Type Here to Get Search Results !

General Knowledge in Bengali| Group D Exams

General Knowledge in Bengali| Group D Exams
Table of Content(toc)

General Knowledge in Bengali| Group D Exams.


Most important General Knowledge in Bengali| Group D Exams 2023-24 [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Today Gk website for GK, General Knowledge in Bengali|Group D Exams. GK in Bengali, Gk For Wbcs Group D Exams 2022-23, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important General Knowledge in Bengali| Preliminary Exam [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.


General Knowledge in Bengali| Group D Exams. Most of the students search on the General Knowledge in Bengali| Preliminary Exam. Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-D Exam. Daily GK and GK in BengaliCurrent Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

General Knowledge in Bengali| Group D| Primary Tet Exams


1.অসম বিধানসভা ‘Rajiv Gandhi National Park’ -এর পরিবর্তিত নাম?
Ans: Orang National Park.


2. টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা যিনি দুটি পদক জিতলেন তার নাম কি?
Ans: অবনী লেখারা।


3. টোকিও প্যারা অলিম্পিক 2020 -এ Mariyappan Thangavelu হাই জাম্প -এ কোন পদক জিতেছে?
Ans: রৌপ্য পদক


4. পাওয়ারগ্রিড সম্মানীয় গ্লোবাল কে সেরা পুরস্কার জিতেছে?
Ans: এসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD)।


5. সম্প্রতি, কে ‘Bird Photographer of the year 2021’ (BPOTY) – খেতাব জিতেছে?
Ans: Alejandro Prieto.


6.KYC নিয়ম লঙ্ঘনের জন্য RBI কোন ব্যাঙ্কের উপর 25 লাখ টাকা জরিমানা আরোপ করেছে?
Ans: অ্যাক্সিস ব্যাঙ্কের।


7. সম্প্রতি, কবে ‘National Wildlife Day’ পালিত হয়েছে?
Ans: 4 সেপ্টেম্বর


8.রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন?
Ans: ডাঃ PPK রামাচার্যুলু।


9.কোন রাজ্য ‘Defence Expo 2022’ -আয়োজনের নির্নয় নিয়েছে?
Ans: গুজরাট


10.BSF-এর নতুন DG হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন?
Ans: পঙ্কজ কুমার সিং।


11.“Rashtriya Ispat Nigam Limited” (RINL) -এর নতুন CMD পদে কে নিযুক্ত হয়েছেন?
Ans: অতুল ভাট


12. পরবর্তী ডিফেন্স এক্সপো 2022 সালে কোথায় আয়োজিত হবে?
Ans: গুজরাটে।


13. সম্প্রতি, NCERT কবে 61 তম স্থাপনা দিবস পালন করেছে?
Ans: 1 সেপ্টেম্বর


14.কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ কোন পশুকে স্টেট এনিম্যাল, কালো ঘাড়ের ক্রেনকে স্টেট বার্ড হিসেবে ঘোষণা করেছে?
Ans: স্নো লেপার্ডকে।



15. J&K LG মনোজ সিনহা মহিলাদের জন্য কোন উদ্যোগের উদ্বোধন করেছেন?
Ans: Saath.

এই ‘Saath’ কর্মসূচির লক্ষ্য হল মহিলাদের জীবনকে পরিবর্তন করা এবং তাদের সামাজিক ও আর্থিক দিক থেকে স্বাধীন ও শক্তিশালী করা, SGH -এর সঙ্গে যুক্ত মহিলাদের পরামর্শ দেওয়া এবং এই মহিলাদের দ্বারা তৈরি পণ্যগুলির বাজারের সমন্বয় সাধন করা)।


16. সম্প্রতি, কোন রাজ্যে ‘Solung Festval’ পালিত হয়েছে?
Ans: অরুণাচল প্রদেশ


17.কোন দেশ ‘Global Climate Summit 2021’ -এর আয়োজন করবে?
Ans: ভারত


18. মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি কি চালু করেন?
Ans: NUTRI GARDEN (নিউট্রি কিচেন গার্ডেন/Nutri garden হল সারা বছর ধরে পরিবারের প্রয়োজনীয়তা পূরণের জন্য আবাসিক বাড়িতে বা তাদের আশেপাশে Nutri Garden ফসল রোপণ এবং ফসল তোলার একটি পদ্ধতি)।


19.Central Board of Direct Taxes’ (CTBT) -এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন?
Ans: JB মহাপাত্র


20. আয়ুশ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোন অ্যাপ চালু করেছেন?
Ans: Y-Break (বা “Yoga Break”)

General Knowledge in Bengali| Group D| Primary Tet Exams


1. কোন দেশের সাথে সূর্য কিরণ নামে মিলিটারি অনুশীলনের ১৫তম সংস্করণ হোস্ট করবে ভারত ?
Ans: নেপাল


2. সিঙ্গাপুর–ভারত সমুদ্র দ্বিপক্ষীয় এক্সারসাইজ ‘সিমবেক্স -2021′ অনুষ্ঠিত হল সেটি কত তম ছিলো?
Ans: 28 তম।


3. Be the Warrior’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
Ans: কেরালা


4. অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ কেবিনেট কাকে তিন বছরের জন্য স্পাইস বাের্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করলাে?
Ans: AG Thankappan.


