Type Here to Get Search Results !

Madhyamik History Suggestion 2024| ইতিহাসের 150 অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Madhyamik History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|
Madhyamik History Suggestion 2024|150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

Madhyamik History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

Madhyamik History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর  মাধ্যমিক  ইতিহাস সাজেশন ২০২৪| 150 অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি নিচে দেওয়া হলো। মাধ্যমিক  ইতিহাস সাজেশন ২০২৪| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

প্রিয় ছাত্র ছাত্রীরা নিচে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সেগুলি মাধ্যমিক ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে বাছাই করে নেওয়া প্রশ্ন ও উত্তর এবং মাধ্যমিক ইতিহাসের সকল অধ্যায় থেকে সঠিকভাবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি বেছে নিয়ে নিচে দেয়া হয়েছে তোমাদের সুবিধার্থে যাতে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের রেজাল্টের উপর কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

Madhyamik History Suggestion 2024 Download good quality Suggestions for Madhyamik 2024 History Subject prepared by Expert History subject teachers. Get the WBBSE Madhyamik 2024 History Suggestion. মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন| Madhyamik History Suggestion 2024 will help you to find out your Madhyamik 2024 preparation.



Madhyamik History Suggestion 2024 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik History Suggestion 2024 – মাধ্যমিক  ইতিহাস সাজেশন ২০২৪ অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি আগামী Madhyamik History Examination 2024 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস 2024 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik History Suggestion 2024 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik History Suggestion 2024 – মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik History 2024 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

Madhyamik History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

1. ‘সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
উঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ।

2. ‘বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন ? 
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

3. ভারতে ফুটবল খেলা কারা প্রথম প্রবর্তন করে ?
উঃ ইংরেজরা।

4. বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কী?
উঃ সত্তর বৎসর।

5. বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল কবে ?
উঃ 1872 খ্রিস্টাব্দে।

6. ‘মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে?
উঃ রজনীকান্ত সেন ৷
7. ‘দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয় ?
উঃ 1928 খ্রিস্টাব্দে।

8. খেলাধুলা বিষয়ে বাপি বাড়ি যা গ্রন্থটি কার লেখা ?
উঃ গৌতম ভট্টাচার্যের লেখা।

9. ‘একেই বলে শুটিং কার লেখা?
উঃ সত্যজিৎ রায়ের লেখা ৷

10. ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কী ?
উঃ কলকাতা এফ.সি.।

11. ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় ?
উঃ নগেন্দ্রনাথ সর্বাধিকারীকে।

12. কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ 1835 খ্রিস্টাব্দে।

13.“বামাবোধিনী পত্রিকা'র সম্পাদক ছিলেন ? 
উঃ উমেশচন্দ্র দত্ত।

14. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে ?
উঃ 1823 খ্রিস্টাব্দে।

15. ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন?
উঃ কেশবচন্দ্র সেন।

16. কে ‘নববিধান প্রতিষ্ঠা করেন ?
উঃ কেশবচন্দ্র সেন ।

17. কে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন ?
উঃ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ।

18. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ স্বামী বিবেকানন্দ।

19. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িকপত্রের নাম কী ?
উঃ ‘দিগদর্শন’।

20. উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ? 
উঃ ‘সমাচার দর্পণ’।

21. প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি?
উঃ ‘সংবাদ প্রভাকর’।

22. কে ‘সম্বাদ কৌমুদী’ সম্পাদনা শুরু করেন?
উঃ রাজা রামমোহন রায় ।

23. কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেন?
উঃ 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস।

24. এশিয়াটিক সোসাইটি কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উঃ 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স।

25. বারাণসী সংস্কৃত কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উঃ জনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে।

26. ফোর্ট উইলিয়াম কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন? 
উঃ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে।

27. জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন নামে জনশিক্ষা কমিটি কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1823 খ্রিস্টাব্দে।

28. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কে, কবে প্রতিষ্ঠা করেন ?
উঃ 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি।

29. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ 1817 খ্রিস্টাব্দে।

মাধ্যমিক  ইতিহাস সাজেশন ২০২৪| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

30. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।

31. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল।

32. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলার বা উপাচার্যের নাম কী ?
উঃ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

33. ‘বামাবোধিনী পত্রিকা'র প্রচার বন্ধ হয় কত খ্রিস্টাব্দে?
উঃ 1923 খ্রিস্টাব্দে।

34. নীলকর সাহেবদের অত্যাচারের কথা জানা যায় কোন পত্রিকা থেকে?
উঃ ‘হিন্দু প্যাট্রিয়ট”।

35. পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষার একজন করে সমর্থকের নাম লেখো।
উঃ যথাক্রমে আলেকজান্ডার ডাফ এবং এইচ. টি. প্রিন্সেপ।

36. চার্লস উড কে ছিলেন?
উঃ বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।

37. ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন ?
উঃ কাদম্বিনী গাঙ্গুলি।

38. ‘ভারতপথিক’ কাকে বলা হয় ?
উঃ রাজা রামমোহন রায়কে।

39. লন্ডন মিশনারি সোসাইটির দুজন সদস্যের নাম লেখো। 
উঃ ফরসিথ এবং মে সাহেব ৷

40. ওয়াহাবি কথার অর্থ কী ? 
উঃ নবজাগরণ।

41. নীল বিদ্রোহের সমর্থনে কোন পত্রিকা দাঁড়িয়েছিল ?
উঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা।

42. বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন?
উঃ মির নিসার আলি (তিতুমির)।

43. কোন সময়কালকে চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্ব বলা হয় ?
উঃ 1798-99 খ্রিস্টাব্দকে।

44. কবে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় ?
উঃ 1865 খ্রিস্টাব্দে।

45. কখন ব্রিটিশ সরকার ‘বন বিভাগ’ গঠন করে ?
উঃ 1864 খ্রিস্টাব্দে।

46. কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ বলা হয়?
উঃ রানি শিরোমণিকে।

47. স্পাইক কাদের বলা হয় ?
উঃ ঔপনিবেশিক শাসনকালে জমিদারদের যে লেঠেল বাহিনী ছিল তা পাইক নামে পরিচিত।

48. চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল ?
উঃ 1820-21 -খ্রিস্টাব্দে।

49. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী ?
উঃ পাহাড়ের প্রান্তদেশ ।

Madhyamik History Suggestion 2024 Download

50. ‘দিকু’ কথার অর্থ কী ?
উঃ বহিরাগত জমিদার ও মহাজনদের দিকু বলা হতো।

51. গিরা কী ?
উঃ শাল গাছের ডালকে বলা হয় গিরা।

52. কে নিজেকে ‘ধরতি আবা’ বা ‘পৃথিবীর পিতা ঘোষণা করেন?
উঃ বীরসা মুন্ডা ।

53. খুকাঠি প্রথা কী ?
উঃ কৃষিজমিতে মুন্ডাদের যৌথ মালিকানাকে বলা হতো খুকাঠি।


54. কত খ্রিস্টাব্দে ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় ? 
উঃ 1908 খ্রিস্টাব্দে।

55. ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহের নাম কী ?
উঃ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।

56. কোন উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায় ?
উঃ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে।

57. কোথায় প্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল ?
উঃ ঢাকায়।

58. দার-উল-হারব কথাটির অর্থ কী ? 
উঃ শত্রুর দেশ/বিধর্মীদের দেশ।

59. ‘দার-উল-ইসলাম কথাটির অর্থ কী?
উঃ ইসলামের দেশ বা ধর্মরাজ্য। 

60. তিতুমিরের প্রকৃত নাম কী ? 
উঃ মির নিসার আলি ।

61. তিতুমিরের প্রধানমন্ত্রী ও সেনাপতি কে ছিলেন ?
উঃ নৈনদ্দিন ও গোলাম মাসুম।

62. ‘ফরাজি' কথার অর্থ কী ?
উঃ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

