Type Here to Get Search Results !

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 17 June 2021

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 17 June 2021

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 17 June 2021

কারেন্ট অ্যাফেয়ার্স| Current Affairs in Bengali 17 June 2021. যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস, বনদপ্তর,আর্মি, নেভি, ইত্যাদি...

Dear Students: আজ আমরা আলোচনা করবো 17 June 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)আপনার সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali: 17 June 2021 

Today GK All Exams is India's best website for GK, GK in BengaliGk For Wbcs Preliminary Exam, RRB Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. 

কারেন্ট অ্যাফেয়ার্স| Current Affairs in Bengali 17 June 2021

1. কোন দুটি দেশের মধ্যে Falcon Claws 4 সেনা অনুশীলন হলো? 

Ans:  আমেরিকা ও সৌদি আরব।

2. ভারতরত্ন ও পদ্ম পুরস্কারের মতো রাজ্যস্তরে নিজস্ব পুরস্কার প্রদান করবে কোন রাজ্য?

Ans: আসাম

3. IAS পরীক্ষার কোচিং দেওয়ার জন্য স্কলারশিপ লঞ্চ করল কোন অভিনেতা? 

Ans:  সোনু সুদ।

4. ‘Believe’ শিরোনামে আত্মজীবনী প্রকাশ করলো কোন ক্রিকেটার?

Ans: সুরেশ রায়না

5. U. s women’s open golf tournament কে জিতলেন? 

Ans:  Yuka Saso.

6.  মে মাসে পুরুষ বিভাগে ICC Players of the Month হলেন কোন ক্রিকেটার?

Ans: মুশিকুর রহিম

7. 2021 সালে পুলিৎজার পুরস্কার পেলেন কোন ভারতীয় মহিলা? 

Ans:  Megha Rajagopalan.

8.  মে মাসে মহিলা বিভাগে ICC Player of the Month Award জিতলেন Kathryn Bryce, তিনি কোন দেশের ক্রিকেটার?

Ans: স্কটল্যান্ড

9. কোন রাজ্যে Indian grand prix 4 অনুষ্ঠিত হতে চলেছে? 

Ans:  পাঞ্জাব।

10. Gelfand Challenge chess title জিতলো কোন ভারতীয় দাবাড়ু ?

Ans: ডি. গুকেশ

11. কে Asia pacific productivity champion award 2021 এ ভূষিত হলেন? 

Ans:  R. S. Sodhi.

12.খারিফ শস্যের জন্য বিনামূল্যে ৯ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য?

Ans: অন্ধ্রপ্রদেশ

13. কোন মহাকাশ গবেষণা সংস্থা নেপচুন গ্রহের আকারে টি1231 b গ্রহ আবিষ্কার করল? 

Ans:  NASA.

14. ২০২১-এর শেষের দিকে প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করবে কোন সংস্থা?

Ans: Artic Astronautics.

15. The football association এর মহিলা চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন?

 Ans:  Debbie Hewitt.


কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 17 June 2021

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 17 June 2021. যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস, বনদপ্তর,আর্মি, নেভি, ইত্যাদি

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 17 June 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali 17 June 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল 

Current Affairs in Bengali 17 June 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali| বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  – Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.