Type Here to Get Search Results !

WBP Police Exams Practice Set-2 | WB Police GK Bengali

WBP Police Exams Practice Set-2 | WB Police GK Bengali

WBP Police Exams Practice Set-2 | WB Police GK Bengali

WBP Police Exams Practice Set-2| WB Police GK Bengali| WB Police Constables Exams| WBP police practice set Bengali| WBP exams Bengali| WBP police exam question| WBP constable gk| Police Exam Questions and Answers.

Dear Students: সকল ভিজিটর দেরকে অসংখ ধন্যবাদ  আমাদের এই Today GK All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আজ আমরা আলোচনা করবো সরকারি চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। West Bengal government একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police exams - অর্থাৎ WB Police constable-এর জন্য পরীক্ষা নেওয়া হবে। WB Police constable -এর জন্য নিয়ে এসেছি বিভিন্ন বিষয় থেকে গুরুত্ব পূর্ন সকল প্রশ্নও উত্তর নিয়ে। WBP Police Exams Practice Set-2 | WB Police GK Bengali, আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা 30 গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সকল পরীক্ষার্তীদের পরীক্ষার্থীর সাফল্য এনেদিতে সাহায্য করবে। 

WB Police GK Bengali| WBP Police Exams Practice Set-2


1. রাজ্য মন্ত্রীসভায় কত প্রকার মন্ত্রী থাকে? 
Ans: ৩ প্রকার। 

2. শোষিত না হওয়ার অধিকার কোন ধারায় বলা হয়েছে? 
Ans: ২৩-২৪নং ধারায় ।

3. ৬-১৪ বছরের সকল শিশুদের শিক্ষার অধিকার কোন সংশোধনীতে মৌলিক কর্তব্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ? 
Ans: ৮৬তম সংশোধনী। 

4.  সংবিধানের প্রস্তাবনায় কতগুলি মূলনীতি আছে? 
Ans: ৪টি। 

5. ২০১৪ সালের লোকসভা ভোটে NDA কতগুলি আসনে জয়ী হয়েছিল? 
Ans: ৩৩৬ ।

6. মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 
Ans: রাশিয়া।

7. ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিতহয়? 
Ans: ১৯৫৫। 

8. আলুয়ে কোন নদীর তীরে অবস্থিত? 
Ans: পেরিয়ার। 

9. মহীশূর কোন নদীর তীরে অবস্থিত? 
Ans: কাবেরী।

10. দাক্ষিণাত্যের রানি কাকে বলে? 
Ans: পুণে।

11. সমব্রেরো চ্যানেল কোথায় অবস্থিত? 
Ans: আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ।

12. কোয়েম্বাটোর কোন নদীর তীরে অবস্থিত? 
Ans: নোয়ালি। 

13. নেলোর কোন নদীর তীরে অবস্থিত? 
Ans: পেন্নার । 

14. কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত? 
Ans: তুঙ্গভদ্রা। 


15. মানডি প্রকল্প কোন নদীর তীরে গড়ে উঠেছে? 
Ans: বিপাশা নদী । 

16. সিপাহী জলা অভয়ারণ্য কোন রাজ্যে আছে? 
Ans: ত্রিপুরা। 

17. রোহিয়া জাতীয় উদ্যান কোথায় রয়েছে? 
Ans: কুলু ও হিমাচল প্রদেশ । 

18. ইয়েন্না জলপ্রপাত কোন রাজ্যে আছে? 
Ans: উড়িষ্যা।

19. দুর্গাবতী জলপ্রপাত কোথায় অবস্থিত ? 
Ans: রোহতাস মালভূমি । 

20. ওড্ডা জলপ্রপাত কোথায় অবস্থিত? 
Ans: মধ্যপ্রদেশ। 

21. বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? 
Ans: ২৭শে জুন। 

22. নিকোলো কন্টি কার সময়কালে ভারতে এসেছিলেন?
Ans: প্রথম দেবরায়।

23. পৃথিবীর প্রথম শিক্ষার জন্য উপগ্রহ ‘EDUSAT’ ইসরো উৎক্ষেপণ করেছিল কোন মাসে? 
Ans: সেপ্টেম্বর, ২০০৪ সালে। 

24. তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 
Ans: ১৫৬৪-৬৫। 

25. রাজমহলের যুদ্ধ কত সালে হয়েছিল ? 
Ans: ১৫৭৬ সালে। 

26. সগৌলির সন্ধি কত সালে হয়? 
Ans: ১৮১৬ সালে। 

27. ইয়ান্দাবুর সন্ধি কত সালে হয় ? 
Ans: ১৮২৬ সালে।

28. গন্ডোমার্কের সন্ধি কত সালে হয় ? 
Ans: ১৮৭৭ সালে। 

29. কিং কোবরা কিসের সাহায্যে বিষ নির্গত করে ? 
Ans: দন্তমূলীয় থলির সাহায্যে।

30. A Nation in the making কার রচনা? 
Ans: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

31. লোহাগড় দুর্গ কে নির্মাণ করেন? 
Ans: গুরু গোবিন্দ সিং।

32. Voice of India সংবাদপত্র কে প্রচলন করেন? 
Ans: দাদাভাই নৌরজী।

WBP Police Exams Practice Set-2 | WB Police GK Bengali

WBP Police Exams Practice Set-2| WB Police GK Bengali| WB Police Constables Exams| WBP police practice set Bengali| WBP exams Bengali| WBP police exam question| WBP constable gk| Police Exam Questions and Answers.

Today Gk All Exams: এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে  অবশ্য জানাবেন। 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই – Today Gk All Exams -এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.