Type Here to Get Search Results !

Monthly Current Affairs| July 2021 Current Affairs Bengali

Monthly Current Affairs| July 2021 Current Affairs Bengali

Monthly Current Affairs| July 2021 Current Affairs In Bengali.

Monthly Current Affairs| July 2021 Current Affairs Bengali| Monthly Current Affairs| July 2021 Current Affairs| Current Affairs - like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, Constable, Kolkata Police, etc exam

প্রিয় ছাত্র-ছাত্রী: আপনারা কি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজার চেষ্টা করছেন তাহলে আপনারা সঠিক পেজে এসেছেন। আজকে আমরা July 2021- মাসের সমস্ত কারেন্ট অ্যাফোর্স নিয়ে আলোচনা করব এবং এই কারেন্ট এফেয়ার্স বা প্রশ্ন উত্তরগুলি ভারতের সমস্ত রকম কম্প্রেটিভ এক্সামস এবং সরকারি ও বেসরকারি সকল পরীক্ষার জন্য উপযোগী হবে আশা করব এই পোস্টটি আপনারা সম্পূর্ণ পড়বেন এবং এর থেকে অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ।

Dear Students: আজ আমরা আলোচনা করবো July 2021 -এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, ও  এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।  Current affairs - July 2021 

Monthly Current Affairs| July 2021 Current Affairs Bengali| July 2021 Current Affairs Quiz and best Current Affairs July 2021|Most Current Affairs of July 2021 PDF| Top Current Affairs July 2021| Current Affairs of July 2021| July 2021 Current Affairs quiz| Current affairs of July 2021 pdf| Top current affairs July 2021| current affairs 2021 questions and answers| July 2021 current affairs pdf in Bengali| January current affairs 2022 


Monthly Current Affairs| July 2021 Current Affairs.

❑ ‘Doctor’s Day’ কবে পালিত হয়?

Ans: 1 July.


❑ উত্তর প্রদেশ রাজ্য সরকার নয়ডা শুটিং রেঞ্জ এর নাম পরিবর্তন করে যার নাম এ রাখার কথা ঘোষণা করলো?

Ans: চন্দ্রদেবী তোমার।


❑ National Skill Development Corporation (NSDC) কোন সোশ্যাল মিডিয়ার সহায়তায় Digital Skill Champions Program লঞ্চ করল?

Ans: WhatsApp.


❑ কোন রাজ্য সরকার ‘অপরাজিতা’ নামে একটি ওয়েব পোর্টাল লঞ্চ করল?

Ans: কেরালা।


❑ সম্প্রতি প্রয়াত sivan কিসের সাথে যুক্ত ছিলেন?

Ans: চলচ্চিত্র নির্মাতা।


❑ প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে উইলিয়ামসন ওপেন এর জন্যে কোয়ালিফাই করল কে?

Ans: Zhang Zhuzhen.


❑ কোন রাজ্য সরকার অলিম্পিকে সোনাজয়ী দের 6 কোটি দেওয়ার ঘোষণা করল?

Ans: হরিয়ানা।


❑ কোন রাজ্য সরকার ইলেক্ট্রিক গাড়ি কেনার জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করল?

Ans: গুজরাট।


❑ কোন রাজ্য সরকার পশুদের মেডিকেল সুবিধা দেওয়ার জন্য প্রথম Animal War Room লঞ্চ করল?

Ans: কর্ণাটক।


❑ Resilient Kerala program এর জন্য কত মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা ঘোষণা করল বিশ্ব ব্যাংক?

Ans: 125 মিলিয়ন মার্কিন ডলার।


❑ ‘Plastic Bag Free Day’ কবে পালিত হল?

Ans: ৩ জুলাই ( 3th July ) ।


❑ সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষা থেকে ইন্টারভিউ তুলে নিল?

Ans: অন্ধ্রপ্রদেশ।


❑ NDDB এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?

Ans: মীনেস শাহ।


❑ Jio 5G Technology এর জন্য কোন সংস্থার সাথে পার্টনারশিপ করল?

Ans: Google Cloud.


❑ বিশ্বের প্রথম কোন দেশ DNA-plasmid vaccine তৈরি করল?

Ans: ভারত।


❑ কে প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন?

Ans: Sajan Prakash.


❑ কোন ভারতীয় মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘The Order of Polar Star’ দ্বারা ভূষিত হলেন?

Ans: R. K. Savarwal.


❑ সম্প্রতি কোথায় জাতীয় আন্তঃ রাষ্ট্রীয় অথলেটিক্সস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে?

Ans: পাতিয়ালা।


❑ ভারত কোন দেশের সহযোগিতায় Tax Inspectors Without Borders(TIWB) লঞ্চ করল?

Ans: ভুটান।


❑ সম্প্রতি ‘itat e-dwar’ নামক পোর্টাল লঞ্চ করলেন?

