Type Here to Get Search Results !

সংবিধান| Gk in Constitution| GK Questions Indian Constitution.

সংবিধান| Gk in Constitution| GK Questions Indian Constitution.

সংবিধান| Gk in Constitution| GK Questions Indian Constitution.

সংবিধানের 50 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। MCQ Questions Answers, সংবিধান| Gk in Constitution| GK Questions Indian Constitution. 50 MCQ question.

General Knowledge about Indian Constitution generally comes under the Legal Awareness and Static General Knowledge sections of most law exams. A student will have an advantage over their competitors if they have a firm grasp of the fundamental principles and recent advancements of the Indian Constitution. It is a significant topic and helps to score high in any competitive exam.


 Read More: 

সংবিধান| GK Questions Indian Constitution.

সংবিধান| Gk in Constitution| MCQ Questions and Answer.  

সংবিধান|| MCQ Questions and Answer| 50+GK.


নমস্কার বন্ধুরা, আজ আমাদের পোস্টটে সংবিধানের 50 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল। সংবিধান বিষয়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি খুবই জটিল বিষয় তাই আজকের এই ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেটটি পরীক্ষার জন্য খুবই করবে। ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই সেটটি তৈরি করা হয়েছে, নিচে দেওয়া হল। সংবিধান| Gk in Constitution| GK Questions Indian Constitution. Mcq GK Questions & Answers, General Knowledge in Bengali, Constitution of India.    

সংবিধান| Gk in Constitution| GK Questions Indian Constitution| MCQ Questions and Answers. Indian constitution GK 50 question and answer. GK In Bengali, GK MCQ question and answer 50 + questions and answers of Indian constitution General knowledge. This post provides the Indian constitution general knowledge and 50 MCQ GK question and answer. Like RRB, Group-D primary TET exams, railway group d exams, IAS, IPS, WBCS, PSC, and all the government exams MCQ questions, and suggestions.Questions & Answers, General Knowledge in Bengali, Constitution of India.

সংবিধান| Gk in Constitution| GK Questions Indian Constitution.

1. ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় সাম্যের অধিকার লিপিবদ্ধ আছে?

Ans: 14 – 18 নং ধারা


2. নির্বাচন কমিশণের সদস্যদের কে নিয়োগ করেন?

Ans: রাষ্ট্রপতি


3. নির্বাচন কমিশণের সদস্যদের বেতন, ভাতা ইত্যাদি কোন তহবিল থেকে দেওয়া হয়?

Ans: ভারতের সঞ্চিত তহবিল


4. ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?

Ans: 324 নং ধারা


5. ভারত কোন দেশের সঙ্গে পঞ্চশীল নীতি চুক্তিতে স্বাক্ষর করে?

Ans: চিন


6. সিমলা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

Ans: 1971 সালে


7. জোট নিরপেক্ষ ধারণার জন্ম কোথায় হয়?

Ans: ভারতে


8. বান্দুং সম্মেলনে কয়টি দেশ অংশগ্রহণ করেছিল?

Ans: 29 টি


9. বান্দুং সম্মেলনে কয়টি নীতি গ্রহণ করা হয়?

Ans: 10 টি


10. United Nations শব্দ দুটি কে চয়ন করেন?

Ans: মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট


11. কত খ্রিস্টাব্দে জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?

Ans: 1961 খ্রিস্টাব্দে


12. বিশ্বের রাষ্ট্রগুলির মহাসম্মেলন কাকে বলা হয়?

Ans: সাধারণ সভা


13. নিরাপত্তা পরিষদে মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?

Ans: 15 ( স্থায়ী 5 এবং অস্থায়ী 10 )


14. রাষ্ট্রের বিলুপ্তি তত্ত্ব কোন মতবাদে স্বীকৃত?

Ans: মার্কসবাদ


15. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে?

Ans: 111 টি


16. প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে?

Ans: 5 জন


17. সাধারণ সভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

Ans: 3 বছর


18. সাধারণ সভার সহসভাপতির সংখ্যা কত?

Ans: 21 জন


19. আন্তর্জাতিক বিচারালয়ের 15 জন বিচারপতিদের মধ্যে অন্তত কতজন বিচারপতির উপস্থিতিকে কোরাম ধরা হয়?

Ans: 9 জন


20. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন?

Ans: 12 জন


21. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কোন দেশে যথার্থ অনুসরণ করা হয়েছে?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র


22. Modern Democracies গ্রন্থের রচয়িতা কে?

Ans: লর্ড ব্রাইস


23. লোকসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

Ans: লোকসভার অধ্যক্ষ


24. রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে?

Ans: চতুর্থ অংশে

সংবিধান| Gk in Constitution| MCQ Questions Answers

25. রাষ্ট্রপতি লোকসভায় কতজন ইঙ্গ – ভারতীয়কে মনোনীত করতে পারেন?

Ans: 2 জন


26. পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন কে আহ্বান করেন?

Ans: রাষ্ট্রপতি


27. মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের নাম কী?

Ans: জনপ্রতিনিধি সভা


28. লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

Ans: লোকসভার অধ্যক্ষ


29. রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়ঃসীমা কত?

Ans: 35 বছর


30. সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন?

Ans: 360 নং ধারা


31. সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়?

Ans: 61 নং ধারা


32. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন?

Ans: উপরাষ্ট্রপতি


33. রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন?

Ans: উপরাষ্ট্রপতি


34. উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়ঃসীমা কত?

Ans: 35 বছর


35. ভারতের প্রকৃত কেন্দ্রীয় শাসক কে?

Ans: প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভা


36. ভারতে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন?

Ans: প্রধানমন্ত্রী


37. কেন্দ্রীয় মন্ত্রীসভা কার কাছে দায়বদ্ধ থাকে?

Ans: লোকসভা


38. রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতার দায়িত্ব কে পালন করেন?

Ans: প্রধানমন্ত্রী


39. অর্থ কমিশন, ভাষা কমিশন কে গঠন করেন?

Ans: রাষ্ট্রপতি


40. এখনও পর্যন্ত কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন?

Ans: নিলম সঞ্জীব রেড্ডি


41. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী?

Ans: ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ


42. ব্রিটেনের সংসদের উচ্চকক্ষের নাম কী?

Ans: লর্ড সভা


43. ব্রিটেনের সংসদের নিম্নকক্ষের নাম কী?

Ans: কমন্স সভা


44. মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী?

Ans: সেনেট


45. স্বাধীন ভারতের রাষ্ট্রকৃত্যকের জনক কাকে বলা হয়?

Ans: বল্লভভাই প্যাটেল


46. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রথম কোন দেশে চালু হয়?

Ans: ব্রিটেন


47. G-8 কবে গঠিত হয়?

Ans: 1998 সালে


48. ভারতের সংবিধান প্রণয়নের ধারণাটি কে সর্বপ্রথম প্রদান করেন?

Ans: এম. এন. রায়


49. কোন উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহনের জন্য পদত্যাগ করেন?

Ans: ভি. ভি. গিরি


50. কাকে রাজ্য বিধানসভার প্রধান মুখপাত্র ধরা হয়?

Ans: অধ্যক্ষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.