Type Here to Get Search Results !

Gk in Tripura | General Knowledge in Tripura| GK

Gk in Tripura | General Knowledge in Tripura.

Gk in Tripura|General Knowledge in Tripura. General Knowledge

Gk in Tripura | General Knowledge in Tripura. General Knowledge.Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, and School Service all Competitive exams...

Gk in Tripura | General Knowledge in Tripura| Tripura General Knowledge |Tripura Gk. 

জেনারেল নলেজ গুলি আমাদের নানা সরকারি ও বেসরকারি কম্পেরেটিভ এক্সামে পড়ে থাকে যেমন- রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার।আপনারা  সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন আমাদের এই ব্লগ ওয়েবসাইটিকে

    : Read More :     

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে General Knowledge in Tripura | Gk in Tripura. , All Exams MCQ-নিয়ে এসেছি যে গুলি বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে।

 Gk in Tripura|General Knowledge in Tripura.

প্রশ্নঃ ত্রিপুরা রাজ্যের ফরেস্ট ডিভিশনের সংখ্যা কটি ?

উত্তরঃ নয়টি।


প্রশ্নঃ TSR-কথাটির পুরাে নাম লেখ। 

উত্তরঃ ত্রিপুরা স্টেট রাইফেলস!


প্রশ্নঃ রাজ্যের নিজস্ব দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বল। 

উত্তরঃ বড়মুড়া তাপবিদ্যুৎ প্রকল্প। (উৎপাদন ক্ষমতা ২১ মেগাওয়াট) ও রুখিয়া তাপবিদ্যুৎ প্রকল্প (উৎপাদন ক্ষমতা ৫৪ মেগাওয়াট)।


প্রশ্নঃ শাক-সবজির ক্ষেত্রে রাজ্য সরকার কোন বীজে সর্বাধিক গুরুত্ব দিয়েছে? 

উত্তরঃ True Potato Seed বা সংক্ষেপে টি পি এস আলু বীজে।


প্রশ্নঃ এন রেগা কী? (NREGA) এন রেগাতে ত্রিপুরার স্থান কী? 

উত্তরঃ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ২০০৯-১০ অর্থ বছরে ত্রিপুরা এন রেগার

কাজে (৮২ দিন কাজের সৃষ্টি করে) ভারতে প্রথম স্থান লাভ করে।


প্রশ্নঃ TRPC-কী? 

উত্তরঃ ত্রিপুরা রিহেবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন।


প্রশ্নঃ ত্রিপুরার সর্ববৃহৎ লেকটির নাম কি? 

উত্তরঃ ডম্বুর লেক।


প্রশ্নঃ ABTC Flifist gestaltetet?

উওরঃ Agartala Basic Training College.


প্রশ্নঃ ATTA কথাটির পুরােনাম কী?

উত্তরঃ All Tripura Teacher's Association.


প্রশ্নঃ ত্রিপুরার ভৌগােলিক এলাকার কতভাগ কৃষি ভূমিআছে। 

উত্তরঃ ২৭ ভাগ।


প্রশ্নঃ ত্রিপুরায় কয়টি বিশ্ববিদ্যালয় আছে? 

উত্তরঃ ৩টি।


প্রশ্নঃ ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কয়টি? 

উত্তরঃ ৬০টি।


প্রশ্নঃ ত্রিপুরা লােকসভার আসন সংখ্যা কয়টি? 

উত্তরঃ ২টি।


প্রশ্নঃ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ কবে উদ্বোধন হয়? 

উত্তরঃ ২০০৫ সালের ১লা আগস্ট।


প্রশ্নঃ রুদ্রসাগর লেক কোথায়? 

উত্তরঃ মেলাঘরে। আগরতলা থেকে প্রায় ৫৫ কিমি দূরে অবস্থিত।


প্রশ্নঃ কমলাসাগর লেক কোথায়? 

উত্তরঃ আগরতলা থেকে ২৭ কিমি দূরে কসবা কালী মন্দিরের কাছে কমলাসাগর লেক অবস্থিত।


প্রশ্নঃ ত্রিপুরার নিট চাষযােগ্য কৃষি জমির পরিমাণ কত? 

উত্তরঃ ২,৮০,০০০ হেক্টর।২০০৮ সালে তা কমে দাঁড়িয়েছে ২,৫১,০০০ হেক্টর।


প্রশ্নঃ রাজ্যে কটি রেশমগুটি উৎপাদন কেন্দ্র আছে? 

উত্তরঃ ১১টি।


প্রশ্নঃ ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন্ জেলায়? 

উত্তরঃ পশ্চিম ত্রিপুরা জেলায়।


প্রশ্নঃ রাজ্যে কারাগারের সংখ্যা কয়টি?

উত্তরঃ ১১টি।বিশালগড়ে একটি কেন্দ্রীয় কারাগার গড়ে উঠেছে।


প্রশ্নঃ ‘এন রেগা’ স্কিমের কাজে ২০০৮-০৯ অর্থবছরে কোন্ ব্লক প্রথম হয়েছে? 

উত্তরঃ রাজনগর ব্লক।


প্রশ্নঃ রাজ্যের প্রথম পত্রিকাটির নাম কী? 

উত্তরঃ রবি।


প্রশ্নঃ ত্রিপুরায়বর্তমানে কয়টি দৈনিকসংবাদপত্র আছে?

উত্তরঃ ২২টি।তারমধ্যেইংরেজি ২টি।


প্রশ্নঃ উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড়ড়া হাসপাতালটির নাম কী? 