Ans: রবিশঙ্কর প্রসাদ।


Monthly Current Affairs| July 2021 Current Affairs Bengali

❑ সম্প্রতি কোথায় DRDO সফলভাবে পিনাকা রকেটের পরীক্ষা সম্পন্ন করল?

Ans: ওড়িশা।


❑ সম্প্রতি হকি ইন্ডিয়া কাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করল?

Ans: দীপিকা ও পি আর শ্রীজেস।


❑ সম্প্রতি কে জেন গার্ডেন ও কাইজান আকাডেমির উদ্বোধন করেছেন?

Ans: নরেন্দ্র মোদী।


❑ সম্প্রতি ভারতীয় শুটার রাহি সার্নাবত ISSF বিশ্ব কাপে কোন পদক জিতলেন?

Ans: স্বর্ণপদক।


❑ সুইডেন এর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে?

Ans: স্টিফান লোফভেন।


❑ 2021 সালের ICC Men’s T20 world cup কোথায় অনুষ্ঠিত হবে?

Ans: United Arab Emirates.


❑ ভারতের কোন মেট্রো লাইন 2020 সালের জন্য ‘Japan Society of Civil Engineers Award’ পেল?

Ans: দিল্লি মেট্রো।


❑ কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে 2021 সালে 33 লক্ষ বৃক্ষ রোপনের জন্য “বন মহোৎসব 2021” অনুষ্ঠিত হতে চলেছে?

Ans: দিল্লি।


❑ Twitter’s এর ভারতের নতুন grievance officer পদে কে নিযুক্ত হলেন?

Ans: জেরেমি ক্যালেস।


❑ সম্প্রতি কোন সাংবাদিক Fukuoka পুরস্কার 2021 পেয়েছেন?

Ans: পালাগুম্মি সাইনাথ।


❑ আমেরিকান স্বাধীনতা দিবস (American Independence day) কবে পালন করা হয়?

Ans:  4th July


❑ ভারত যৌথভাবে কোন দেশের সীমানা ছাড়াই কর পরিদর্শকগণ চালু করেছে?

Ans:  ভুটান ।


❑ রিলায়েন্স জিও সম্প্রতি 5G পরিষেবা সরবরাহ করতে কোন প্রযুক্তি জায়ান্টের সাথে যুক্ত হয়েছে?

Ans:  গুগল ক্লাউড (Google Cloud) ।


❑ টোকিও অলিম্পিকের জন্য কাকে ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে?

Ans:  মনপ্রীত সিং ।


❑ বিশ্বের প্রথম জেনেটিক্যালি পরিবর্তিত রাবারের চারা কোথায় রোপণ করা হয়েছে?

Ans:  আসাম ।


❑ কোন আর্থিক সংস্থা Resilient Kerala প্রোগ্রামের জন্য 125 মিলিয়ন ডলার সহায়তা প্রোগ্রাম অনুমোদন করেছে?

Ans:  বিশ্ব ব্যাংক (World Bank) ।


❑ কোন ভারতীয় রাজ্য রেবিজ মুক্ত দেশের প্রথম রাজ্যে পরিণত হয়েছে?

Ans:  গোয়া ।


❑ প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি কোন রাজ্যের একটি জেন উদ্যানের উদ্বোধন করেছিলেন?

Ans:  গুজরাট ।


❑ আসন্ন টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় সাঁতারু কে?

Ans:  সজন প্রকাশ ।


❑ “মুখ্যমন্ত্রি COVID-19 পরিয়ার আর্থিক সহায়তা যোজনা” কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা চালু করা হলো?

Ans:  দিল্লি।


❑ ভারতে হোয়াটসঅ্যাপের শীর্ষস্থানীয় পেমেন্ট কর্তা হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

Ans: Manesh Mahatme.


❑ কোন সংস্থা সফলভাবে নতুন প্রজন্মের অগ্নি পি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে?

Ans: প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation) ।


❑ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর বিশেষ পরিচালক পদে কে নিয়োগ পেয়েছেন?

Ans: প্রবীণ সিনহা ।


❑ পরের বছর বিধানসভা নির্বাচনের আগে কে পাঞ্জাবের প্রতিটি পরিবারকে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছে?

Ans: অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)


Current Affairs| July 2021 Monthly Current Affairs.

❑ কোন রাজ্য সরকার গৃহ খাদ্য ও পুষ্টির সুরক্ষা উন্নয়নে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে সহযোগিতা করেছে?

Ans: ওড়িশা ।


❑ কোন কেন্দ্রীয় মন্ত্রকের তত্ত্বাবধানে ভূমি সম্পদ বিভাগ কাজ করে?

Ans: Ministry of Rural Development


❑ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি কোন এশীয় দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে?

