MCQ questions and answers| Covid-19 MCQ questions.
Covid-19 MCQ questions and answers| Covid-19, 60 MCQ questions and answers in Bengali. Covid-19 60 MCQ questions and answers. Questions and Answers COVID.
Today Gk All Exams: Covid-19 MCQ questions and answers| Covid-19 MCQ questions and answers in Bengali. Covid-19 60 MCQ questions and answers. Welcome to our website.
আমাদের এই ব্লক পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো করোনাভাইরাস সম্পর্কিত কিছু এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আপনারা জানেন বিগত কয়েক বছর করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক সিচুয়েশন ছড়িয়েছে তার নিষ্পত্তিতে ভারত সরকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের দেশে এই পর্যন্ত প্রায় সকল মানুষের থেকে করানো হয়ে গিয়েছে। করোনা মহামারীতে প্রায় সকল বিশ্ব থমকে গিয়েছিল, আজকে আমরা সেই করোনা মহামারী সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্নাবলির মাধ্যমে Covid-19 সম্পর্কে জানার চেষ্টা করব।
Covid-19 MCQ questions and answers| Covid 19 MCQ questions and answers in Bengali. Covid-19 60 MCQ questions and answers. Questions and Answers COVID-19.Questions and Answers About COVID-19| COVID-19 Specific Advice Quiz Answer Sheet/ GK Questions and Answers on Coronavirus [COVID-19]. Covid 19 MCQ questions and answers in Bengali
GK Questions and Answers on Coronavirus [COVID-19]
1. প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ে কোথায়?
উঃ চীনের উহান শহরে।
2. করোণা সংক্রমণ না ছড়ানোর সম্ভাব্য উপায় কি?
উঃ social distancing.
3. করো না অসুখের উপসর্গ দেখা দেয় কতদিন পর?
উঃ ২ থেকে ১৪ দিনের মধ্যে।
4. ডাবলু এইচ ও করোনাভাইরাস যুক্তরোগকে কি নাম দিয়েছে?
উঃ Covid-19
5. Covid-19 এর পুরো নাম কি?
উঃ Corona virus disease-19
7. করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কযুক্ত অসুখ গুলি?
উঃ MERS. SARS.
8. COVID-19-এর 'CO' বলতে কী বোঝায়?
উঃ করোনা।
9. COVID-19-এর ‘VI’ বলতে কি বোঝায়?
Ans: ভাইরাস (Virus)
10. COVID-19-এর 'D' বলতে কি বোঝায়?
Ans: ডিজিজি (Disease)
11. বিশ্বে COVID-19 বিষয়ে উপদেশ প্রদান করছে কে?
Ans: WHO.
12. সংক্রমিত ব্যক্তি থেকে করোনা রোগ ছড়ায় কিভাবে ?
Ans: ড্রপলেটের মাধ্যমে।
13. করোনা ভাইরাসের উৎস কি?
Ans: SARS-COV-2.
14. সাবান ও জল দিয়ে হাত ধুতে হয় কেন ?
Ans: ২০ সেকেন্ড।
15. এটা যেহেতু নতুন ধরনের করোনা ভাইরাস, তাই একে বলা হয়?
Ans: নোভেল (Novel)
16. যে কোনো পৃষ্ঠে করোনা ভাইরাস দীর্ঘসময় ক্রিয়াহীন অবস্থায় থাকে, এটিকে ইংরেজিতে বলে?
Ans: গুপ্ত (dormant)
17. কোনো অঞ্চলের মানুষজন করোনার দ্বারা সংক্রমিত হলে সেই সংক্রমণকে কি বলে?
Ans: কমিউনিটি স্প্রেড।
18. করোনা ভাইরাস নামটি গড়ে উঠেছে কিভাবে?
Ans: Due to their crown-like protections
19. রোগের উপসর্গ না থাকলে তাকে কি বলা হয়?
Ans: Asymptomatic
20. COVID-19 outbreak-এর জন্য দায়ী কোন ভাইরাস?
Ans: SARS-COV-2
21. ‘কোয়ারেন্টাইন’ শব্দটি এসেছে কোথাথেকে?
Ans: the number 40 থেকে
22. করোনা মহামারিতে বেশি বিপজ্জনককাদের জন্য?
Ans: বয়স্কলোকেদের।
23. স্যানিটাইজারে কত শতাংশ অ্যালকোহল থাকে?
Ans: ৬০ শতাংশ।
24. সোশ্যাল ডিস্টেন্সিং এ দূরত্বের ব্যবধান কত?
Ans: ৬ ফুট।
25. এই রোগের যে টেস্ট করা হয় তাকে কি বলে?
Ans: ভাইরাল টেস্ট।
26. অতীত সংক্রমণের জন্য যে টেস্ট করা হয় তাকে কি বলে?
Ans: অ্যান্টিবডি টেস্ট।
27. COVID-19-এর সাধারণ উপসর্গ কি?
Ans: সাধারণ উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট, শুকনো কাশি।
28. COVID-19 চিকিৎসার জন্য একটা উপায় কি?
Ans: প্লাজমা থেরাপি।
29. এই অতিমারিকে ইংরেজিতে কি বলে?
Ans: Pandemic.
30. বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ কোনটি?
Ans: আমেরিকা।
31. কোভিড-১৯ রোগীকে থাকতে হয় কোথায়?
Ans: আইসোলেশনে।
32. করোনা সংক্রমণ কমানো যায় কিভাবে?
Ans: ডিসইনফেকশন করে।
33. পাবলিক হেল্থ অফিসিয়াল থেকে কি পাওয়া যায়?
