Type Here to Get Search Results !

Railway Group D Exams| Group D Exams| Mcq Questions

Railway Group D Exams| Group D Exams| Mcq Questions

Table of Content(toc)

Railway Group D Exams| Group D Exams| Mcq Questions

Railway Group D Exams| Group D Exam| Mcq Question and Answer is very important for the group-d exams. Group-d general knowledge. 80 group-d Mcq questions.

Railway group d:  GK, Railway Group D Exams| Group D Exams| Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2023-24| Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Railway Group D Exams| Group D Exams| Mcq Questions| Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India.

Railway Group D Exams| Group D Exams| Mcq Questions


1. ব্রেন্ডন টেলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। তিনি কোন দেশের ক্রিকেটার?

Ans: জিম্বাবুয়ে।


2. সম্প্রতি, কাকে “Swami Brahmanand Award 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে?
Ans: আনন্দ কুমার


3. 2021 T20 World Cup এর জন্য ভারতীয় দলের মেন্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? 
Ans: MS Dhoni.


4. কোন রাজ্য সরকার ‘Dry Ration Scheme’ শুরু করেছে?
Ans: উড়িষ্যা


5. সম্প্রতি NCM এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন?
 Ans: সর্দার ইকবাল সিং।


6.  সম্প্রতি, কে “Rail Kaushal Vikas Yojana” লঞ্চ করেছেন?
Ans: অশ্বিনী বৈষ্ণব

7. কে ICC Men’s Player of the Month for August হলেন? 
Ans: জো রুট।

8. সম্প্রতি, কবে “World Ozone Day 2021” পালিত হয়েছে?
Ans: 16 সেপ্টেম্বর

9. কে ICC Women’s Player of the Month for August হলেন? 
Ans : আইমিয়ার রিচার্ডসন।

10.নিম্নলিখিত কে 16 সেপ্টেম্বর 2021 তারিখে গুজরাট বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা দিয়েছেন?
Ans:  রাজেন্দ্র ত্রিবেদী

11. সম্প্রতি ‘Happy Shop’ নামক স্টোর লঞ্চ করলো কে? 
Ans: HPCL.

12. মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য দ্বারা ঘোষিত নতুন প্রতিরক্ষা চুক্তির নাম?
Ans:  AUKUS

13. কোন রাজ্য ‘মিলেট মিশন’ লঞ্চ করল? 
Ans: ছত্তিশগড়।

14.  সড়ক দুর্ঘটনা কম করতে কে ‘iRASTE’ প্রকল্প শুরু করেছে?
Ans:  নিতিন গডকড়ী

15. প্রধানমন্ত্রী কোথায় রাজা মহেন্দ্র প্রতাপ সিং রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিল্যানাস করলেন?
Ans: আলীগড়।

16. সম্প্রতি, তথ্য এবং সম্প্রসারণ মন্ত্রক fake news নিয়ন্ত্রণ করার জন্য কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম -এ একাউন্ট লঞ্চ করেছে?
Ans: Telegram

17. কে সম্প্রতি ‘পিরোনেসি’ উপন্যাসের জন্য ফিকশন 2021  মহিলা পুরস্কার জিতেছেন? 
Ans: সুসান্না ক্লার্ক।

18. কোন দেশে ‘6th Exercise PEACEFUL MISSION-2021’ শুরু হয়েছে?
Ans:  রাশিয়া

19. International Equal Pay Day’ কবে পালিত হয়? 
Ans: 18th Sep.

20. ভারত সরকার নভেম্বর, 2021 সালে প্রথম বার ‘Global Buddhist Conference’ -এর আয়োজন করবে এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
Ans:  বিহার

RRB MCQ Questions| Railway Group D Exams| Group D Exams|



1. ভারতের বৃহত্তম ওপেন এয়ার ফার্নারি-র উদ্বোধন করা হলো কোথায়?
Ans: উত্তরাখণ্ড


2. বিশ্বের প্রথম কোন গলফার দুবাইয়ের গোল্ডেন ভিসা পেলেন?
Ans: জীব মিলখা সিং।


3. আগস্ট মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন Eimear Richardson, তিনি কোন দেশের ক্রিকেটার?
Ans: আয়ারল্যান্ড

4. কে ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 জয়ী হলেন?
Ans: ড্যানিয়েল রিচার্ডো।

5. আগস্ট মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন?
Ans: জো রুট


6. কোন কেন্দ্রীয় মন্ত্রী মধ্যপ্রদেশে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করলেন?
Ans: প্রহ্লাদ সিং প্যাটেল।

7. আমেরিকান Fossil Watches কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
Ans: কৃতি স্যানন

8. Yahoo এর নতুন CEO পদে কে নিযুক্ত হলেন?
Ans: জিম ল্যানজোন।

9. Human Rights and Terrorism in India’ শিরোনামে বই লিখলেন?
Ans: সুব্রমনিয়ান স্বামী

10. কে আমেদাবাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্দারধাম ভবন এর উদ্বোধন করবেন?
Ans: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

