Table of Content(toc)
Railway Group D Exams| Group D Exams| Mcq Questions
Railway Group D Exams| Group D Exam| Mcq Question and Answer is very important for the group-d exams. Group-d general knowledge. 80 group-d Mcq questions...
Today Gk website for GK, Railway Group D Exams| Group D Exams| Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2022-23| Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.
Railway Group D Exams| Group D Exams| Mcq Questions| Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.
Railway Group D Exams| Group D Exams| Mcq Questions
1. ব্রেন্ডন টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। তিনি কোন দেশের ক্রিকেটার?
Ans: জিম্বাবুয়ে।
2. সম্প্রতি, কাকে “Swami Brahmanand Award 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?
Ans: আনন্দ কুমার।
3. 2021 T20 World Cup এর জন্য ভারতীয় দলের মেন্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
Ans: MS Dhoni.
4. কোন রাজ্য সরকার ‘Dry Ration Scheme’ শুরু করেছে?
Ans: উড়িষ্যা।
5. সম্প্রতি NCM এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন?
Ans: সর্দার ইকবাল সিং।
6. সম্প্রতি, কে “Rail Kaushal Vikas Yojana” লঞ্চ করেছেন?
Ans: অশ্বিনী বৈষ্ণব।
7. কে ICC Men’s Player of the Month for August হলেন?
Ans: জো রুট।
8. সম্প্রতি, কবে “World Ozone Day 2021” পালিত হয়েছে?
Ans: 16 সেপ্টেম্বর।
9. কে ICC Women’s Player of the Month for August হলেন?
Ans : আইমিয়ার রিচার্ডসন।
10.নিম্নলিখিত কে 16 সেপ্টেম্বর 2021 তারিখে গুজরাট বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন?
Ans: রাজেন্দ্র ত্রিবেদী।
11. সম্প্রতি ‘Happy Shop’ নামক স্টোর লঞ্চ করলো কে?
Ans: HPCL.
12. মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য দ্বারা ঘোষিত নতুন প্রতিরক্ষা চুক্তির নাম?
Ans: AUKUS
13. কোন রাজ্য ‘মিলেট মিশন’ লঞ্চ করল?
Ans: ছত্তিশগড়।
14. সড়ক দুর্ঘটনা কম করতে কে ‘iRASTE’ প্রকল্প শুরু করেছে?
Ans: নিতিন গডকড়ী।
15. প্রধানমন্ত্রী কোথায় রাজা মহেন্দ্র প্রতাপ সিং রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিল্যানাস করলেন?
Ans: আলীগড়।
16. সম্প্রতি, তথ্য এবং সম্প্রসারণ মন্ত্রক fake news নিয়ন্ত্রণ করার জন্য কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম -এ একাউন্ট লঞ্চ করেছে?
Ans: Telegram
17. কে সম্প্রতি ‘পিরোনেসি’ উপন্যাসের জন্য ফিকশন 2021 মহিলা পুরস্কার জিতেছেন?
Ans: সুসান্না ক্লার্ক।
18. কোন দেশে ‘6th Exercise PEACEFUL MISSION-2021’ শুরু হয়েছে?
Ans: রাশিয়া।
19. International Equal Pay Day’ কবে পালিত হয়?
Ans: 18th Sep.
20. ভারত সরকার নভেম্বর, 2021 সালে প্রথম বার ‘Global Buddhist Conference’ -এর আয়োজন করবে এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
Ans: বিহার।
MCQ Questions| Railway Group D Exams| Group D Exams|
1. ভারতের বৃহত্তম ওপেন এয়ার ফার্নারি-র উদ্বোধন করা হলো কোথায়?
Ans: উত্তরাখণ্ড।
2. বিশ্বের প্রথম কোন গলফার দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন?
Ans: জীব মিলখা সিং।
3. আগস্ট মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন Eimear Richardson, তিনি কোন দেশের ক্রিকেটার?
Ans: আয়ারল্যান্ড।
4. কে ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জয়ী হলেন?
Ans: ড্যানিয়েল রিচার্ডো।
5. আগস্ট মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন?
Ans: জো রুট।
6. কোন কেন্দ্রীয় মন্ত্রী মধ্যপ্রদেশে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করলেন?
Ans: প্রহ্লাদ সিং প্যাটেল।
7. আমেরিকান Fossil Watches কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
Ans: কৃতি স্যানন।
8. Yahoo এর নতুন CEO পদে কে নিযুক্ত হলেন?
Ans: জিম ল্যানজোন।
9. Human Rights and Terrorism in India’ শিরোনামে বই লিখলেন?
Ans: সুব্রমনিয়ান স্বামী।
10. কে আমেদাবাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্দারধাম ভবন এর উদ্বোধন করবেন?
