Type Here to Get Search Results !

সত্যেন্দ্রনাথ দত্তের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য।

সত্যেন্দ্রনাথ দত্তের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য। পালকির গান, কোন দেশে, দেশের মাটি, আমরা, দূরের পাল্লা, এই ৫টি কবিতা খুবই ভালো সকলের ভালো লাগবে।

সত্যেন্দ্রনাথ দত্তের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য।

সত্যেন্দ্রনাথ দত্তের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য। পালকির গান, কোন দেশে, দেশের মাটি, আমরা, দূরের পাল্লা, এই ৫টি কবিতা খুবই ভালো সকলের ভালো লাগবে।

সত্যেন্দ্রনাথ দত্তের জীবনী, এবং সত্যেন্দ্রনাথ দত্তের ৫টি গুরুত্বপূর্ণ বিখ্যাত কবিতা (Satyendranath Dutta Kobita) সমূহ গুলো নিচে দেওয়া হলো। All the selected poems of Satyendranath Dutta in bengali are listed below.

সত্যেন্দ্রনাথ দত্ত বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। রবীন্দ্রযুগের খ্যাতনামা "ছন্দোরাজ" কবি। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন। উইকিপিডিয়া

সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম: ১১ ফেব্রুয়ারী, ১৮৮২, নিমতা মারা গেছেন: ২৫ জুন, ১৯২২, কলকাতা। শিক্ষা: University of Calcutta, স্কটিশ চার্চ কলেজ। উল্লেখযোগ্য রচনাবলি: ফুলের ফসল (১৯১১), কুহু ও কেকা (১৯১২)। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর। পেশা: কবি

Satyendranath Dutt - 5 Important Poems for Everyone.

 সত্যেন্দ্রনাথ দত্ত— গুরুত্বপূর্ণ কবিতা 'পালকির গান' সকলের জন্য।

পালকির গান'

সত্যেন্দ্রনাথ দত্ত

পালকি চলে!

পালকি চলে!

গগন-তলে

আগুন জ্বলে!

স্তব্ধ গীয়ে

আদুল গায়ে

যাচ্ছে কারা

রৌদ্রে সারা!

ময়রা মুদি

চক্ষু মুদি,

পাটায় বসে 

ঢুলছে কষে।

দুধের চাঁছি

শুষছে মাছি,-

উড়ছে কতক

ভনভনিয়ে।

আসছে কারা

হনহনিয়ে ?

হাটের শেষে

রুক্ষ বেশে

ঠিক দুপুরে

ধায় হাটুরে।

কুকুরগুলো

শুকছে ধুলো-

ধুঁকছে কেহ

ক্লান্ত দেহ।

গঙ্গা ফড়িং

লাফিয়ে চলে;

বাঁধের দিকে

সূর্য ঢলে।

পালকি চলে রে,

অঙ্গ টলে রে।

আর দেরি কত ?

আরও কত দূর?

সত্যেন্দ্রনাথ দত্ত— গুরুত্বপূর্ণ কবিতা "কোন দেশে" সকলের জন্য।

কোন দেশে

সত্যেন্দ্রনাথ দত্ত

কোন দেশেতে তরুলতা

সকল দেশের চাইতে শ্যামল?

কোন দেশেতে চলতে গেলেই

দলতে হয় রে দুর্বা কোমল?

কোথায় ফলে সোনার ফসল,

সোনার কমল ফোটেরে?

সে আমাদের বাংলাদেশ,

আমাদেরই বাংলা রে!

কোথায় ডাকে দোয়েল-শ্যামা

ফিঙে নাচে গাছে গাছে?

কোথায় জলে মরাল চলে,

সত্যেন্দ্রনাথ দত্ত— গুরুত্বপূর্ণ কবিতা "দেশের মাটি" সকলের জন্য।

দেশের মাটি

সত্যেন্দ্রনাথ দত্ত

মধুর চেয়েও আছে মধুর

সে এই আমার দেশের মাটি,

আমার দেশের পথের ধুলা

খাঁটি সোনার চাইতে খাঁটি।

চন্দনেরি গন্ধে ভরা,-

শীতল করা, ক্লান্তি-হরা,

যেখানে তার অঙ্গ রাখি

সেখানটিতেই শীতল-পাটি।

শিয়রে তার সূর্য এসে

সোনার কাঠি ছোঁয়ায় হেসে,

নিদ্-মহলের জ্যোৎস্না নিতি

বুলায় পায়ে রূপার কাঠি!

