Type Here to Get Search Results !

সংবিধান| Gk in Constitution| MCQ Questions and Answer.

সংবিধান| Gk in Constitution| MCQ Questions and Answer.

সংবিধান| Gk in Constitution| MCQ Questions and Answer.

সংবিধানের 50 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল।  GK Questions Answers, General Knowledge in Bengali, Constitution of India, 50 MCQ question.

নমস্কার বন্ধুরা, আজ আমাদের পোস্টটে সংবিধানের 50 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল। সংবিধান বিষয়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি খুবই জটিল বিষয় তাই আজকের এই ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেটটি পরীক্ষার জন্য খুবই করবে। ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই সেটটি তৈরি করা হয়েছে, নিচে দেওয়া হল। Mcq GK Questions & Answers, General Knowledge in Bengali, Constitution of India.


 Read More: 

সংবিধান| GK Questions Indian Constitution.

সংবিধান| Gk in Constitution| MCQ Questions and Answer.  

সংবিধান|| MCQ Questions and Answer| 50+GK.

    

সংবিধান| Gk in Constitution| MCQ Questions and Answer. Indian constitution GK 50 question and answer. GK In Bengali, GK MCQ question and answer 50 + questions and answers of Indian constitution General knowledge. This post provides the Indian constitution general knowledge and 50 MCQ GK question and answer. Like RRB, Group-D primary TET exams, railway group d exams, IAS, IPS, WBCS, PSC, and all the government exams MCQ questions, and suggestions.Questions & Answers, General Knowledge in Bengali, Constitution of India,

সংবিধান| Gk in Constitution| MCQ Questions and Answer.

1. জেলা জজকে কে নিয়োগ করেন?

Ans: রাজ্যপাল


2. দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে রাজ্যের সর্বনিম্ন আদালত কোনটি?

Ans: ন্যায় পঞ্চায়েত


3. পশ্চিমবঙ্গে শাসনবিভাগ থেকে বিচার বিভাগকে কত খ্রিস্টাব্দে পৃথক করা হয়েছে?

Ans: 1969 সালে


4. প্রথম লোক আদালত কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

Ans: 1985 সালে


5. লোক আদালত গঠনের প্রস্তাব প্রথম কোন বিচারপতি দিয়েছিলেন?

Ans: পি. এন. ভাগবতী


6. প্রথম লোক আদালত কোথায় গঠিত হয়?

Ans: দিল্লি


7. সংবিধানের কোন ধারা অনুসারে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?

Ans: 163 নং ধারা


8. রাজ্যপাল তাঁর কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন?

Ans: রাষ্ট্রপতি


9. কার সম্মতি ছাড়া রাজ্য আইনসভায় অর্থবিল পেশ করা যায় না?

Ans: রাজ্যপাল


10. কার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না?

Ans: রাজ্যপাল


11. রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়?

Ans: 2 মাস


12. রাজ্যপাল বিধানসভায় কত জন ইঙ্গ – ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন?

Ans: 1 জন


13. সুপ্রিমকোর্ট কবে বনধকে বেআইনি ও অসংবিধানিক ঘোষণা করেছে?

Ans: 1997 সালে


14. কত খ্রিস্টাব্দে প্রথম সংবিধান সংশোধন করা হয়?

Ans: 1951 সালে


15. ভারতের রাষ্ট্রদূতকে কে নিয়োগ করেন?

Ans: রাষ্ট্রপতি


16. ভারতীয় পরিকল্পনা কমিশনে মোট কতজন সদস্য থাকেন?

Ans: 11 জন


17. ভারতের কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত মানুষ নেই?

Ans: অরুণাচলপ্রদেশ


18. কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?

Ans: অ্যারিস্টটল


19. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল?

Ans: ঢাকা


20. ভারতের প্রথম বাঙালি প্রোটেম স্পিকারের নাম কী?

Ans: ইন্দ্রজিৎ গুপ্ত


21. অরুণাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে উন্নীত হয় কবে?

Ans: 1970 সালে


22. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা?

Ans: 42 তম


23. কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়?

Ans: ভারত


24. বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি?

Ans: ব্রিটেন

সংবিধান| MCQ Questions and Answer| Gk in Constitution.

25. ভারতীয় পার্লামেন্ট কবে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয়?

Ans: 13 ডিসেম্বর 2001 সালে


26. সুপ্রিমকোর্টের বিচারপতিদের সদস্যসংখ্যার পরিবর্তন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পাদিত করতে পারে?

Ans: পার্লামেন্ট


27. বিচারবিভাগীয় সমীক্ষা কোন রাষ্ট্রের অনুকরণে ভারতে গ্রহণ করা হয়েছে?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র


28. ভারতের নতুন রাজ্যের গঠন সম্পর্কিত নিয়মাবলী কত নম্বর ধারায় বলা হয়েছে?

Ans: 3 নম্বর ধারা


29. বর্তমানে ভারতীয় সংবিধানে সর্বমোট কটি নির্দেশমূলক নীতি আছে?

Ans: 17 টি


30. ভারতীয় সংবিধানের কোন ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে চিহ্নিত করা হয়?

Ans: 32 নং ধারা


31. পঞ্চায়েত ব্যবস্থা কোন তালিকার অন্তর্ভুক্ত?

Ans: রাজ্য তালিকা


32. ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?

Ans: গনেশ বাসুদেব মাভলঙ্কার


33. সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?

Ans: দক্ষিণ আফ্রিকা


34. ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন ধারায় আলোচিত হয়েছে?

Ans: 25 – 28 নং ধারা


35. দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তফসিলে রয়েছে?

Ans: 10 নম্বর তফসিলে


36. সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে?

Ans: 1 বার


37. ভারতীয় সংবিধানে বর্তমানে অধ্যায়ের সংখ্যা কত?

Ans: 24 টি


38. লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন?

Ans: নীলম সঞ্জীব রেড্ডি


39. জাতীয় মানবাধিকার কমিশন ভারতে কবে গঠিত হয়?

Ans: 12 অক্টোবর 1993 সালে


40. রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি সর্বাধিক কতদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন?

Ans: 6 মাস


41. লোকসভার অধ্যক্ষ কার কাছে পদত্যাগপত্র জমা দেন?

Ans: লোকসভার উপাধ্যক্ষ


42. গ্রাম সংসদের সভায় কে সভাপতিত্ব করেন?

Ans: পঞ্চায়েত প্রধান


43. বিশ্ব বাণিজ্য সংস্থা ( WTO) কবে প্রতিষ্ঠিত হয়?

Ans: 1995 খ্রিস্টাব্দে


44. কে প্রয়োজনে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারে?

Ans: রাজ্যপাল


45. পুরসভার সদস্যদের কী বলা হয়?

Ans: কর্মাধ্যক্ষ


46. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Ans: জেনেভাতে


47. ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে অন্ততঃ কতদিন থাকতে হবে?

Ans: 5 বছর


48. আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন কত বছর অন্তর হয়?

Ans: 4 বছর অন্তর


49. ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি কোথায় পাওয়া যায়?

Ans: নির্দেশমূলক নীতিতে


50. লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়?

Ans: 14 দিন আগে নোটিশ দিতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.