Ans: To date information.
34. স্বাস্থ্যকর্মীরা যে পোশাক পরে কাজ করে তাকে কি বলে?
Ans: PPE-Kits
35. মেডিক্যাল মাস্ক কি?
Ans: N95-respirators.
35. অ্যালকোহল বেসড স্যানিটাইজারে ইথানল থাকে কত পরিমানে?
Ans: 60%.
36. করোনা ভাইরাস ইনজেকশনটি যে ধরনের তাকে কি বলে?
Ans: ড্রপলেট ইনফেকশন।
37. ‘চেক পয়েন্টে’ যে পরীক্ষা করা হয় তাকে কি বলে?
Ans: Thermal temperature testing.
38. COVID-19 থেকে যারা সেরে উঠেছে তাদের কাছ থেকে কি নেওয়া হয়?
Ans: অ্যান্টিবডি
39. কোন ব্যক্তি সহজে আক্রান্ত হতে পারে?
Ans: যার Low immunity রয়েছে।
40. কোভিড-19 রোগিকে ‘ট্র্যাক' করার জন্য ‘application' কেমন?
Ans: Maha Kavach.
41. সংকটজনক কোভিড আক্রান্ত রোগীর দেহে কোভিড মরে যাওয়া রোগীর রক্তের অংশ ইনজেকশনের দ্বারা দেওয়া হয়। এই পদ্ধতি হল?
Ans: প্লাজমা থেরাপি
42. পৃথিবীর প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন কোথায় তৈরী হয়?
Ans: স্পুটনিক-৫, রাশিয়া
43. বর্তমানে কোন্ দেশ COVID-19 National Tele- consultation Centre স্থাপন করেছে?
Ans: ভারত।
44. ‘কোভিড-কবচ এলিজা' তৈরি করেছে?
Ans: ICMR
45. Mylab Discovary Solutions Pvt. Ltd. ভারতে প্রথম ‘টেস্ট-কিট’ তৈরি করে। পরীক্ষাগারটি অবস্থিত কোথায়?
Ans: পুনে।
46. করোনা আক্রান্ত রোগীদের সেবা করার জন্য ‘bio-suit’ তৈরি করেছে কে?
Ans: DRDO.
47. ভারতীয়দের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য ভারত সরকার যে 'অ্যাপ’ লঞ করেছে তারনাম কি?
Ans: আরোগ্যা সেতু।
48. ‘কোভিড অ্যাকশন প্ল্যান' চালু করেছে কে?
Ans: WEF.
49. করোনা ছড়ানো বন্ধ করতে দরকার কি?
Ans: মাস্কপরা।
50. ফেস মাস্ক পরিস্কার করা উচিত কোথায়?
Ans: ওয়াশিং মেশিনে।
51. করোনা রোগ কমাতে, আমাদের কি করা উচিত?
Ans: Exposure কমানো।
52. COVID-19 বিস্তারের ক্ষেত্রে বাহ্যিক যে অবস্থা সাহায্য করে তা হলো?
Ans: উন্নতা।
53. COVID-19-সংকট অবস্থায় যে ব্যবস্থা নেওয়া হয় তা কি?
Ans: ভেন্টিলেটর।
54. পশু থেকে মানুষে যে রোগ সংক্রমিত হয় তাকে কি বলে?
Ans: zoonotic
55. করোনা সংক্রান্ত মেসেজ গ্রহণ করবে এবং দ্রুত ব্যবস্থা নেবে কে?
Ans: Press Information Bureau
56. দিল্লির ১০,০০০ শয্যা সমন্বিত কোভিড হাসপাতাল কার নামে?
Ans: সর্দার বল্লভভাই প্যাটেল।
57. ‘প্রাণবায়ু’ নামক স্বল্পমূল্যে বহনকারী ভেন্টিলেটর বানিয়েছে কে?
Ans: আই.আই.টি রুরকি
58. ‘পি.এম.কেয়ার ট্রাস্ট’-এর প্রধান কে?
Ans: প্রধানমন্ত্রী
59. ICMR যে কোম্পানির সাথে যুগ্মভাবে এলিজা টেস্ট কীট তৈরি করে তার নাম?
Ans: জাইডাস কারডিয়া
60. করোনা ভাইরাস আক্রান্ত কিনা জানার জন্য যে দেশ প্রথম অ্যান্টিবডি টেস্ট ব্যবহার করে?
Ans: সিঙ্গাপুর
61. কোভিড-19-র জন্য ভারত সরকার মহামারি সংক্রান্ত যে ধারাটির পরিবর্তন ঘটিয়েছে?
Ans: এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897
62. কোভিড-19 কে বিশ্বজুড়ে ট্র্যাক করার জন্য যে কোম্পানি প্রথম ‘ট্রেকার’ চালু করেছে তার নাম কি?
Ans: মাইক্রোসফট
63. কোভিড-19 ট্রিটমেন্ট-এর জন্য যে অর্গানাইজেশন হাইড্রোক্সিক্লোরোকুইন অনুমোদন দিয়েছে?
Ans: ICMR.
Covid-19 MCQ questions and answers|Questions, and Answers on COVID-19| Covid 19 MCQ questions and answers in Bengali| Covid-19 MCQ questions and answers pdf| Covid 19 MCQ quiz questions and answers| Covid 19 question answer| How is covid 19 passed on MCQ| What is covid 19 questions and answers| Covid 19 objective questions and answers/Questions and Answers About COVID-19| COVID-19 Specific Advice Quiz Answer Sheet/ GK Questions and Answers on Coronavirus [COVID-19]
সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....