Type Here to Get Search Results !

GK in Bengali| Bangla Gk| Gk All Exams 2021

GK in Bengali| General Knowledge| Bangla Gk All Exams -2021

GK in Bengali| Bangla Gk| Gk All Exams 2021    

GK in Bengali| Bangla Gk| Gk All Exams 2021. Like Railway, Primary Tet, Group-c, d, Daily GK, UPSC, WBPSC, POLICE, and all government job recruitment exams.

Today GK is India's best website for GK, GK in Bengali,(Like Railway,  Primary Tet, General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali  Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet,  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.    

2021 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc. Exam) 2021. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.

এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য G.K Website.

GK in Bengali| General Knowledge| Bangla Gk All Exams 2021

প্রঃ-২০০৯ সালে কোন বাঙালী বিজ্ঞানীর ১৫০ বছর পূর্ণ হয়?

উঃ—জগদীশচন্দ্র বসু।

প্রঃ-ভারতীয় সেনাবাহিনীর ‘সি-বার্ড’ প্রকল্পের নিখোঁজ বিজ্ঞানীর নাম কী? 

উঃ- এল. মহালিঙ্গম।

প্রঃ- ২০০৯ সালে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট সম্মান ‘ডি লিটা কে পান?

উঃ-সৈয়দ মুস্তাফা সিরাজ।

প্রঃ-আই.এফ.এ.-র বর্তমান রাজ্য সচিবের নাম কী? 

উঃ-উৎপল গঙ্গোপাধ্যায়।

প্রঃ-২০০৯ সালে বিশ্বকাপ তীরন্দাজীতে ভারতের কে সােনা জিতলেন?

উঃ—জয়ন্ত তালুকদার।

প্রঃ-২০০৯ সালের দাদা সাহেব ফালকে আকাদেমির ‘ফালকে রত্ন পুরস্কার’ কে পেলেন?

উঃ–অভিনেতা মনােজ কুমার।

প্রঃ-বিশ্বের কোন দেশে প্রবল হারে ক্যাঙারুর সংখ্যা বৃদ্ধির জন্য পরিবেশের ভারসাম্য রাখতে প্রায় ৬,০০০ ক্যাঙারু মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

উঃ—অষ্ট্রেলিয়া।

প্রঃ-এ.টি.এস. কী? 

উঃ-মুম্বাই পুলিশের সন্ত্রাস দমন শাখা।

প্রঃ-পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন কে? 

উঃ—মালিনী ভট্টাচার্য।

প্রঃ-এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়ানশিপে ২০০৯ সালে কে স্বর্ণপদক পান?

উঃ —সুরঞ্জয় সিং।

প্রঃ-অষ্ট্রেলিয়া ওপেন ২০০৮ পুরুষ সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ান হয়েছে? 

উঃ-নােভাক ডাকোভিচ (সার্বিয়া)

প্রঃ-অস্ট্রেলিয়া ওপেন—২০০৮ মহিলা সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ান হয়েছে? 

উঃ—মারিয়া সারাপােভা (রাশিয়া)।

General Knowledge| Bangla Gk All Exams 2021

প্রঃ-ফরাসি ওপেন ২০০৮ পুরুষ সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ান হয়েছে?

উঃ-রাফায়েল নাদাল (স্পেন)।


প্রঃ-ফরাসি ওপেন—২০০৮ মহিলা সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ান হয়েছে? 

উঃ—আনা ইভানােভিচ (সার্বিয়া)।


প্রঃ-আমেরিকা ওপেন—২০০৮ পুরুষ সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ান হয়েছে? 

উঃ-রাফায়েল নাদাল (স্পেন)।


প্রঃ-আমেরিকা ওপেন—২০০৮মহিলাসিঙ্গেলসে কেচ্যাম্পিয়ান হয়েছে? 

উঃ-সেরেনা উইলিয়ামস (মার্কিযুক্তরাষ্ট্র)।


প্রঃ-কোন অভিনেত্রী ২০০৬ সালের ৫৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন? 

উঃ–তামিল অভিনেত্রী প্রিয়ামণি (পারুথিভীরাণ)।


প্রঃ-২০০৮ সালের ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স' কে হয়েছেন? 

উঃ– সিমরন কাউর মুন্ডি (মুম্বাই)।


প্রঃ-সম্প্রতি সংগীত, সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে সর্বোচ্চ মার্কিন সম্মান ‘পুলিৎজার পুরস্কার – ০৮'তেপেলেন?

উঃ- সংগীত স্রষ্টা বব ডিলান।


প্রঃ-২০০৮ সালে ‘আনন্দ পুরস্কার’ কে পেয়েছেন? 