11. 2022 Beijing Winter Olympics-এ কোন দেশকে সাসপেন্ড করলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি?
Ans: উত্তর কোরিয়া

12. সম্প্রতি কোথায় ‘Medicines from the sky’ লঞ্চ হয়েছে?
Ans: তেলেঙ্গানা।

13. National Company Law Appellate Tribunal (NCLAT)-এর নতুন চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন ?
Ans: এম. ভেনুগোপাল

14. গুজরাটের মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করলেন?
Ans: ভূপেন্দ্র প্যাটেল।

15. সম্প্রতি "মিলেট মিশন" লঞ্চ করলো কোন রাজ্য?
Ans: ছত্তিশগড়

16. কে US Open 2021 পুরুষদের একক বিভাগে জয়ী হন?
Ans: ড্যানিয়েল মেদভেদেভ।

17. সম্প্রতি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হলেন?
Ans: গোপাল মুখার্জি

18. Indian National Space Promotion Authorization Centre (In-SPACe) এর চেয়ার পারসন হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans: পবন গোয়েঙ্কা।

19. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয় কবে?
Ans: ১৫ই সেপ্টেম্বর

20.ভারতের সবচেয়ে বড় ওপেন এয়ার ফার্নি উদ্বোধন কোথায় করা হয়েছে?
Ans: উত্তরাখন্ড।

Railway Group D Exams| Group D Exams| Mcq Questions 


1. World Food Programme(WFP)-এর সাথে পার্টনারশিপ গড়লো ভারতের কোন রাজ্য ?
Ans: রাজস্থান

2.কোন ভারতীয় বংশোদ্ভূত টেনিস খেলোয়াড় Wimbledon junior men’s championship 2021 টাইটেল জিতল?
Ans: সমীর ব্যানার্জি।

3. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা পেলেন কোন খেলোয়াড়?
Ans: সানিয়া মির্জা

4.কোন কেন্দ্রীয় মন্ত্রী রাজসভায় দলনেতা তথা ‘Leader of the house’ হিসেবে নিযুক্ত হলেন?  
Ans:  পীযুষ গোয়েল।

5. মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যানেজমেন্ট দায়িত্ব নিল কোন কোম্পানি?
Ans: Adani Group.


6. কোন দেশ আনুষ্ঠানিক ভাবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মডিউলার ছোট চুল্লি নির্মাণের কাজ শুরু করেছে? 
Ans: চীন।

7. সম্প্রতি কোন রাজ্যের বিধান সভায় Cow Protection Bill 2021 উপস্থাপন করা হলো?
Ans: আসাম

8. কোন রাজ্য সরকার ইলেক্ট্রিক বাইক ট্যাক্সি প্রকল্প 2021 শুরু করল?
Ans:  কর্ণাটক।

9. সম্প্রতি বনালু উৎসব শুরু হতে চলেছে কোন রাজ্যে?
Ans:তেলেঙ্গানা

10. অবসর ঘোষণাকারী মাহমুদুল্লাহ রিয়াদ কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? 
Ans: বাংলাদেশ।

11. TTX-2021” নামে ত্রিপাক্ষিক ভার্চুয়াল নৌসেনা মহড়া অনুষ্ঠিত করলো কোন ৩টি দেশ?
Ans : ভারত, শ্রীলংকা ও মালদ্বীপ

12. বিশ্বের সবথেকে পুরোনো গহনা কোন দেশে খুঁজে পাওয়া গেল? 
Ans: জার্মানি।

13. চাকরির ক্ষেত্রে রাজ্যের কাপু সম্প্রদায় ও অন্যান্য অর্থনীতিক দিক থেকে দুর্বল সম্প্রদায়কে কত শতাংশ সংরক্ষণের ঘোষণা করলো অন্ধ্রপ্রদেশ?
Ans: ১০%

14. NTPC Ltd বৃহত্তম সোলার পাওয়ার পার্ক নির্মাণ করতে চলেছে?
Ans:  গুজরাট।

15.প্রেগন্যান্ট মহিলাদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য ‘Mathrukavacham’ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
Ans: কেরালা

16.2025 সালের মধ্যে জৈবিক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার জন্য কোন রাজ্যের সাথে লাদাখ Mou সাক্ষর করল?
Ans: সিকিম।


17. Paytm কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন কে?
Ans: অমিত নায়ার।

18.  কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করতে কী নামে ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করলো কেন্দ্র?
Ans: কিষান সারথী

19. কোন রাজ্যে ভারতের  প্রথম কেন্দ্রীয় ড্রাগ পরীক্ষাগার (সিডিএল) প্রতিষ্ঠিত হয়েছিল? 
Ans:  হিমাচল প্রদেশ।


Railway Group D Exams| Group D Exams| Mcq Questions. RRB GROUP D EXAMS, GROUP D EXAMS RRB, RAILWAY GROUP D MCQ, Group D MCQ suggestions

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতা- মূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.