রবীন্দ্রনাথ ঠাকুরের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য।

Rabindranath Tagore - 5 Important Poems for Everyone.

Rabindranath Tagore - 5 Important Poems for Everyone.

রবীন্দ্রনাথ ঠাকুরের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য।  আমাদের ছোট নদী, মাঝি, দুই তীরে, নতুন দেশ, ছুটি, এই ৫টি কবিতা খুবই ভালো সকলের ভালো লাগবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। উইকিপিডিয়া

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম: ৭ মে, ১৮৬১, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা মারা গেছেন: ৭ আগস্ট, ১৯৪১, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা। স্বামী বা স্ত্রী: মৃণালিনী দেবী (বিবাহ. ১৮৮৩–১৯০২)। সন্তান: রথীন্দ্রনাথ ঠাকুর, শমীন্দ্রনাথ ঠাকুর, মাধুরিলাতা দেবী, রেনুকা দেবী, মীরা দেবী। বাবা ও মা: দেবেন্দ্রনাথ ঠাকুর, সারদা দেবী

রবীন্দ্রনাথ ঠাকুরের—৫টি গুরুত্বপূর্ণ কবিতা সকলের জন্য। 

রবীন্দ্রনাথ ঠাকুরের - গুরুত্বপূর্ণ কবিতা 'আমাদের ছোট নদী', সকলের জন্য।

আমাদের ছোট নদী

রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,

বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে।

পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,

দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিকচিক করে বালি, কোথা নাই কাদা,

এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা।

কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,

রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক।

তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে

গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে

আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভরো ভরো,

মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।

দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,

বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।


রবীন্দ্রনাথ ঠাকুরের - গুরুত্বপূর্ণ কবিতা 'মাঝি', সকলের জন্য।

মাঝি

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার যেতে ইচ্ছে করে

নদীটির ওই পারে

যেথায় ধারে ধারে

বাঁশের খোঁটায় ডিঙি নৌকো

বাঁধা সারে সারে।

কৃষাণেরা পার হয়ে যায়

লাঙল কাঁধে ফেলে,

জাল টেনে নেয় জেলে,

গরু মহিষ সাঁতরে নিয়ে

যায় রাখালের ছেলে।

সন্ধ্যে হলে যেখান থেকে

সবাই ফেরে ঘরে,

শুধু রাত দুপুরে

শেয়ালগুলো ডেকে ওঠে

ঝাউ ডাঙাটার পরে

মা, যদি হও রাজি,

বড় হলে আমি হব

খেয়াঘাটের মাঝি।


রবীন্দ্রনাথ ঠাকুরের - গুরুত্বপূর্ণ কবিতা 'দুই তীরে', সকলের জন্য।

দুই তীরে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি ভালোবাসি আমার
নদীর বালুচর,
শরৎকালে যে নির্জনে
চকাচকির ঘর।
যেথায় ফুটে কাশ
তটের চারি পাশ,
শীতের দিনে বিদেশি সব
হাসের বসবাস।
কচ্ছপেরা ধীরে
রৌদ্র পোহায় তীরে,
দু-একখানি জেলের ডিজি
সন্ধেবেলায় ভিড়ে।
তুমি ভালোবাস তোমার
ওই ও পারের বন,
যেথায় পীথা ঘনচ্ছায়া
পাতার আচ্ছাদন।
যেথায় বাকা গণি
নদীতে যায় চলি,
দুই ধারে তার বেথুবনের
শাখায় পলাগলি।

রবীন্দ্রনাথ ঠাকুরের - গুরুত্বপূর্ণ কবিতা 'নতুন দেশ', সকলের জন্য।

নতুন দেশ
রবীন্দ্রনাথ ঠাকুর

নদীর ঘাটের কাছে
নৌকো বাঁধা আছে,
নাইতে যখন যাই, দেখি সে
জলের ঢেউয়ে নাচে।
আজ গিয়ে সেইখানে
দেখি দূরের পানে
মাঝনদীতে নৌকো, কোথায়
চলে ভাঁটার টানে।
জানি না কোন দেশে
পৌঁছে যাবে শেষে,
সেখানেতে কেমন মানুষ
থাকে কেমন বেশে।

রবীন্দ্রনাথ ঠাকুরের - গুরুত্বপূর্ণ কবিতা 'ছুটি', সকলের জন্য।

ছুটি

রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে রোদ হেসেছে

বাদল গেছে টুটি,

আজ আমাদের ছুটি ও ভাই

আজ আমাদের ছুটি।

কী করি আজ ভেবে না পাই

পথ হারিয়ে কোন বনে যাই,

কোন মাঠে যে ছুটে বেড়াই

সকল ছেলে জুটি,

আজ আমাদের ছুটি ও ভাই

আজ আমাদের ছুটি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.