Ans: চীন ।


❑ গ্লোবাল সাইবারসিকিউরিটি ইনডেক্স 2020 এ ভারতের র‌্যাঙ্ক কত?

Ans: 10


❑ সিবিএসই কোন প্রতিষ্ঠানের সাথে মিল রেখে শিক্ষার্থীদের জন্য আর্থিক শিক্ষার পাঠ্যক্রম চালু করেছে?

Ans: NPCI


❑ সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘YSR Bima’ প্রকল্প চালু করলেন?

Ans: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ।


❑ ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ কে হবেন?

Ans: আরজন সিং ।


❑ নিচের কোনটি দেশ গ্লোবাল সাইবারসিকিউরিটি সূচকে (জিসিআই) ২০২০ সালে শীর্ষে রয়েছে?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র


❑ কে সর্বকালের সর্বকনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন?

Ans: অভিমন্যু মিশ্র ।


❑ ভারতের প্রথম স্বদেশীয় ড্রোন কারা নির্মাণ করল?

Ans: গ্রিন রোবোটিক্স ‘ইন্দ্রজাল’ নামে ভারতের 1 টি দেশীয় ড্রোন নির্মাণ করল ।


❑ কে 2020 সালের জন্য কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন?

Ans: রাজেন্দ্র কিশোর পান্ডা ।


❑ জাতীয় মহাকাশ পরিবহন নীতিমালা কোন বিভাগ প্রকাশ করেছে?

Ans: মহাকাশ বিভাগ।


❑ কোন ভারতীয় কুস্তিগীর, সম্প্রতি ডোপিংয়ের জন্য দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন?

Ans: সুমিত মালিক


❑ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারু কে?

Ans: মানা প্যাটেল


❑ কোন দেশের কমিউনিস্ট পার্টি সম্প্রতি তার 100 তম ভিত্তি বছর উদযাপন করেছে?

Ans: চীন


❑ টোকিও প্যারা অলিম্পিকসে ভারতীয় সৈন্যের পতাকাবাহক নাম দিন।

Ans: মরিয়াপ্পান থানগাভেলু


❑ কোন শহর বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে?

Ans: জ্যাকববাদ


❑ কোন প্রজাতি সম্প্রতি আইসিউস টুকারামি নামে পরিচিত?

Ans: মাকড়সা


❑ এশিয়ার দীর্ঘতম হাই-স্পিড ট্র্যাক, ন্যাট্রাক্স ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে?

Ans: ইন্দোর


❑ নাথুরাম গডসে: দ্য ট্রু স্টোরি অফ গান্ধিস অ্যাসেসিনের এর রচয়িতা কে।

Ans: ধাওয়াল কুলকারনী


❑ সম্প্রতি, কোন মন্ত্রক গঙ্গা অববাহিকার গ্লাসিয়াল লেক আটলাস প্রকাশ করেছে?

Ans: জল শক্তি মন্ত্রক।


❑ কোভিড 19 এর single dose vaccine কোনটি?

Ans : Sputnik light.


❑ সম্প্রতি প্রয়াত ডোনাল্ড রুমসফেল্ড কোন দেশের প্রতিরক্ষা সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন?

Ans: আমেরিকা।


❑ সম্প্রতি কোন প্রতিবেশী দেশ ভারতের স্বাস্থ্য গবেষণার জন্য Mou স্বাক্ষর করল?

Ans: মায়ানমার।


❑ কোন দেশ Sea Breaker AI missile তৈরি করল?

Ans: ইজরায়েল।


❑ কেরালা রাজ্যের নতুন DGP পদে কে নিযুক্ত হলেন?

Ans: অনিল কান্ত।


❑ উত্তরপ্রদেশ রাজ্যের নতুন DGP পদে কে নিযুক্ত হলেন?

Ans: মুকুল গোয়েল।


Monthly Current Affairs| July 2021 Current Affairs Bengali

❑ তামিলনাড়ু রাজ্যের নতুন DGP পদে কে নিযুক্ত হলেন?

Ans: C. Silendra Babu.


❑ Pushkar Singh Dhami (পুস্কর সিং ধামি) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন?

Ans: উত্তরাখন্ড।


❑ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোথায় আম্বেদকর এর স্মৃতি ও সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন?

Ans: লখনৌ।


❑ বিচারপতি রবি বিজয় কুমার মালিমাথ কোন রাজ্যের হইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন?

Ans: হিমাচল প্রদেশ।


❑ কোন রাজ্য সরকার হেলথ এটিএম স্থ্যাপন করতে চলেছে?

Ans: উত্তর প্রদেশ।


❑ ভারতীয় বিমানবাহিনীর নতুন ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন?

Ans: এয়ার মার্শাল হরজিৎ সিং অরোরা।


❑ ফর্মুলা ওয়ান Australian Grand prix 2021 কে জয়লাভ করল?