উঃ– হাসান আজিজুল হক (আগুন পাখি)।


প্রঃ-বর্তমান বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের নাম কী? 

উঃ- রবার্ট জোলিফ।


প্রঃ-২০০৮ সালে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ কে হয়েছেন? 

উঃ – পার্বতী ওমানাকুট্টান (কেরল)।


প্রঃ-ভারত সরকারের উদ্যোগে চালু হওয়া সর্বসাধারণের জন্য পেনশন প্রকল্পটির নাম কী? 

উঃ—নিউ পেনশন সিস্টেম।


প্রঃ-২০০৯ সালের ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ কে পান? 

উঃ—বিজয়া মুখােপাধ্যায় ও পবিত্র মুখােপাধ্যায়।


প্রঃ-বাংলা ছাড়া অন্য ভাষায় রচিত গ্রন্থের জন্য ২০০৯ সালের রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ কে পান? 

উ:-অধ্যাপক অমিয় কুমার বাগচী।


প্রঃ-২০০৯ সালের দাদা সাহেব ফালকে আখাদেমীর ‘ফালকে কল্পতরু পুরস্কার’ কে পান?

উঃ—পৃথ্বীরাজ কাপুর


প্রঃ-ভারতের বর্তমান হাইকমিশনারের নাম কী?

উঃ—পিনাকরঞ্জন চক্রবর্তী।


প্রঃ-সম্প্রতি ভারতীয় কোন দাবাড়ু রাশিয়ার দাবা পত্রিকার ৬৪ চেস রিভিউ’-এর পক্ষ থেকে দেওয়া দাবা অস্কার পেলেন? 

উঃ-বিশ্বনাথন আনন্দ (টানা ৬ বার)


প্রঃ-২০০৯ সালে বিশ্বকাপ তীরন্দাজীর দলগত বিভাগে কোন দেশ সােনা পেল? 

উঃ—ভারত।


প্রঃ-মহারাষ্ট্রের সন্ত্রাস দমন বিভাগের নতুন প্রধান কে হলেন? 

উঃ–কে.পি. রঘুবংশী।


প্রঃ-ভারতের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এ বছর জন্ম শতবার্ষিকী পালন করা হল?

উঃ—ই.এম.এস. নাম্বুদ্রি পাদ।


প্রঃ-ভারতের কোন পাঁচটি মৌজা আজও ভারতের মানচিত্রে নেই?

উঃ—উত্তরবঙ্গের বেরুবাড়ির চিলা হাটি,বড়শশী, কাজলদিঘী, পরানিগ্রাম ও নাওতারি দেবত্তর ।


প্রঃ-অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ‘ডক্টরেট অফ লেটার্স’ সম্মান দিল?

উঃ—কেজি বিশ্ববিদ্যালয়।


প্রঃ-সম্প্রতি ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আয়লা’র গতিবেগ কত ছিল?

উঃ—ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি.


প্রঃ-আয়লার নামকরণ কীভাবে হয়েছে? 

উঃ-বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরী ঘুর্ণি ঝড় গুলাের নাম কী হবে তা দুই সাগর সংলগ্ন ১৬টি দেশের ট্রপিক্যাল সাইক্লোন রিজিওন্যাল বডি’ তার তালিকা বানিয়ে রেখেছে। আয়লা' নামটি মালদ্বীপের দেওয়া।


প্রঃ-আয়লা ঘুর্ণিঝড় কত তারিখে, কোন পথে এসেছিল?

উঃ–২০০৯-এর ২৫শে মে সসামবার দুপুর ১২-৩০ থেকে ১-৩০-এর মধ্যে সাগরদ্বীপে, ২-৩০ মিনিটে ডায়মন্ডহারবারে এবং গঙ্গার উপর এসে পশ্চিমমুখী হয়ে বিকেল ৪-৩০ মিনিটে হাওড়ায় এসে পৌঁছায়।


প্রঃ-আয়লা ঘুর্ণিঝড়ে কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে? 

উঃ–দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর জেলাতেও প্রচুর ক্ষতি হয়েছে।


প্রঃ-সােয়াইন ফ্লু কী?

উঃ—শুয়ােরের শরীরের জীবাণু থেকে উদ্ভূত জ্বর।


প্রঃ-সােয়াইন ফ্লু-ভাইরাসের অপর নাম কী? 

উঃ-ইনফ্লুয়েঞ্জা-এ (এইচ ওয়ান এন ওয়ান)।


প্রঃ-৫০ বছর পূর্ণ হওয়া এশিয়ার প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহশালা কোনটি?

উঃ—কোলকাতার বিড়লা ইন্ড্রাস্ট্রিয়াল ও টেকনােলজিক্যাল মিউজিয়াম।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.