Type Here to Get Search Results !

মাধ্যমিক বাংলা সাজেশন 2023| Madhyamik Bengali Suggestion 2023

মাধ্যমিক বাংলা সাজেশন 2023| Madhyamik Bengali Suggestion 2023
মাধ্যমিক বাংলা সাজেশন 2023| Madhyamik Bengali Suggestion 2023

Madhyamik Bengali Suggestion 2023| মাধ্যমিক বাংলা সাজেশন 2023

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা  সাজেশন 2023 প্রশ্ন উত্তর। মাধ্যমিক  জীবন বিজ্ঞান সাজেশন -MCQ, সংক্ষিপ্ত, এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি।

Madhyamik Bengali Suggestion 2023| মাধ্যমিক বাংলা সাজেশন 2023 : Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Bengali Suggestion 2023 – মাধ্যমিক  বাংলা সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Bangali  Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

 Read More: Suggestion 2023 


আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য Madhyamik Bengali Suggestion 2023 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা সাজেশন 2023 খুঁজে চলেছেন, নিচে দেওয়া  Madhyamik Bengali Suggestion 2022 – মাধ্যমিক বাংলা সাজেশন 2023 প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik Bengali 2023 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

মধ্যশিক্ষা বাংলা পর্ষদ প্রদত্ত মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র:

মাধ্যমিক বাংলা 2023 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা মাধ্যমিক বাংলা সাজেশন 2023 – Madhyamik Bengali Suggestion 2023 নিচে দেওয়া রয়েছে। Exams Time: 3 hours 15 minutes, Full Marks: 90

মাধ্যমিক বাংলা সাজেশন 2023| Madhyamik Bengali Suggestion 2023

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ x ১৭ = ১৭

১.১ ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?’ – অলৌকিক ঘটনাটি হল – (ক) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে হয়েছে, (খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, (গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে, (ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়।

১.২ ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।'— এ কথা বলেছে- (ক) ভবতোষ, (খ) অনাদি, (গ) কাশীনাথ, (ঘ) জনৈক বাসযাত্রী।

১.৩ দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।'—বক্তা হলেন— (ক) নিমাইবাবু, (খ) জগদীশবাবু, (গ) অপূর্ব, (ঘ) গিরীশ মহাপাত্র।

১.৪ ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী’—‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ হল- (ক) ভালোবাসো, (খ) মঙ্গল করো, (গ) ক্ষমা করো, (ঘ) বিদ্বেষ ত্যাগ করো।

১.৫ ‘তারপর যুদ্ধ এল’— (ক) পাহাড়ের আগুনের মতো, (খ) রক্তের সমুদ্রের মতো, (গ) আগ্নেয় পাহাড়ের মতো, (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

১.৬ ‘সিন্ধুতীরে’ পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হল— (ক) ‘পদ্মাবতী’, (খ) ‘তোহফা’, (গ) ‘সতীময়না ও লোরচন্দ্রাণী’, (ঘ) ‘সেকেন্দারনামা’।

১.৭ অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।'— তিনি হলেন— (ক) সত্যজিৎ রায়, (খ) অন্নদাশঙ্কর রায়, (গ) রাজশেখর বসু, (ঘ) সুবোধ ঘোষ।

১.৮ আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্যরচনা সুসাধ্য হবে, যখন এ দেশে— (ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে, (খ) বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে, (গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে, (ঘ) লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন।

১.৯ শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন— (ক) সুনীল গঙ্গোপাধ্যায়, (খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়, (গ) সমরেশ বসু, (ঘ) নিখিল সরকার।

১.১০ ‘আমি ভাইকে সাইকেল দিলাম।'— এই বাক্যের নিম্নরেখ পদদুটি হল- (ক) যথাক্রমে মুখ্য কর্মকারক এবং গৌণ কর্মকারকের উদাহরণ, (খ) যথাক্রমে গৌণ কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ, (গ) দুটিই মুখ্য কর্মকারকের উদাহরণ, (ঘ) দুটিই গৌণ কর্মকারকের উদাহরণ।

১.১১ 'রাজায় রাজায় যুদ্ধ হয়।'— এই বাক্যের কর্তাটি হল – (ক) প্রযোজ্য কর্তা, (খ) সহযোগী কর্তা, (গ) ব্যতিহার কর্তা, (ঘ) সমধাতুজ কর্তা।

১.১২ ‘উপনগরী’— সমাসটি গড়ে উঠেছে— (ক) সাদৃশ্য অর্থে, (খ) সামীপ্য অর্থে, (গ) পশ্চাৎ অর্থে, (ঘ) বীপ্সা অর্থে।

১.১৩ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, তা হল— (ক) উপমান কর্মধারয়, (খ) উপমিত কর্মধারয়, (গ) রূপক কর্মধারয়, (ঘ) নিত্য সমাস।

