Railway Group-D Exams| Objective Questions.
Railway Group-D| Railway Group-D Exams| Objective Questions| RRB Mcq। Group-D Mcq questions.Today Railway Group-D Exams GK| ভারতীয় রেল সংক্রান্ত প্রশ্নাবলি
[Railway Group-D] আজ আমাদের মূলত যে বিষয়টির উপর ভিত্তি করে MCQ, নিয়ে এসেছি তা হলো Railway Group-D। Railway Group-D Exams 2022| RRB Mcq। Group-D Mcq questions 2022। আর কিছু দিনের মধ্যে Group-D-র পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমরা পরীক্ষর্তির সুবিধার জন্য আজ আমাদের এই পোস্ট।
Today GK All Exams -এর পক্ষ থেকে এক গুচ্ছ বাছাই করা প্রশ্নও উত্তর দেওয়া হলো। Today GK All Exams-এর পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পোস্টটি -তে ভিজিট করার জন্য। আমরা আমাদের এই blog-এর মাধ্যমে সমস্থ্য সরকারি ও বেসরকারি পরীক্ষার [Like Railway, SSC, Primary Tet, UPSC, WBPSC, POLICE, IBPS, IAS, RRB, Group-D... MCQ, Short Qusetion দিয়ে থাকি। এবং এটি একদম বিনামূল্যে। Today Railway Group-D Exams GK. 45 Mcq Qusetions 100% মূল্য দায়ক।
Railway Group-D Exams| Objective Questions.
1. ভারতীয় রেলের ম্যাসকটের নাম কী ?
উঃ ভােলু।
2. রেললাইনের দূরত্ব হিসাবে ভারতীয় রেলপথে কয়টি প্রথা আছে?
উঃ তিনটি।
3. ভারতীয় রেলের মিটারগেজ রেলপথের দৈর্ঘ্য কত?
উঃ ২৩,৪১৯ কিমি।
4. ভারতীয় রেল গড়ে বছরে কী পরিমাণ মাল পরিবহন করে?
উঃ ৪৫৬ কোটি টন।
5. কত সালে ডিজেল লােকোমােটিভ চালু হয়?
উঃ ১৯৫৭ সালে।
6. কত সালে বৈদ্যুতিক লােকোমােটিভ চালু হয়?
উঃ ১৯২৯ সালে।
7. বৎসরে গড়ে কতজন মানুষ রেলভ্রমণ করে?
উঃ ৪৫৮ কোটি।
8. লােকাল ট্রেনের কতগুলি বগি আছে?
উঃ ৩৬,৫১০টি।
9. দুর পাল্লার রেলের কতগুলি বগি আছে?
উঃ ৭,৫১৭টি।
10. দৈনিক গড়ে কত লােক রেলভ্রমণ করে?
উঃ ১.১ কোটি।
11. ভারতীয় রেলের কন্টেনার ডিপাের সংখ্যা কত?
উঃ ৩২টি।
12. ভারতীয় রেলে কত শ্রমিক কর্মচারী কাজ করে?
উঃ ১৬ লক্ষ।
13. রেল দুর্ঘটনায় কোনাে মৃত্যু বা চিরস্থায়ী পঙ্গুত্বের জন্য ক্ষতিপূরণের পরিমাণ কত?
উঃ ২ লক্ষ টাকা।
14. ভারতীয় রেলপথের মােট দৈর্ঘ্য কত?
উঃ ৬২,৭৫৯ কিমি।
15. ভারতের দ্রুততম ট্রেন কোনটি ?
উঃ শতাব্দী এক্সপ্রেস।
16. কোন্ বছর প্রথম দ্রুতগতিসম্পন্ন গাড়ি চালু হয়?
উঃ ১৯৬৯ সালে।
17. কোন্ বছর প্রথম শতাব্দী এক্সপ্রেস চলে?
উঃ ১৯৮৮ সালে।
18. কোন্ বছর প্রথম রেল বাের্ড স্থাপিত হয় ?
উঃ ১৯০৫ সালে।
19. চিত্তরঞ্জন লােকোমােটিভ স্থাপিত হয় কত সালে?