5. সম্প্রতি ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল কোন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?
Ans: Equitas Small Finance Bank.


6.FSDC এর 24তম সভায় কে সভাপতিত্ব করলেন?
Ans : অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


7. প্রথম এশিয়ান দেশ হিসাবে Plastics Pact লঞ্চ করছে?
Ans: ভারত


8. কে এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের নতুন সহ–সভাপতি হিসাবে নিযুক্ত হলেন? 
Ans: সাইরাস পঞ্চা।


9. আসামের সমগ্র শিক্ষা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অলিম্পিক জয়ী ?
Ans: লভলিনা বর্গহাইন


10. ভারত সরকার রোগ নিরাময়কারী চারা বিতরণের জন্য কোন ক্যাম্পেইন চালু করেছে? 
Ans: AYUSH AAPKE DWAR.


11. ভারতের প্রথম Dugong Conservation Reserve কোথায় তৈরি হচ্ছে?
Ans:  তামিলনাড়ু


12. প্লাস্টিক চুক্তি‘ চালু করা প্রথম এশিয়া দেশ হলো? 
Ans :  ভারত।


13. Vatan Prem Yojana লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
Ans: গুজরাট


14. এয়ার – লঞ্চড মানুষবিহীন এরিয়াল ভেহিকেলের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রক কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের সাথে চুক্তি স্বাক্ষর করলাে ? 
Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের।


15. Dutch Grand Prix 2021 জিতলেন কোন রেসিং কার ড্রাইভা?
Ans: Max Verstappen.


16. দেশের মধ্যে প্রথম হর্টিকালচার এবং এগ্রিকালচার সেক্টর কে এগিয়ে নিয়ে যেতে দুটি ক্রেডিট সংযুক্ত সাবসিডি স্কিম ‘ আত্মনির্ভর কৃষি যােজনা ‘ এবং ‘ আত্মনির্ভর বাগবানি যােজনা ‘ কোন রাজ্য লঞ্চ করলাে? 
Ans: অরুণাচল প্রদেশ।


17.  “Know Your Rights and Claim Them: A Guide for Youth” শিরোনামে বই লিখলেন কোন হলিউড অভিনেত্রী?
Ans: Angelina Jolie.


18.জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম পর্যালােচনা করতে ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রক 12 জন সদস্যের একটি কমিটি গঠন করতে চলেছে , এই কমিটির চেয়ারপার্সন কে হবেন? 
Ans: অশােক কুমার ট্যান্ডন।


19. 'Pulse' নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানী?
Ans: Phonepe.


20. কার সাথে সংযুক্ত হয়ে ফেডারেল ব্যাংক সম্প্রতি ক্রেডিট কার্ড লঞ্চ করলাে? 
Ans: Visa.


General Knowledge in Bengali| Group D| Primary Tet Exams.


1. কে হাওয়াইয়ের জয়েন্ট বেস পার্ল হারবার-হিকামেতে তিন দিনব্যাপী প্যাসিফিক এয়ার চিফ সিম্পোজিয়াম 2021-এ অংশ নিয়েছিলেন? 
Ans: এয়ার চিফ মার্শাল RKS ভাদুরিয়া।


2. টোকিও প্যারা অলিম্পিক 2020’ -এ ভারত সর্বমোট কতগুলি পদক জিতেছে?
Ans: 19 টি


3. ভারতের প্রথম বায়ো–ব্রিক ভিত্তিক বিল্ডিং IIT কোথায় খোলা হয়েছে? 
Ans: হায়দ্রাবাদে।


4.  সম্প্রতি, কে ‘Dutch Grand Prix 2021’ খেতাব জিতেছে?
Ans: Max Verstappen.



5. অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ কেবিনেট কাকে ইন্ডিয়া ট্রেড প্রমােশন অর্গানাইজেশন এর CMD পদে 2022 পর্যন্ত বহাল রাখলাে? 
Ans: LC Goyal.


6.  সম্প্রতি, কবে ‘World Physical Therapy Day’ পালিত হয়েছে?
Ans: 8 সেপ্টেম্বর


7. ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের CMD হিসেবে কে নিযুক্ত হলেন ? 
Ans: S.L. ত্রিপাঠি।


8. সম্প্রতি, প্রকাশিত ‘The Blind Matriarch’ পুস্তকটি কে লিখেছেন?
Ans: নমিতা গোখলে


9. সম্প্রতি, কবে ‘International Day of Clean Air of Blue Skies 2021’ পালিত হয়েছে?
Ans: 7 সেপ্টেম্বর


10. ইকুইটাস ব্যাংক কাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? 
Ans: রাণী রামপাল এবং স্মৃতি মান্ধনাকে।


11. গ্রামীণ বিকাশের জন্য ‘Vatan Prem Scheme’ লঞ্চ করেছে?
Ans: গুজরাট


12. নাভাল অ্যান্টি – ড্রোন সিস্টেমের জন্য ভারতীয় নৌবাহিনী কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করলাে? 
Ans: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ( BEL )।