১.১৪ 'আজকের দিনটা বেশ কাটলো।'— গঠনগত দিক থেকে বাক্যটি হল— (ক) সরল বাক্য, (খ) জটিল বাক্য, (গ) মিশ্র বাক্য, (ঘ) যৌগিক বাক্য।

১.১৫ সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল।'— এই বাক্যের নিম্নরেখ অংশটি হল— (ক) উদ্দেশ্য, (খ) বিধেয়, (গ) উদ্দেশ্যের সম্প্রসারক, (ঘ) বিধেয়র সম্প্রসারক

১.১৬ ‘আজ কি তোমার বাজার যাওয়া হয়নি?’> ‘আজ কি তুমি বাজার যাওনি?’— এই বাচ্য পরিবর্তনটি হল— (ক) ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ, (খ) ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের উদাহরণ, (গ) কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের উদাহরণ, (ঘ) কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ।

১.১৭ ‘বাঁশি বাজে।'— এটি একটি— (ক) ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য, (খ) অসম্পাদক কর্তৃবাচ্য, (গ) লুপ্তকর্তা ভাববাচ্য, (ঘ) গৌণ কর্মকর্তা ভাববাচ্য।

 Madhyamik Bengali Suggestion 2023| মাধ্যমিক বাংলা সাজেশন 2023

২। কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো : ১×১৯=১৯

২.১ নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

২.১.১ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে।'— নদীর বিদ্রোহের কারণ কী ছিল।

২.১.২ ‘বলতে গেলে ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে,’— তফাতটা কী?

২.১.৩ ‘মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই।'— কোন্‌ কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা?

২.১.৪ ‘অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।'— হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে?

২.১.৫ ‘গল্প ছাপা হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।'— উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কী?


২.২। নীচের যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ১×৪=৪

২.২.১ ‘আমাদের ইতিহাস নেই।'— এ কথা বলা হয়েছে কেন?

২.২.২ ‘হা ধিক্ মোরে!’— বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন?

২.২.৩ ‘পঞ্চকন্যা পাইলা চেতন।'— পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেল?

২.২.৪ ‘তোরা সব জয়ধ্বনি কর।'— কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?

২.২.৫ ‘গানের বর্ম আজ পরেছি গায়ে’— গানের বর্ম পরিধান করে কবি কোন্ কাজ করতে পারেন।


২.৩। নীচের যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :  ১×৩=৩

২.৩.১ ‘জন্ম নিল ফাউন্টেন পেন।'— ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি উল্লেখ করো।

২.৩.২ ‘সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু।'— কোন্ আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে?

২.৩.৩ ‘আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন।'— তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন?

২.৩.৪ ‘আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন'— কোন্ ‘ত্রিবিধ কথা’র প্রসঙ্গ লেখক স্মরণ করেছেন?


২.৪। নীচের যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ১×৮=৮

২.৪.১ ‘নির্দেশক’ বলতে কী বোঝো?

২.৪.২ অ-কারক কাকে বলে?

২.৪.৩ প্রদত্ত চিহ্নিত পদের কারক/অ-কারক সম্পর্ক নির্দেশ করে তার চিহ্ন নির্ণয় করো – পোকাটা উড়ে গেল।

২.৪.৪ প্রদত্ত ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণি নির্ণয় করো— শশ অঙ্কে যার।

২.৪.৫ বিশেষণ ও বিশেষ্য যোগে একটি বিশেষ্যখণ্ড তৈরি করে বাক্যে ব্যবহার করো।

২.৪.৬ যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও।

২.৪.৭ নির্দেশ অনুযায়ী বাক্যটি পরিবর্তন করো— বৃথা আশা মরিতে মরিতেও মরে না। (যৌগিক বাক্যে) 

২.৪.৮ হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না। (কর্তৃবাচ্যে পরিণত করো)

২.৪.৯ ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে (লুপ্ত কর্তা ভাববাচ্য) এরকম একটি বাক্য লেখো।

২.৪.১০ ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো : অনুগমন।


৩। প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখো : ৩+৩=৬

৩.১। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

৩.১.১ ‘আপনি কি ভগবানের চেয়েও বড়ো?’—কাকে এ কথা বলা হয়েছে? তাঁকে এ কথা বলা হয়েছে কেন? ১+২=৩

৩.১.২ ‘আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না।'— বক্তা কাকে এ কথা বলেছিলেন? কোন্ অবিচারের দণ্ডভোগ তাঁকে ব্যথিত করেছিল? ১+২=৩


৩.২। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

৩.২.১ ‘এবার মহানিশার শেষে / আসবে ঊষা অরুণ হেসে’— ‘মহানিশা’ কী? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কীসের ইঙ্গিত দিয়েছেন? ১+২=৩

৩.২.২ ‘হায়, বিধি বাম মম প্ৰতি’— বক্তা কে? তিনি এমন কথা বলেছেন কেন? ১+২=৩


৪। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও ৫×১=৫

৪.১ ‘নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে।'— কার ‘পাগলামির’ কথা বলা হয়েছে? গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। 

৪.২ ‘পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল।'— ‘পথের দাবী’ পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়?

