Type Here to Get Search Results !

Gk in Bengali | General knowledge in Bengali

Gk in Bengali | General knowledge in Bengali

Gk in Bengali | General knowledge in Bengali  

Gk in Bengali | General knowledge in Bengali| Latest Gk in bengali, Gk in Bangla- প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান ....

প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Today GK is India's best website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam,   Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams (like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exam. Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc. Exam) Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.

এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য GK in Bengali 

Gk in Bengali | General knowledge in Bengali  

প্রঃ-‘রাজতরঙ্গিনী’-তে কোন স্থানের ইতিহাস আলােচিত হয়েছে? 

উঃ- কাশ্মীর।


প্রঃ-‘সরস্বতী নদীর বর্তমান নাম কী? 

উঃ—ঘর্ঘরা।


প্রঃ-‘কৃয়ল’ কী? -

উঃ-বৈদিক যুগের এক প্রকার মুদ্রা।


প্রঃ-‘কুনিক’ উপাধি নেন কোন রাজা?

উঃ– অজাতশত্রু।


প্রঃ-আন্দামান দ্বীপপুঞ্জ হতে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে

উঃ-১০° চ্যানেল।


প্রঃ-দাক্ষিণাত্যের কালাে মাটির স্থানীয় নাম ?

উঃ-রেগুর।


প্রঃ-বিশ্বের জনবহুল শহর (জনসংখ্যা) কোনটি ?

উঃ-সাংহাই (চিন)।


প্রঃ-বাটাভিয়া’-র বর্তমান নাম কী?

উঃ-জাকাতা।


প্রঃ-‘ফরমমাসা’-র বর্তমান নাম কী?

উঃ-তাইওয়ান।


প্রঃ-এশিয়া মহাদেশে প্রথম কবে, কোথায় অলিম্পিকের আসর বসে?

উঃ-১৯৬৪, টোকিও, জাপান।


প্রঃ-প্রথম শীতকালীন অলিম্পিক কবে, কোথায় বসে?

উঃ-১৯২৪ সালে ফ্রান্সের চ্যামনিক্স।


প্রঃ-২০১২ সালে কোথায় অলিম্পিকের আসর বসবে?

উঃ-লন্ডন।


প্রঃ-প্রথম কোথায়, কবে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?

উঃ-১৯৫১ সালে, দিল্লি।


প্রঃ-প্রথম সাফ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ-১৯৮৪ সালে, কাঠমান্ডু।


প্রঃ-প্রথম কোথায়, কবে কমনওয়েলথ গেমসের আসর বসে?

উঃ-১৯৭০ সালে, হ্যামিল্টন, কানাডা।


প্রঃ-একমাত্র খেলােয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট দুটিরই বিশ্বকাপ খেলেছেন?

উঃ- ভিভ রিচার্ডস।


প্রঃ-প্রথম কোথায়, কবে বিশ্বকাপ ফুটবলের আসর বসে?

উঃ-১৯৩০ সালে, উরুগুয়ে।


Latest Gk in Bengali| General knowledge in Bengali.


প্রঃ-Mantoux পরীক্ষার দ্বারা কোন রােগ নির্ণয় করা হয়?

উঃ-যক্ষা।


প্রঃ-শিশু পত্রিকা ‘সবুজ পাতার প্রতিষ্ঠা কে করেন? 

উঃ- অবনীন্দ্রনাথ ঠাকুর।


প্রঃ-রানি ভিক্টোরিয়াকে কে ভারতসম্রাজ্ঞী আখ্যা দেন?

উঃ-লর্ড লিটন।


প্রঃ-কোন বিখ্যাত সাহিত্যিকের ডাক নাম ‘পাপা’?

উঃ-আর্নেস্ট হেমিংওয়ে।


প্রঃ-FAX কথাটির সম্পূর্ণ অর্থ কী?

উঃ-Fascimile Auto Xerox.


প্রঃ-ইন্টারনেট কথাটির পুরাে অর্থ কী?

উঃ-Interconnected Network of Computers.


প্রঃ-ভারতীয় সংবিধানে রিপাবলিক কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? 

উঃ-ফ্রান্স।


প্রঃ-রাজস্থানের পর ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়?

উঃ-অন্ধ্রপ্রদেশ।


প্রঃ-সংসদ ভবনের পূর্বনাম পূর্বনাম কী ছিল ?

উঃ- চেম্বার অব প্রিন্সেস।


প্রঃ-সংসদের কোনও সদস্যের অযোেগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চুড়ান্ত মীমাংসা কে করেন?

উঃ-রাষ্ট্রপতি।


প্রঃ-লােকসভার কোনও সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন? 

উঃ-স্পীকার।


প্রঃ-ভারতের কোন রাজ্যে রাজ্যপালের শাসন ঘােষণা করার ব্যবস্থা আছে ?

উঃ-জম্মু ও কাশ্মীর।


প্রঃ-প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?

উঃ-ক্ষিতীশচন্দ্র নিয়ােগী।


প্রঃ-ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উঃ-সুচেতা কৃপালনী।


প্রঃ-প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হন কে?

উঃ-রীতা ফারিয়া (১৯৬৬)।


প্রঃ-প্রথম সবাক ভারতীয় চিত্র কত সালে তৈরি হয়?

উঃ-১৯৩১ (আলম আরা)।


প্রঃ-কোন বাঙালি সর্বপ্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন?

উঃ-বিজন কুমার মুখােপাধ্যায়।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.