নাগের বাঘের পাহারাতে

হচ্ছে বদল দিনে রাতে,

পাহাড় তারে আড়াল করে,

সাগর সে তার ধোয়ায় পা'টি।

মউল ফুলের মাল্য মাথায়

লীলা কমল গন্ধে মাতায়,

পাঁয়জোরে তার লবঙ্গ ফুল

অঙ্গে বকুল আর দোপাটি।

নারিকেলের গোপন কোশে

অন্ন পানি জোগায় গো সে,

কোল ভরা তার কনক ধানে

আটটি শিষে বাঁধা আঁটি।

সে যে গো নীল-পদ্ম-আঁখি

সেই তো রে নীলকণ্ঠ পাখি,—

মুক্তি-সুখের বার্তা আনে

ঘুচায় প্রাণের কান্নাকাটি.।

সত্যেন্দ্রনাথ দত্ত— গুরুত্বপূর্ণ কবিতা "আমরা" সকলের জন্য।


আমরা

সত্যেন্দ্রনাথ দত্ত

মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে

আমরা বাঙ্গালী বাস করি সেই তীর্থে—বরদ বঙ্গে ;-

বাম হাতে যার কলার ফুল, ডাহিনে মধুক মালা,

ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভুবন আলা,

কোল-ভরা বার কনক ধান্য, বুকভরা যার স্নেহ,

চরণে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ,

সাগর বাহার বন্দন। রচে শত তরঙ্গ ভঙ্গে,

আমরা বাঙ্গালী বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।

বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরাঅ বাঁচিয়া আছি,

আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি।

আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে,

দশাননজয়ী বানচন্দ্রের প্রপিতামহের সঙ্গে।

আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়া জয়

সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্য্যের পরিচয়।

এক হাতে মোরা মগেরে রুথেছি, মোগলেরে আর হাতে,

চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হ'য়েছে দিল্লীনাথে।

জ্ঞানের নিধান আদি বিদ্বান্ কপিল সাস্থ্যকার

এই বাঙলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক-হার।

বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুবারে ভয়ঙ্কর,

জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালী দীপঙ্কর।

কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি’

বাঙালীর ছেলে ফিরে এল দেশে বশের মুকুট পরি' ।

বাঙলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে

করেছে সুরভি সঙস্কৃতের কাঞ্চন-কোকনদে।

সত্যেন্দ্রনাথ দত্ত— গুরুত্বপূর্ণ কবিতা "দূরের পাল্লা" সকলের জন্য।


দূরের পাল্লা

সত্যেন্দ্রনাথ দত্ত

ছিপখান তিন দাঁড়, তিনজন মাল্লা

চৌপর দিনভর, দেয় দূর পাল্লা

কঞ্চির তীর ঘর, ওই চর জাগছে।

বুনো হাঁস ডিম তার, শ্যাওলায় ঢাকছে।

টুপটুপ ওই ডুব, দেয় পানকৌটি

দেয় ডুব টুপটুপ, ঘোমটার বৌটি।

ঝকঝক কলসির, বগবগ শোন গো

ঘোমটার ফাঁক রয়, মন উন্মন গো।

তিন দাঁড় ছিপখানমন্থর যাচ্ছে

তিনজন মাল্লা কোন গান গাচ্ছে?

রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি

ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি।

মুখখানি মিষ্টি রে চোখদুটি ভোমরা

ভাব কদমের ভরা রূপ দ্যাখো তোমরা।

ময়নামতির জুটি ওর নামই টগরি

ওর পায়ে ঢেউ ভেঙে  জল হল গোঘরি।

ডাক পাখি ওর লাগি  ডেকে ডেকে হদদ

ওর তরে সোত জলে  ফুল ফোটে পদ্ম

ওর তরে মন ধরে  নদ হেথা চলছে

জলপিপি ওর মৃদ   বোল বুঝি বলছে।

দুই তীরে গ্রামগুলি ওর গানই গাইছে

গঞ্জে যে নৌকো সে   ওর মুখে চাইছে।

আজকে যে সেই ডিঙা  চাইছে সে স্পর্শ

সঙ্কটে শক্তি ও  সংসারে হর্ষ।

পান বিনে ঠোঁট রাঙা   চোখ কালো ভোমরা

রূপশালী ধান ভানা রূপ দ্যাখো তোমরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.