Ans: Max Verstapen.


❑ টোকিও অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপ্ত জয়ীদের তিন কোটি টাকা পুরস্কার দেওয়া হবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন?

Ans: তামিলনাড়ু।


❑ কোন মহিলা আর্টিস্ট ইউনাইটেড আরব এমিরেটস থেকে গোল্ডেন ভিসা পেলেন?

Ans: মোনা বিশ্ব রুপা মোহান্তি।


❑ “Nathuram Godse: The True Story of Gandhi’s Assassin” এই বইটির লেখক কে?

Ans: ধাভাল কুলকার্নি।


❑ দাবার ইতিহাসে বিশ্বে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হলেন কে?

Ans: অভিমুন্য মিশ্র।


❑ সম্প্রতি কে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হলেন?

Ans: সঞ্জীব কুমার শর্মা।


❑ আমেরিকায় সাধীনতা দিবস কবে পালিত হয়?

Ans: 4th july.


❑ কোন অনলাইন ই-কমার্স কোম্পানি অনলাইন ব্যাবসায়ীদের জন্য Shopsy app লঞ্চ করল?

Ans: Flipkart.


❑ ‘National Fish Farmers’ Day’ কবে পালিত হয়?

Ans: 10th july. (১০ জুলাই)।


❑ অস্ট্রিয়ান গ্রান্ড প্রিক্স 2021 জয়ী হলেন কে?

Ans: Max Verstappen.


❑ মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?

Ans: মাঙ্গুভাই ছগনভাই প্যাটেল।


❑ সম্প্রতি কে NIPUN Bharat উদ্যোগ লঞ্চ করলেন?

Ans: রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।


❑ ভারতের 52তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হবে কোথায়?

Ans: গোয়া।


❑ সরকার কোন নতুন মন্ত্রণালয় তৈরি করল?

Ans: Ministry of Co-operation.


❑ পুস্কর সিং ধামি উত্তরাখণ্ডের কত তম মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?

Ans: 11th.


❑ সম্প্রতি খাদি প্রাকৃতিক রং এর ব্র্যান্ড আম্বাসেডোর কে হয়েছেন?

Ans: নীতিন গডকরি


❑ National High Speed Rail Corporation Ltd.(NHSRCL) এর Managing ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

Ans: সতীশ অগ্নিহোত্রী।


❑ হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন?

Ans: রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।


❑ পশ্চিমী বেঙ্গল কর্তৃক সম্প্রতি চালু হওয়া শিক্ষার্থী ক্রেডিট কার্ড স্কিমের সর্বাধিক ঋণ সক্ষমতা কী?

Ans: 10 লক্ষ টাকা ।


❑ কোন ব্যাংক “Salute Doctors, banking solution for doctors” চালু করেছে?

Ans: ICICI Bank.


❑ শপসি অ্যাপটি ভারতীয়দের অনলাইন ব্যবসা শুরু করতে সহায়তা করার জন্য কোন সংস্থা চালু করেছে?

Ans: Flipkart.


❑ 2032 অলিম্পিক গেমসের আয়োজক হিসাবে কোন শহরটির নামকরণ করা হয়েছে?

Ans: ব্রিসবেন ।


❑ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতো তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল

Ans: 66 তম ।

July 2021 Current Affairs| Monthly Current Affairs.

July 2021 Current Affairs In Bengali| Current Affairs Quiz| Current Affairs | Monthly Current Affairs| July 2021 Current Affairs| Current Affairs July 2021. Monthly Current Affairs...

প্রিয় ছাত্র ছাত্রী, আপনারা কি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স খোঁজার চেষ্টা করছেন তাহলে আপনারা সঠিক পেজে এসেছেন। আজকে আমরা July 2021- মাসের সমস্ত কারেন্ট অ্যাফোর্স নিয়ে আলোচনা করব এবং এই কারেন্ট এফেয়ার্স বা প্রশ্ন উত্তরগুলি ভারতের সমস্ত রকম কম্প্রেটিভ এক্সামস এবং সরকারি ও বেসরকারি সকল পরীক্ষার জন্য উপযোগী হবে আশা করব এই পোস্টটি আপনারা সম্পূর্ণ পড়বেন এবং এর থেকে অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ।

Current Affairs of July 2021| July 2021 Current Affairs Quiz| Current Affairs July 2021| Current Affairs of July 2021 PDF| Top 200 Current Affairs July 2021| Current Affairs of July 2021| July 2021 Current Affairs quiz| current affairs of July 2021 pdf| Top 200 current affairs July 2021| current affairs 2021 questions and answers| July 2021 current affairs pdf in Bengali| January current affairs 2021

Current Affairs in Bengali: July 2021 Current Affairs| Monthly Current Affairs| Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  – Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.