West Bengal Police GK Questions| Police Constable| Part-2

West Bengal Police Exams| GK Questions| Police Constable| Part-2

West Bengal Police GK Questions| Police Constable| Part-2

GK Questions, for West Bengal Police Constable. West Bengal police GK Suggestion Bengali And Railway, SSC, PSC, UPSC, School Service, Army, Navy, etc... 

নমস্কার: জানাই আমার সকল ভিজিটর দেরকে। তার সাথে সাথে জানাই অসংখ ধ্যন্যবাদ আমাদের এই Today GK All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।আজ আমরা আলোচনা করবো সরকারি সমস্ত  চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। West Bengal government একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police Constable পদে 8632 জন পুরুষ /মহিলা কে নিযুক্ত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:  West  Bengal এর যেকোনো বোর্ড থেকে দশম পাশ যোগ্যতা সম্পন্ন যেকোনো পুরুষ ও মহিলা ফ্রম ফিলাপ করতে পারবে।  

WB Police Constables Exams এর পিপারেশানের জন্য সম্ভাব্য 40টি প্রশ্ন ও উত্তর। WB Police Constables →পরীক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে আমাদের এই ওয়েবসাইট টিকে অনুসরণ করতে পারেন।

Today GK is India's best website for GK. (Like Railway,  General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about,t General Knowledge and Current Affairs.

WB Police Gk|GK Questions|Police Constable.

 
প্রঃ - গুর্জর কাদের বলা হয়? 

উঃ - হরিয়ানা রাজ্যের অধিবাসীদের।


প্রঃ - বিশ্বের সর্বাধিক সম্মানিত ও প্রাচীনতম বিজ্ঞান পত্রিকার নাম কী? 

উঃ- প্রাচীনতম বিজ্ঞান পত্রিকার নাম নেচার।


প্রঃ - বিড়াল প্রেমীদের ইংরাজীতে কী বলা হয়? 

উঃ - Ailusophile (আইলুসােফাইল)


প্রঃ-প্রাকৃতিক উপায় পাওয়া কঠিনতম পদার্থ কী? 

উঃ - কঠিনতম পদার্থ হলো  হীরা।


প্রঃ - পূর্বভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? 

উঃ - শিলিগুড়িকে।


প্রঃ - ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয়? 

উঃ - মুম্বাইকে বলা হয়।


প্রঃ - ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? 

উঃ - উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরকে।


প্রঃ - গােলাপী শহর কাকে বলা হয়?

উঃ - রাজস্থানের জয়পুরকে।


প্রঃ - মেয়ে পাখি ও পুরুষ পাখির মধ্যে কোন পাখি দেখতে সুন্দর হয়?

উঃ - পুরুষ পাখিরা দেখতে সুন্দর হয়।


প্রঃ - হাতি তার শুড়ের মধ্যে কতটা পর্যন্ত জল ধরে রাখতে পারে? 

উঃ- প্রায় দুই গ্যালন।


প্রঃ - কোন্ পাখি জলের ওপর ঘাসের ভেলা তৈরি করে ডিমপাড়ে? 

উঃ- টেকচিল।


প্রঃ - একটি হাতি একদিনে কত পরিমান জল খেতে পারে? 

উঃ - ৮০ গ্যালন।


প্রঃ - হাতি তার মাহুতের কটি নির্দেশ মনে রাখতে পারে ?

উঃ - ৬০টি নির্দেশ আলাদা আলাদা ভাবে মনে রাখতে সক্ষম।


প্রঃ - সবাক চলচ্চিত্র কে আবিষ্কার করেন?

উঃ - টমাস আলভা এডিশন।


প্রঃ - কন্যা কুমারীর ইংরেজি নাম কি? 

উঃ - Cape Comorin।


প্রঃ - ডাচ কাদের বলা হয়? 

উঃ - নেদারল্যাণ্ডের অধিবাসীদের।


প্রঃ - কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় কবে?

উঃ-১৮৩৫ সালের ২৮ শে জানুয়ারী।


প্রঃ - দুটি আঙুলের ছাপ মেলানাে যায় কোন যন্ত্রের দ্বারা ? 

উঃ - ভেরিড (Verid)।


প্রঃ - মােনালিসা ছবির মডেল ছিলেন কে? 

উঃ - ইসাবেলা নামে এক সুন্দরী মহিলা।


প্রঃ - কবি প্রেমেন্দ্র মিত্র তার প্রথম উপন্যাস ‘পাঁকে কত বছর বয়সে লেখেন?

উঃ - ১৫-১৬ বছর বয়সে।


প্রঃ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে উপন্য লেখেন? 

উঃ - ১৪ বছর।


প্রঃ - একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটা রক্ত ব্যহক থাকে? 

উঃ- ১ লক্ষ মাইল।


প্রঃ - প্রথম বাঙালী ইঞ্জিনিয়ার কে? 

উঃ - নীলমনি মিত্র।


প্রঃ - ভারতবর্ষের লােকেরা কতটি মূল ভাষা ও অন্যান্য ভাষায় কথা বলে?

উঃ - ১৫টি মূল ভাষা ও ৮৫৭ টি আঞ্চলিক ও অন্যান্য ভাষায় কথা বলে।


প্রঃ - ভারতীয় রেলওয়ের দীর্ঘতম রেলপথ কোনটি? 

উঃ - কাশ্মীর থে কন্যাকুমারী (৩,৭৫০ কিলােমিটার ) যেতে সময় লাগে ৪৭ ঘন্টা।


প্রঃ - জাপানে শিক্ষককে কী বলা হয় ? 

উঃ - ‘সেনসেই।


প্রঃ - ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন দিল্লির কোথায় অবস্থিত? 

উঃ - রাইসিনা হিলে।


প্রঃ - হাতির দাঁত কবার পড়ে? 

উঃ-ছ’বার দাঁত পড়ে'আবার নতুন করে গজায়।


প্রঃ - লণ্ডনের পুলিশদের কী বলা হয়? 

উঃ - ববিস (Bobbies)।


প্রঃ - কোথাকার গাই-এর দুধের রঙ গােলপি? 

উঃ - হিমালয়ান চমরীগাই।


প্রঃ - আমাদের মস্তিষ্ক কত ধরণের গন্ধকে আলাদা ভাবে চিনতে পারে?

উঃ- ১০,০০০ বিভিন্ন ধরণের গন্ধ।


প্রঃ - বরফ কখনই গলবে না কী উপায়? 

উঃ - তরল অ্যামােনিয়ায় রাখলে।


প্রঃ - প্রথম এভারেষ্ট শৃঙ্গবিজয়ীর কী নাম এবং কত বছর বয়সে কবে প্রয়াত হলেন?

উঃ - এডমণ্ড হিলারী ৮৮ বছর বয়সে প্রয়াত হন, ২০০৮ সালে।


প্রঃ - ই. ভি. এম. বা ইলেকট্রনিক ভােটিং মেশিন ভারতে প্রথম ব্যবহার করা হয় কবে?

উঃ - প্রথম ব্যবহার করা হয় পরীক্ষামূলক ভাবে কেরলে পারুর বিঃ সাঃ কেন্দ্রে ১৯৮২ সালে।

[ Read More]

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.