 

৫। কমবেশি ১৫০ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১ কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় যুদ্ধ-বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো।

৫.২ ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।'— কাকে এ কথা বলা হয়েছে? কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল?


৬। নীচের প্রশ্নগুলির যে-কোনো একটি উত্তর দাও : (কমবেশি ১৫০ শব্দে) ৫×১=৫

৬.১ কালি কলমের প্রতি ভালোবাসা ‘হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো।

৬.২ ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো।


৭। কমবেশি ১২৫ শব্দে নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 8

৭.১ ‘আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো।'— বক্তা কাদের কাছে, কোন্ অক্ষমতা প্রকাশ করেছেন?

৭.২ ‘আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই বিশ্বাস দিন ...'— কাদের কাছে বক্তা ‘ভিক্ষা’ চান? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন?


৮। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : (কমবেশি ১৫০ শব্দে) ৫×২=১০

৮.১ ‘অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।'— কোনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো।

৮.২ দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো।

৮.৩ ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও।


৯। কমবেশি ৪০০ শব্দে নীচের যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লেখো : ১০

৯.১ বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার,

৯.২ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,

৯.৩ একটি অলৌকিক অভিজ্ঞতা, 

৯.৪ সাহিত্যপাঠের প্রয়োজনীয়তা।


১০। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : 8

A real friend is he who remains true to us as long as he lives. He will share our sorrows as well as our joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything, even life for the sake of his friend.

Ans: প্রকৃত বন্ধু তিনিই যিনি বেঁচে থাকতে আমাদের প্রতি সত্য থাকেন। তিনি আমাদের দুঃখের পাশাপাশি আমাদের আনন্দ ভাগাভাগি করবেন। তিনি আমাদের কঠিন সময়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকবেন। সে তার বন্ধুর জন্য সবকিছু এমনকি জীবনের ঝুঁকি নেবে।

১১। নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (কমবেশি ১৫০ শব্দে) ৫×১=৫

১১.১ ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী’—এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

১১.২ বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

মাধ্যমিক বাংলা সাজেশন 2023 প্রশ্ন উত্তর।Madhyamik Bengali Suggestion 2023

Madhyamik Bengali Suggestion 2023| মাধ্যমিক বাংলা সাজেশন 2023 : Madhyamik Bengali Suggestion 2023| মাধ্যমিক বাংলা সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Bengali Suggestion 2023– মাধ্যমিক  বাংলা সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Bengali Examination 2023– পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন 2023 : Madhyamik Bangali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন 2023 প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Bengali Suggestion 2023 – মাধ্যমিক  বাংলা সাজেশন 2023 MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Bangali Examination 2023 – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা 2023 সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

 West Bengal Madhyamik Bengali Suggestion 2023 | WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion 2023

Madhyamik Bengali Suggestion 2023 download with Sure Common in Examination. West Bengal Madhyamik 2023 Bengali Suggestion and new question pattern. WBBSE 10th Class Board Exam suggestive questions. Madhyamik Bengali Suggestion PDF Download. Important questions for WB Madhyamik 2023 Bengali Subject. West Bengal Board of Secondary Education Madhyamik 2023 Model Question Paper Download.

West Bengal class 10th Bengali Board Exam 2023 details info.

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik 2023 Exam Suggestion download for Bengali subject. West Bengal Madhyamik 2023 Examination will be started in February. Students who are currently studying in Class 10 will sit for their first Board Exam Madhyamik. West Bengal Board of Secondary Education will organize this Examination all over West Bengal. WBBSE Madhyamik 2023 Bengali question paper download.

Madhyamik 2023 Bengali Exam Time

Madhyamik Bengali Suggestion 2023 Download Madhyamik Bengali 2023  Suggestion with all the important questions and Notes. This year Madhyamik 2023 Bengali exam will start on 23rd February 2023 from 11:45 am to 3:00 pm. Download West Bengal Madhyamik 2023 Bengali Suggestion.

EXAM NAMEMadhyamik Bengali Exam 2023
SUBJECTMadhyamik Bengali Suggestion 2023
EXAM DATE23rd February 2023
BOARDWBBSE
SUGGESTION COMMON100%

Madhyamik Bengali Syllabus 2023

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik Bengali Syllabus with all the important chapters and marks distribution. Download the Madhyamik 2023 Bengali Syllabus and Question Paper. 

West Bengal Board of Secondary Education (WBBSE) Bengali Exam 2023

West Bengal Board of Secondary Education (WBBSE) will organize the Madhyamik (10th) Board Examination 2023. Students who are currently studying in Class 10 standard, will have to sit for their first Board Exam Madhyamik 2023 Bangali exam.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.