Type Here to Get Search Results !

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর| General knowledge| Gk questions Mcq

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর| General knowledge| Gk questions Mcq

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর| General knowledge| Gk questions Mcq

Gk questions. General knowledge ,জোয়ার-ভাটা হয় কেন?, পৃথিবীর আভ্যন্তরীণ অবস্থা কিরূপ?, পৃথিবীতে বজ্রপাত হয় কেন?, চন্দ্রগ্রহণ হয় কেন?, পৃথিবীতে....

Today Gk All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

Gk questions. General knowledge  Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or General Knowledge Questions, And Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর|General knowledge|Gk questions. 


1. জোয়ার-ভাটা হয় কেন?
Ans: প্রত্যেক গ্রহ, উপগ্রহ একে অপরকে ক্রমাগত আকর্ষণ করছে। চন্দ্র পৃথিবীর উপগ্রহ এবং ইহা খুব কাছে আছে বলে উভয়ের মাঝখানের আকর্ষণ বেশি। সমুদ্রের জলের উপর চন্দ্রের আকর্ষণের ফলে জোয়ার-ভাটার সৃষ্টি হয়।

2. পৃথিবীর আভ্যন্তরীণ অবস্থা কিরূপ?
Ans: পৃথিবীর অভ্যন্তরভাগ প্রচণ্ড উষ্য। পাথর, খনিজ পদার্থ, খনিজ তেল, গ্যাস, কাদা ইত্যাদিতে  পরিপূর্ণ।

3. পৃথিবীতে বজ্রপাত হয় কেন?
Ans: বৈদ্যুতিক শক্তি প্রবাহের ফলে বাতাস খুব দ্রুত উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। এর সাথে শীতল
বাতাসের সংঘর্ষে বৈদ্যুতিক শক্তির কিছু অংশ পৃথিবীর আকর্ষণে ভীষণ শব্দ মাটিতে নেমে আসে। একেই বজ্রপাত বলে।

4. বেশি বজ্রপাত কোথায় হয় ?
Ans: জাভা দ্বীপে।

5. চন্দ্রগ্রহণ হয় কেন?
Ans: পৃথিবী নিজ কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। এইভাবে ঘুরতে ঘুরতে কখনও কখনও চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। যদি পূর্ণিমার দিন এই ঘটনা ঘটে তবে চন্দ্র ও সূর্যের মাঝখানে পৃথিবী এসে পড়লে ছায়া চন্দ্রের উপর পড়ে, তাই চন্দ্রগ্রহণ হয়।

6. সূর্যগ্রহণ হয় কেন?
Ans: চন্দ্র নিজ কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে। এইভাবে ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মধ্যস্থলে চন্দ্র থাকলে তখন চন্দ্রের ছায়া সূর্যের উপর পড়ে, ফলে সূর্যগ্রহণ হয়।

7. সূর্যগ্রহণ বেশি হয় / না চন্দ্রগ্রহণ বেশি হয় ?
Ans: সূর্যগ্রহণ।

8. ১৯৯৫ সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে হয়?
Ans: ২৪শে অক্টোবর।

9. মেরুরেখা কাকে বলে?
Ans: ভূ-গর্ভের ভেতর থেকে যে কল্পিত রেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যবিন্দু দুটির সংযােগ ঘটায়, তাকে মেরুরেখা বলে।

10. পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল?
Ans: পৃথিবীর আয়তনের ৭০ ভাগ জল আর ৩০ ভাগ স্থল।

11. পৃথিবীর জলভাগ কয়ভাগে বিভক্ত?
Ans: পাঁচভাগেবিভক্ত। প্রতিটি ভাগকেমহাসাগর বলে।এগুলি হল ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু (উত্তর) মহাসাগর এবং কুমেরু (দক্ষিণ) মহাসাগর।

12. পৃথিবীর কোথায় দিন রাত্রির পরিমাণ ছ'মাস করে?
Ans: উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে।

13. পৃথিবীর মহাদেশসমুহ কি কি?
Ans: এশিয়া, আফ্রিকা, অষ্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরােপ, সুমেরু এবং কুমেরু।

14. পৃথিবী কী?
Ans: সৌরজগতের অন্তর্গত আটটি গ্রহের মধ্যে পৃথিবী একটি অন্যতম গ্রহ।

15. পৃথিবীর আকৃতি কীরূপ?
Ans: পৃথিবী সাধারণত গােলাকার, উত্তর-দক্ষিণে কিছুটা চাপা, অনেকটা একটি নিটোল কমলালেবুর মৃত।

16. পৃথিবীর গতি কয়টি এবং পৃথিবীর পরিক্রমণ গতিবেগ কত?
Ans: পৃথিবীর গতি দুটি—আহ্নিক গতি ও বার্ষিক গতি। পরিক্রমণ গতিবেগ ঘন্টায় প্রায় ১,০৪,৩২৮
কিলােমিটার।

17. পৃথিবীতে দিন-রাত্রি হয় কেন?
Ans: পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর ২৪ ঘন্টায় একবার ঘাের। এইভাবে ঘুরবার সময় পৃথিবীর ৫
দিকটা সূর্যের দিকে থাকে তখন সেই দিকটাতে দিন হয়, আর যে দিকটায় সূর্যের আলাে পচে, তখন সেই দিকটায় রাত্রি হয়।

18. কোন্ তিথিতে চন্দ্রগ্রহণ হয়?
Ans: পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়।

19. কোন্ তিথিতে সূর্যগ্রহণ হয়?
Ans: অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়।

20. পৃথিবীর বয়স কত?
Ans:  প্রায় ৩০০ কোটি বছর।

Gk questions. General knowledge  Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or General Knowledge Questions, And Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

Today Gk All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.