RRB Group-D Exam| MCQ Model Practice Part—1
RRB Group-D, Railway Model Practice part—1| Railway Group-D Exams| RRB Mcq। Group-D Mcq questions| Railway Group-D Exams Practice Set—1. Group D MCQ.
[Railway Group-D] আজ আমাদের মূলত যে বিষয়টির উপর ভিত্তি করে MCQ, নিয়ে এসেছি তা হলো Railway Group-D। Railway Group-D Exams| RRB Mcq। Group-D Mcq questions। আর কিছু দি
নের মধ্যে Group-D-র পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমরা পরীক্ষর্তির সুবিধার জন্য আজ আমাদের এই পোস্ট।
Today GK All Exams -এর পক্ষ থেকে এক গুচ্ছ বাছাই করা প্রশ্নও উত্তর দেওয়া হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি -তে ভিজিট করার জন্য। আমরা আমাদের এই blog-এর মাধ্যমে সমস্থ্য সরকারি ও বেসরকারি পরীক্ষার [Like Railway, SSC, Primary Tet, UPSC, WBPSC, POLICE, IBPS, IAS, RRB, Group-D... MCQ, Short Qusetion দিয়ে থাকি। এবং এটি একদম বিনামূল্যে। Today Railway Group-D Exams GK. 45 Mcq Qusetions 100% মূল্য দায়ক।
Railway Group-D Exam| Model Practice Part—1
[মডেল প্র্যাকটিস সেট—১]
1. ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময় বৃটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) উইনস্টন চার্চিল
(B) ক্লিমেন্ট এটলি
(C) র্যামসে ম্যাকডোনাল্ড
(D) কেউ নয়
2.কার আদর্শ ছিল “হিন্দু পাদপাদশাহী’?
(A) বালাজী বিশ্বনাথ
(B) শিবাজী
(C) মাধব রাও
(D) প্রথম বাজীরাও
3. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
(A) মহাত্মা গান্ধী
(B) উমেশচন্দ্র ব্যানার্জী
(C) অ্যালান অক্টাভিয়ান হিউম
(D) দাদাভাই নওরোজী
4. কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের ওপর দিয়ে গেছে?
(A) মায়াপুর
(B) বহরমপুর
(C) দুর্গাপুর
(D) আজীমগঞ্জ
5. চিত্রকোট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
(A) অন্ধপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) ওড়িশা
(D) মধ্যপ্রদেশ
6. কোন বছর লোকসভায় নির্বাচনী সদস্যের সংখ্যা বাড়ানো হয়?
(A) 1965
(B) 1973
(C) 1979
(D) 1989
7. ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে 10টি মৌলিক কর্তব্য সংবিধানে সংযুক্ত হয়েছে?
(A) 39-তম
(B) 40-তম
(C) 42-তম
(D) 44-তম
৪. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল?
(A) সেচ ক্ষেত্রে
(B) ভারি শিল্প ক্ষেত্রে
(C) ক্ষুদ্র ও কুটির শিল্পে
(D) কৃষি ক্ষেত্রে
9. ‘কজ' কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়।
(A) বিলিয়ার্ড
(B) হকি
(C) জুডো
(D) বাস্কেটবল
10. ‘সন্দীপ’ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র?
(A) ঘরে বাইরে
(B) শেষের কবিতা
(C) গোরা
(D) নৌকাডুবি
11. মারিয়ান জোন্স কোন খেলায় সঙ্গে জড়িত?
(A) টেনিস
(B) ব্যাডমিন্টন
(C) দৌড়
(D) সাঁতার
12. জাপানের কোন শহরে 25 হাজার মার্কিন সেনা মোতায়েন হয়েছিল?
(A) টোকিও
(B) ওকিনাওয়া
(C) কুশিয়ো
(D) মিয়াজাকি
13. 2006 সালে ফুটবলের বিশ্বকাপ খেলা কোন দেশে হবে?
(A) দক্ষিণ আফ্রিকা
(B) উরুগুয়ে
(C) জার্মানী
(D) জাপান
14. 21 ঘন্টা অবিরাম তবলা বাজিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি জয় করলেন কে?
(A) লিও ফার্নান্ডেজ
(B) দাদাভাই নরও জিও
(C) রিঙ্কু আদর্শ
(D) অনিন্দ্য বসু
15. 2002 সালে “Car of the Year” এই অটো পুরস্কার CMBC সংস্থা হইতে কোন গাড়িকে দেওয়া হয়?