13. টোকিও প্যারা-অলিম্পিক 2020’ -এ কোন দেশ সবচেয়ে বেশি সংখ্যক পদক জিতেছে?
Ans: চীন


14. কোন কোন দেশের মধ্যে  ‘AUSINDEX’ নামক নৌ–মহড়া শুরু হয়েছে? 
Ans: ভারত ও অস্ট্রেলিয়ার।


15. Back to the Roots’ নামক বইয়ের প্রকাশ কে করলেন? 
Ans: তামান্না ভাটিয়া।



16. সম্প্রতি, কোন রাজ্য বিধানসভা ‘University of Health Science Bill 2021’ পাশ করেছে?
Ans: উড়িষ্যা


17. কোন রাজ্য লাভলিনা বোরগোহাইন -কে ‘সর্ব শিক্ষা অভিযান’ -এর ব্র্যান্ড এম্বাসেডর নিযুক্ত করেছেন?
Ans: আসাম


18. ভারতের প্রথম ডুগং সংরক্ষণ রিজার্ভ কোথায় স্থাপন করা হবে? 
Ans: তামিলনাড়ুতে।


19. সম্প্রতি, কোন ভারতীয় জীববিজ্ঞানীকে ‘Bahler Turtle Conservaion Award’ দিয়ে সম্মানিত করা হয়েছে?
Ans:  শৈলেন্দ্র সিং


20. T-20 বিশ্বকাপের জন্য BCCI ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসাবে কাকে নিযুক্ত করলেন? Ans : মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)।

General Knowledge in Bengali|Primary Tet| Group D Exams



1.কাকে AFAA হল অফ ফেমে অভিষিক্ত করা হবে?
Ans: রমেশ নারায়ণকে


2.বিশ্বে প্রথম দেশ হিসাবে বিট কয়েনকে জাতীয় মুদ্রার তকমা প্রদান করলো কোন দেশ?
Ans: এল সালভাদর



3. ভারতীয় নৌবাহিনীর এভিয়েশন শাখাকে মর্যাদাপূর্ণ কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে?
Ans: প্রেসিডেন্টস কালার পুরস্কারে।



4. ভারতের দ্রুততম পেসার হিসাবে ১০০টি টেস্ট উইকেট নিলেন?
Ans: জাসপ্রীত বুমরা


5. 7 তম ইয়ামিন হাজারিকা ওম্যান অব সাবস্ট্যান্স পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে?
Ans: নমিতা গোখলেকে।



6. Bullets Over Bombay: Satya and the Hindi Film Gangster” শিরোনামে বই লিখলেন?
Ans: উদয় ভাটিয়া


7. কচ্ছপ সংরক্ষণের জন্য গ্লোবাল অ্যাওয়ার্ড কে জিতেছেন?
Ans: ভারতীয় জীববিজ্ঞানী শৈলেন্দ্র সিংহ।


8. সম্প্রতি বেবী রানী মৌর্য কোন রাজ্যের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করছেন?
Ans: উত্তরাখণ্ড


9. সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে কে পদত্যাগ করবেন ?
Ans: ইয়োশিহিদে সুগা।


10. সম্প্রতি 5 Star ‘Eat Right Station’ সার্টিফিকেট পেল কোন রেলওয়ে স্টেশন?
Ans: চন্ডিগড় রেলওয়ে স্টেশন


11. EXIM ব্যাংকের নতুন MD হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
Ans: হর্ষ ভূপেন্দ্র বাঙ্গারি।


12. 7th Yamin Hazarika Woman of Substance Award জিতলেন?
Ans: নমিতা গোখলে


13. 2020-21-এর MeitY ডিজিটাল পেমেন্ট স্কোরকার্ডে শীর্ষে কোন ব্যাংক রয়েছে ?
Ans: ব্যাংক অফ বরোদা।


14.হার্শা ভূপেন্দ্র বাঙ্গারি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
Ans: Exim Bank.


15. কোন রেলওয়ে স্টেশনকে পাঁচ তারকা বিশিষ্ট ‘ইট রাইট স্টেশন’ সার্টিফাই করা হয়েছে?
Ans: চণ্ডীগড় রেলওয়ে স্টেশনকে।


16. ভারতে International Road Federation (IRF)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন ?
Ans: সতীশ পরেখ


17. Shikshak Parv -2021 এর কে উদ্বোধন করলেন?
Ans : প্রধানমন্ত্রী মোদী।


18. টি-২০ বিশ্ব কাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসাবে কাকে নিযুক্ত করলো BCCI?
Ans: মহেন্দ্র সিং ধোনি


19.বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড ক্যাপচারিং প্ল্যান্ট কোথায় চালু হয়েছে?
Ans: আইসল্যান্ডে।

RRB recruitment exams, railway group D exam, group D exams question and answer, RRB group d question answer your suggestions.

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে General Knowledge খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে General Knowledge. বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতা- মূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.