Ans: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
11. 2022 Beijing Winter Olympics-এ কোন দেশকে সাসপেন্ড করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি?
Ans: উত্তর কোরিয়া।
12. সম্প্রতি কোথায় ‘Medicines from the sky’ লঞ্চ হয়েছে?
Ans: তেলেঙ্গানা।
13. National Company Law Appellate Tribunal (NCLAT)-এর নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন ?
Ans: এম. ভেনুগোপাল।
14. গুজরাটের মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন?
Ans: ভূপেন্দ্র প্যাটেল।
15. সম্প্রতি "মিলেট মিশন" লঞ্চ করলো কোন রাজ্য?
Ans: ছত্তিশগড়।
16. কে US Open 2021 পুরুষদের একক বিভাগে জয়ী হন?
Ans: ড্যানিয়েল মেদভেদেভ।
17. সম্প্রতি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন?
Ans: গোপাল মুখার্জি।
18. Indian National Space Promotion Authorization Centre (In-SPACe) এর চেয়ার পারসন হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans: পবন গোয়েঙ্কা।
19. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় কবে?
Ans: ১৫ই সেপ্টেম্বর।
20.ভারতের সবচেয়ে বড় ওপেন এয়ার ফার্নি উদ্বোধন কোথায় করা হয়েছে?
Ans: উত্তরাখন্ড।
Railway Group D Exams| Group D Exams| Mcq Questions
1. World Food Programme(WFP)-এর সাথে পার্টনারশিপ গড়লো ভারতের কোন রাজ্য ?
Ans: রাজস্থান।
2.কোন ভারতীয় বংশোদ্ভূত টেনিস খেলোয়াড় Wimbledon junior men’s championship 2021 টাইটেল জিতল?
Ans: সমীর ব্যানার্জি।
3. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা পেলেন কোন খেলোয়াড়?
Ans: সানিয়া মির্জা।
4.কোন কেন্দ্রীয় মন্ত্রী রাজসভায় দলনেতা তথা ‘Leader of the house’ হিসেবে নিযুক্ত হলেন?
Ans: পীযুষ গোয়েল।
5. মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যানেজমেন্ট দায়িত্ব নিল কোন কোম্পানি?
Ans: Adani Group.
6. কোন দেশ আনুষ্ঠানিক ভাবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মডিউলার ছোট চুল্লি নির্মাণের কাজ শুরু করেছে?
Ans: চীন।
7. সম্প্রতি কোন রাজ্যের বিধান সভায় Cow Protection Bill 2021 উপস্থাপন করা হলো?
Ans: আসাম।
8. কোন রাজ্য সরকার ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি প্রকল্প 2021 শুরু করল?
Ans: কর্ণাটক।
9. সম্প্রতি বনালু উৎসব শুরু হতে চলেছে কোন রাজ্যে?
Ans:তেলেঙ্গানা।
10. অবসর ঘোষণাকারী মাহমুদুল্লাহ রিয়াদ কোন দেশের ক্রিকেট খেলোয়াড়?
Ans: বাংলাদেশ।
11. TTX-2021” নামে ত্রিপাক্ষিক ভার্চুয়াল নৌসেনা মহড়া অনুষ্ঠিত করলো কোন ৩টি দেশ?
Ans : ভারত, শ্রীলংকা ও মালদ্বীপ।
12. বিশ্বের সবথেকে পুরোনো গহনা কোন দেশে খুঁজে পাওয়া গেল?
Ans: জার্মানি।
13. চাকরির ক্ষেত্রে রাজ্যের কাপু সম্প্রদায় ও অন্যান্য অর্থনীতিক দিক থেকে দুর্বল সম্প্রদায়কে কত শতাংশ সংরক্ষণের ঘোষণা করলো অন্ধ্রপ্রদেশ?
Ans: ১০%
14. NTPC Ltd বৃহত্তম সোলার পাওয়ার পার্ক নির্মাণ করতে চলেছে?
Ans: গুজরাট।
15.প্রেগন্যান্ট মহিলাদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য ‘Mathrukavacham’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
Ans: কেরালা।
16.2025 সালের মধ্যে জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার জন্য কোন রাজ্যের সাথে লাদাখ Mou সাক্ষর করল?
Ans: সিকিম।
17. Paytm কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন কে?
Ans: অমিত নায়ার।
18. কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করতে কী নামে ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করলো কেন্দ্র?
Ans: কিষান সারথী।
19. কোন রাজ্যে ভারতের প্রথম কেন্দ্রীয় ড্রাগ পরীক্ষাগার (সিডিএল) প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans: হিমাচল প্রদেশ।
Railway Group D Exams| Group D Exams| Mcq Questions.
সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতা- মূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....