Type Here to Get Search Results !

Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল 130 অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
 মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

Madhyamik Geography Suggestion 2024|মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪|  মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হলো। মাধ্যমিক ভূগোল সমস্ত অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 130টি  অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। টি 
   
মাধ্যমিকের সমস্ত অধ্যায় থেকে অভিজ্ঞ শিক্ষক দের দ্বারা বাছাই করা সকল অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্ব পূর্ণ। মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪। ৯০% কমন্স আসার সম্ভবনা রয়েছে।

Madhyamik Geography Examination 2024 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল 2024 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ খুঁজে চলেছেন, নিচে দেওয়া Madhyamik Geography Suggestion 2024 – মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

Madhyamik Geography 2024 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।  মাধ্যমিক ভূগোল 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ – Madhyamik Geography Suggestion 2024 নিচে দেওয়া রয়েছে।    


মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। Madhyamik Geography 2024 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।  মাধ্যমিক ভূগোল 2024 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪ – Madhyamik Geography Suggestion 2024 নিচে দেওয়া রয়েছে।
 

Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

  মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। 


1. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম কী ? 
উ: আলাস্কার হুবার্ড (115 কিমি. দীর্ঘ)।

2. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কী ? 
উ: আলাস্কার ম্যালাসপিনা (আয়তন প্রায় 4000 বর্গ কিমি.)। 

3. উত্তর গোলার্ধের বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কী ? 
উ: গ্রিনল্যান্ডের স্টরস্টম হিমবাহ (দৈর্ঘ্য 130 কিমি)।

4. উত্তর গোলার্ধের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কী ? 
উ: গ্রিনল্যান্ডের পিটারম্যান (দৈর্ঘ্য-201 কিমি)।

5. পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কী ?
উ: গ্রিনল্যান্ডের কোয়ারেক। (বর্তমানে - জ্যাকোবম্যান, গতিবেগ-46মি. প্রতিদিন)।

6. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?
উ: সিয়াচেন হিমবাহ।

7. ফিয়র্ডের ও ফিয়ার্ডের দেশ কাকে বলা হয় ?
উ: নরওয়েকে ফিয়র্ডের দেশ এবং সুইডেনকে ফিয়ার্ডের দেশ বলা হয়।

8. পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কী ?
উ: সোজনে ফিয়র্ড।

9. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী?
উ: আফ্রিকা মহাদেশের সাহারা (সাহারা আরবি শব্দ। এর অর্থ বিজ্ঞান প্রদেশ)।

10. পৃথিবীর উত্তরতম উয় মরুভূমির নাম কী ?
উ: গোবি মরুভূমি (এশিয়া)।

11. পৃথিবীর শুষ্কতম উয় মরুভূমির নাম কী ?
উ: দ: আমেরিকার চিলির আটাকামা মরুভূমি। 

12. ভারতের মরুভূমি কী নামে পরিচিত ? 
উ: মরুস্থলি (এর অর্থ মৃতের দেশ)। 

13. মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কী বলে ?
উ: ওয়াদি।

14. পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কী ?
উ: মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন।

15. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী ?
উ: কর্নাটক রাজ্যের সরাবতী নদীর ওপর অবস্থিত যোগ বা গেরাসাপ্পা জলপ্রপাত।

16. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী ?
উ: অ্যাঞ্জেল জলপ্রপাত (উচ্চতা - 979 মিটার)।

17. পৃথিবীর বৃহত্তম (সর্বাধিক জলবহনকারী) জলপ্রপাতের নাম কী ?
উ: জাইরে নদীর উপর অবস্থিত স্ট্যানলি বা বোয়ামা জলপ্রপাত।

18. পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাতের নাম কী ?
উ: লাওস দেশের মেকং নদীর গ্রেট র‍্যাপিডস বা খোন জলপ্রপাত ।

19. পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাতের নাম কী ?
উ: নায়াগ্রা জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত।

20. ইতালির তাইবা, স্পেনের এব্রো নদীর ব-দ্বীপ কী ধরনের ব-দ্বীপ?
উ: তীক্ষ্ণাগ্র বা কাসপেট প্রকৃতির ব-দ্বীপ। 

21. নীল, পো, হোয়াংহো, রোন, নাইসার, মহানদী, গঙ্গা-ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর ব-দ্বীপ কী ধরনের ব-দ্বীপ।
উ: ধনুকাকৃতির ব-দ্বীপ।

23. আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর ব-দ্বীপ কী ধরনের ব-দ্বীপ ?
উ: পক্ষীপাদ আকৃতির ব-দ্বীপ।


24. সূর্য থেকে আগত শক্তির কত শতাংশ বায়ুমণ্ডল গ্রহণ করে?
উ: 19%.

