া


19.ভারত থেকে মোট কতজন খেলোয়াড় টোকিও প্যারাঅলিম্পিকে অংশ নিচ্ছে?
Ans: 54 জন।


20. কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম refurbished gene Bank এর উদ্বোধন করলেন?
Ans: নরেন্দ্র সিং তোমার।

General Knowledge| Railway Group D Exams.



1. কোন রাজ্য সরকার “রাষ্ট্রীয় স্বাস্থ্য সেবক অভিযান” শুরু করেছে?
Ans: উত্তরপ্রদে


2. Accelerating India: 7 years of Modi Government’ এই বইটি কে প্রকাশ করলেন?
Ans: বেঙ্কাইয়া নাইডু।


3. সম্প্রতি, কোন দেশে “World Youth Archery Championships 2021” অনুষ্ঠিত হয়েছে
Ans: পোল্যান্ড


4. World athletic ranking 2021 এ নীরজ চোপড়ার স্থান কত?
Ans: দ্বিতীয়।


5. কোন ভারতীয় মহিলাকে জাতিসঙ্ঘে মহিলা প্রবক্তা নিযুক্ত করা হয়েছে?
Ans: জোয়া আগারওয়াল


6. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিটি স্কুলে স্বাধীনতা দিবসের দিন দেশভক্তি পাঠক্রম চালু করল?
Ans: দিল্লি।


7. সম্প্রতি, কবে ভারতে “Parsi New Year 2021” পালিত হয়েছে?
Ans: 16 আগস্ট


8. তালিবান বাহিনীর ক্ষমতা দখল হওয়ার কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন আশরাফ ঘানি?
Ans: আফগানিস্থান।



9.সম্প্রতি, Hakainde Hichilema কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন?
Ans: জাম্বিয়া


10. কোন দেশ India, Brazil, South, Africa পর্যটন মন্ত্রীদের বৈঠকের আয়োজন করল?
Ans: ভারত।


11. কোন রাজ্য সরকার অপরাধীদের বিরুদ্ধে “Operation Langada” শুরু করেছে?
Ans: উত্তর প্রদেশ


12. ভারতের প্রথম স্যাটেলাইট ফোনে সজ্জিত জাতীয় উদ্যান কোনটি?
Ans: কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক।


13. সম্প্রতি প্রকাশিত ‘‘Fateful Triangle- How China shaped US-India Relations During the Cold War’’ পুস্তকটি কে লিখেছেন?
Ans: তন্বী মদ


14. প্রশান্ত কুমার আগারওয়াল কোন রাজ্যের নতুন DGP হিসেবে নিযুক্ত হলেন?
Ans: হরিয়ানা।


15. সম্প্রতি, কোন রাজ্যে “Aadi Pooram Festival” উদযাপিত হয়েছে?
Ans : তামিলনাড়ু


16.কোন তেল কোম্পানি ‘FuelKart’ -এর নামে হোম ডেলিভারি শুরু করেছে?
Ans: BPCL.


17. ‘International Orangutan Day’ কবে পালন করা হয়?
Ans: 19th august. (19 আগস্ট)


18. প্রশান্ত কুমার আগরওয়াল কোন রাজ্যের নতুন পুলিশ মহানির্দেশক (DGP) নিযুক্ত হয়েছেন?
Ans: হরিয়ানা


19.World Photography Day’ কবে পালিত হয়?
Ans: 19th august. (19 আগস্ট)


20. ‘World Humanitarian Day’ কবে পালন হয়?
Ans: 19th august.

General Knowledge RRB| Railway Group D Exams.



1. ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব এবং রিসার্চ সেন্টার কোথায় গড়ে উঠতে চলেছে?
Ans: কেরালায়


2. সম্প্রতি কোন দেশটি তালেবান দখল করেছে(2021)?
Ans: আফগানিস্তান


3. কারিগরি শিল্প এবং শিল্পীদের ক্ষমতায়নের জন্য HCL ফাউন্ডেশন কোন পাের্টরাল লঞ্চ করলাে?
Ans: My e – Haat.


4. সম্প্রতি কোন রাজ্যে ‘আদি পুরাম উৎসব’ পালিত হয়েছে?
Ans: তামিলনাড়ু


5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী কতো সালের মধ্যে ‘ energy independent হওয়ার লক্ষ্য স্থির করলেন?
Ans: 2047


6. কোন রাজ্যে চাক হাও বা কালো ধান, যা সম্প্রতি জন্মে, ইউরোপে রপ্তানি করা হয়েছে?
Ans: মণিপুর


7. কোন সংস্থা ‘সাগো’ (SAGO) নামে একটি উপদেষ্টা গ্রুপ গঠন করেছে?
Ans: WHO.