63. দুদু মিঞার আসল নাম কী ?
উঃ মহম্মদ মহসিন।

64. কার সময়ে ফরাজি আন্দোলন সর্বাধিক জনপ্রিয় হয় ?
উঃ দুদু মিঞার সময়ে।

65. 'তরিকা-ই-মহম্মদিয়া কথাটির অর্থ কী?
উঃ ‘মহম্মদ প্রদর্শিত’ পথ ।

66. পাগলপন্থী কাদের বলা হতো ?
উঃ ফকির করমশাহের অনুগামীদের পাগলপন্থী বলা হতো । 

67. নীল চাষ বিষয়ক পঞ্চম ও সপ্তম আইন কবে পাশ হয় ? 
উঃ 1830 খ্রিস্টাব্দে।

68. কে ভারতমাতা চিত্রটি আঁকেন ? 
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।

69. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ?
উঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা।

70. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন?
উঃ বিনায়ক দামোদর সাভারকর।

71. সিপাহি বিদ্রোহের সূচনা কবে হয়েছিল ?
উঃ 1857 খ্রিস্টাব্দে।

72. একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো।
উঃ গগনেন্দ্রনাথ ঠাকুর।

73. 1857 খ্রিস্টাব্দে কাকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করা হয় ?
উঃ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে।

74. অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ শিশিরকুমার ঘোষ।

75. ভারতে কবে কোম্পানির শাসনের অবসান ঘটে ?
উঃ 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট।

76. ঊনবিংশ শতাব্দীকে কে ‘সভাসমিতির যুগ বলেছেন?
উঃ ঐতিহাসিক অনিল শীল।

77. ইলবার্ট বিল কে রচনা করেন?
উঃ লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট।

78. কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হয় ? 
উঃ 1800 খ্রিস্টাব্দে।

79. ‘প্রতাপাদিত্য চরিত কে রচনা করেন?
উঃ রামরাম বসু।

80. ভারতে প্রথম কোথায় ছাপাখানা শুরু হয় ?
উঃ গোয়ায়।

81. ছাপাখানার জনক কাকে বলা হয়?
উঃ জোহান গুটেনবার্গকে।

82. বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কী ?
উঃ ‘সমাচার দর্পণ’।

83. বাংলা ছাপাখানার অগ্রপথিক কাকে বলা হয় ?
উঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে।

84. ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং প্রবর্তন কে করেন ?
উঃ উপেন্দ্রকিশোত্র রায়চৌধুরী।

85. গোলদিঘির গোলামখানা কাকে বলা হয় ?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়কে।

86. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কী ছিল ?
উঃ ইউ রায় অ্যান্ড সন্স।

87. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
উঃ স্যার উইলিয়াম জোনস। 1784 খ্রিস্টাব্দে ।


88. শের-ই বঙ্গাল নামে কে পরিচিত ছিলেন?
উঃ আব্দুল কাশেম ফজলুল হক।

89. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ?
উঃ জয়প্রকাশ নারায়ণ।

Madhyamik History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|


90. ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতির পদে কাকে পরাজিত করেন?
উঃ পট্টভি সীতারামাইয়াকে।

91. ভারতের প্রথম শ্রমিক পত্রিকার নাম কী ?
উঃ ‘ভারত শ্রমজীবী’।

92.ভারতে মে দিবস প্রথম কোথায় পালিত হয় ?
উঃ চেন্নাইয়ে।

93. ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উঃ তাসখন্দে।

94. গণবাণী পত্রিকা কে সম্পাদনা করেন?
উঃ মুজফ্ফর আহমেদ।

95. ‘সোশ্যালিস্ট পত্রিকাটি কে প্রথম সম্পাদনা করেন ?
উঃ এস. এ. ডাঙ্গে।

96. ‘জাগরী উপন্যাসের লেখক কে?
উঃ সতীনাথ ভাদুড়ি।

97. ‘ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি& কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ 1926 খ্রিস্টাব্দে।

98. বেট্টি প্রথা কী ?
উঃ বেগার শ্রমদান।

99. কোথায় ‘পতিদান যুবমণ্ডল গড়ে ওঠে?
উঃ বারদৌলিতে।

100. ‘লেবার কিষান গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সিঙ্গারাভেলু চেট্টিয়ার।