25. সূর্য থেকে আগত শক্তির কত শতাংশ মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় ?
উ: 23%.

26. সূর্য থেকে আগত তাপের কত শতাংশ আকাশ থেকে বিচ্ছুরিত হয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় ? 
উ: 5%.

27. পৃথিবীতে তাপ বলয়ের সংখ্যা কত?
উ: 3

28. বায়ুচাপের পরিমাণ কোন এককের সাহায্যে মাপা হয় ? 
উ: মিলিবার।

29. সূর্য থেকে আগত শক্তির কত শতাংশ ভূপৃষ্ঠ কর্তৃক শোষিত হয় ? 
উ: 47%.

30. বায়ুচাপ বলয়ের মূল কারণ কী ?
উ: সূর্যের বার্ষিক আপাত গতি ।

31. মেরুবৃত্ত প্রদেশে কোন চাপ লক্ষ করা যায় ?
উ:  নিম্নচাপ।

32. বায়ুপ্রবাহের মূল কারণ কী?
উ: বায়ুচাপের তারতম্য।

33. কার প্রভাবে বায়ুপ্রবাহ নির্দিষ্ট পথ থেকে অন্যদিকে বিক্ষিপ্ত হয়।
উ: কোরিওলিস বলের প্রভাবে।

345. ফেরেলের সূত্র অনুযায়ী বাতাস উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে কোন দিকে বেঁকে যায় ?
উ: বামদিকে।

35. পৃথিবীব্যাপী বায়ুচাপের তারতম্য অনুযায়ী যে কয়েকটি বলয় চিহ্নিত করা হয়েছে তাকে কী বলে?
উ: চাপবলয়।

Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল 130 অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।


36. ‘ডোলড্রাম’ কোন অঞ্চলে লক্ষ করা যায় ?
উ: নিরক্ষীয় অঞ্চলে।

37. কত সালে বিজ্ঞানী পলম্যান বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোশ তত্ত্বটি উপস্থাপন করেন ?
উ: 1951 সালে।

38. আমাজন অববাহিকায় কোন প্রকার জলবায়ু লক্ষ করা যায় ?
উ: নিরক্ষীয় জলবায়ু।

39. কোন প্রকার জলবায়ুতে অত্যধিক উতা ও আর্দ্রতা লক্ষ করা যায় ?
উ: নিরক্ষীয় জলবায়ুতে।

40. ক্যালিফোর্নিয়া উপকূলে কোন প্রকার জলবায়ু লক্ষ করা যায়?
উ: ভূমধ্যসাগরীয় জলবায়ু।

41. সূর্যরশ্মির আগমন ও তাপীয় ফলের হিসেবটি একটি নির্দিষ্ট নিয়ম ধরে চলে বলে একে কী বলে?
উ: তাপ বাজেট।

42. কোন এককের দ্বারা সৌরতরঙ্গগুলি পরিমাপ করা হয় ?
উ: মাইক্রন।


43. মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহের নাম কী ?
উ: আগুলহাস স্রোত৷

44. কোন সময়ে ভরা কোটাল হয় ?
উ: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।

45. কোন সময়ে মরা কোটাল হয় ?
উ: অষ্টমী তিথিতে।

46. কোন তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে? 
উ: পূর্ণিমা তিথিতে৷

47. সংযোগ অবস্থায় চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে?
উ: 180° কোণে।

48. একই স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ? 
উ: ১২ ঘণ্টা ২৪ মিনিট ২২ সেকেন্ড।

49. পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের তুলনায় কত গুণ বেশি কার্যকরী ?
উ:  ২২ গুণ।

50. কোনো স্থানে দিনে কতবার জোয়ার-ভাটা হয় ?
উ: ২ বার জোয়ার ও ২ বার ভাটা হয়।

51. আফ্রিকার দক্ষিণ-পশ্চিমদিকে কোন স্রোত প্রবাহিত হয় ?
উ: বেঙ্গুয়েলা স্রোত।

52. মহাসাগরের মাঝে সমুদ্রস্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে যে চক্রের সৃষ্টি হয়, তাকে কী বলে ?
উ: জায়র বলে।

53. আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে কোন স্রোত প্রবাহিত হয় ?
উ: ক্যানারি স্রোত।

54. আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে কোন স্রোত প্রবাহিত হয় ? 
উ: আগুলহাস স্রোত।


55. উয় ও শীতল সমুদ্রস্রোত কোরিওলিস বলের কারণে মহাসাগরের মাঝে যে জলাবর্তের সৃষ্টি করে, তাকে কী বলে ?
উ: জায়র।

56. সবচেয়ে বেশি মগ্নচড়া অবস্থান করছে কোন মহাসাগরে ?
উ: আটলান্টিক মহাসাগরে।

57. চিলির আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে কার প্রভাবে?
উ: হামবোল্ড স্রোতের প্রভাবে।

58. সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে কী বলে ?
উ: সৌর জোয়ার।

59. একই স্থানে দু'টি মুখ্য বা দু'টি গৌণ জোয়ারের ব্যবধান কত?
উ: ২৪ ঘণ্টা ৪৮ মিনিট ৪৪ সেকেন্ড।

60. একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের ব্যবধান কত?
উ: ১২ ঘণ্টা ২৪ মিনিট ২২ সেকেন্ড।

61. একই স্থানে জোয়ার ও ভাটার ব্যবধান কত ?
উ: ৬ ঘণ্টা ১২ মিনিট ১১ সেকেন্ড।

62. পৃথিবী ও চন্দ্রের মধ্যে গড় দূরত্ব কত?
উ: প্রায় 3 লক্ষ 84 হাজার 401 কিমি।

63. পৃথিবীর গড় ব্যাস ও ব্যাসার্ধ কত?
উ: ব্যাস 12735 কিমি ও ব্যাসার্ধ 6367 কিমি।

64. জোয়ার ও ভাটার স্থানগুলি কীভাবে অবস্থান করে ?
উ: পরস্পর সমকোণে।

65. পৃথিবীর চারদিকে চন্দ্রের একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উ: 27 দিন অর্থাৎ 27 দিন 8 ঘণ্টা।

66. পৃথিবীর কোনো একটি স্থানে মুখ্য জোয়ার হবার কত সময় পর আবার মুখ্য জোয়ার লক্ষ করা যায় ?
উ: 24 ঘণ্টা 49 মিনিট 29 সেকেন্ড পর।

Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।


67. দু'টি কঠিন বর্জ্যের নাম লেখো। 
উ: পুরানো কাঠ ও প্লাস্টিক।

68. বর্জ্য ব্যবস্থাপনার ক্ষতিকর পদ্ধতিটির নাম লেখো।
উ: ওপেন ডাম্পিং

69. জৈব গ্যাস কীভাবে উৎপন্ন হয় ?
উ: বর্জ্য পদার্থ পচনের ফলে।

70. জলীয় অংশের মাধ্যমে সংগৃহীত ও পরিবাহিত বর্জ্যকে কী বলে? 
উ: তরল বর্জ্য।

71. যেসকল বর্জ্য জল ছাড়া অন্য উপায়ে সংগৃহীত ও পরিবাহিত হয় তাদের কী বলে ?
উ: কঠিন বর্জ্য।

72. কত সালে ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গঠিত হয় ?
উ: ১৯৮৫ সালে।

73. দু'টি বিষাক্ত বর্জ্যের নাম করো।
উ: আর্সেনিক ও পারদ।

74. ব্রঙ্কাইটিস, এমফাইসিমা কোন জাতীয় বর্জ্যের ক্ষতিকারক প্রভাব? 
উ: গ্যাসীয় বর্জ্য।

75. তরল ও গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত পদ্ধতিকে কী বলে ? 
উ: নিষ্কাশন ও স্ক্র্যাবার।

76. ভরাট করা বিভিন্ন বর্জ্যের বৃষ্টির দ্বারা ধোয়া জলকে কী বলে ? 
উ: লিচেট।


77. দু'টি ই-বর্জ্যের উদাহরণ দাও । 
উ: কম্পিউটার, সেলফোন।

78. তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কী ?
উ: ইউরেনিয়াম খনি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি।

79. দু'টি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরম জল নির্গত হয় ? 
উ: লৌহ-ইস্পাত শিল্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র।