(A) সেন্ট্রো
(B) ফিয়েট পালিও
(C) ভার্সা (versa)
(D) কোনটিই নয়
16. 2002 সালে এপ্রিল মাসে G-7-এর Finance Minister-এর মিটিং কোথায় হয়?
(A) জেনেভা
(B) ওয়াশিংটন
(C) প্যারিস
(D) লন্ডন
17. প্রজনন ক্ষমতা হ্রাস রোধে সহায়ক কোন ভিটামিন?
(A) ভিটামিন-B
(B) ভিটামিন-K
(C) ভিটামিন-A
(D) ভিটামিন-E
18. ডায়াবেটিস ব্যাধি আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সম্ভব কি প্রয়োগে?
(A) ইনসুলিন
(B) স্ট্রেপটোমাইসিন
(C) পেনিসিলিন
(D) কোনটিই নয়
19. অ্যাসপিরিনের রাসায়নিক নাম কী?
(A) টারটারিক অ্যাসিড
(B) বেঞ্জিন স্যালিসাইলেট
(C) অ্যাসিটাইল স্যালসাইলিক অ্যাসিড
(D) কোনটিই নয়
20. নিচের কোনটির সঙ্গে হাইড্রোজেন সরাসরি বিক্রিয়া করতে পারে না?
(A) K
(B) Zn
(C) Na
(D) Ca
21. কয়লার দহন একটি নিম্নরূপ বিক্রিয়া-
(A) তাপোৎপাদী
(B) তাপশোষী
(C) ভৌত পরিবর্তন
(D) আলোক রাসায়নিক বিক্রিয়া
22. কঠিন পদার্থ কোন পদ্ধতিতে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয়?
(A) সাকলাইজেশন
(B) ফিলট্রেশন
(C) সেডিমেন্টেশন
(D) ইভাপোরেশন
23. গোবর গ্যাসে কী রয়েছে?
(A) মিথেন
(B) কার্বন ডাই-অক্সাইড
(C) কার্বন মনোক্সাইড
(D) ইথিলিন
24. জেনেটিভ কোড কে আবিষ্কার করেন?
(A) খোরানা
(B) ডারউইন
(C) ল্যান্ডস্টেইনার
(D) গ্যামো
25. মানবদেহে সর্বাধিক উপস্থিত মৌল কোনটি?
(A) অক্সিজেন
(B) হাইড্রোজেন
(C) নাইট্রোজেন
(D) কার্বন
26. কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?
(A) 0°F
(B) 4°F
(C) 4°C
(D) 0°C
27. প্রতি বছর ভারতীয় রেল কত কোটি মানুষের যাতায়াতের বন্দোবস্ত করে?
(A) 458
(B) 458
(C) 584
(D) 548
28. সাউথ-ইস্টার্ন জোনের রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) চেন্নাই
(B) গোরখপুর
(C) কলকাতা
(D) চার্চগেট
29. ভারতীয় রেলে কাজ করে কত লক্ষ শ্রমিক কর্মচারী?
(A) 14
(B) 16
(C) 18
(D) 20
30. কত সালে রেল কর্তৃপক্ষ রেলওয়ে যাত্রীদের বিমা চালু করেন?
(A) 1994
(B) 1995
(C) 1993
(D) 1992
31. প্রবীরকে দেখিয়ে রহিত বললেন, “প্রবীর আমার কাকার বাবার ছেলে”। প্রবীর রহিতকে কি বলে ডাকবেন?
(A) ভাইপো
(B) বাবা
(C) কাকা
(D) ভাই
32. জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন উত্তরটি বসবে? 20, 32, 45, 59, ?
(A) 95
(B) 90
(C) 85
(D) 75
Railway Group-D Exams| Model Practice Set—1. Objective Questions.
[Railway Group-D] আজ আমাদের মূলত যে বিষয়টির উপর ভিত্তি করে MCQ, নিয়ে এসেছি তা হলো Railway Group-D। Railway Group-D Exams| RRB Mcq। Group-D Mcq questions। আর কিছু দিনের মধ্যে Group-D-র পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমরা পরীক্ষর্তির সুবিধার জন্য আজ আমাদের এই পোস্ট। Today GK All Exams -এর পক্ষ থেকে এক গুচ্ছ বাছাই করা প্রশ্নও উত্তর দেওয়া হলো।
Gk question Railway Group-D Exams|RRB Mcq| Gk questions. General knowledge Most of the students search on the internet in Bengali, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge Questions, And Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states' civil services/ all government job recruitment examinations of India.
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....