Type Here to Get Search Results !

পৃথিবীর সকল বৃহত্তম | General Knowledge in Bengali

পৃথিবীর সকল বৃহত্তম মহাদেশ,মহাসাগর,দেশ,দেশ (জনসংখ্যা,বৃহত্তম নদী,বৃহত্তম শহর, দ্বীপ,দ্বীপপুঞ্জ ,গিরিখাত,বৃহত্তম অরন্য, ইত্যাদি.all Competitive exams..
পৃথিবীর সকল বৃহত্তম | General Knowledge in Bengali

পৃথিবীর সকল বৃহত্তম| General Knowledge in Bengali| All Exams.

পৃথিবীর সকল বৃহত্তম মহাদেশ, মহাসাগর, দেশ, দেশ (জনসংখ্যা,বৃহত্তম নদী, বৃহত্তম শহর, দ্বীপ, দ্বীপপুঞ্জ, গিরিখাত, বৃহত্তম অরন্য, ইত্যাদি। all Competitive exams..

Today Gk All Exams: আজকের আমাদের আলোচনার বিষয় হলো পৃথিবীর বৃহত্তম সকল  মহাদেশ, মহাসাগর, দেশ, দেশ(জনসংখ্যায়, বৃহত্তম নদী, বৃহত্তম শহর, দ্বীপ,দ্বীপপুঞ্জ ,গিরিখাত,বৃহত্তম অরন্য,লবনাক্ত জলের হ্রদ ইত্যাদি। 

সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো যে গুলি Student-এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে General Knowledge in Bengali, All Exams MCQ-নিয়ে এসেছি যে গুলি বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে।

পৃথিবীর সকল বৃহত্তম| General Knowledge in Bengali| All Exams.

1.পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?  

Ans: এশিয়া।


2.পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?  

Ans: প্রশান্ত মহাসাগর।


3.পৃথিবীর বৃহত্তম দেশ (আয়তন) কোনটি?  

Ans: রাশিয়া।


4. পৃথিবীর বৃহত্তম দেশ (জনসংখ্যা) কোনটি?  

Ans: চিন.


5. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?  

Ans: অ্যামাজন।


6. পৃথিবীর বৃহত্তম শহর (লোকসংখ্যা) কোনটি?  

Ans: টকিও (জাপান)


7. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?  

Ans: গ্রীনল্যান্ড।


8. পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?  

Ans: ইন্দোনেশিয়া।


9. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?  

Ans: সাহারা।


10. পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? 

Ans : গ্র্যান্ড ক্যানিয়ন।


11. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি?  

Ans: অ্যামাজন।


12. পৃথিবীর বৃহত্তম অরন্য কোনটি?  

Ans: তৈগা (রাশিয়া)


13. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?  

Ans: সুন্দরবন।


14. পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? 

Ans: মওনা লোয়া (হাওয়াই)


15. পৃথিবীর বৃহত্তম পাঠাগার কোনটি?  

Ans: লাইব্রেরি অফ দি কংগ্রেস (U.S.)


16. পৃথিবীর বৃহত্তম জাদুঘর কোনটি?  

Ans: দ্যা স্মিথসোনিয়ান (ওয়াশিংটন ডি সি , US)


17. পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি?  

Ans: আঙ্কারভাট (কম্বোডিয়া)


18. পৃথিবীর বৃহত্তম গির্জা কোনটি?  

Ans: সেন্টপিটার গির্জা (ভ্যাটিকান সিটি)


19. পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি?  

Ans: মসজিদ আল - হারাম (মক্কা)


20. পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? 

Ans: নীল তিমি।


21. পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি?  

Ans: উট। 


22. পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী কোনটি?  

Ans: হাতি।


23. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?  

Ans: কাস্পিয়ান হ্রদ।


24.পৃথিবীর বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি?  

Ans: কাস্পিয়ান হ্রদ।


25. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? 

Ans:  সুপিরিয়র হ্রদ।


26. পৃথিবীর বৃহত্তম সাগর (অন্তর্দেশীয়) কোনটি?  

Ans: ভূমধ্যসাগর।


27. পৃথিবীর বৃহত্তম ঘণ্টা কোনটি?  

Ans: মস্কোর ঘণ্টা।


28. পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্রপ্রেক্ষাগৃহ কোনটি?  

Ans: রক্সি (নিউইর্য়ক)


29. পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী প্লেন কোনটি?  

Ans: এয়ারবাস এ ৩৮০.


30. পৃথিবীর বৃহত্তম দিন কোনটি?  

Ans: ২১ জুন (উত্তর গোলার্ধে)


31. পৃথিবীর বৃহত্তম রাত কোনটি? 

Ans: ২২ডিসেম্বর (উত্তর গোলার্ধে)


32. পৃথিবীর বৃহত্তম জেলখানা কোনটি?  

Ans: খারকভ জেলখানা (রাশিয়া)


33. পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোনটি?  

Ans: কিম্বারালি (দক্ষিণ আফ্রিকা).


34. পৃথিবীর বৃহত্তম হীরক কোনটি? 

Ans:  কুল্লিনান।


35. পৃথিবীর বৃহত্তম বন্দর কোনটি? 

Ans : পোর্ট অফ সাংহাই (চিন).


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.