101. কার নেতৃত্বে মুসলিম লিগ স্থাপিত হয়? 
উঃ ঢাকার নবাব সলিম উল্লাহর নেতৃত্বে।

102. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয় ?
উঃ 1905 খ্রিস্টাব্দে।

103. ‘উত্তরপ্রদেশ কিষান সভা কে প্রতিষ্ঠা করেন ? 
উঃ জওহরলাল নেহরু, গৌরীশংকর মিশ্র ও বাবা রামচন্দ্র ।

104. মোপালা কৃষক বিদ্রোহ কোথায় হয়েছিল?
উঃ মালাবারের এরনাদ ও ভাল্লুভানাদ তালুক দুটিতে।

105. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল ?
উঃ লাঙলপত্রিকা।

106. লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কবি কাজী নজরুল ইসলাম।

107. বিহারে কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দেন?
উঃ স্বামী সহজানন্দ সরস্বতী, ধর্মানন্দ প্রমুখ।

108. বাংলার ‘কৃষক প্রজা পার্টি কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ফজলুল হক এবং আক্রম খাঁর উদ্যোগে।


109. মহাত্মা গান্ধি দলিতদের কী নামে অভিহিত করেন?
উঃ হরিজন।

Madhyamik History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

110. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন কে?
উঃ বীণা দাস ৷

112. ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয় ?
উঃ সরোজিনী নাইডুকে।

113. বাঘা যতীনের প্রকৃত নাম কী ?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

114. ‘বীরাষ্টমী ব্রত প্রবর্তন করেন কে?
উঃ সরলাদেবী চৌধুরাণী।

115. ভারত ছাড়ো আন্দোলনের সময় ‘ভগিনী সেনা কোথায় গঠিত হয়েছিল ?
উঃ মেদিনীপুরের তমলুকে।

116. অগ্নিকন্যা নামে কে পরিচিত ?
উঃ কল্পনা দত্ত।

117. ভারতে বিপ্লববাদের জনক বলা হয় কাকে?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে-কে।

118. কবে রাওলাট আইন পাশ হয় ?
উঃ  1919 খ্রিস্টাব্দের 18 মাৰ্চ।

119. কে ‘প্রতাপাদিত্য’ উৎসব চালু করেন ?
উঃ সরলাদেবী চৌধুরাণী।

120. কে অরন্ধন দিবস পালন করার আবেদন জানান ? 
উঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

121. ‘পরো না রেশমী চুড়িগানটি কে রচনা করেন ? 
উঃ মুকুন্দ দাস।

122. কে তিলক স্বরাজ তহবিল গড়ে তোলেন ? 
উঃ গান্ধিজি।

123. কে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন ? 
উঃ ঊর্মিলা দেবী।

124. শেখ আবদুল্লা কে ছিলেন ?
উঃ কাশ্মীরের ‘ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ।

125. হরি সিং কে ছিলেন ?
উঃ কাশ্মীরের রাজা ।

126. হায়দরাবাদ অভিযানে কে ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন?
উঃ জেনারেল জে. এন. চৌধুরী।

127. হায়দরাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান কী নামে পরিচিত?
উঃ অপারেশন পোলো ।

128. গোয়া কাদের উপনিবেশ ছিল ?
উঃ পোর্তুগিজদের।

129. কবে স্বাধীন হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয় ?
উঃ 1724 খ্রিস্টাব্দে।

মাধ্যমিক  ইতিহাস পরীক্ষা 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

130. নেহরু-লিয়াকত চুক্তিটির অপর নাম কী ?
উঃ দিল্লি চুক্তি।

131. কত খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় ?
উঃ 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই।

132. হরি সিং কত খ্রিস্টাব্দে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে ভারতে যোগ দেন ?
উঃ 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর।

133. ভি.পি. মেনন কে ছিলেন?
উঃ ভি.পি. মেনন ছিলেন ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব।

134. জুনাগড় কত খ্রিস্টাব্দে ভারতের অন্তর্ভুক্ত হয় ?
উঃ 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে।