উঃ ১৯৫০ সালে।
20. কবে চিত্তরঞ্জন লােকোমােটিভ স্থাপিত হয় ?
উঃ ১৯৫০ সালে।
22. কোঙ্কন রেলের দৈর্ঘ্য কত?
উঃ ৭৬০ কিমি।
23. কোথায় ভারতীয় বৈদ্যুতিক লােকোমােটিভ উৎপাদিত হয়?
উঃ ভূপাল।
24. রেলওয়ে রােলিং স্টক কোথায় উৎপাদিত হয় ?
উঃ আমেদাবাদ।
25. কোথায় নূতন রেলের কোচ নির্মাণ-কারখানা স্থাপিত হয়?
উঃ কাপুরথালা।
26. ভারতের কোনটি দীর্ঘতম রেলস্টেশন?
উঃ খড়গপুর।
27. দক্ষিণ-পূর্ব রেলপথ কোন বছর গঠিত হয়?
উঃ ১৯৫৫ সালে।
28. দক্ষিণ-পূর্ব রেলপথের দৈর্ঘ্য কত?
উঃ ৭,১১৬ কিমি।
29. দমদম থেকে টালিগঞ্জের ভূগর্ভ রেলের দৈর্ঘ্য কত?
উঃ ১৬.৪৩ কিমি।
30. টালিগঞ্জ থেকে দমদম ভূগর্ভ রেল কবে চালু হয়?
উঃ ১৯৯৬ সালে।
31. বর্তমানে মেট্রো স্টেশনের সংখ্যা কত?
উঃ সতেরাে।
32. ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস্ কোন্ বছর স্থাপিত হয় ?
উঃ ১৯৬৪ সালে।
33. হুইল এণ্ড একসেল প্ল্যান্ট কোথায় অবস্থিত?
উঃ ইয়েলাহানকা।
34. কোন্ বছর হুইল অ্যান্ড একসেল প্ল্যান্ট স্থাপিত হয়?
উঃ ১৯৮৩ সালে।
35. নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেল কোন্ রাজ্যে অবস্থিত?
উঃ অসম।
36. কোন্ দেশে রেলের কিলােমিটার পিছু শ্রমিক সংখ্যা বেশি?
উঃ ভারোতে।
37. 'হুইল অ্যান্ড একসেল প্ল্যান্টে কী তৈরি হয়?
উঃ হুইল এবং একসেল।
38. রেল কোচ ফ্যাক্টরি কত সালে স্থাপিত হয়?
উঃ ১৯৮৮ সালে।
39. রেল কোচ ফ্যাক্টরি কী তৈরি করে?
উঃ রেলের কোচ।
40. দিল্লির ভূগর্ভ রেলের যাত্রী পরিবহনের সংখ্যা কত?
উঃ প্রতিদিন ২ লক্ষ।
41. ভারতের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান কোনটি?
উঃ ভারতীয় রেল।
42. বর্তমানে ভারতীয় রেলে কয়টি জোন আছে?
উঃ ১৬টি।
43. কোন্ বছর পশ্চিম রেলপথ গঠিত হয়?
উঃ ১৯৫১ সালে।
44. দক্ষিণ রেলের দৈর্ঘ্য কত?
উঃ ৬,৭৫৮ কিমি।
Railway Group-D Exams| Objective Questions.
[Railway Group-D] আজ আমাদের মূলত যে বিষয়টির উপর ভিত্তি করে MCQ, নিয়ে এসেছি তা হলো Railway Group-D। Railway Group-D Exams 2022|RRB Mcq। Group-D Mcq questions 2022। আর কিছু দিনের মধ্যে Group-D-র পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমরা পরীক্ষর্তির সুবিধার জন্য আজ আমাদের এই পোস্ট। Today GK-All Exams -এর পক্ষ থেকে এক গুচ্ছ বাছাই করা প্রশ্নও উত্তর দেওয়া হলো।
Gk question Game, Gk questions 2021. General knowledge Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge Questions, And Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....