Type Here to Get Search Results !

General Knowledge| Gk Questions.

General Knowledge| Gk Questions.

General Knowledge| GK Questions| Notes, Topics, Facts, Practice

General Knowledge| Gk Questions. (Like Railway,  General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, Army, Navy, Air Force.

নমস্কার: জানাই আমার সকল ভিজিটর দেরকে। তার সাথে সাথে জানাই অসংখ ধ্যন্যবাদ আমাদের এই Today GK-All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।আজ আমরা আলোচনা করবো সরকারি চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। 

Today GK is India's best website for GK ((Like Railway,  General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

2022-23 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2022-23. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.

এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য G.K Website.

General Knowledge| GK Questions| GK Notes.

প্রঃ - আবসোলিউট জিরো মানে কী? 

উঃ - মহাকাশে যাবার জন্য যাকে নির্বাচিত করা হয়।


প্রঃ - নদী থেকে সনদে সাতার কাটা সোজা কে?

উঃ - সমুদ্রের জলে না বেশী থাকার জন্য।


প্রঃ - ভানু সিংহ কার ছদ্ম নাম? 

উঃ - রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রঃ - অনিলা দেবী কার ছদ্ম নাম? 

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।


প্রঃ - কালকট কার ছদ্ম নাম? 

উঃ - সমরেশ বসু।


প্রঃ - পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ কে ছিলেন ১৯৮৬ সাল পর্যন্ত?

উঃ - সিগেচিও হড়মি (১৮৬৫-১৯৮৬)। 


প্রঃ - বিশ্ব উদ্বাস্তু দিবস কবে? 

উঃ - ২০ . জুন।


প্রঃ - মানুষ নিজেই নিজের উচ্চতা মাপার সহজ উপায় কী? 

উঃ - একজন মানুষ দুহাত ছড়িয়ে দাঁড়ালে যা দৈর্ঘ্য হবে সেটা সেই মানুটির উচ্চতার সমান।


প্রঃ - মৌমাছি কার ছদ্মনাম ? 

উঃ - বিমল ঘােষ।


প্রঃ - এভারেষ্ট চুড়ায় কারা বিয়ে করেছিলেন? 

উঃ - মূলেপাটি, ২০০৫ সালের ৩০ মে।পম্বা দোরজি শেরপা ও মনি মূলেপাটি 2005 সালে 30 মে।


প্রঃ - TELO-এর পুরাে কথা কী? 

উঃ - টাটা ইঞ্জিনিয়ারিং এণ্ড লােকোমােটিভ।


প্রঃ - কলকাতায় এখনকার OXFORD MISSION অতীতে কী ছিল?

উঃ- কলু বাড়ি, হাড়ীপাড়া।


প্রঃ - লােকমাতা রানি রাসমণির জন্ম হয় কবে?

উঃ - ২৪ শে সেপ্টেম্বর, ১৭৯৩ খ্রিঃ (১১আশ্বিন, ১২০০ বঙ্গাব্দ)।


প্রঃ - রানি রাসমণির জন্ম কোথায় হয়? 

উঃ - ২৪ পরগণার হালিশহরের লাগােয়া গ্রাম কোনা।


প্রঃ - ইস্পাত ও হীরকের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? 

উঃ - হীরক।


প্রঃ - পদাবলী শব্দটিকে কে কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেন?

উঃ - কবি জয়দেব, ‘গীতগােবিন্দ’ গ্রন্থে।


প্রঃ - কোলেস্টেরল কথাটি কোথা থেকে এসেছে? 

উঃ - গ্রিক শব্দ CHOLE যার অর্থ পিত্ত এবং STEREOS যার অর্থ কঠিন বস্তু থেকে।


প্রঃ - টেলিফোন যন্ত্রে হ্যালাে শব্দটি প্রথম কে বলেন? 

উঃ - টমাস আলভা এডিসন।


প্রঃ - কে, কোন গ্রন্থে প্রথম বাংলা চলিত ভাষা ব্যবহার করেছিলেন?

উঃ - উইলিয়াম কেরি (কথােপকথন গ্রন্থে)।


প্রঃ - পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সম্মানজনক নােবেল পুরস্কার কী কী বিষয়ের উপর দেওয়া হয়? 

উঃ - ছয়টি বিষয়ের উপর দেওয়া হয়, ১) পদার্থবিদ্যা, ২) রসায়নবিদ্যা, ৩) সাহিত্য, ৪) শরীরবিদ্যা, ৫) শান্তি ও ) অর্থনীতি।


প্রঃ - পদ্মভূষণ পুরস্কার কেন দেওয়া হয়? 

উঃ - যে কোন বিষয়ে অসাধারণ কৃতিত্বের।


প্রঃ - পদ্মশ্রী কেন দেওয়া হয়? 

উঃ - যে কোন বিষয়ে স্বতন্ত্র অবদানের জন্য।


প্রঃ - পাবলিক সেকটর (Public Sector) মানে কী? 

উঃ - রাষ্ট্রের উদ্যোগে চালিত রাষ্ট্র কর্তৃক অধিগৃহীত কোন বিকল্প।


প্রঃ - কৃত্রিম উপায়ে প্রথম জিন তৈরি করা হয় কবে? 

উঃ - ১৯৭০সালে।


প্রঃ - কোন দেশে ২১ শে মার্চ নববর্ষ পালিত হয়? 

উঃ - ইরানে।


প্রঃ - রবীন্দ্র পুরস্কারের নগদ মূল্য কত? 

উঃ - ১৫০০০ টাকা।


প্রঃ - বিখ্যাত দেশাত্মবােধক সঙ্গীত “বন্দেমাতরম” ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে কবে প্রথম গাওয়া হয়? 

উঃ - ১৮৯৬ সালে।


প্রঃ - লিপ ইয়ার ছাড়া বছরগুলােতে কোন তারিখ বছরের ঠিক মাঝখানে আসে?  

উঃ - 2রা জুলাই।


Today GK is India's best website for GK (Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

2022-23 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like RailwaySSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.