Type Here to Get Search Results !

Gk in Bengali | General knowledge in Bengali.

Gk in Bengali | General knowledge in Bengali.

Gk in Bengali| General knowledge in Bengali.

Gk in Bengali| General knowledge in Bengali| ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে (ike WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, Police Constable, postal, etc exam. 

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে General Knowledge খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে General Knowledge থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে General Knowledge in Bengali বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।

Today GK is India's best website for GK, General Knowledge in Bengali, GK in Bengali, GK For Wbcs Preliminary Exam, Rrb Important Science Questions,  questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. 

Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or  General Knowledge, Group-d, Daily GK and GK in BengaliCurrent Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India


Most important GK| Gk in Bengali| General knowledge in Bengali.

1) Shanghai Ranking 2020 এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে সেরার শিরােপা পেল কোন বিশ্ববিদ্যালয় ?

Ans : কোলকাতা বিশ্ববিদ্যালয়।


2) Suparipalana বইটির লেখক কে?

Ans :  শৈলেন্দ্র যােশী।


3) Britannia Industries an additional director পদে কে নিযুক্ত হলেন?

Ans :  উর্জিত প্যাটেল।


4) Pt Small Finance Bank 'Great place to work' সার্টিফিকেট ভূষিত হলাে?

Ans :  ESAF Small Finance Bank.


5) পশ্চিমঘাট পর্বতমালা অন্তর্গত সিন্ধুদুর্গ জেলার আম্বলি জায়গাকে বায়াে ডাইভারসিটি হেরিটেজ সাইট এর মর্যাদা দেওয়া হলাে এটি কোন রাজ্যে অবস্থিত ?

Ans : মহারাষ্ট্র।


6) Public Enterprises selection Board(PESB) এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন?

Ans :  মল্লিকা শ্রীনিভাসন।


7) কোন সংস্থা খুব হালকা মানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল?

Ans :  DRDO.


8) কোন রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করল?

Ans : পাঞ্জাব।


9) সম্পূর্ণ মার্চ মাসে GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?

Ans :  123902 কোটি টাকা।


10) 2021 সালের 14 এপ্রিল ড: বি আর আম্বেদকর এর কততম জন্মবার্ষিকী পালিত হবে?

Ans :  130th.


11) 2021 Global gender gap Index এ ভারতের স্থান কত ?

Ans : 140.


12) International children's book day PCA পালিত হয়?

Ans : 2 এপ্রিল।


13) কে ONGC এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন?

Ans :  সুভাষ কুমার।


14) Paytm Money কোথায় নতুন R&D facility সেন্টার খুলতে চলেছে?

Ans :  পুনে।


15) ওড়িশার রাজ্যের দ্বিতীয় বায়ােস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে কোন জায়গা?

Ans : মহেন্দ্রগীরি।


16) কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত 4 টি ব্যাংকে কত কোটি টাকা বিনিয়ােগ করতে চলেছে?

Ans :  14500 কোটি টাকা।


17) কোন রাজ্য সরকার কমিউনিটি হেলথ অফিসারদের জন্যi-learn পােটাল লঞ্চ করল?

Ans : নাগাল্যান্ড।


18) ভারত ও কোন দেশের বিশেষ বাহিনীর সাথে Vajra Prahar 2021 নামে যৌথ সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলাে?

Ans :  মার্কিন যুক্তরাষ্ট্র।


19) কোন দেশে বার্ষিক বহুপাক্ষিক মহড়া Desert Flag-VI অনুষ্ঠিত হলাে?

Ans : ইউনাইটেড আরব এমিরেটস।


20) ওড়িশা দিবস (উৎকল দিবস) কবে পালিত হলাে ?

Ans : 2 এপ্রিল।


21) Bahrain grand prix 2021 কে জিতলাে?

Ans :  Lewis Hamilton.


22) প্রসার ভারতীর DD Free Dish এই সাবস্ক্রাইবের পরিমাণ কত মিলিয়ন অতিক্রম করল?

Ans : 40 মিলিয়ন।


23) বিশ্ব অটিজম সচেতনতা দিবস (World autism awareness day) কবে পালিত হয় ?

Ans : 2 এপ্রিল।


24) 2020 সালে কে সরস্বতী সম্মান পুরস্কার পেলেন?

Ans : ড: সরনকুমার লিম্বেল।


25) কে Fiction ক্যাটাগরিতে National Book critics circle prize জিতলাে ?

Ans :  Maggie O'Farrell's 'Hamnet.


26) কোন ব্যাঙ্ক "UNI - CARBON CARD” লঞ্চ করল?

Ans : Union Bank of India.


27) সম্প্রতি ভারত কোন দেশের সেনা বাহিনীকে এক লক্ষ করােনার ভ্যাকসিন দিল?

Ans : নেপাল।


28) কোন রাজ্য সবথেকে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর থাকা রাজ্যের তকমা পেতে চলেছে?

Ans : উত্তর প্রদেশ।


29) "Names of the women” বইটির লেখক কে ?

Ans : জিত থায়িল।


30) কোন কেন্দ্রীয় মন্ত্রী IIM, Jammu তে "Anandam: The Center for Happiness" উদ্বোধন করলেন?

Ans : রমেশ পক্রিয়াল।

Gk in Bengali | General knowledge in Bengali.

প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা General Knowledge MCQ নিয়ে এসেছি। 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.