80. W.H.O. -এর পুরো নাম কী ? 
উ: World Health Organisation. 

81. দু'টি চিকিৎসা বর্জ্যের নাম লেখো।
উ: স্যালাইন বোতল, ইঞ্জেকশন সিরিঞ্জ ।

82. কম্পিউটারের বাতিল যন্ত্রাংশ কী নামে পরিচিত ?
উ: E-Waste নামে পরিচিত।

83. দু'টি ল্যান্ডফিল গ্যাসের নাম করো।
উ: মিথেন, কার্বন ডাই-অক্সাইড।

84. এ কটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও ।
উ: চট।


85. ভারতের উত্তরতম ও দক্ষিণতম বিন্দুর নাম কী ?
উ: জম্মু ও কাশ্মীরের ইন্দিরা কল (উত্তরতম) এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট (দক্ষিণতম)।

86. বর্তমানে ভারতে মোট কয়টি রাজ্য রয়েছে ?
উ: 28টি অঙ্গরাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

87. ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ? 
উ: পাঁচটি ভাগে (উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ)।

88. মাউন্ট এভারেস্টকে নেপালি ও তিব্বতীয় ভাষায় কী বলা হয় ?
উ: সাগরমথা (নেপালিরা) ও চোমোলুংমা (তিব্বতীয়রা)।

89. ভূপ্রাকৃতিক তারতম্য অনুসারে মরু সমভূমিকে কয়টি ভাগে ভাগ করা যায় ? 
উ: পাঁচ ভাগে (বাগর, রোহি, ক্ষুদ্র মরু, হামাদা, মরুস্থলী)।

90. ভারতের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয় ?
উ: প্রিয়ান (অর্থ চলমান)।

91. উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চলের দক্ষিণে অবস্থিত মালভূমি অঞ্চলকে কী বলা হয় ?
উ: দাক্ষিণাত্যের মালভূমি।

92. চম্বল অঞ্চলের এবড়োখেবড়ো ভূমি কী নামে পরিচিত ?
উ: বীহড় নামে পরিচিত।

93. মহাকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উ: অমরকণ্টক (1065 মি.)।

94. বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উ: মুলানগিরি (1923 মি.) ।


95. পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? 
উ: জিন্দোগাধা (1690 মি.)।

96. পশ্চিমঘাটের অর্থাৎ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উ: আনাইমুদি (2695 মি.) ।

97. পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গের নাম কী ?
উ: আগস্ত্যকূটম (2044 মি.) ।

98. ভারতের বৃহত্তম কয়ালের নাম কী ?
উ: ভেম্বানাদ কয়াল ৷

99. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু'টি আগ্নেয়গিরির নাম করো।
উ: ব্যারেন (সুপ্ত) ও নরকোন্ডাম (মৃত)।

100. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উ: স্যাডল পিক (738 মি.)।

101. কৃষ্ণা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে ?
উ: পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে।

102. কৃষ্ণা নদীর মোট দৈর্ঘ্য কত ?
উ: 1400 কিমি ।

103. ভারতের কত শতাংশ জমিতে খালের মাধ্যমে জলসেচ করা হয় ?
উ: প্রায় 26% ।

104. ভারতে কূপ ও নলকূপের মাধ্যমে কত শতাংশ জমিতে জলসেচ হয়ে থাকে ? 
উ: প্রায় 53%।


105. ভারতের কেন্দ্রীয় চা গবেষণাকেন্দ্রটি কোথায় অবস্থিত ? 
উ: অসমের জোড়হাটে অবস্থিত।

106. ভারত কফি উৎপাদনে পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?
উ: ষষ্ঠ স্থান (ব্রাজিল প্রথম)।

107. পৃথিবীতে কত রকমের কফি উৎপন্ন হয় ?
উ: চার রকমের। (আরবীয় কফি-ব্রাজিল, ভারত; রোবাস্টা কফি-পশ্চিম আফ্রিকা, লাইবেরিকা কফি; জামাইকা কফি)

108. ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় ?
উ: 1830 সালে তামিলনাড়ুর পোর্টোনোভাতে।

109. লৌহ-ইস্পাত উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? 
উ: পঞম (চিন-প্রথম)।

110. বর্তমানে ভারতে জন্মহার প্রতি হাজারে কত ?
উ: 22.5 জন।

112. ২০১১ সালের সেন্সাস অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ? 
উ: 121,08,54,977