উত্তর : জি বি হাসপাতাল। যা বর্তমানে মেডিক্যাল কলেজ।


প্রশ্নঃ আগরতলা থেকে কলকাতার আকাশ পথে দূরত্ব কত? 

উত্তরঃ ৩১৫ কিমি।


প্রশ্নঃ রাজ্যেরকমটিবিমানবন্দরআছে?নামবল। 

উত্তরঃ ৩টি আগরতলা, কৈলাসহর,মলপুর।


প্রশ্নঃ বর্তমান বিধানসভা ভবনটি কোথায় অবস্থিত? 

উত্তরঃ ক্যাপিটেল কমপ্লেক্সে।


প্রশ্নঃ ত্রিপুরার মাটি কীরূপ?

উত্তরঃ ল্যাটেরাইট ও পলিমাটি।


প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠ থেকে আগরতলার উচ্চতা কত? 

উত্তরঃ ১২.৮০ মিটার।


প্রশ্নঃ রাজ্যের একটি মহকুমার নাম কর যার চারদিকে বাংলাদেশ নেই?

উত্তরঃ উদয়পুর।


প্রশ্নঃ যে দুটি উপনদী মিলে লংতরাই ও আঠারমুড়া পাহাড়ে গােমতীনদীর উৎপত্তি সেই নদী দুটির নাম কর। 

উত্তরঃ রাইমা ও শর্মা।


প্রশ্নঃ রাজ্যের কত শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল?

উত্তরঃ প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরােক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।


প্রশ্নঃ ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সৃষ্টিকবে হয়? 

উত্তরঃ ১৯৯৫ সালে।


প্রশ্নঃ রাজ্যের দ্বিতীয় বৃহত্তমশহর কোনটি? 

উত্তরঃ ধর্মনগর (উত্তর ত্রিপুরা)।


প্রশ্নঃ রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম কোটি?উত্তরঃ দশরথ দেব স্টেট স্পাের্টস কমপ্লেক্স

(বাধারঘাট)।


প্রশ্নঃ রক্তদানে ত্রিপুরা ভারতের মধ্যে কোন্‌স্থান দখল করে? 

উত্তরঃ প্রথম (২০০৮)


প্রশ্নঃ বিসর্জন নাটকে কেঅমর হয়ে আছেন? 

উত্তরঃ মহারাজা গােবিন্দ মাণিক্য।


প্রশ্নঃ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? 

উত্তরঃ শ্রী শচীন্দ্রলাল সিংহ।


প্রশ্নঃ রাজ্যের উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? 

উত্তরঃ প্রয়াত দশরথ দেব।


প্রশ্নঃ রাজ্যে কয়টি পঞ্চায়েত সমিতি আছে? 

উত্তরঃ ৩৫টি।


প্রশ্নঃ খােয়াইনদীর দৈর্ঘ্য কত? 

উত্তরঃ ১৬৬ কিমি। (দৈর্ঘ্যে দ্বিতীয় বৃহত্তম)।


প্রশ্নঃ রাজ্যের সর্ববৃহৎতাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? 

উত্তরঃ রামচন্দ্রনগরে।


প্রশ্নঃ ত্রিপুরা প্রথমে কোন শ্রেণির রাজ্য ছিল? 

উত্তরঃ ‘গ’ শ্রেণির।


প্রশ্নঃ TUJS -এর পুরাে কথাটি কী? 

উত্তরঃ ত্রিপুরা উপজাতি যুব সমিতি।


প্রশ্নঃ সবচেয়েবড়াে রেললাইন সেতু কোন্‌নদীর ওপরদিয়ে গেছে?

উত্তরঃ খােয়াইনদীর।


প্রশ্নঃ প্রতিবছর বিখ্যাত সংগীতকার ও গায়কের পুরস্কার দেওয়া হয় কারনামে? 

উত্তরঃ  শচীন দেববর্মণের নামে।


প্রশ্নঃ 'Reflections of Partition in the East' G7 Troubled Periphery: Crisis of Indian's Northeast —এই দুটিবইএর লেখকের নাম কী? 

উত্তরঃ সুবীর ভৌমিক।


প্রশ্নঃ ত্রিপুরারবিখ্যাতমহিলা চিত্রশিল্পীও গীতিকারেরনামক? 

উত্তরঃ মহারানি তুলসীবতী।


প্রশ্নঃ লেবুকর্তা কে? 

উত্তরঃ বিখ্যাত সংগীতকার ও গায়ক।


প্রশ্নঃ ত্রিপুরা পরিচিত কীনামে? 

উত্তরঃ সবুজ উপত্যাকার আহবান’ নামে।


প্রশ্নঃ ২৬কিমি দীর্ঘটারমিও সাগরপারকরলেন কোন সাতারু মেয়ে?

উত্তরঃ চৈতী দেববর্মা।


প্রশ্নঃ পূর্বের একমাত্র হ্রদ প্রাসাদের (অলৌকিক দুর্গ) নামকী? 

উত্তরঃ নীরমহল।


প্রশ্নঃ ককবরক শব্দের অর্থ কী? 

উত্তরঃ কক হচ্ছে কথা বা ভাষা, বর হচ্ছে মানুষ বা জাতি। অর্থাৎবর জাতির ভাষা।


প্রশ্নঃ ত্রিপুরা রাজ্য’ পশুর নাম কী? 

উত্তরঃ ফায়েরজ লাঙ্গুর।


প্রশ্নঃ ত্রিপুরা রাজ্য পাখির নাম কী? 

উত্তরঃ সবুজ রাজা পায়রা।

[আরো পড়ুন ]

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.