8. ওয়ার্ল্ড রেকর্ড এক্সপিডিশন ‘ Operation Blue Freedom ‘ এর শুভারম্ভ কে করলেন ?
Ans: সােশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্ট মন্ত্রী ড : বীরেন্দ্র কুমার।


9. সম্প্রতি কোন দেশের গ্রামবাসীরা বিজ্ঞানীদের সাথে মিলে একটি রোবট তৈরি করেছেন?
Ans: ইন্দোনেশিয়া


10. মণিপুরের নতুন গভর্নর হিসেবে কে শপথ নিয়েছেন?
Ans: গঙ্গা প্রসাদ।


11. সম্প্রতি মারা গেছেন গার্ড মুলার (Gerd Mueller), তিনি একজন বিখ্যাত কি ছিলেন ?
Ans: ফুটবলার


12. কোন জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান হয়ে উঠেছে যা স্যাটেলাইট ফোনে সজ্জিত?
Ans: কাজিরাঙ্গা জাতীয় উদ্যান।


13. কোন রাজ্য চারটি নতুন জেলা তৈরির ঘোষণা করেছে?
Ans: ছত্তিশগড়


14. 2021 সালের স্বাধীনতা দিবসের থিম কী?
Ans: জাতি প্রথম, সর্বদা প্রথম।


15. কোন রাজ্য সরকার ‘জগন্না বিদ্যা কানুকা যোজনা’ চালু করেছে?
Ans: অন্ধ্র প্রদেশ


16. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
Ans: ফুটবল।


17.2021 স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড তালিকা অনুযায়ী কোন ভারতীয় বিমানবন্দরকে দেশের সেরা বিমানবন্দর হিসেবে স্থান দেওয়া হয়েছে?
Ans: দিল্লি বিমানবন্দর।


18. কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী আরবান ক্রেডিট কার্ড স্কিমের খসড়া অনুমোদন করেছে ?
Ans: রাজস্থান


19. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) সম্প্রতি অ্যাডভাইজারি গ্রুপ কি গড়ে তুললাে?
Ans: SAGO (The International Scientific Advisory Group for Origins of Novel Pathogens).


20. সম্প্রতি National Youth Award পেলেন?
Ans: মহম্মদ আজম

RRB General Knowledge| Railway Group D Exams.



1. মালয়েশিয়ায় ভারতের হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন? 
Ans: বি নাগাভূষণ রেড্ডি। 


2. সম্প্রতি, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে “Bungas Awam Mela” -এর আয়োজন করা হয়েছে ? 
Ans: জম্মু ও কাশ্মীর। 


3. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহারাষ্ট্র রাজ্যের গ্রামীণ সংযোগ উন্নতি প্রকল্পের জন্য কত মার্কিন মিলিয়ন ঋণ অনুমোদন করল? 
Ans: 300 মিলিয়ন মার্কিন ডলার। 


4. ভারতের 69তম দাবা গ্র্যান্ডমাস্টার (Chess Grandmaster) খেতাব কে পেয়েছে? 
Ans: হর্ষিত রাজা। 


5. কোন রাজ্য প্রথম Van Dhan Annual Awards 2020-2021 এ সাতটি জাতীয় পুরস্কার পেল? 
Ans: নাগাল্যান্ড। 


6. নিম্নলিখিত কোন দেশ 17 আগস্ট তারিখে স্বাধীনতা দিবস পালন করে? 
Ans: ইন্দোনেশিয়া। 


7. কোন রাজ্যের IT বিভাগ NASSCOM AI game changer award 2021 জিতল? 
Ans: তেলেঙ্গানা। 


8. কোন রাজ্য পুলিশ ‘e-FIR’ উদ্যোগ শুরু করেছে? 
Ans: মধ্যপ্রদেশ। 

 
9. 130 তম ডুরান্ড কাপ কোথায় অনুষ্টিত হতে চলেছে? 
Ans: কলকাতা। 


10. সম্প্রতি, প্রকাশিত “Accelerating India: 7 Years Of Modi Government” পুস্তকটি কে লিখেছেন? 
Ans: অখিলেশ মিশ্রা। 


11.সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক জালিয়াতির সচেতনতা অভিযানের জন্য কাকে নিয়োগ করলেন? 
Ans: নীরোজ চোপড়া। 


12. কোন রাজ্য ‘Investor Summit 2021’ -এর আয়োজন করেছে? 
Ans: গুজরাট। 


13. কোন দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ হিসেবে ঘোষণা করল? 
Ans: 14th আগস্ট। 


14. সম্প্রতি, কোন কেন্দ্রীয় মন্ত্রী দেশব্যাপী “Fit India Freedom Run 2.0” শুরু করেছেন? 
Ans: অনুরাগ ঠাকুর।

 
15. কোন ব্যাংক ভারতের প্যারা অলিম্পিক কমিটির সঙ্গে Mou সাক্ষর করল? 
Ans: Indian Bank. 


16. Indian Independence Day 2021” -এর থিম? 
Ans: Nation First, Always First. 


17. পাকিস্তানের প্রথম মহিলা চিফ জাস্টিস (Chief Justice) কে হয়েছেন? 
Ans: আয়শা মলিক। 


 18. মণিপুরের রাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন? 
 Ans: গঙ্গা প্রসাদ। 


 19. ভারতের প্রথম “Drone Forensic Lab and Research Centre” কোথায় উদ্বোধন করা হয়েছে? 
Ans: তিরুবন্তপুরম।

 
 20. Indonesian Independence Day কবে পালিত হয়? 
 Ans: 17th August.

Railway Group D Exams| Gk questions| Bengali Mcq Questions| Bengali Gk Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.