113. পৃথিবীর মোট জনসংখ্যার কত শতংশ ভারতে বসবাস করে ?
উ: 17.5% (চিন-19.4%)।

114. ২০১১ সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ?
উ: 382 জন / বর্গ কিমি।

115. বর্তমানে ভারতে মানুষ-জমির অনুপাত কত ?
উ: 363 জন। 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বেশি অরুণাচল প্রদেশে।

116. 5 হাজারের বেশি জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলকে কী বলে ?
উ: শহর।

117. কোনো শহরের জনসংখ্যা 1 লক্ষের বেশি হলে তাকে কী বলে ?
উ: নগর।
 

Madhyamik Geography Suggestion 2024| মাধ্যমিক ভূগোল 130টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।


118. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন শিটে অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার কত?
উ:  15'ও15'

119. ভারতের দূর সংবেদনের পিতা কাকে বলা হয় ?
উ: সতীশ ধবনকে।

120. উপগ্রহ চিত্রে বনভূমিকে কোন রং-এ দেখানো হয় ?
উ: লাল রং-এ।

121. ভারতের একটি Geostationary উপগ্রহের নাম লেখো ?
উ: INSAT. জিও স্টেশনারি

122. সমুদ্রতল থেকে কোনো নির্দিষ্ট স্থানের উচ্চতাকে কী বলে ? 
উ: বেঞ্চমার্ক।

123. Survey of India-এর সদর দপ্তর কোথায় ?
উ: দেরাদুনে।

124. টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার ব্যবধান কত?
উ: 10 মি. বা 20 মি.।

125. মৌজা মানচিত্রের স্কেল কত ?
উ: 1 ইঞ্চিতে 16 মাইল।

126. ভারতের প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
উ: যুম্বাতে।

Madhyamik Geography Suggestion 2024 FREE 


West Bengal Madhyamik 2024 Geography Suggestion Download in Geography version. WBBSE Madhyamik Geography suggestion 2024 pdf version. Get the complete Madhayamik Geography Suggestion 2024 with 100% Common in Examination. Madhyamik 2024 Geography Suggestion pdf download. Madhyamik Scientific Suggestion. WBBSE Class 10th Geography exam 2024 notes and Important questions.

Madhyamik Geography Suggestion 2024

Madhyamik 2024 Geography Suggestion was prepared by expert subject teachers. Hope this will help you on your first Board Examination. First, carefully read your textbooks and then practice this suggestion paper. On this suggestion, all the questions mentioned, are important for the Madhyamik 2024 Geography exam.

Madhyamik Geography Suggestion 2024

West Bengal Madhyamik Geography Suggestion 2024 | WB Madhyamik Geography Suggestion 2024 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪| মাধ্যমিক ভূগোল 130 অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 2024. (Madhyamik 2024| WB Madhyamik 2024| MP Exam 2024West Bengal Board of Secondary Education – WBBSE Madhyamik Exam 2024| Madhyamik Class 10th| Class X| Madhyamik Pariksha 2024 -এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC, RAIL, PSC, DEFENCE) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । 

সে কথা মাথায় রেখে @Todaygkallexams.com এর পক্ষ থেকে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং সাজেশন (Madhyamik Geography Suggestion|West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion|Madhyamik Class 10th Geography Suggestion 2024|Class X Geography Suggestion|Madhyamik Pariksha Geography Suggestion|Geography Madhyamik Exam Guide| MCQ , Short , Descriptive Type Question and Answer|Madhyamik Geography Suggestion 2024) মাধ্যমিক ভূগোল 130 অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস  মাধ্যমিক ভূগোল পরীক্ষা 2024| দশম শ্রেণী ভূগোল পরীক্ষা 2024 প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর এবং মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪| পশ্চিমবঙ্গ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৪| মাধ্যমিক ভূগোল 130 অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।  দশম শ্রেণী ভূগোল সাজেশন ২০২৪ 

Madhyamik Geography Suggestion 2024| West Bengal Board of Secondary Education – WBBSE Geography Suggestion 2024| Madhyamik Class 10th Geography Suggestion 2024| Class X Geography Suggestion 2024 | Madhyamik Pariksha Geography Suggestion 2024| Madhyamik Geography Exam Guide 2024| Madhyamik Geography MCQ, Short, Descriptive  Type Question and Answer 2024 / Madhyamik Geography Suggestion 2024) সফল হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.