Type Here to Get Search Results !

বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali

বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali
 বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali

বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali

বাংলা Gk প্রশ্ন উত্তর 2023| বাংলা শর্ট প্রশ্ন উত্তর| GK প্রশ্ন উত্তর| গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন| Tarun Goyal Gk Bengali।  Gk প্রশ্ন বাংলা| Mcq জিকে প্রশ্ন উত্তর| বাংলা gk প্রশ্ন উত্তর| Tarun Goyal Gk Bengali। বাংলা gk প্রশ্ন উত্তর pdf download| মজাদার বাংলা জিকে প্রশ্ন | Interesting Bangla GK Questions.

বাংলা GK প্রশ্ন উত্তর: নমস্কার বন্ধুরা! যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ বা  বাংলা GK প্রশ্ন উত্তর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে রাজ্যের যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ এর ভূমিকা আমাদের সকলেরই জানা। পুলিশ, গ্রুপ ডি, MTS, GD কনস্টেবল, Food SI, WBCS প্রিলি- যেকোনো পরীক্ষাই হোক না কেন, জেনারেল নলেজ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে।

তাই, Today Gk All Exams- সিরিজে আমরা প্রতিদিন চেষ্টা করব, অন্তত ২০ খানা করে জেনারেল নলেজ, বাংলা GK প্রশ্ন উত্তর এর প্রশ্ন উত্তর নিয়ে আসার। এই প্রশ্নগুলি বিগত বছরের রাজ্য ও সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি থেকে বাছাই করা। আজকের প্রতিবেদনে রইলো তোমাদের জন্য বাছাই করা ২০ টি প্রশ্ন।

বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali


• ভারতের সংবিধান ও শাসনব্যবস্থা •

প্রঃ সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ আম্বেদকর।

প্রঃ সংবিধান কি?
উঃ রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন। 

প্রঃ ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার কোন্ খণ্ডে লিপিবদ্ধ আছে?
উঃ সংবিধানের তৃতীয় খণ্ডে।

প্রঃ ভারত সরকার সংবিধানের কোন্ ধারার দ্বারা ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের প্রবর্তন করেছে?
উঃ ১৪নং।

প্রঃ কোনো রাজনৈতিক দলের বিরোধী পদের মর্যাদা পেতে হলে কমপক্ষে কত আসন থাকা প্রয়োজন?
উঃ মোট আসনের ১০ শতাংশ।

প্রঃ কোন্ অধিকারটি সংবিধানের সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বর্জিত হয়েছে?
উঃ সম্পত্তির অধিকার।

প্রঃ কোন্ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করেছিলেন?
উঃ ভি. ভি. গিরি।

প্রঃ সংবিধানের কোন্ তপশিলে আঞ্চলিক ভাষাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 
উঃ ৮ম তপশিলে।

প্রঃ অঙ্গরাজ্যগুলির আইনসভা কে পরিচালনা করেন?
উঃ স্পীকার।

প্রঃ সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?
উঃ পার্লামেন্টকে।

প্রঃ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ ডক্টর রাজেন্দ্রপ্রসাদ।

প্রঃ কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতির নির্বাচন কত দিনের মধ্যে করতে হয়?
উঃ ৬ মাসের মধ্যে।

প্রঃ কোন্ রাজ্য লোকসভায় সর্বাধিক সদস্য প্রেরণ করে? 
উঃ উত্তরপ্রদেশ।

প্রঃ কেন্দ্রীয় সরকারে মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন কে করেন? 
উঃ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মতে।

প্রঃ লোকসভায় গিলেটিন পদ্ধতি প্রয়োগ করেন কে?
উঃ স্পীকার।

প্রঃ সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? 
উঃ পার্লামেন্টের।

প্রঃ একজন ব্যক্তি একই সঙ্গে একাধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারেন কী?
উঃ হ্যাঁ।

প্রঃ লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশন আহ্বান কে করেন? 
উঃ রাষ্ট্রপতি।

প্রঃ সংবিধান অনুযায়ী Discretionary Power-কে ভোগ করেন?
উঃ রাজ্যপাল।

প্রঃ রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন না?
উঃ উপরাষ্ট্রপতিকে।

প্রঃ কেন্দ্রীয় উচ্চপদস্থ সরকারী কর্মচারীদের পদে নিয়োগের জন্য নির্বাচন কে করে?
উঃ ইউনিয়ান পাবলিক সার্ভিস কমিশন।

প্রঃ ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উঃ বাইশটি ভাষাকে।

প্রঃ সংবিধানে হিন্দীকে কিসের মর্যাদা দেওয়া হয়েছে?
উঃ রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে।

প্রঃ ভারতের সংবিধানে কোন রাজ্যকে আলাদা সংবিধানের অধিকার দেওয়া হয়েছিল?
উঃ জম্মু ও কাশ্মীর।

বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali

Bangla gk question answer 2023| Bengali short question answers GK Question Answers | Important GK Questions Gk Question Bangla | Mcq GK Questions Answers| Tarun Goyal Gk Bengali | Bengali gk question answers| Bengali gk question answers pdf download Funny Bangla GK Questions Interesting Bangla GK Questions.

বাংলা gk প্রশ্ন উত্তর,  বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali, Gk প্রশ্ন উত্তর,বাংলা প্রশ্ন উত্তর, Gk প্রশ্ন,জিকে কোশ্চেন, জেনারেল নলেজ, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, বাংলা GK প্রশ্ন উত্তর | Tarun Goyal Gk Bengali,  general knowledge in bengali pdf, general knowledge questions bangla, জেনারেল নলেজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.