Type Here to Get Search Results !

WB Police Constable| WB Police - বাংলা GK প্রশ্ন উত্তর।

WB Police Constable| WB Police - বাংলা GK প্রশ্ন উত্তর।

WB Police Constable| WB Police - বাংলা Gk প্রশ্ন উত্তর। 

WB Police Constable| WB Police - বাংলা Gk প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর| 20 টি  General Knowledge in Bengali. গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো। বাংলায় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল- General Knowledge Questions And Answers for Competitive Exam.

WB Police Constable| WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর| General Knowledge in Bengali থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, Primary Tet,SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank, Kolkata Police, PSC - ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।  জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম, Gk quiz bengali police exam, Wbp প্রশ্ন ও উত্তর, পুলিশের পরীক্ষার প্রশ্ন, জি কে প্রশ্ন ও উত্তর, WBP GK Questions, WBP GK in Bengali


WBP কনস্টেবল নিয়োগ 2024

পশ্চিমবঙ্গের WBP কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড 7 মার্চ 2024 থেকে প্রকাশ করেছে, যার পরে প্রার্থীরা WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে সক্ষম হবেন, আবেদন করার জন্য অনলাইন আবেদন ফর্ম প্রায় 4 সপ্তাহের জন্য খোলা থাকবে।

দেশ  ভারত 
সংগঠন  ডব্লিউবিপিআরবি 
পোস্টের নাম কনস্টেবল 
শূন্যপদ  11749
বিজ্ঞপ্তি PDF লিঙ্ক এখানে চেক করুন
আবেদনপত্রের লিঙ্ক এখানে চেক করুন
আবেদনের F orm তারিখ  07 মার্চ 2024 থেকে 05 এপ্রিল 2024
সরকারী ওয়েবসাইট  https://prb.wb.gov.in/

আপনি যদি হাজার হাজার প্রার্থীদের মধ্যে একজন হন যারা WBP বিভাগে কনস্টেবল পদে নিয়োগ পেতে চান,(WB Police Constable) তাহলে আপনাকে অবশই পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। আর তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর আমরা আপনাকে এই প্রস্তুতিতে সাহায্য করবো আমরা আমাদের এই ওয়েবসাইট এর মাধ্যমে WB Police Constable| WB Police বাংলা Gk প্রশ্ন-উত্তর দিয়ে আপনাকে সহজ করবো। 

WB Police Constable| WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর


1. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত? 
Ans: ৬০০ কিলোমিটার।

2. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? 
Ans: রায়ডাক।

3. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক লক্ষ্য করা যায়? 
Ans: পুরুলিয়া ।

4. কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ? 
Ans: ক্যানিং।

5. প্রথম রাবার চাষ কোথায় শুরু হয় ? 
Ans: দক্ষিণ পূর্ব এশিয়ায় । 

6. ক্যাপসিউল ফল কিসের থেকে আয়োডিন পাওয়া যায় ? 
Ans: শৈবাল। 

7. প্রথম রোবট কে তৈরি করেন? 
Ans: উইলিয়াম গে. ওয়াল্টার। 

8. UICN-এর কাজ কি? 
Ans: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

9. প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত? 
Ans: ৫০। 

10. পাকা কলার উপাদান কি? 
Ans: অ্যামাইল অ্যাসিটেট। 

11. ডিওজিনিস মতবাদের প্রচারক 
Ans: সাইনি সিজম্। 

12. ইরাটম কি? 
Ans: উন্নত জাতের ধান।

13. ‘Milky Way' এর অর্থ কি? 
Ans: নীহারিকা মন্ডল ৷

14. বেশি পরিমাণে শব্দ শোষণ করে এমন বৃক্ষ হল 
Ans: ফার, দেবদারু। পাইন,

15. ‘10 Percent law' -এর প্রবক্তা হলেন 
Ans: লিন্ডেম্যান।

16. মহাড় আন্দোলন কে শুরু করেছিলেন? 
Ans: বি. আর. আম্বেদকর।

17. অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী/অববাহিকা হল 
Ans: মারে-ডার্লিং অববাহিকা।

18. কোন কলমে স্টক ও শিয়ন দেখা যায়? 
Ans: দারাকলম। 

19. মায়োটোম পেশীর আকৃতি হল 
Ans: ‘V’ এর মতো।

20. S. A. নোড থেকে উৎপন্ন স্পন্দন হল মিনিটে 
Ans: 70-80 টি। 

21. টাইপ-। ডায়াবেটিসের অন্য নাম কি ? 
Ans: জুভেনাইল ডায়াবেটিস।

22. ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড (IAA) কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? 
Ans: অক্সিন।

WB Police Constable| WB Police - বাংলা Gk প্রশ্ন উত্তর। 

WB Police Constable| WB Police - বাংলা Gk প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি WB Police GK...

WB Police Constable| WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর| General Knowledge in Bengali থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, Primary Tet,SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank, Kolkata Police, PSC - ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।  জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম, Gk quiz bengali police exam, Wbp প্রশ্ন ও উত্তর, পুলিশের পরীক্ষার প্রশ্ন, জি কে প্রশ্ন ও উত্তর, WBP GK Questions, WBP GK in Bengali.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.