135. ‘রাজ্য পুনর্গঠন আইন’ কবে পাশ হয় ?
উঃ 1956 খ্রিস্টাব্দে।

136. রাজ্য পুনর্গঠন কমিশন-এর সভাপতি কে ছিলেন ?
উঃ বিচারপতি ফজল আলি ৷

137. বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত সরকারি ভাষার সংখ্যা কত?
উঃ 22টি।

138. ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।

139. কবে, কার দায়িত্বে দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয় ?
উঃ 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ।

140. ভারতের ‘লৌহমানব কাকে বলা হয় ?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেলকে।

141. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রসচিব কে ছিলেন?
উঃ ভি. পি. মেনন।

142. লিয়াকত আলি কে ছিলেন?
উঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী।

143. পত্তি শ্রীরামাল কে ছিলেন?
উঃ পত্তি শ্রীরামালু ছিলেন অন্ধ্রের গান্ধিবাদী নেতা এবং বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী।

144. কত খ্রিস্টাব্দে চন্দননগর ফরাসি নিয়ন্ত্রণমুক্ত হয় ?
উঃ 1954 খ্রিস্টাব্দে।

Madhyamik History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

Dear students, Today GK All Exams-এ তোমাদের সকলকে স্বাগতম। আমার এই ব্লগ পেজটিতে প্রবেশ করার জন্য। প্রিয় ছাত্র-ছাত্রীরা আজকের আমরা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য প্রতিবছরের জন্য কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আশা করি এই প্রশ্ন উত্তরগুলি যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই মাধ্যমিক ইতিহাস  পরীক্ষায় আপনাদের সুফল লাভ হইবে। মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা এখানে ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আপনাদের মনে রাখতে এবং পরীক্ষায় সম্ভাব্য নাম্বার পেতে সুবিধা হয়। এবং মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলি আশা করি অবশ্যই কমন আসবে 99% এর কাছাকাছি। 

প্রিয় ছাত্র-ছাত্রী যদি আমার এই পোস্ট থেকে আপনাদের কিছু উপকার  লাভ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের নিজের বন্ধু-বান্ধবদের কাছে এই পোস্টটি শেয়ার করবেন যাতে তারা ও মাধ্যমিক পরীক্ষায় সুফল লাভ করতে পারে। এবং তোমাদের যদি কোন প্রশ্ন জানার থাকে বা কোন বিষয়ের উপর সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ।

Class 10History Suggestion 2024| 150 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর|

Madhyamik History Suggestion| Class 10 History Suggestion 2024| Class 10 History Suggestion 2024 PDF Download| Class 10th History| Class 10th History Suggestion| Class 10th History Suggestion 2024| Class 10th History Suggestion 2024 PDF Download| Class Ten History Suggestion 2024| History Suggestion 2024| History Suggestion 2024

Class 10History Suggestion 2024| Class 10thHistory Suggestion 2024| Class TenHistory Suggestion 2024| Madhyamik History Suggestion 2024 WBBSE| Class 10 Madhyamik 2024| History Suggestion| Madhyamik History 2024| Madhyamik History Suggestion 2024| Madhyamik History Suggestion 2024 Download| Madhyamik History Suggestion 2024 |

Download PDF Madhyamik History Suggestion 2024| Madhyamik History Suggestion 2024 PDF| Madhyamik History Suggestion 2024 PDF FREE Download| WB Board Class 10 History Suggestion 2024| WB Board Class 10th History Suggestion 2024| WB Board Class 10th History Suggestion 2024 PDF Download| 

মাধ্যমিক  ইতিহাস পরীক্ষা 2024| (Madhyamik 2024 | WB Madhyamik 2024 | MP Exam 2024 | West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2024 | Madhyamik Class 10th | Class X |Madhyamik Pariksha 2024 ) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে @Todaygkallexams.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik History Suggestion | West Bengal Board of Secondary Education – WBBSE History Suggestion | Madhyamik Class 10th History Suggestion 2024 | Class X History Suggestion | Madhyamik Pariksha History Suggestion | History Madhyamik Exam Guide|  Short Type Question and Answer | Madhyamik History Suggestion 2024 FREE

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.